শাহ জাহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহ জাহান
"ভূ-গোলকের উপর শাহ জাহান"স্মিথসোনিয়ান ইনস্টিটিউট থেকে নেওয়া
"ভূ-গোলকের উপর শাহ জাহান"
স্মিথসোনিয়ান ইনস্টিটিউট থেকে নেওয়া
জন্মের সময় রাখা নাম: গিয়াস-উদ্দিন মুহাম্মদ
পারিবারিক নাম: তীমুরীয়
উপাধী: মুঘল সম্রাজ্যের সম্রাট
জন্ম: জানুয়ারি ৫, ১৫৯২
জন্মস্থান: লাহোর
মৃত্যু: জানুয়ারি ২২, ১৬৬৬
মৃত্যুস্থান: আগ্রা
সমাধী: তাজ মহল
উত্তরাধিকারী: আওরঙ্গজেব
বিবাহ:
  • আকবারাবাদি মহল (মৃ ১৬৭৭)
  • কান্দাহারি মহল (জ ১৫৯৪, বি ১৬০৯)
  • মুমতাজ মহল (জ ১৫৯৩, বি ১৬১২, মৃ ১৬৩১)
  • হাসিনা বেগম সাহেবা (বি ১৬১৭)
  • মতি বেগম সাহেবা
  • কুদসিয়া বেগম সাহেবা
  • ফাতেহপুরি মহল সাহেবা (মৃ ১৬৬৬ এর পরে)
  • সারহিনদি বেগম সাহেবা (মৃ ১৬৫০ এর পরে)
  • শ্রী মানভবতী বাইজী লাল সাহেবা (বি ১৬২৬)
  • লীলাবতী বাইজী লাল সাহেবা (বি ১৬২৭ এর আগে)[১]
পিতা-মাতা:
সন্তানাদি:
  • জাহানারা বেগম, কন্যা
  • দারা সিকোহ, পুত্র
  • শাহ সুজা, পুত্র
  • রোসানারা বেগম, কন্যা
  • আওরঙ্গজেব, পুত্র
  • মুরাদ বক্স, পুত্র
  • গৌহর বেগম, কন্যা

শাহবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান(আরও ডাকা হয় শাহ জাহান, শাজাহান বলে। ফারসি: شاه ‌جهان), ( জানুয়ারি ৫, ১৫৯২জানুয়ারি ২২, ১৬৬৬) মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন যিনি ১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহ জাহান নামটি এসেছে ফারসি ভাষা থেকে যার অর্থ "পৃথিবীর রাজা"। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট।

তার পিতা সম্রাট জাহাঙ্গীর। সম্রাট শাহজাহান তাজমহল তৈরী করে জগৎ বিখ্যাত হয়ে আছেন। তার আসল নাম খুররম। সিংহাসনে বসে তিনি 'আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান সাহিব কিরান-ই-সানী' নাম ধারণ করেন।

[সম্পাদনা] স্থাপত্য

সম্রাট শাহজাহান অত্যন্ত শিল্পনুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তার অমর কীর্তি গুলো হচ্ছে:-

  • মতি মসজিদ
  • দেওয়ান-ই-আম
  • দেওয়ান-ই-খাস
  • ময়ূর সিংহাসন
পূর্বসূরী:
সম্রাট জাহাঙ্গীর
মুঘল সম্রাট
১৬২৬১৬৫৮
উত্তরসূরী:
সম্রাট আওরঙ্গজেব
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন