নিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিম একটি ঔষধি গাছ, বৈজ্ঞানিক নাম(AZADIRACHTA INDICA)। এর ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। দাতের বিভিন্ন সমস্যায় নিমের মাজন বা পেস্ট প্রচুর ব্যবহার হয়। নিম ৩০-৫০ ফুট উচ্চতা বিশিষ্ট চিরহরিৎ গাছ। এর কান্ড ২০-৩০ ইঞ্চি ব্যাস হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং পাতায় ১০-১৭ টি করে কিনারা খাঁজকাটা পত্রক থাকে। পাতা ২.৫-৪ ইঞ্চি লম্বা হয়। বাংলাদেশের সবত্রই জন্মে তবে উত্তরাঞ্চলে বেশি দেখা যায়। এর আদি নিবাস মিয়ানমার। জুন-জুলাইতে ফল পাকে, ফল তেতো স্বাদের। পোকার আক্রমন ঠেকাতে নিমের ব্যবহার হয়। নিমের কাঠ কৃষি যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়।

-নিম গাছ
-নিম গাছ

বৈজ্ঞানিক নাম: Azadirachta indica A. juss. পরিবার: Meliacea ইংরেজি নাম: Neem



ঔষধিগুন

  1. নিম একটি স্বীকৃত ঔষধিগাছ। বসন্ত রোপে, চুলকানি, চর্মরোগ, দাঁতের সমস্যা প্রভৃতির জন্য নিম ব্যবহার হয়। নিমের তেল, বালাইনাশক ফসলের পোকাদমনে ব্যবহার হয়।
অন্যান্য ভাষা