কোড ডিভিশন মাল্টিপ্ল অ্যাক্সেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস (সিডিএমএ) মাল্টিপ্লেক্সিং করার এক ধরণের পদ্ধতি। এটি তারহীন যোগাযোগ ব্যাবস্থা। এই ব্যাবস্থায় একই ফ্রীকয়েন্সি তে বহুজন কথা বলার সুযোগ পায়, কেবলমাত্র ব্যাবহারকারী ভেদে সকলের কথাকে বিশেষ ভাবে সাংকেতিক ভাবে প্রতিটি ফ্রীকয়েন্সিতে বিভক্ত করা হয়।