আলাপ:তাজ মহল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

[সম্পাদনা] নামের বানান

১. নামের বানান- মুমতাজ নাকি মমতাজ? যেকোন একটি ব্যবহার করাই শ্রেয়

২. শাহজাহান নাকি শাহ জাহান? যেকোন একটি ব্যবহার করাই শ্রেয়

--এনায়েতুর রহীম ১২:৩৪, ১২ জুলাই ২০০৭ (UTC)


আমার মতে মুমতাজ এবং শাহ জাহান।--বেলায়েত ১৩:৫৮, ১২ জুলাই ২০০৭ (UTC)

আমার তাই মনে হয়। বাংলায় আমরা মমতাজ বলে থাকি কিন্তু আসল শব্দের উৎপত্তি (অথবা তাঁদের ব্যবহৃত ভাষা) চিন্তা করলে 'মুমতাজ' সঠিক বলে মনে হয়। "শাহ জাহান" কোন কোন বইয়ে 'শাজাহান' বলা হয়েছে (ঠিক ঠিক সূত্র মনে নেই)। - এনায়েতুর রহীম ১৫:৫৯, ১২ জুলাই ২০০৭ (UTC)

শাজাহান বানানটা সম্ভবত পশ্চিমবংগে ব্যবহার করা হয় (অনেকটা "আমেদ" বানানের মতো)। আসল ফারসী/আরবী নাম হলো শাহ (রাজা) জাহাঁ (বিশ্ব) , দুটি আলাদা শব্দ। কাজেই "শাহ জাহান" এভাবে লেখাটা ভালো। --রাগিব (আলাপ | অবদান) ২২:২৪, ১২ জুলাই ২০০৭ (UTC)