ব্যবহারকারী আলাপ:Asifmadnan

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Asifmadnan, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৪৫, ১৩ আগস্ট ২০০৬ (UTC)

সূচিপত্র

[সম্পাদনা] স্বাগতম...

Asifmadnan আপনাকে বাংলা উইকিতে জানাচ্ছি সু-স্বাগতম। আপনি এই মহান কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই আশা করছি। আপনার কোন কিছু জানার থাকলে আমার আলাপ পাতায় লিখুন, জানাতে চেষ্টা করব।

ধন্যবাদান্তে--tanvir(আলাপ | অবদান) ১৯:৫৫, ১৩ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] স্বাগতম ²

আমার নিজের স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৮, ১৫ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] ক্যাটেগরি

ক্যাটেগরি পাতায় কিছু যোগ করতে হয় না। কোন নিবন্ধে কোন ক্যাটেগরির ট্যাগ লাগালে ক্যাটেগরি পাতায় সেটা স্বয়ংক্রিয় ভাবে তালিকাভুক্ত হয়। ক্যাটেগরি যোগ করার সময় চাইল্ড ক্যাটেগরি যুক্ত হলে প্যারেন্ট ক্যাটেগরি আলাদা করে লাগাতে হয় না। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪২, ১৫ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] জবাব

জবাব দিয়েছি, আমার আলাপ পাতায়। --রাগিব (আলাপ | অবদান) ০০:২২, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] ভাই এইতো

এইতো ভাই ভাল আছি। উইকি পেডিয়ায় আরেকটি স্বাগতম। আপনি আলাপ পাতায় লিখলে অর্থাৎ কোনো ব্যক্তিগত পাতায় লিখলে স্বাক্ষর করলে সুবিধা হয়।কারন ,না হলে আপনাকে খুজে পাই না। আশা করি উইকি পেডিয়ায় আপনার উপস্থিতি সুন্দর হোক। --Hasan.zamil ০৫:৩৬, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] মেরে দেয়া

Asifmadnan এর আগমনকে স্বাগত জানাই। Actually জোস্ একটা স্বাগতম জানাচ্ছি ! এসেই মেরে দিলে বন্ধু। তোমার আকাঙ্ক্ষা কতটুকু পূরণ সম্ভব Zaheen ভাই আমার আলাপ পাতায় জানিয়েছেন। সংক্ষেপে, যেকোনো ভাষার উইকিপিডিয়া থেকে বিনা-উল্লেখে মারো, আর অন্যান্য উৎস থেকে লিখতে চাইলে সম্পূর্ণ নিজের/ভিন্ন ভাষায় ও ভিন্ন বাক্যক্রমে লিখো এবং লিখা শেষে অবশ্যই উৎস উল্লেখ কর। --Amr ১১:৫৯, ১৬ আগস্ট ২০০৬ (UTC)