ব্যবহারকারী আলাপ:Asif jamil

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Asif jamil, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 



--রাগিব (আলাপ | অবদান) ১৪:৪৫, ১৩ জুলাই ২০০৬ (UTC)

[সম্পাদনা] চমৎকার

মানিক বন্দ্যোপাধ্যায় নিবন্ধকে সম্পূর্ণ রূপে লেখার জন্য ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪২, ১৬ জুলাই ২০০৬ (UTC)


[সম্পাদনা] নিজের পরিচয় দিন

আপনার নিজের পরিচয় আপনার ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন, তাতে অন্যান্য ব্যবহারকারীরা আপনার সম্পর্কে জানতে পারবে এবং তাদের সাথে আপনার আন্তরিকতা বাড়বে। পৃষ্ঠাটিতে যাবার জন্য এখানে ক্লিক করুন। আপনার নিজের পরিচয় লিখে 'রক্ষা করুন' বাটনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ।

--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩২, ১৭ জুলাই ২০০৬ (UTC)

[সম্পাদনা] কিছু বাক্য

Imon, nice work. It might be good to write a few words about yourself in your user page. Thanks. --রাগিব (আলাপ | অবদান) ১৭:৩২, ৮ আগস্ট ২০০৬ (UTC)