আলাপ:ঢাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিফ্যান্ট রোড ছিল হাতির চারণভুমি প্রথম লাইনের পর পুরোটাই ইত্তেফাকের পাতা থেকে হুবুহু করে উঠিয়ে দেয়া হয়েছে। রাজিবুল ১৯:৩৪, ১৯ জুলাই ২০০৬ (UTC)
- কেটে ফেলুন ... :(। কপিরাইট ভঙ্গের সাথে কোনই আপোষ নাই। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫১, ১৯ জুলাই ২০০৬ (UTC)
- হাতির পালের ছবিটি পুরানো বলে কপিরাইটের বাইরে এসে গেছে, কিন্তু লেখাটি বাদ দেয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আসলে ইতিহাস অংশটি কেবল হাতির পাল/এলিফ্যান্ট রোড কে নিয়ে রয়েছে, এরকম কপিরাইটেড লেখা রাখা উচিত না। --রাগিব (আলাপ | অবদান)
- মুছে ফেলা হয়েছে। সম্ভবত কোন IP ব্যবহার করে সম্পাদনাটি করা হয়েছিল। রাজিবুল ০৩:৩২, ২৬ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] CNG
does it stand for compressed natural gas or converted natural gas, since the term in বাংলা is রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। I'm not sure though. --mak ০৪:৪১, ২০ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা প্রতিষ্টানের পরিসংখ্যান ও বিশ্ববিদ্যালয় সমূহের নামগুলোকে একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারলে ভাল লাগতো। জনাব রাগিব একটু সহায়তা করবেন?Jatak ১৬:৩৩, ২৬ জুলাই ২০০৬ (UTC)
- তা করা যাবে, কিন্তু এখানে আমার একটা মন্তব্য আছে ... এই নিবন্ধের অনুচ্ছেদ গুলো আসলে সংশ্লিষ্ট বিষয়ের সারাংশ হওয়া উচিৎ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য দিতে গেলে নিবন্ধের আকার অযাচিত ভাবে বেড়ে যাবে। ঢাকার শিক্ষাব্যবস্থা নিবন্ধে সব খুটিনাটি দিয়ে (ছক সহ) তার সারাংশ এখানে দেয়াই বাঞ্ছনীয়। এই বিষয়ে ইংরেজি উইকিপিডিয়ার পরামর্শ দেখতে হলে দেখুন en:WP:SUMMARY. --রাগিব (আলাপ | অবদান) ১৬:৩৯, ২৬ জুলাই ২০০৬ (UTC)
- জনাব রাগীবকে বলছি, আপনার সাথে আমি একমত। তবে চাইছিলাম যতটুকু তথ্য পারি আগে লিখে ফেলি। যেমন প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এখনো কিছু লিখতে পারিনি। সেটুকু যোগ করবার ইচ্ছে আছে। সর্বোপরি প্রশাসকের অভিজ্ঞতা দিয়ে উইকিপিডিয়ার জন্য যেটুকু রাখা প্রয়োজন তা রেখে বাকিটুকু কেটে ফেলুন। Jatak ০৫:২৭, ২৭ জুলাই ২০০৬ (UTC)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বিশ্ববিদ্যালয় হিসেবে এখনও স্বিকৃতি পায় নি?? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোধ হয় ঢাকা বিভাগে অবস্থিত, ঢাকা শহরে নয়।--বেলায়েত ১৬:৫৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)
- জনাব বেলায়েতকে বলছি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আমি এখনো নিশ্চিত নই। এই মাস কয়েক আগে প্রখম ব্যাচ রেজিষ্ট্রেশনের বিষয় এলে তা নিয়ে বেশ জটিলতা হয়েছিল বলে জানি। বর্তমান অবন্থা কি তা জানিনা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েব সাইটেও এসংক্রান্ত কোন তথ্য পেলাম না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই ঢাকা বিভাগে অবস্থিত; তবে বিভিন্ন সরকারী কাজেকর্মে ঢাকার ৩টি জেনারেল বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধরা হয়। একে আমি ঢাকার বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করার পক্ষপাতি। Jatak ০৫:২৭, ২৭ জুলাই ২০০৬ (UTC)
-
- আসলে *এই* নিবন্ধটি ঢাকা শহরের উপর। ঢাকা জেলা ও ঢাকা বিভাগ এর উপর আলাদা নিবন্ধ আছে, তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়া উচিৎ এই নিবন্ধ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর স্ট্যাটাস কী, সেটা নিয়ে আমিও বিভ্রান্ত, কারণ পত্র পত্রিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলা হয়, কিন্তু সরকারীভাবে অনুমোদন আছে কি না, সেটা জানি না। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩২, ২৭ জুলাই ২০০৬ (UTC)
-
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নয় । যেমনটা ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নয় । বিশ্ববিদ্যালয় নিজেরাই ডিগ্রি ইস্যু করে । জগন্নাথ/ঢামেক তা করে না । তারা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স পরিচালনা করে । হাসিব ২২:৫৪, ১৫ জুলাই ২০০৭ (UTC) হাসিব
-
-
- কিন্তু গত বছর দুয়েক যাবত সম্ভবত এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে বলে লেখালেখি দেখেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৪:১৪, ১৬ জুলাই ২০০৭ (UTC)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই এর নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কলেজ বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয়।--বেলায়েত ০৫:১০, ১৬ জুলাই ২০০৭ (UTC)
-
[সম্পাদনা] ঢাকা শহরের আয়তন
ঢাকা শহরের আয়তন আসলে কত? নিব্ন্ধে দুইজায়গায় দুই তথ্য দেখলাম ! হাসিব ২২:৫৪, ১৫ জুলাই ২০০৭ (UTC) হাসিব
== সুবেদার নাকি সুবাদার ? সুবে বাংলা নাকি সুবা বাংলা ? সুবা/সুবে শব্দটার উৎপত্তিই বা কি ?