ব্যবহারকারী আলাপ:Faiyaz26

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জীবের উৎপত্তি 'জীবের বা জীবনের উৎপত্তি কিভাবে হল' এ প্রশ্নটি অনেকেরই। যুগ যুগ ধরে মানুষ এর উত্তর খুজে আসছে। এই কারণে আমরা জীবের বা জীবনের উৎপত্তি সম্পর্কে নানা মতবাদ। বিভিন্ন ধর্মের মতবাদানুসারে সৃষ্টিকর্তাই আমাদের ও অন্যান্য জীব সৃষ্টি করেছেন। তিনিই ঘটিয়েছেন জীবের বা জীবনের উদ্ভব। কিন্তু বিজ্ঞান এ নীতিতে বিশ্বাসী নয়। তাই বিজ্ঞানের চিন্তাধারা অন্যরকম। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা চালিয়ে দেখেছেন এবং দিয়েছেন নানা বৈজ্ঞানিক মতবাদ। এসব মতবাদগুলোকে আবার দুভাগে ভাগ করা যায় যথা- ১.প্রাচীন মতবাদ ২.আধুনিক মতবাদ। প্রাচীনকালের বিজ্ঞানীরা অনেকগুলো ভূল মতবাদ দিয়েছেন। তারই একটি হল-পুরুষের ঘামে ভেজা গরম কাপড় এবং কিছু গম একটা বাক্সে যত্ন করে রাখলে কিছুদিন পরে সেখান থেকে ইদুঁর জন্মাবে। এটি একটি ভ্রান্ত ধারণা কারণ স্যাতঁস্যাতেঁ পরিবেশ ও গমের কারণেঅন্য কোন স্থান হতে ইদুঁর ঐ বাক্সে প্রবেশ করে। আর তাই দেখে মানুষ মনে করত ঐ বাক্সে জীবের উদ্ভব হয়েছে। এরূপ বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচলিত ছিলো যুগ যুগ ধরে। তবে কোন কোন মতাদ আংশিক ভাবে সঠিক বলে প্রমাণিত হয়েছে যার একটি হলো রাশিয়ান বিজ্ঞানী ওপারিনের মতবাদ। বর্তমানে জীবনের উৎপত্তি সম্পর্কে যত মতবাদ তন্মধ্যে এটিই সবচেয়ে গ্রহণযোগ্য। তাঁর মতবাদানুসারে-জীবনের উদ্ভবের সময় প্রকৃতি অনেক গরম ছিলো। বায়ুমন্ডলে নানা রকমের গ্যাস ছিলো যার মধ্যে অ্যামোনিয়া(NH4), হাইড্রোজেন(H2), মিথেন (CH4), হাইড্রোজেন সায়ানাইড (HCN), ছিলো। প্রচুর বৃষ্টিপাতও বজ্রপাত হত। এরকম পরিবেশে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে জীববিজ্ঞানীগণ যাকে জীবনের প্রথম অণু বলে থাকেন, যা অ্যামাইনো এসিড নামে পরিচিত তার উদ্ভব হয়। অ্যামাইনো এসিডকে অর্ন্তভুক্ত করেই প্রথম কোষ বা জীবনের উদ্ভব হয়। প্রথম কোষে প্রোটোপ্লাজম ছিল। অ্যামাইনো এসিডের অনেকগুলো অণু একত্রিত হয়ে DNA অণুর সৃষ্টি হয়েছিলো। নিউক্লিয়াসবিহীন এ কোষ হতেই প্রথমে নিউক্লিয়াসসহ কোষ এবং পরবর্তীকালে বহুকোষী জীবের উদ্ভব হয়।