উপনিষদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উপনিষদ (সংস্কৃত: उपनिषद्, IAST: upaniṣad) হলো হিন্দু ধর্মের বেদের অংশ যাতে দর্শন, মেডিটেশন, এবং স্রষ্টার স্বরূপ সংক্রান্ত বিষয়ে বেদান্ত ধারণার প্রকাশ ঘটেছে।
উপনিষদের গ্রন্থগুলি কয়েক শতাব্দী ধরে রচনা করা হয়েছিলো। এর মধ্যে সবচেয়ে পুরানো দুইটি, বৃহদারণ্যক ও ছন্দোগ্য উপনিষদ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর দিকে।
[সম্পাদনা] নামের উৎস
সংস্কৃত ভাষায় উপনিষদ শব্দটির আক্ষরিক অর্থ হলো "পাশে বসা"। [১]