আটাওয়ালপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইনকা সম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট আটাওয়ালপার প্রতিকৃতি
ইনকা সম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট আটাওয়ালপার প্রতিকৃতি

আটাওয়ালপা (ইংরেজি: Atahualpa, Atawallpa) (১৫০২ - আগস্ট ২৬, ১৫৩৩) ইনকা সম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট। তখন ইনকা সম্রাজ্যের আরেক নাম ছিল Tahuantinsuyo। তিনি তার ছোট ভাই হুয়াসকারকে এক গৃহযুদ্ধে পরাজিত করে সিংহাসন আরোহন করেছিলেন। মূলত আটাওয়ালপা এবং হুয়াসকার বাবা হুয়াইনা কাপাকের মৃত্যুর পরপরই এই গৃহযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। ধারণা করা হয় তাদের বাবা ম্যালেরিয়া বা গুটি বসন্ত জাতীয় কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই গৃহযুদ্ধ চলাকালীন সময়েই স্পেনীয় সেনাপতি ফ্রান্সিস্‌কো পিজারো ইনকাদের সম্রাজ্যে প্রবেশ করেন এবং এক পর্যায়ে আটাওয়ালপাকে বন্দী করেন। আটাওয়ালপার মাধ্যমেই পিজারো ইনকা সম্রাজ্য নিয়ন্ত্রণ করছিলেন। ইনকারা আটাওয়ালপার মুক্তির জন্য পণ হিসেবে ৬০ ঘনমিটার সোনা দিতে রাজি হয়েছিল্ এ সত্ত্বেও পিজারো তাকে মুক্তি দেয়নি। বরং মুক্তিপণের প্রত্যাশা না করেই আটাওয়ালপাকে হত্যা করে। এই হত্যার সংবাদ যখন ইনকাদের কাছে যায় তখন তারা ১১০০ লামার পিঠে চাপিয়ে ঐ সোনাগুলো নিয়ে আসছিল। জানার পর তারা সোনাগুলো অ্যাজানগারের পর্বতে লুকিয়ে ফেলে। যাহোক, আটাওয়ালপার মৃত্যুর মধ্য দিয়েই স্বাধীন ইনকা সম্রাজ্য স্পেনের অধিকারভুক্ত হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ