ম্যালেরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ান একরকম সংক্রামক রোগ। লোহিত রক্ত কণিকা ধ্বংস জনিত রক্তাল্পতার (hemolytic anemia) প্রধান কারণ।

জীবাণু: প্লাজমোডিয়াম গোত্রের প্রোটোজোয়া:

মানুষের ক্ষেত্রে ৪টি:

  • প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
  • প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
  • প্লাজমোডিয়াম ওভেল
  • প্লাজমোডিয়াম ম্যালেরি

[সম্পাদনা] পিলের জ্বর

মশা উপদ্রুত বাংলায় ম্যালেরিয়া সারাবছর হতে পারে (hyper endemic) এবং কারো কারো একসঙ্গে একাধিক সংক্রমণ হতে পারে। এর ফলে স্পীহা বা পিলে খুব বড় হয়ে যেতে পারে (hypersplenism) তাই এর ডাকনাম ছিল পিলের জ্বর।