লাতিন আমেরিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাতিন আমেরিকা
আয়তন | ২১,০৬৯,৫০১,বর্গকিমি |
---|---|
জনসংখ্যা | ৫৪৮,৫০০,০০০ |
রাষ্ট্র সংখ্যা | ২০ |
পরাধীন অঞ্চল সংখ্যা | ৪ |
জিডিপি | $২.২৬ ট্রিলিয়ন (বিনিময় হার) $৪.৫ ট্রিলিয়ন (পিপিপি) |
ভাষাসমূহ | স্পেনীয়, পর্তুগিজ, ফরাসি, হাইতীয় ক্রেওল, Quechua, Aymara, Nahuatl, মায়ান ভাষা, Guaraní, ইতালীয়, ইংরেজি, জার্মান, ওয়েল্শ, ডাচ, Cantonese, জাপানী এবং অন্যান্য অনেক |
সমঙ অঞ্চলসমূহ | ইউটিসি -২:০০ (ব্রাজিল) থেকে ইউটিসি -৮:০০ (মেক্সিকো) |
বৃহৎ নগরীসমূজ | মেক্সিকো সিটি সাও পাউলো বুয়েনোস আইরেস বোগোটা লিমা রিও ডি জেনেরো সান্তিয়াগো কারাকাস হাভানা |
লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বুঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহের মাধ্যমে কথা বলে। এ ধরণের রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগীজ ভাষাকে বুঝায়। এই অঞ্চলটির একপাশে রয়েছে অ্যাংলো-আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে।