গীতবিতান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানের বই।

প্রায় ২২৩০ গান ছাড়াও এতে আছে ৮টি নৃত্যনাট্য ও গীতিনাট্য: কালমৃগয়া, বাল্মীকিপ্রতিভা, মায়ার খেলা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, বসন্ত, তাসের দেশ।

গানগুলিকে সমগ্র ভাবে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। রবীন্দ্রসঙ্গীতের ৬টি পর্যায় আছে: পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র, আনুষ্ঠানিক।