জেমস (গায়ক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেমস
জেমস
জেমস
পটভূমি
জন্মের সময়কার নাম মাহফুজ এনাম
গানের ধরন পপ
পেশা গায়িক-গীতিকার, যন্ত্রশিল্পী


জেমস বাংলাদেশের একজন পপ সঙ্গীত শিল্পী। জেমসের আসল নাম ফরুক মাহফুজ এনাম। চট্টগ্রামের বাসিন্দা কিন্তু পেশাগাত জীবনের তাগিদে অধুনা ঢাকা (বাংলাদেশের রাজধানী) বাসিন্দা। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। তার গানে মাদকতায় আচ্ছন্ন ভারত, বাংলাদেশের যুব-সমাজ। নাগরিক জীবনের দুঃখ কষ্ট যন্ত্রনা তার গানে। ২০০৫ সালে তিনি হিন্দি চলচ্চিত্রে গান গাইবার মাধ্যমে ভারতেও জনপ্রিয়তা অর্জন করেন। তার কিছু বিখ্যাত গান-

  • মা
  • দুঃখিনী দুঃখ করনা
  • তারায় তারায় রটিয়ে দেব
  • নাটর স্টেশন
  • মীরাবাঈ

জেমস এখন হিন্দী চলচ্চিত্রে কন্ঠ দিচ্ছেন

  • ভীগি ভীগি (গ্যাংস্টার, ২০০৬)
  • চল চলে (ও লামহে, ২০০৬)
  • আল বিদা (লাইফ ইন এ... মেট্রো, ২০০৭)
  • রিস্তে (লাইফ ইন এ... মেট্রো, ২০০৭)


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা