জাহাজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নদী বা সমুদ্রে চলাচলের জন্য ব্যবহৃত বৃহত আকারের জলযান বিশেষ। সভ্যতার বিস্তারে এই নৌযানের অবদান অনস্বীকার্য। এখনপর্যন্ত নৌ পরিবহন ই সবচেয়ে সস্তা পরিবহন হিসেবে বিবেচ্য। পূর্বের ভেলা জাতীয় ও পালবাহী যান বর্তমানে পানির নিচ দিয়ে চলাচলের ও ক্ষমতা সম্পন্ন হয়েছে।