অরোরা (পুরাণ)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমাণ পুরাণে অরোরা ভোরের দেবী। অরোরা ভোরের আকাশে অপরূপ সুন্দর একজন নারীর প্রতিমূর্তি হয়ে উড়ে বেড়ান আর সূর্যের আগমন ঘোষণা করেন। অরোরার এক ভাই সূর্য ও এক বোন চাঁদ। তার বেশ কজন পুত্রের মাঝে উল্লেখযোগ্য চারজন হল চারদিকের বাতাস (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম)। একটি পুরাণ অনুসারে তিনি তার মৃত এক পুত্রের জন্য কাঁদেন আর আকাশে উড়ে বেড়ান। তিনি যখন কাঁদেন তখন তার চোখের জল শিশির হয়ে ঝরে পরে। গ্রীক পুরাণে অরোরার আর এক রূপ হল ইয়স। শেক্সপীয়র় তার বিখ্যাত নাটক "রোমিও অ্যান্ড জুলিয়েট"-এ অরোরার উল্লেখ করেছেন।
গ্রীক পূরাণে অরোরাকে এয়োস এবং হিন্দু পূরাণে ঊষা নামে ডাকা হয়।
তার অন্যতম প্রেমিক ছিলেন Tithonus। অরোরা জিউসের কাছে তার প্রেমিকের অমরত্বের অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জিউসের কাছে অমর থাকার নিয়মাবলী জেনে নেননি। যার কারণে Tithonus অমরত্বের ফল ভোগ করতে ব্যর্থ হন।