বিশ্ব সাহিত্য কেন্দ্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্ব সাহিত্য কেন্দ্র আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রতিষ্ঠিত একটি সংগঠন। "আলোকিত মানুষ চাই" - এই শ্লোগানের উপর ভিত্তি করে সংগঠনটি বাংলাদেশে বই পড়া ও মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর জন্য কাজ করে থাকে। এর মূল কার্যালয় ঢাকার বাংলামটর এলাকায় অবস্থিত। সপ্তাহের বিভিন্ন দিনে চলচিচত্র প্রদশনী ও চলমান বিষয়ের উপর আলোচনাসভা হয়। তবে সপ্তাহের প্রতিদিন বিকাল থেকে লাইব্রেরিতে বসে বই পড়া যায় ।
এছাড়া ভ্রাম্যমান গ্রন্থাগার প্রকল্পের অধীনে সংগঠনটি বাসে করে শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন বই প্রেরণের কাজও করে থাকে।