আহসান হাবীব (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আহসান হাবীব' (ফেব্রুয়ারি ২, ১৯১৭ - জুলাই ১০, ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাহিত্যিক।

সূচিপত্র

[সম্পাদনা] জীবন

আহসান হাবীব জন্মগ্রহণ করেন ১৯১৭ সালের ২রা ফেব্রুয়ারি শঙ্করপাশা গ্রামে যা এখন পিরোজপুর জেলার অন্তর্গত। তিনি পিরোজপুর সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে বরিশালের ব্রজমোহন কলেজে ভর্তি হন, তবে আর্থিক সমস্যার জন্য এখানে পড়াশোনায় ইস্তফা দিতে হয়।

তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৮৫ সালে মৃত্যুর সময় তিনি দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক পদে কর্মরত ছিলেন।

তাঁর পুত্র মঈনুল আহসান সাবের একজন নামী লেখক।

[সম্পাদনা] রচনা

[সম্পাদনা] কবিতা

তাঁর প্রথম কবিতার বই রাত্রিশেষ। অন্যান্য বইয়ের মাঝে রয়েছেঃ ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব

[সম্পাদনা] উপন্যাস

রাণী খালের সাঁকো

[সম্পাদনা] শিশু সাহিত্য

জোছনা রাতের গল্প, ছুটির দিন দুপুরে

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা