আলাপ:ঢাকা প্রকাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেলায়েত, চমৎকার কাজ!! আমি অনেকদিন ধরেই গড়িমসি করে আর লিখিনি, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা নিবন্ধ। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫৪, ৯ মার্চ ২০০৭ (UTC)

ধন্যবাদ রাগিব ভাই, আসলে ইদানিং আমি পত্রিকায় চোখ রাখছি এবং পাবলিক ডোমেইন কোন ছবি পেলেই আমার ক্যামেরা দিয়ে তা তুলে তা আপলোড করছি। আমি চেষ্টা করছি ছবি যোগার হলে তার নিবন্ধও তৈরি করার।--বেলায়েত ১৬:১৪, ৯ মার্চ ২০০৭ (UTC)
বেলায়েত! বেলায়েত!! বেলায়েত!!! সত্যিই চমৎকার!!!! অনেক ভাল লাগলো এই নিবন্ধটি দেখে। আর রাগিব ভাই, এত কিছু করেও পরও যদি বলেন গড়িমসি করছেন। তাহলে, আমিতো <didn't find any appropriate adjective> ; মানে আমি তো কিছুই করতে পারছিনা। খুবই কষ্ট লাগছে আপনি, বেলায়েত এবং অন্যদের মত অবদান রাখতে পারছিনা।--mak ১৬:৪৬, ৯ মার্চ ২০০৭ (UTC)
না মাক ভাই, কিঞ্চিত বাঁটে আছি বলে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারছি না। আমার ইউনিভার্সিটির লাইব্রেরি হতে অনেক দূর্লভ বই (১০০ বছরের পুরানো) নিয়ে এসেছি ঢাকা/বাংলার ইতিহাসের উপর নিবন্ধ লেখার জন্য, কিন্তু সময় পাচ্ছিনা। আর ঐদিকে রাসায়নিক মৌলের নিবন্ধগুলাকে সাইজ করার জন্য ডাটাবেইজ ও বট কোডও লিখতে হবে, ঐটারও সময় লাগবে। তবে করে ফেলবো অচিরেই। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০০, ৯ মার্চ ২০০৭ (UTC)