ব্যবহারকারী আলাপ:Shaon82

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Shaon82, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--Amr ১০:২৬, ১৫ আগস্ট ২০০৬ (UTC)

সূচিপত্র

[সম্পাদনা] ছবি

কপিরাইটকৃত ছবি দয়া করে আপলোড করবেন না। এরকম ছবি থাকার চাইতে না থাকাই ভাল। ছবির উৎস ও লাইসেন্স উল্লেখ করা অপরিহার্য। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৩:৪০, ২১ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] নিজের পরিচয় দিন

আপনার নিজের পরিচয় আপনার ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন, তাতে অন্য ব্যবহারকারীরা আপনার সম্পর্কে জানতে পারবে এবং তাদের সাথে আপনার আন্তরিকতা বাড়বে। পৃষ্ঠাটিতে যাবার জন্য এখানে ক্লিক করুন। আপনার নিজের পরিচয় লিখে 'রক্ষা করুন' বাটনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ।

[সম্পাদনা] Good Luck

আপনি ও অন্য সব বুয়েটিয় উইকিপিডিয়ানের আসন্ন পরীক্ষায় সাফল্য কামনা করছি। আশা করি পরীক্ষা হয়ে গেলে আবারও পুরোদমে কাজ শুরু করবেন। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫৩, ৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] অনুবাদ

অনুবাদ করার কোন ভালো সফট এর নাম বলতে পারবি? --Hasan.zamil ১৮:৩১, ৪ নভেম্বর ২০০৬ (UTC)


আপাতত [1] এইটা ব্যবহার করতে পারিস। তবে কমপ্লেক্স সেন্টেন্সে শব্দ আগে-পিছে হয়ে যায়।সেগুলি ঠিক করে নিলেই হবে। --Shaon82 ১৩:২৫, ৫ নভেম্বর ২০০৬ (UTC)