এইচআইভি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এইচ.আই.ভি.পুরো কথাটি হল হিউম্যান ইম্যুউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের সঙ্ক্রমন এইডস রোগের কারণ। মূলত এইডস একটি রোগ নয়, এটি অনেক রোগের সমাহার। এইচ.আই.ভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ফলে নানা রোগে আক্রান্ত হয়ে রোগী মৃত্যু মুখে ঢলে পড়ে।
সূচিপত্র |
[সম্পাদনা] আবিষ্কার
[সম্পাদনা] ভাইরাসের গঠন
এইচ.আই.ভি ভাইরাসের আকৃতি গোলাকার। এই ভাইরাসের কণা (Particle) লিপিডের ঝিল্লি দ্বারা আবৃত। ঝিল্লির উপরে দুই প্রকার গ্লাইকোপ্রোটিন (জিপি-১২০ এবং জিপি-৪১) বের হয়ে থাকে। ঝিল্লির আবরণের নিচে ম্যাট্রিক্স প্রোটিনের একটি স্তর রয়েছে। কণাটির ভিতরে কোনকাকৃতির ক্যাপসিড বিদ্যমান। ক্যাপসিডের ভিতরে দুইটি আরএনএ অনু বিদ্যমান। আরএনএ ছাড়াও এখানে ইনটিগ্রেজ, রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম বিদ্যমান।