হেয়ার স্কুল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেয়ার স্কুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত একটি বিদ্যালয়। এটি কলকাতার প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম।
স্কুলটি বর্তমানে মাধ্যমিক ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে প্রথম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে। শিক্ষাব্রতী ডেভিড হেয়ার রাজা রামমোহন রায় এর সহযোগিতায় উনবিংশ শতকে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। কত সালে এটি স্থাপিত হয়, তা নিয়ে বিতর্ক আছে, তবে স্কুলের বরাত অনুসারে এটি ১৮১৮ সালে স্থাপিত হয়।
ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলনে স্কুলটি যথেষ্ট ভূমিকা রেখেছে।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
কলকাতা স্কুল বুক সোসাইটি (Calcutta School Book Society) এবং হিন্দু কলেজ (যা পরে প্রেসিডেন্সী কলেজ হয়) প্রতিষ্ঠা করার পর ডেভিড হেয়ার কলেজটির ঠিক বিপরীতে এই স্কুলটি পতিষ্ঠা করেন। স্কুলটির নাম (?অরপুলি পাঠশালা ও) কলুটোলা ব্রাঞ্চ স্কুল থেকে পরে ১৮৬৭ সালে পিয়ারীমোহন বন্দোপাধ্যায়ের সময়ে বদলে নাম রাখা হয় হেয়ার স্কুল।
[সম্পাদনা] চত্বর
এই হেয়ার স্কুল ও প্রেসীডেন্সী কলেজের মিলিত চৌহদ্দীর মধ্যে আছে কলকাতার বৃহত্তম স্কুল চত্বর। সাদা ভিক্টোরিয়ান স্থাপত্যের স্কুলভবনটির ছাদ খুব উঁচু। জানালার বদলে খালি বড় বড় দরজা ও চওড়া অলিন্দ আছে। শুরুর দুটি তলার উপর ঐতিহ্যময় প্রাচীন স্থাপত্যটির সঙ্গে সমঞ্জস্য রেখে একটি তৃতীয় তলা বানানো হয়। এরো পরে একটি ছোট আধুনিক স্থাপত্যের আরেকটি ভবন যোগ করা হয় যা নিয়ে ছাত্র মহলে অসন্তোষ ছিল। পূর্বে স্কুলছাত্রদের দুটি খেলার মাঠ ছিল পরে একটি পসিডেন্সী কলেজের কাছে হস্তান্তরিত হয়।
[সম্পাদনা] ছাত্রবৃন্দ
২০০৬ সালে স্কুলটিতে প্রায় ১০০০ ছাত্র ভর্তি ছিল।
[সম্পাদনা] শিক্ষকবৃন্দ
মার্চ ২০০৬-এ স্কুলটিতে ৩৫ জন শিক্ষক ছিলেন, যাঁদের মধ্যে মধ্যে ৪ জন ছিলেন পি এইচ ডি ডিগ্রিধারী। অতীতে এই স্কুলের অনেক শিক্ষক ছিলেন ইতহাসখ্যাত ব্যক্তিত্ব যেমনঃ
- রসিক কৃষ্ণ মল্লিক ()
- পিয়ারী চরণ সরকার (Peary Charan Sarkar
- শিবনাথ শাস্ত্রী (Shibnath Shastri)
[সম্পাদনা] স্কুল পোষাক
সাদা জামা ও কালো হাফ বা ফুল প্যান্ট হল স্কুলের সব ছাত্রের পোশাক (ইউনিফর্ম)। শরীর শিক্ষার দিন সাদা প্যান্ট ও সাদা কেডস পরা যেতে পারে, এবং শীতে কালো সোয়েটার পরা হয়। জামায় বা সোয়েটারে লাগাবার জন্য একটি স্কুল-ব্যাজ ও আছে।
[সম্পাদনা] যোগাযগের ঠিকানা
হেয়ার স্কুল
৮৭ কলেজ স্ট্রীট
কলকাতা ৭০০ ০৭৩
পশ্চিমবঙ্গ, ভারত
দূরভাষ: ৯১-৩৩- ২২৪১ ৩৮৬৮
[সম্পাদনা] প্রখ্যাত ছাত্র
এখানকার বিখ্যাত ছাত্রদের মধ্যে রয়েছেন -
- রামতনু লাহিড়ী - ভাষা বিশারদ
- কৃষ্ণ মোহন ব্যানার্জি - শিক্ষানুরাগী
- দীনবন্ধু মিত্র - সাহিত্যিক, নীল দর্পণ নাটকের রচয়িতা
- জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী
- তথাগত রায় চৌধুরী
- অক্ষয় কুমার বড়াল - কবি
- প্রফুল্ল চন্দ্র রায় রসায়নবিদ
- রমেশ দত্ত, অর্থনীতিবিদ, ঐতিহাসিক
- প্রমথেশ বড়ুয়া - অভিনেতা
- যতিন্দ্রমোহন সেনগুপ্ত - রাজনীতিবিদ, বিপ্লবী
- রাধানাথ শিকদার - গণিতজ্ঞ
- পিয়ারী মোহন সরকার - লেখক
- চারুচন্দ্র চক্রবর্তী - লেখক
- জিয়াউর রহমান (বাংলাদেশের রাষ্ট্রপতি)
- রাজনারায়ণ বসু - লেখক, বুদ্ধিজীবী, ব্রাহ্ম সমাজের নেতা
- দ্যিবেন্দু বড়ুয়া - দাবাড়ু গ্র্যান্ডমাস্টার
[সম্পাদনা] তথ্যসূত্র
বিষয়
বাংলার ইতিহাস • ব্রিটিশ রাজ • বাংলা সাহিত্য • বাংলা কবিতা • বাংলা সঙ্গীত • ব্রাহ্ম সমাজ • এশিয়াটিক সোসাইটি • ফোর্ট উইলিয়াম কলেজ • ইয়ং বেঙ্গল সোসাইটি • ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েসন • স্বদেশী • সত্যাগ্রহ • তত্ত্ববোধিনী পত্রিকা • সুলভ সমাচার • আনন্দ বাজার পত্রিকা • জোড়াসাঁকোর ঠাকুর পরিবার • রবীন্দ্র সঙ্গীত • শান্তিনিকেতন • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় • কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম • বঙ্গীয় সাহিত্য পরিষদ • সংবাদ প্রভাকর
ব্যক্তিত্ব
রাজা রামমোহন রায় • রামকৃষ্ণ পরমহংস • ডিরোজিও • দেবেন্দ্রনাথ ঠাকুর • কেশব চন্দ্র সেন • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন • মাইকেল মধুসূদন দত্ত • রাজনারায়ণ বসু • দ্বারকানাথ গাঙ্গুলী • অক্ষয় কুমার দত্ত • হরিশ চন্দ্র মুখার্জী • শম্ভূনাথ পণ্ডিত • দ্বারকানাথ বিদ্যাভূষণ • কাদম্বিনী গাঙ্গুলী • অঘোর নাথ গুপ্ত • গিরিশ চন্দ্র সেন • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • শ্রী অরবিন্দ • স্বামী বিবেকানন্দ • রবীন্দ্রনাথ ঠাকুর • কাজী নজরুল ইসলাম • সত্যেন্দ্রনাথ ঠাকুর • রাম চন্দ্র বিদ্যাবাগীশ • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী