রুডইয়ার্ড কিপলিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রুডইয়ার্ড কিপলিং

রুডইয়ার্ড কিপলিং
জন্ম: ডিসেম্বর ৩০, ১৮৬৫
মুম্বাই, ভারত
মৃত্যু: জানুয়ারি ১৮, ১৯৩৬ (৭০ বছর)
মিড্‌লসেক্স হাসপাতাল, লন্ডন, ইংল্যান্ড [১]
পেশা: ছোট গল্প লেখক, ঔপন্যাসিক, কবি, সাংবাদিক
জাতীয়তা: ইংল্যান্ড এর পতাকা ইংরেজ
ধরণসমূহ: ছোট গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, কবিতা, ভ্রমণ কাহিনী

জোসেফ রুডইয়ার্ড কিপলিং (১৮৬৫ - ১৯৩৬) একজন ইংরেজ লেখক এবং সাহিত্যিক ছিলেন যিনি ভারতে জন্মগ্রহণ করেন। মূলত তার অসাধারণ শিশু সাহিত্যের জন্য সুখ্যাতি লাভ করেন। তার অমর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে শিশু সাহিত্য দ্য জাঙ্গল বুক, জাস্ট টু স্টরিস, পাক অফ পক্‌স হিল, কিম; উপন্যাস কিম; কবিতা ম্যান্ডালে, গুঙ্গা ডিন ইত্যাদি। ছোটগল্প রচনার আধুনিক শিল্প নির্দেশনার একজন অন্যতম উদ্ভাবক হিসেবেও তার পরিচিতি রয়েছে।[২] তবে সব দিক দিয়ে তার শিশু সাহিত্যগুলোই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এগুলোকে শিশু সাহিত্যের ইতিহাসে একেকটি অনন্য রচনা হিসেবে অভিহিত করা যেতে পারে। জেম্‌স জয়েস একবার মত প্রকাশ করেছিলেন যে, উনবিংশ শতাব্দীর তিন ক্ষণজন্মা লেখক তোলস্তয়, কিপলিং এবং দ্য'আনুনজিও; তাদের প্রকৃতি প্রদত্ত মেধা ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা কেউই তাদের এই উপহারের পূর্ণ ব্যবহার করতে পারেননি। তিনি আরও বলেন এই তিনজনেরই ধর্ম ও দেশপ্রেম সম্পর্কে অর্ধ-ফ্যানাটিক ধারণা ছিল।[৩]

[সম্পাদনা] কিছু সাহিত্যকর্ম

  • The Story of the Gadsbys (১৮৮৮)
  • Plain Tales from the Hills (১৮৮৮)
  • The Phantom Rickshaw and other Eerie Tales]] (১৮৮৮)
  • The Light That Failed (১৮৯০)
  • Mandalay (poem)|Mandalay (১৮৯০) (কবিতা)
  • Gunga Din (১৮৯০) (কবিতা)
  • The Jungle Book (১৮৯৪) (ছোট গল্প)
  • The Second Jungle Book (১৮৯৫) (ছোট গল্প)
  • If— (১৮৯৫) (poetry)
  • Captains Courageous (১৮৯৭)
  • The Day's Work (১৮৯৮)
  • Stalky & Co. (১৮৯৯)
  • Kim (novel)|Kim (১৯০১)
  • Just So Stories (১৯০২)
  • Puck of Pook's Hill (১৯০৬)
  • Life's Handicap (১৯১৫) (ছোট গল্প)