আমহারীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমহারীয়
አማርኛ āmariññā
আমারিন্না 
উচ্চারণ: আ-ধ্ব-ব: /amarɨɲɲa/
যেসব রাষ্ট্রে প্রচলিত: ইথিওপিয়া
মোট ভাষাভাষী সংখ্যা: ২ কোটি
ভাষা পরিবার: আফ্রো-এশীয়
 সেমিটীয়
  দক্ষিণ সেমিটীয়
   ইথিওপীয়
    দক্ষিণ ইথিওপীয়
     আমহারীয় 
লিপি: গে'এজ বর্ণমালা 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: ইথিওপিয়া
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: am
ISO 639-2: amh
ISO/FDIS 639-3: amh 

আমহারীয় ভাষা (আমহারীয় ভাষায়: አማርኛ আমারিন্না) ইথিওপিয়াতে প্রচলিত একটি সেমিটীয় ভাষা। এটি ইথিওপীয় অর্থডক্স গির্জার সাহিত্যিক ভাষা গে'এজ ভাষার সাথে সম্পর্কিত। সারা বিশ্বে এই ভাষায় প্রায় ২ কোটি লোক কথা বলেন, যাদের মধ্যে ১ কোটি ৭০ লক্ষ ইথিওপিয়ার অধিবাসী।

১৩শ শতকের শেষ থেকে আমহারীয় ভাষা ইথিওপিয়ার শাসক শ্রেণীর বাহষা। ১৭শ শতকে এটি ৮০-রও অধিক ভাষাভাষীর আবাসসস্থল ইথিওপিয়ার লিংগুয়া ফ্রাংকা বা সার্বজনীন ভাষায় পরিণত হয়। ১৯শ শতকে এটি প্রথম সরকারী দলিলে লেখ্য ভাষা হিসেবে ব্যবহার করা হয়। সাহারা-নিম্ন আফ্রিকায় সবচেয়ে বেশি সাহিত্যসমৃদ্ধ ভাষাগুলির মধ্যে আমহারীয় একটি।

তিগ্রিনিয়া ও ইংরেজির পাশাপাশি আমহারীয় ইথিওপিয়ার সরকারী ভাষা। এটি দেশটির প্রশাসন, গণমাধ্যম, বাণিজ্য ও ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানে ব্যবহৃত হয়।

অন্যান্য ভাষা