ইবন বতুতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তর্জাতিক বুদ্ধিজীবী
মধ্য যুগ
নাম: ইবন বতুতা
জন্ম: ফেব্রুয়ারি ২৪, ১৩০৪
মৃত্যু: ১৩৬৮ অথবা ১৩৭৭
চিন্তাধারা: সুন্নি মালিকি

আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন বতুতা (আরবী: أبو عبد الله محمد ابن بطوطة) সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাযহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্ত্বিক। তাকে এই অর্থে যাযাবর বলা যায় যে কখনও স্থায়ী আবাস গড়েননি। সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছেণ। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। জীবনের শেষ ৩০ বছরে তিনি প্রায় ৭৩,০০০ মাইল (১১৭,০০০ কিমি) অঞ্চল পরিভ্রমণ করেছেন। তার দেখা এই অঞ্চলগুলোর মধ্যে সমগ্র মুসলিম বিশ্ব চলে এসেছিল। অর্থাৎ বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে পাকিস্তান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীন পর্যন্ত তিনি খ্রমণ করেছিলেন। তার কিছুকাল পূর্বে এহেন ভ্রমণ করে বিখ্যাত হয়েছিলেন মার্কো পোলো। কিন্তু তিনি মার্কো পোলোর চেয়েও বেশি পথ সফর করেছেন।

[সম্পাদনা] আরও দেখুন