হোসেনী দালান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোসেনী দালান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি শিয়া উপাসনালয়। এটি মোগল শাসনামলে ১৭শ শতকে নির্মিত হয়। দালানটি হযরত মুহাম্মদ (সাঃ) এর পৌত্র হোসেন (আঃ) এর শাহাদত বরণের স্মরণে নির্মিত।
হোসেনী দালানের দক্ষিণাংশে রয়েছে একটি পুকুর। এর উত্তরাংশে শিয়া বংশোদ্ভূত ব্যক্তিদের কবরস্থান অবস্থিত।
দালানটি সাদা বর্ণের, এবং এর বহিরাংশে নীল বর্ণের ক্যালিগ্রাফি বা লিপিচিত্রের কারূকাজ রয়েছে। মসজিদের অভ্যন্তরেও সুদৃশ্য নকশা বিদ্যমান।