উয়েফা কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা কাপ
২০০৭-০৮
প্রতিষ্ঠা
১৯৭১
মহাদেশ
ইউরোপ (উয়েফা)
দলসংখ্যা
৮০ (প্রথম রাউন্ড)
গ্রুপ পর্যায় শেষে ৮টি দল থাকে
বর্তমান চ্যাম্পিয়ন (2006/07)
স্পেন এর পতাকা সেভিলা
২০০৮ সালের ফাইনাল
সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়াম
ইংল্যান্ড এর পতাকা ম্যানচেস্টার, ইংল্যান্ড
সফলতম দল
ইতালি এর পতাকা জুভেন্টাস
(৩ বার চ্যাম্পিয়ন, ৩ বার রানার্স-আপ)
ওয়েবসাইট
উয়েফা কাপ

উয়েফা কাপ (সি৩ নামেও পরিচিত) ইউরোপের ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা যেটি পরিচালনা করে ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। সম্মানের দিক দিয়ে এটি ইউরোপীয়ান ক্লাব ফুটবলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের পরই অবস্থান। এই কাপের জন্য ক্লাবগুলো নির্বাচিত হয় ঘরোয়া লীগ ও কাপের ফলাফলের উপর ভিত্তি করে।

১৯৭১ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ এর বদলী হিসেবে। ১৯৯৯ সালে কাপ উইনার্স কাপকে বিলুপ্ত ঘোষনা করে সেটিকে উয়েফা কাপের সাথে একীভূত করা হয়। যদিও ইন্টার-সিটিস ফেয়ার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বিবেচনা করা হয় এবং ফেরার্স কাপের রেকর্ডকে উয়েফা কাপের রেকর্ড হিসেবে ধরা হয়, তবে কাপ উইনার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বলা হয় না।

সেভিলা বর্তমান উয়েফা কাপের শিরোপাধারী। তারা টানা দু'বছর এ শিরোপা ধরে রেখেছে। সর্বশেষ উয়েফা কাপ ফাইনালে সেভিলা টাইব্রেকারে আরসিডি এস্পানিওলকে পরাস্ত করে। খেলাটি অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগো শরহরের হ্যাম্পডেন পার্কে ২০০৭ সালের ১৬ মে তারিখে।


[সম্পাদনা] বহিঃসংযোগ