উয়েফা চ্যাম্পিয়নস লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২০০৬-০৭ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২০০৭ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল
প্রতিষ্ঠা
১৯৫৫
মহাদেশ
ইউরোপ (উয়েফা)
দলের সংখ্যা
৩২ (গ্রুপ পর্যায়)
বর্তমান চ্যাম্পিয়ন (২০০৬-০৭)
ইতালি এর পতাকা এ.সি. মিলান
২০০৭ ফাইনাল
অলিম্পিক স্টেডিয়াম
গ্রীস এর পতাকা এথেন্স
সফলতম দল
স্পেন এর পতাকা রিয়াল মাদ্রিদ
(৯ বার)
ওয়েবসাইট
উয়েফা চ্যাম্পিয়নস লীগ

উয়েফা চ্যাম্পিয়নস লীগ (ইউরোপীয়ান কাপ নামেও পরিচিত) প্রতি বছর পেশাদার দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা, ১৯৫৫ সাল থেকে যেটির আয়োজন করে আসছে ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। ইউরোপের শ্রেষ্ঠ দলগুলো এতে অংশ নেয়। এই প্রতিযোগিতার পুরস্কার ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাব'স কাপ ক্রীড়া জগতে সবচেয়ে গৌরবজনক হিসেবে বিবেচিত হয়।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ উয়েফা কাপউয়েফা কাপ উইনার্স কাপ থেকে আলাদা প্রতিযোগিতা।

প্রতিযোগিতাটি কয়েকটি স্তরে বিভক্ত এবং এতে অংশগ্রহণের জন্য তিনটি নকআউট বাছাইপর্ব রয়েছে। প্রাথমিক রাউন্ডের ৩২টি দল থেকে ১৬টি দল উত্তীর্ণ হয়ে নকআউট রাউন্ডে প্রবেশ করে। এই রাউন্ড ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় এবং মে মাসে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন এফ.সি. বার্সেলোনা, যারা ২০০৬ সালের ১৭ মে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে বার্সা তাদের শিরোপা ধরে রাখতে পারবে না কারন প্রথম নকআউট রাউন্ডে তারা ২০০৫ সালের চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

২০০৬-০৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল অনুষ্ঠিত হয় গ্রীসের রাজধানী এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে ২০০৭ সালের ২৩ মে, যাতে অংশ নেয় লিভারপুলএসি মিলান। এ খেলায় এসি মিলান ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে শিরোপা লাভ করে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] যোগ্যতা নির্ধারন

[সম্পাদনা] প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়

[সম্পাদনা] চ্যাম্পিয়নস লীগের ফাইনাল

[সম্পাদনা] রেকর্ড ও পরিসংখ্যান

[সম্পাদনা] আর্থিক অবস্থা

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ