সূরা ইখলাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূরা ইখলাস মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এর আয়াত সংখ্যা ৪।
[সম্পাদনা] আয়াতসমূহ
- পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
- ০০১. বলুন, তিনি আল্লাহ, এক,
- ০০২. আল্লাহ অমুখাপেক্ষী,
- ০০৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
- ০০৪. এবং তার সমতুল্য কেউ নেই।
পূর্ববর্তী সূরা: সূরা লাহাব |
সূরা ইখলাস | পরবর্তী সূরা: সূরা ফালাক |
আল কুরআন | ||
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০ ৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০ ১০১ ১০২ ১০৩ ১০৪ ১০৫ ১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০ ১১১ ১১২ ১১৩ ১১৪ |