উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।
|
- দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (
~~~~ ) দেয়ার মাধমে এটা করতে পারেন।
- নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
- উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
|
|
নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
বাংলা ভাষাতে তো ফুলস্টপ নাই। তাই এখানে ডব্লিউ এর পরে ফুলস্টপ আসলো কোত্থেকে? --রাগিব (আলাপ | অবদান) ০৭:২২, ১৯ জুন ২০০৭ (UTC)
- খেয়াল করিনি। ঠিক করে দিন। এ ধরণের সমস্য সম্ভবত আরও অনেক হয়েছে। সব ঠিক করতে হবে। কিন্তু, এই ফুলস্টপ চিহ্ন বাস্তবে প্রচুর ব্যবহৃত হয়। এটাও বন্ধ করা উচিত। -- Muhammad
বাংলাতে নামের ইনিশিয়ালের শেষে পিরিয়ড/ফুলস্টপ ব্যবহারের ব্যাপারে কোন ধরাবাঁধা নিয়ম মনে হয় নেই। কেউ কেউ করেন, কেউ কেউ করেন না। আমরা উইকিপিডিয়াতে যেকোন একটা নিয়ম অনুসরণ করতে পারি। উইকিপেডিয়া:বাংলা বানানের নিয়ম-এ এটা স্থির করে নেয়া যায়। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৩২, ১৯ জুন ২০০৭ (UTC)
- আমার তো অসুবিধা নাই, কিন্তু পিরিয়ড তো বাংলা যতিচিহ্নের মধ্যে পড়ে না। বাংলাতে অধিকাংশ ব্যক্তি কিছুই ব্যবহার করেন না, যেমন আসম রব, খ ম হারুন, এবিএম মহিউদ্দিন, ইত্যাদি। --রাগিব (আলাপ | অবদান)
- আচ্ছা, আমি উইপেডিয়া:বাংলা বিরামচিহ্ন নির্দেশিকা নামের নিবন্ধে এ-সম্পর্কিত সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিচ্ছি। ওখানে মন্তব্য করুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫১, ১৯ জুন ২০০৭ (UTC)