ডিভিডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিভিডি। ইংরেজি শব্দ কিন্তু এর কোন বাংলা প্রতিশব্দ দেখা যায় না। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্ঠি। এর ধারন ক্ষমতা সাধারনত ১.৭ গিগা বাইট - ৪ গিগা বাইট বা তার ও বেশি হতে পারে, এবং দিন দিন এই ক্ষমতা বাড়ানোর এবং এর উভয় পার্শ্ব ব্যাবহারের জন্য চেষ্টা চলছে।

[সম্পাদনা] ইতিহাস

১৯৯০ সালের প্রথম দিকে উচ্চ ঘনত্বের ২টি আলোকীয় তথ্য সঞ্চয়ক মান নির্মিত হয়। এর একটি হল এমএমসিডি বা মাল্টিমিডিয়া কম্প্যাক্ট ডিস্ক যা সনি এবং ফিলিপ্‌স কোম্পানি তৈরি করে এবং অন্যটি হল এসডি বা সুপার ডেনসিটি ডিস্ক যা টোশিবা, টাইম-ওয়ার্নার, মাতশুশিতা ইলেক্ট্রিক, পাইওনিয়ার, থমসন এবং জেভিসি প্রতিষ্ঠানগুলো বের করে। ১৯৮০ 'র দশকে আইবিএম-এর সভাপতি লু গার্স্টনার

অন্যান্য ভাষা