কন্নড় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কন্নড় ಕನ್ನಡ |
||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | কর্ণাটক, ভারত | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ৫ কোটি | |
ক্রম: | ২৩ | |
ভাষা পরিবার: | দ্রাবিড় দক্ষিণ দ্রাবিড় তামিল-কন্নড় কন্নড় |
|
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | কর্ণাটক, ভারত | |
নিয়ন্ত্রক সংস্থা: | কর্ণাটকের সরকার ও বিভিন্ন অ্যাকাডেমি | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | kn | |
ISO 639-2: | kan | |
ISO/FDIS 639-3: | kan | |
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
কন্নড় (কন্নড় ভাষায়: ಕನ್ನಡ) ভারতের ২২টি সরকারী ভাষার একটি। এটি কর্ণাটক রাজ্যের সরকারী ভাষা এবং এই রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি লোক এই ভাষায় কথা বলেন। এছাড়াও এটি অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে প্রচলিত। মাতৃভাষী ও দ্বিতীয় ভাষাভাষীর সংখ্যা মিলিয়ে কন্নড়-ভাষীর সংখ্যা প্রায় ৫ কোটি।
কন্নড়ের আদিতম শিলালিপি ৪৫০ খ্রিস্টাব্দের, আর এতে সাহিত্য রচনা শুরু হয় ৮৫০ খ্রিস্টাব্দ নাগাদ। কন্নড়ের প্রাথমিক উন্নতি তামিল ও তেলুগু ভাষার সাথে তুলনীয়। পরবর্তী শতাব্দীগুলোতে কন্নড় সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার ও সাহিত্যিক ধারার প্রভাবাধীন হয়।
কন্নড় ভাষার মৌখিক ও লিখিত রূপের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য আছে। কথ্য কন্নড়ের অনেকগুলি আঞ্চলিক উপভাষা আছে, কিন্তু এর লিখিত রূপ প্রায় সবজায়গাতেই একই রকম। চলিত কন্নড়ের তিনটি উপভাষা সামাজিক শ্রেনীভিত্তিক: ব্রাহ্মণ, অ-ব্রাহ্মণ, এবং অস্পৃশ্য।