আলাপ:বাংলা ভাষা আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

  • বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে ভাষা আন্দোলন পরিক্রমা যোগ করা হলো। এর আলোকে বিস্তারিত ভাবে মূল নিবন্ধ তৈরি করে পরিক্রমাটি বাদ দেয়া যেতে পারে। ধন্যবাদ। --রাজিবুল ১০:৪০, ২ আগস্ট ২০০৬ (UTC)
  • ২১ ফেব্রুয়ারি সবসময় শহীদ দিবস, ভাষা আন্দোলন দিবস কখনো নয়। তাই সেটা ঠিক করলাম। Munirhasan ০৭:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

[সম্পাদনা] মন্তব্য

  • বানানরীতি প্রসঙ্গে

কিছু বানানে অপ্রয়োজনীয় হাইফেন আছে । যেমন সম-মর্যাদা, বে-আইনি । এ হাইফেনগুলো বিলোপ করা দরকার বলে মনে হয় । প্রবন্ধ লেখকের দৃষ্টি আকর্ষণ করছি । হাসিব ২২:১৯, ১৪ জুলাই ২০০৭ (UTC) হাসিব

  • ২১শে ফেব্রুয়ারীর ঘটনা প্রসঙ্গে

এখানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর সাথে বর্তমান ভবনগুলোর একটু সাযুজ্য আনা দরকার মনে হয় । এ নিবন্ধে ২১শে ফেব্রুয়ারী ঘটনা অংশে বলা হয়েছে ছাত্ররা দৌড়ে মেডিকেল কলেজের দিকে গেলো ।

প্রকৃতপক্ষে এটা হবে কলা ভবনের দিকে গেলো । যে গেটের দিকে ছাত্ররা দৌড়ে গিয়েছিলো সেটা ছিলো তখন কলাভবন । এখন ওটা ঢামেক । গেটটা এখন ভাষা আন্দোলন গেট নামে পরিচিত ।

স্মৃতি থেকে বলছি এসব । ভুল হতে পারে । কেউ একটু নিশ্চিত হয়ে নিন । হাসিব ২২:১৯, ১৪ জুলাই ২০০৭ (UTC) হাসিব