আলাপ:চট্টগ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

নাম পরিবর্তন করে চট্টগ্রাম (শহর) হওয়া উচিত কি না? কারন চট্টগ্রাম জেলা নামের নিবন্ধের সাথে মনে হয় conflict করে। --মাকসুদ ১২:৪৬, ১ মে ২০০৭ (UTC)

চট্টগ্রাম, ঢাকা, এসব বলতে সাধারণত শহরকেই বোঝায়, তাই ইংরেজি সহ বিভিন্ন উইকিপিডিয়াতে রীতি হলো শহরের জন্য নাম ব্যবহার করে জেলা বা অন্য কিছুর জন্য suffix যোগ করা। --রাগিব (আলাপ | অবদান) ১৫:০৬, ১ মে ২০০৭ (UTC)