কুমোর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুম্ভকার বা কুমোর একটি পেশা। এই পেশার মানুষ মৃৎশিল্পী - মাটি দিয়ে পাত্র, খেলনা, মূর্তি ইত্যাদি তৈরী করে। কুম্ভকার শব্দটির অর্থই হল কুম্ভ অর্থাৎ কলসী গড়ে যে শিল্পী।
কুমোররা মিলে যে পাড়ায় থাকে তাকে বলে কুমোরপাড়া বা কুমোরটুলি।
কুমোররা গোল আকৃতির জিনিস বানাবার জন্যে একটি ঘুরন্ত চাকা ব্যবহার করে।