আলাপ:লালন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লালন হিন্দু না মুসলমান তা নিয়ে সন্দেহ আছে। হিন্দু সমাজে তিনি সাঁই নামে পরিচিত হলেও মুসলিম সমাজে শাহ নামে পরিচিত। সুতরাং সাঁই না দিয়ে তার নাম শুধু লালন দিলে ভাল হয়। NPOV - মুহাম্মদ ১৮:১৮, ২১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

রিডাইরেক্ট করে দেওয়া যায়। তবে সাঁই ই বেশি ব্যবহৃত হয়।--বেলায়েত ১৮:৩০, ২১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
লালন ফকীর নামই বেশী শুনেছি। --সপ্তর্ষি71.197.106.245 ০১:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)