জঁ-জাক রুসো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্যাস্টেলে আঁকা রুসোর চিত্র
প্যাস্টেলে আঁকা রুসোর চিত্র

জঁ-জাক রুসো (ফরাসি ভাষায় Jean-Jacques Rousseau) (জুন ২৮, ১৭১২জুলাই ২, ১৭৭৮) সুইজারল্যান্ডীয় দার্শনিক, যার রাজনৈতিক চিন্তাধারা ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল।

রুসো ১৭১২ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহন করেন। জন্মের পরেই মাতৃহারা রুসো ১০ বছর বয়স পর্যন্ত পিতার কাছে মানুষ হন, অতপর তাঁর এক চাচা প্রোটেস্ট্যান্ট ধর্মযাজকের কাছে। ১৭১৮ সালে রুসোকে মাদাম ওয়ারেন নামক এক মহিলা দত্তক নেন। ১৯৪২ সালে তিনি প্যারিসে স্থায়ী নিবাস গড়েন। এ সময় তিনি প্যারিসে তৎকালীন সময়ের বিখ্যাত দার্শনিক এরং লেখকদের সংস্পর্শ লাভ করেন যাদের মধ্যে রামো (Rameau), মারিভো (Marivaux), দিদেরো (Diderot), ফন্তনেল (Fontenelle) অন্যতম। দিদেরো সেই সময় লঁসিক্লোপেদি নামক বিশ্বকোষ গ্রন্থ রচনা করছিলেন। উদ্বুদ্ধ রুসো এই গ্রন্থের জন্য কিছু নিবন্ধ করেন। ৯ জুলাই ১৯৫০ সালে দিজোঁ একাডেমির এক প্রতিযোগিতায় জ্ঞান এরং শিল্পকর্ম নামক বিষয়ের উপর বক্তৃতা লিখে প্রথম পুরস্কার জিতে নেন একং তাঁর ভিন্ন মতবাদের কারণে সারা ফ্রান্সে খ্যাতি লাভ করেন। তারপর থেকে রুসো সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন: লা নুভেল এলোয়া (La nouvelle hélois), এমিল উ দ্য লেদুকাসিওঁ (Emile ou de l'éducation), কোঁত্রা সোসিয়াল (Contract social) তাঁর বিখ্যাত কয়েকটি সাহিত্যকর্ম। কোঁত্রা সোসিয়াল এরং এমিল দুটি গ্রন্থে রুসো সামাজিক গঠনতন্ত্রের পুনর্বিন্যাসের কথা অভিব্যক্ত করেন। তাঁর ভিন্ন মতাদর্শের কারণে প্যারিসের আইনসভা তাঁকে ১৭৬২ সালে ফ্রান্স থেকে বহিষ্কার করে। রুসো প্রথমে সুইজারল্যান্ডে ও পরে ইংল্যান্ডে আশ্রয় নেন। ১৭৬৯ সালে তিনি প্যারিসে ফিরে আসেন এবং তাঁর আত্নজীবনী (লে কনফেসিওঁ) লেখা শুরু করেন। ভবঘুরে বিখ্যাত এই দার্শনিক ১৭৭৮ সালে মারা যান তাঁর আত্নজীবনী শেষ না করেই।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন