ভাই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাই বাংলা ভাষার একটি অতি পরিচিত সম্বোধন।
ভাই শব্দের উৎপত্তি সংস্কৃত ভ্রাতা শব্দ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা] সাধারন সম্বোধন
[সম্পাদনা] ভাইয়া
আদর করে অনেক সময় ভাইকে ভাইয়া ডাকা হয়ে থাকে।
[সম্পাদনা] দাদা অথবা দা
সাধারণত পশ্চিমবঙ্গে দাদা শব্দটি বড় (অর্থাৎ বয়জ্যেষ্ঠ) ভাই হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
[সম্পাদনা] আপন বা সহোদর ভাই
সহোদর অর্থাৎ একই মায়ের সন্তান।
[সম্পাদনা] সৎ ভাই
সৎমার (বিমাতা) সন্তান হল বৈমাত্রেয় ভ্রাতা বা সৎ ভাই।
[সম্পাদনা] আত্মীয় ভাইয়ের নমুনা
কাজিন (cousin) অর্থাৎ মা বা বাবার ভাই বা বোনের ছেলে বোঝাতেও 'ভাই' শব্দটি ব্যবহার করা হয়। নিম্নোক্ত সম্বোধনগুলো প্রচলিত -
[সম্পাদনা] মামাতো ভাই
মায়ের ভাই অর্থাত মামার ছেলেকে মামাতো ভাই বলা হয়।
[সম্পাদনা] খালাতো বা মাসতুতো ভাই
মায়ের বোন অর্থাত খালার ছেলেকে খালাতো ভাই বলা হয়। পশ্চিমবঙ্গে ব্যবহার করা হয় মাসতুতো ভাই বা দাদা।
[সম্পাদনা] চাচাতো/খুড়তুতো এবং জাঠতুতো ভাই
বাবার ভাই অর্থাৎ চাচা/কাকার ছেলেকে চাচাতো ভাই বলা হয়। 'কাকাতো ভাই' সম্বোধনটি বহুল প্রচলিত নয়। স্থানভেদে (পশ্চিমবঙ্গে) বলা হয় খুড়তুতো ভাই বা দাদা যখন সেই ভাই এর বাবা নিজের বাবার ছোট ভাই (কাকা/খুড়ো বা খুল্লতাত), এবং জাঠতুতো যখন সেই ভাইএর বাবা নিজের বাবার থেকে বড় (জ্যাঠামশাই বা জ্যেষ্ঠতাত)। একজনের দিক থেকে খুড়তুতো সম্পর্ক হলে উল্টো দিকের সম্পর্ক হবে খুড়তুতো।
[সম্পাদনা] ফুফাতো বা পিসতুতো ভাই
বাবার বোন অর্থাৎ ফুফু/পিসির ছেলেকে ফুফাতো ভাই বলা হয়। স্থানভেদে (পশ্চিমবঙ্গে ) বলা হয় পিসতুতো ভাই বা দাদা। একজন আরেকজনের পিসতুত ভাই (বা বোন) হলে তার উলটো সম্পর্ক হবে মামাতো ভাই (বা বোন)।
[সম্পাদনা] অনাত্মীয় ভাই
[সম্পাদনা] গুরুভাই বা সতীর্থ
গুরিভাই হল একই গুরুর শিষ্য বা সতীর্থ (একই বিদ্যাতীর্থের সহপাঠী)।
[সম্পাদনা] একই সঙ্ঘের সদস্য
ভ্রাতৃত্ব মানব সম্পর্কের নৈকট্যের পরিচায়ক। তাই ঘনিষ্ঠতা প্রকাশের জন্যে ভাই সম্বোধন নানা ভাবে ব্যাবিহার হয়। ধর্মীয় বা সামাজিক সঙ্ঘবধতার নজির হিসাবে সঙ্ঘের অন্যান্য পুরুষ সদস্যকে ভাই (ব্রাদার) বলার রীতি পৃথিবীতে সার্বজনীন।
[সম্পাদনা] "দাদা" সম্বোধন
পশ্চিমবঙ্গে নাম না জানা অপরিচিত ব্যাক্তিকে সমীহ করার জন্যে দাদা শব্দটি ব্যাবহার হয়।