রিউ দি জানেইরু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিউ দি জানেইরু (পর্তুগিজ ভাষায়: Rio de Janeiro), আক্ষরিক অর্থে "জানুয়ারির নদী", দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি প্রধান শহর এবং রিউ দি জানেইরু রাজ্যের রাজধানী। শহরটি এককালে ব্রাজিলের (১৭৬৩–১৯৬০) এবং পর্তুগিজ সাম্রাজ্যের (১৮০৮–১৮২১) রাজধানী ছিল। শহরটি শুধু "রিউ" নামেই বেশি পরিচিত।