বৃহস্পতি গ্রহ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৃহস্পতি গ্রহ ![]() |
|||||||
---|---|---|---|---|---|---|---|
![]() বড় চিত্র দেখার জন্য এখানে ক্লিক করুন |
|||||||
কক্ষীয় বৈশিষ্ট্যসমূহ | |||||||
ইপক জে২০০০ | |||||||
অপসূর দূরত্ব: | ৮১৬,৬২০,০০০ কিমি[১][২] ৫.৪৬ এইউ ৫০৭,০০০,০০০ মাইল |
||||||
অনুসূর দূরত্ব: | ৭৪০,৫২০,০০০ কিমি ৪.৯৫ এইউ ৪৬০,২৮০,০০০ মাইল |
||||||
অর্ধ-মুখ্য অক্ষ: | ৭৭৮,৩০০,০০০ কিমি ৫.২০৩৩৬৩০১ এইউ ৪৮৩,৬৮০,০০০ মাইল |
||||||
কক্ষীয় পরিধি: | ৪.৮৮৮ টেরামি ৩২.৬৭৫ এইউ |
||||||
কক্ষীয় উৎকেন্দ্রিকতা: | ০.০৪৮৩৯২৬৬ | ||||||
নাক্ষত্রিক পর্যায়: | ৪,৩৩২.৫৮৯ দিন (১১.৮৬২ বছর) |
||||||
যুতিকাল: | ৩৯৮.৮৮ দিন | ||||||
গড় কক্ষীয় দ্রুতি: | ১৩.০৭ কিমি/সে | ||||||
সর্বোচ্চ কক্ষীয় দ্রুতি: | ১৩.৭২ কিমি/সে | ||||||
সর্বনিম্ন কক্ষীয় দ্রুতি: | ১২.৪৪ কিমি/সে | ||||||
নতি: | ১.৩০৫৩০° (৬.০৯° সূর্যের বিষুবের সাথে) |
||||||
উদ্বিন্দুর দ্রাঘিমা: | ১০০.৫৫৬১৫° | ||||||
অনুসূর কোণ: | ১৪.৭৫৩৮৫° | ||||||
উপগ্রহসমূহ: | ৬৩ | ||||||
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |||||||
বিষুবীয় ব্যাসার্ধ্য: | ৭১,৪৯২ কিমি (পৃথিবীর ১১.২০৯ গুণ) |
||||||
মেরু ব্যাসার্ধ্য: | ৬৬,৮৫৪ কিমি (পৃথিবীর ১০.৫১৭ গুণ) |
||||||
কমলাকৃতি: | ০.০৬৪৮৭ | ||||||
পৃষ্ঠতলের ক্ষেত্রফল: | ৬.১৪×১০১০ কিমি২ (পৃথিবীর ১২০.৫ গুণ) |
||||||
আয়তন: | ১.৪৩১২৮×১০১৫ কিমি৩ (পৃথিবীর ১৩২১.৩ গুণ) |
||||||
ভর: | ১.৮৯৮৬×১০২৭ কেজি (পৃথিবীর ৩১৭.৮ গুণ) |
||||||
গড় ঘনত্ব: | ১.৩২৬ g/cm৩ | ||||||
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ: | ২৪.৭৯ মি/সে২ (২.৩৫৮ g) |
||||||
মুক্তি বেগ: | ৫৯.৫ কিমি/সে | ||||||
নাক্ষত্রিক ঘূর্ণনকাল: | ৯.৯২৫০ h[৩] | ||||||
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ: | ১২.৬ কিমি/সে = ৪৫,৩০০ কিমি/ঘ |
||||||
এক্সিয়াল টিল্ট: | ৩.১৩° | ||||||
উত্তর মেরুর বিষুবাংশ: | ২৬৮.০৫° (১৭ ঘ ৫২ মিন ১২ সে) | ||||||
বিষুবলম্ব: | ৬৪.৪৯° | ||||||
প্রতিফলন অনুপাত: | ০.৫২ | ||||||
পৃষ্ঠের তাপমাত্রা: কেলভিন |
|
||||||
বিশেষণসমূহ: | Jovian | ||||||
বায়ুমণ্ডল | |||||||
পৃষ্ঠের চাপ: | ২০–২০০ কিলোপ্যাসকেল[৪] (মেঘের আস্তর) | ||||||
গাঠনিক উপাদান: | ~৮৬% H2 ~১৩% হিলিয়াম ০.১% মিথেন ০.১% পানি বাষ্প ০.০২% অ্যামোনিয়া ০.০০০২% ইথেন ০.০০০১% ফসফিন <০.০০০১০% হাইড্রোজেন সালফাইড |
বৃহস্পতি গ্রহ (ইংরেজি: Jupiter, আইপিএ: ˈdʒu:.pɪ.tə) সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌর জগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলেও বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটির অপর জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। জোভিয়ান শব্দটি জুপিটার শব্দের বিশেষণ রুপ। জুপিটারের গ্রিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় জিউস। এই জিউস থেকেই জেনো- মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। যেমন: জেনোগ্রাফিক।[৫] পৃথিবী থেকে দেখলে বৃহস্পতির আপাত মান পাওয়া যায় ২.৮। এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক। কেবল চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি। অবশ্য কক্ষপথের কিছু বিন্দুতে মঙ্গল গ্রহের উজ্জ্বলতা বৃহস্পতির চেয়ে বেশি হয়ে থাকে। সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের কাছে পরিচিত ছিল। বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও আবর্তিত হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে। জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা। এই নামটি প্রাক-ইন্দো-ইউরোপীয় ভোকেটিভ কাঠামো থেকে এসেছে যার অর্থ ছিল আকাশের পিতা।[৬]
বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। এতে অপেক্ষাকৃত ভারী মৌলসমূহ দ্বারা গঠিত একটি কেন্দ্রও থাকতে পারে। খুব দ্রুত ঘূর্ণনের কারণে এর আকৃতি হয়েছে কমলাকৃতির গোলকের মত, বিষুবের নিকটে ক্ষুদ্র কিন্তু চোখে পড়ার মত উল্লেখযোগ্য একটি স্ফীতি অংশ রয়েছে। বাইরের বায়ুমণ্ডল বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন ব্যান্ডে বিভক্ত যেগুলো বেশ সহজেই চোখে পড়ে। এ কারণে একটি ব্যান্ডের সাথে অন্য আরেকটি ব্যান্ডের সংযোগস্থলে ঝড়-ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ বিরাজ করে। এ ধরণের পরিবেশের একটি অন্যতম ফলাফল হচ্ছে মহা লাল বিন্দু (great red spot)। এটি মূলত একটি অতি শক্তিশালী ঝড় যা সপ্তদশ শতাব্দী থেকে একটানা বয়ে চলেছে বলে ধারণা করা হয়। গ্রহটিকে ঘিরে এবটি দুর্বল গ্রহীয় বলয় এবং শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। এছাড়াও রয়েছে কমপক্ষে ৬৩টি উপগ্রহ যাদের মধ্যে চারটি উপগ্রহ বৃহৎ আকৃতির। এই চারটিকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়। কারণ ১৬১০ সালে গ্যালিলিও প্রথম এই চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। সর্ববৃহৎ উপগ্রহ গ্যানিমেডের আকৃতি বুধ গ্রহের চেয়েও বেশি। বিভিন্ন সময় বৃহস্পতি গবেষণার উদ্দেশ্যে মহাশূন্য অভিযান প্রেরিত হয়েছে। পাইওনিয়ার এবং ভয়েজার প্রোগ্রামের মহাশূন্যযানসমূহ এর পাশ দিয়ে উড়ে গেছে। এর পরে গ্যালিলিও অরবিটার প্রেরিত হয়েছে। সবশেষে প্রেরিত অভিযানের নাম নিউ হরাইজন্স যা মূলত প্লুটোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে এটি বৃহস্পতির নিকট দিয়ে গেছে। পরবর্তীতে ইউরোপা উপগ্রহের উদ্দেশ্যে অভিযান পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
[সম্পাদনা] গঠন
বৃহস্পতি চারটি বৃহৎ গ্যাসীয় দানবের একটি, অর্থাৎ এটি প্রাথমিকভাবে কঠিন পদার্থ দ্বারা গঠিত নয়।সৌর জগতের বৃহত্তম এই গ্রহটির ব্যাস বিষুবরেখা বরাবর ১৪২,৯৮৪ কিমি। এর ঘনত্ব ১.৩২৬ গ্রাম/সেমি³ যা গ্যাসীয় দানবগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য পার্থিব যেকোন গ্রহ থেকে এর ঘনত্ব কম। গ্যাসীয় দানবগুলোর মধ্যে নেপচুনের ঘনত্ব সর্বোচ্চ।
[সম্পাদনা] গাঠনিক উপাদান
বৃহস্পতির বায়ুমণ্ডলের উর্দ্ধাংশের গাঠনিক উপাদানের মধ্যে রয়েছে পরমাণু সংখ্যার দিক দিয়ে ৯৩% হাইড্রোজেন ও ৭% হিলিয়াম। আর গ্যাস অণুসমূহের ভগ্নাংশের দিক দিয়ে ৮৬% হাইড্রোজেন ও ১৩% হিলিয়াম। ডানের ছকে পরিমণগুলো দেয়া আছে। হিলিয়াম পরমাণুর ভর যেহেতু হাইড্রোজেন পরমাণুর ভরের চারগুণ সেহেতু বিভিন্ন পরমাণুর ভরের অনুপাত বিবেচনায় আনা হলে শতকরা পরিমাণটি পরিবর্তিত হয়। সে হিসেবে বৃহস্পতির বায়ুমণ্ডলের গাঠনিক উপাদানের অনুপাতটি দাড়ায় ৭৫% হাইড্রোজেন, ২৪% হিলিয়াম এবং বাকি ১% অন্যান্য মৌল। অন্যদিকে অভ্যন্তরভাগ খানিকটা ঘন। এ অংশে রয়েছে ৭১% হাইড্রোজেন, ২৪% হিলিয়াম এবং ৫% অন্যান্য মৌল। এছাড়া বায়ুমণ্ডল গঠনকারী অন্যান্য মৌলের মধ্যে রয়েছে
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Williams, David R. (নভেম্বর ১৬, ২০০৪). জুপিটার ফ্যাক্ট শিট. নাসা. Retrieved on ২০০৭-০২-২১.
- ↑ জুপিটার. European Space Agency: (সেপ্টেম্বর ২০, ২০০৪). Retrieved on ২০০৭-০২-২১.
- ↑ Seidelmann, P. K.; Abalakin, V. K.; Bursa, M.; Davies, M. E.; de Burgh, C.; Lieske, J. H.; Oberst, J.; Simon, J. L.; Standish, E. M.; Stooke, P.; Thomas, P. C. (২০০১). Report of the IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites: ২০০০. HNSKY Planitarium Program. Retrieved on ২০০৭-০২-০২.
- ↑ (March ১৯৮৩)"Probe Nephelometer". Galileo Messenger (৬). Retrieved on ২০০৭-০২-১২.
- ↑ See for example IAUC 2844: Jupiter (1975 October 1). That particular word has been in use since at least 1966.
- ↑ Harper, Douglas (November 2001). Jupiter. Online Etymology Dictionary. Retrieved on 2007-02-23.
সম্পাদনা করুন বৃহস্পতি (উপগ্রহসমূহ) |
---|
আমালথেয়া দল | গ্যালিলীয় উপগ্রহসমূহ | থেমিস্টো | হিমালিয়া দল | কার্পো |
S/2003 J 12 | আনানকে দল | কারমে দল | পাসিফে দল | S/2003 J 2 |
আরও দেখুন: বৃহস্পতির বলয়সমূহ |
![]() |
||||||
সূর্য • সৌর গোলক সৌর আবরণ হেলিওপজ হাইড্রোজেন দেয়াল |
গ্রহসমূহ ☾ = চাঁদসমূহ ∅ = বলয়সমূহ |
বুধ | শুক্র | পৃথিবী ☾ | মঙ্গল ☾ | |
বৃহস্পতি ☾ ∅ | শনি ☾ ∅ | ইউরেনাস ☾ ∅ | নেপচুন ☾ ∅ | |||
বামন গ্রহসমূহ | সেরেস | প্লুটো ☾ | এরিস ☾ | |||
ক্ষুদ্র সৌর জাগতিক বস্তুসমূহ |
গ্রহাণু (ক্ষুদ্র গ্রহ) |
গ্রহাণু শ্রেণী ও পরিবার: ভালকানয়েডসমূহ · পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু · গ্রহাণু বেষ্টনী বৃহস্পতি ট্রোজানসমূহ · সেন্টাউর · নেপচুন ট্রোজান · গ্রহাণু চাঁদ · উল্কা |
||||
আরও দেখুন: গ্রহাণুসমূহের তালিকা, অর্থ এবং গ্রহাণুসমূহের নামের উচ্চারণ. | ||||||
নেপচুন- উত্তর |
কুইপার বেষ্টনী – প্লুটিনো: অরকাস · ইক্সিয়ন – Cubewano: ২০০২ ইউএক্স২৫ · ভারুনা · ১৯৯২ কিউবি১ · ২০০২ টিএক্স৩০০ · ২০০৩ ইএল৬১ · কোয়াওর · ২০০৫ এফওয়াই৯ · ২০০২ এডব্লিউ১৯৭ |
|||||
বিক্ষিপ্ত চাকতি: ২০০২ টিসি৩০২ · ২০০৪ এক্সআর১৯০ · সেডনা | ||||||
ধূমকেতু | পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত ধূমকেতুসমূহের তালিকা · ডেমোক্লয়েড · উওর্ট মেঘ | |||||
আরও দেখুন: জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু, সৌর জগতের বস্তুসমূহের তালিকা, যার ভিত্তি হচ্ছে; ব্যাসার্ধ্য অথবা ভর, এবং জ্যোতির্বিজ্ঞান প্রবেশদ্বার |