ডিজিটাল যুক্তিবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কম্পিউটার বিজ্ঞানে ডিজিটাল যুক্তিবিজ্ঞান (ইংরেজি ভাষায়: Digital logic) বা বাইনারি যুক্তিবিজ্ঞান বা দ্বিমিক যুক্তিবিজ্ঞান বলতে কম্পিউটারের মেমরিতে রক্ষিত সংখ্যা, শব্দ, প্রতীক ও অন্যান্য উপাত্তের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক ক্রিয়া নিয়ন্ত্রণকারী কতগুলি কঠোর নিয়মের সমষ্টিকে বোঝায়। সব আধুনিক কম্পিউটারের অপারেশনের মূলে রয়েছে ডিজিটাল যুক্তিবিজ্ঞান।