জাতিসংঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতিসংঘের পতাকা
জাতিসংঘের পতাকা
নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর
নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর

জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, এবং মানবাধিকার বিষয়ে পারষ্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘের সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত, এবং পরবর্তিতে লুপ্ত লীগ অফ নেশন্সের স্থলাভিষিক্ত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রশক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায়, এই উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তখনকার বিশ্ব রাজনীতির পরিস্থিতি জাতিসংঘের সাংগঠনিক কাঠামোতে এখনও প্রতিফলিত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য (যাদের ভেটো প্রদানের ক্ষমতা আছে) মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, গণচীন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫টি বিজয়ী দেশ।

২০০৬ সালের হিসাব অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯২। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। সাংগঠনিক ভাবে জাতিসংঘ প্রধান অঙ্গ সংস্থা গুলো যেমন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টিশীপ কাউন্সিল, এবং আন্তর্জাতিক আদালত। এছাড়াও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইত্যাদি। জাতিসংঘের প্রধান নির্বাহী হলেন এর মহাসচিব। ২০০৭ সালের জানুয়ারি ১ তারিখ হতে মহাসচিব পদে রয়েছেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন


সূচিপত্র

[সম্পাদনা] সদস্য রাষ্ট্র

বিশ্ব মানচিত্রে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ (নীল বর্ণে চিহ্নিত)
বিশ্ব মানচিত্রে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ (নীল বর্ণে চিহ্নিত)

২০০৭ সালের তথ্যানুসারে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯২। বিশ্বের প্রায় সব স্বীকৃত রাষ্ট্রই এর সদস্য। তবে উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো তাইওয়ান (প্রজাতন্ত্রী চীন), ভ্যাটিকান সিটি। এছাড়া অন্যান্য কিছু অস্বীকৃত এলাকার মধ্যে রয়েছে ট্রান্সনিস্ট্রিয়া ও উত্তর সাইপ্রাসের তুর্কী প্রজাতন্ত্র।

জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো মন্টেনিগ্রো, যা ২০০৬ সালের ২৮শে জুন যোগ দান করে।

[সম্পাদনা] সদরদপ্তর

নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদরদপ্তর।
নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদরদপ্তর।

জাতিসংঘের সদরদপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এটি ১৬ একর জমিতে ১৯৪৯ হতে ১৯৫০ এর মধ্যে নির্মান করা হয়। ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত। সদরদপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন। তিনি জাতি সংঘকে এই জমি দান করেন।

সদরদপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করে লে করবুসিয়ে, অস্কার নিয়েমেয়ার, এবং আরো অনেক খ্যাতনামা স্থপতি। নেলসন রকফেলারের উপদেষ্টা ওয়ালেস কে হ্যারিসন এই স্থপতি দলের নেতৃত্ব দেন। আনুষ্ঠানিক ভাবে সদরদপ্তরের উদ্বোধন হয় ১৯৫১ সালের ৯ই জানুয়ারি তারিখে।

সদর দপ্তর নিউ ইয়র্কে হলেও জাতিসংঘের অন্য বেশ কিছু অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় জেনেভা, দি হেগ, ভিয়েনা, মন্ট্রিয়ল, কোপেনহাগেন, বন ও অন্যত্র অবস্থিত।

জাতিসংঘের সদর দপ্তরের ঠিকানা হলো : 760 United Nations Plaza, New York City, NY 10017, USA। নিরাপত্তার খাতিরে এই ঠিকানায় প্রেরিত সকল চিঠিপত্র পরীক্ষা করা ও জীবাণুমুক্ত করা হয়। .[১]

জাতিসংঘের সদর দপ্তরের পুরানো ভবনের সংস্কার কার্য উপলক্ষে ম্যানহাটানের ফার্স্ট অ্যাভিনিউতে ফুমিহিকো মাকির নকশায় অস্থায়ী দপ্তর নির্মাণ করা হচ্ছে।

১৯৪৯ সালের আগে পর্যন্ত লন্ডন ও নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে জাতিসংঘের কার্যালয় অবস্থিত ছিল।[২]


[সম্পাদনা] ভাষা

The Secretary-General, Ban Ki-moon
The Secretary-General, Ban Ki-moon

জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, এবং স্পেনীয় ভাষা[৩] জাতিসংঘের সচিবালয়ে যে দুটি ভাষা ব্যবহৃত হয় তা হলো ইংরেজিফরাসি

জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে ইংরেজি ৫২টি সদস্য দেশের সরকারী ভাষা। ফরাসি হলো ২৯টি দেশের, আরবি ২৪টি দেশের, স্পেনীয় ২০টি দেশের, রুশ ৪টি দেশের, এবং চীনা ভাষা ২টি দেশের সরকারী ভাষা।

[সম্পাদনা] প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Security Notice. United Nations: (2001).
  2. The Story of United Nations Headquarters www.un.org, United Nations, Accessed September 20, 2006
  3. What are the official languages of the United Nations? (in English). United Nations. Retrieved on 2006-12-23.