উন্মাদ (রম্য পত্রিকা)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উন্মাদ,যুক্তরাষ্ট্রের MAD নামক কার্টুন ভিত্তিক রম্য পত্রিকার আদলে প্রকাশিত বাংলাদেশি রম্য পত্রিকা। এটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। উন্মাদ পত্রিকার সম্পাদক কে উন্মাদক নামে অভিহিত করা হয়। বাংলাদেশে প্রকাশিত অদ্যবধি টিকে থাকা রম্য পত্রিকাগুলোর মধ্যে এটিই সবচেয়ে পুরোনো এবং এখনো জনপ্রিয়। উন্মাদ এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ১৯৭৮ সালের মে মাসে । যাদের প্রচেষ্টায় উন্মাদের জন্ম ,তারা হলেন ইশতিয়াক হোসেন,কাজী খালিদ আশরাফ এবং সাইফুল হক। এর বর্তমান উন্মাদক জনপ্রিয় কার্টুনিষ্ট আহসান হাবীব।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।