ইংমার বার্গম্যান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইংমার বার্গম্যান (সুয়েডীয় Ingmar Bergman সহায়িকা·তথ্য ইংমার ব্যারিমান, জন্ম জুলাই ১৪, ১৯১৮ - মৃত্যু জুলাই ৩০, ২০০৭) সুইডিশ একজন মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক ছিলেন। তাঁকে বিশ্বচলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক বলে ধরা হয়।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
বার্গম্যানের জন্ম সুইডেনের উপ্সালা শহরে, ড্যানিশ বংশদ্ভুত একজন লুথেরিয়ান মিনিস্টারের এরিক বার্গম্যান (পরে সুইডেনের রাজার চ্যাপলিন) ও তাঁর স্ত্রী ক্যারিনের পরিবারে। তাঁর বড় হওয়া ধর্মীয় কল্পনা ও আলোচনার পরিবেশে। তাঁর ছোটবেলা থেকেই ছিল কড়া শাসন, এমনকি অন্ধকার ঘরেও আটকে রাখা হত বিছানা ভেজানোর মত নানান ছোট বিচ্যুতির কারনে। বার্গম্যান আড়াই মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেন। তাঁর পড়াশুনো প্রথমে স্টকহলম স্কুল ও পরে স্টকহলম বিশ্ববিদ্যালয়ে। তিনি সাহিত্য ও কলাবিষয়ক পাঠক্রমে ভর্তি হয়েও শেষ পর্যন্ত পাঠ অসম্পূর্ণ রেখে সিনেমা ও নাটকে উৎসাহী হয়ে ওঠেন (যদিও তিনি প্রকৃত ফিল্ম অ্যাডিক্ট হয়ে ওঠেন ১৯৩০ সালের প্রথম দিকে)।
গোঁড়া ক্রিশ্চান পরিবারে জন্ম নিয়েও বার্গম্যান আট বছর বয়স থেকে ক্রমশ নাস্তিক হয়ে ওঠেন, যদিও তাঁর বক্তব্য অনুযায়ী তিনি তা প্রথম বুঝতে পারেন উইন্টার লাইট করবার সময়ে।
১৯৬০ এর গোড়া থেকে বার্গম্যান (মাঝে কিছুকাল জার্মানীতে থাকা ছাড়া) ফারো শহরে বসবাস করতেন। সেইখানে থাকার সময়েই তাঁর অধিকাংশ ফিল্ম করেন। এরপর টাক্স দেওয়া নিয়ে সুইডিশ সরকারের সাথে বিবাদ হওয়ায় তিনি মিউনিখ শহরে চলে যান। ১৯৮২ সালে তিনি সুইডেনে ফিরে আসেন ফ্যানি এ্যাণ্ড আলেজান্ডার ছবি করতে। তিনি বলেছিলেন যে এটাই তাঁর শেষ ছবি এবং এরপর তিনি নাটক নির্দেশনায় মনোনিবেশ করবেন। যদিও এরপর তিনি টি ভি-র জন্য অনেকগুলো ছবি করেছেন ।