ময়মনসিংহ শহর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ মধ্য - বাংলাদেশের একটি শহর। এটি ময়মনসিংহ জেলার প্রায় কেন্দ্রভাগে পুরাতন ব্রহ্মপূত্র নদের তীরে অবস্থিত। নদীর তীর জুড়ে এখানে একটি শহর রক্ষাকারী বাঁধ রয়েছে যার বিস্তীর্ণ এলাকা নিয়ে নিয়ে গড়ে উঠেছে ময়মনসিংহ পার্ক। এটি শহরবাসীর মূল বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত।
সূচিপত্র |
[সম্পাদনা] নামকরণ
[সম্পাদনা] ইতিহাস
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ময়মনসিংহের ইতিহাস
[সম্পাদনা] ভৌগলিক পরিচিতি
[সম্পাদনা] শিক্ষা
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এছাড়া এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ ইত্যাদি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা এখঅনে দেয়া যেতে পারে:
- বিশ্ববিদ্যালয় ও কলেজ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, মুমিনুন্নেসা কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, নাসিরাবাদ কলেজ, কেবি কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, মুসলিম গার্লস কলেজ, বাংলাদেশ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ
- মাধ্যমিক স্কুল: ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সরকারী ল্যাবরেটরি স্কুল, কেবি স্কুল
[সম্পাদনা] গণমাধ্যম
[সম্পাদনা] আরও দেখুন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।