পল দিরাক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল দিরাক |
|
---|---|
জন্ম | আগস্ট ৮, ১৯০২ ব্রিস্টল, ইংল্যান্ড |
মৃত্যু | অক্টোবর ২০, ১৯৮৪ (৮২ বছর) Tallahassee, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র |
বাসস্থান | United Kingdom যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | ![]() |
ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় |
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন | ব্রিস্টল বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
শিক্ষাগত উপদেষ্টা | রাল্ফ ফাউলার |
উল্লেখযোগ্য ছাত্র | Homi Bhabha হরিশ-চন্দ্র Dennis Sciama Behram Kurşunoğlu John Polkinghorne Per-Olov Löwdin |
যে কারণে বিখ্যাত | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
বিশেষ পুরস্কারসমূহ | ![]() |
ধর্ম | Atheist[১] |
পল অ্যাড্রিয়েন মরিস ডিরাক, ওএম, এফআরএস (আইপিএ: [dɪ'ræk] পল্ ডির্যাক্) (আগস্ট ৮, ১৯০২ – অক্টোবর ২০, ১৯৮৪) ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপকের পদে আসীন ছিলেন। তাঁর গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কারের একটি হলো ডিরাক সমীকরণ। এই সমীকরণটি ফার্মিয়নদের আচরণকেই শুধু ব্যাখ্যা করে না, এর সাহায্যেই ডিরাক সর্বপ্রথম প্রতিপদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। ডিরাক ১৯৩৩ সালে এরউইন শ্রোডিঙ্গার এর সাথে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসু প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।