ভাস্কর (গণিতবিদ)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাস্কর (১১১৪-১১৮৫) বিখ্যাত ভারতীয় গণিতবিদ যিনি ব্রহ্মগুপ্তের ঐতিহ্য অনুসারণ করে তাঁর পূর্বসূরীদের কাজের বিভিন্ন ভুল সংশোধন করেন ও সেগুলিতে বিদ্যমান বিভিন্ন শূন্যতা পূরণ করেন। তিনি পেলের সমীকরণের (Pell's equation) একাধিক উদাহরণ সমাধান করেন এবং শূন্য দিয়ে বিভাজনের (division by zero) সমস্যা নিয়ে চিন্তা করেন।