এস্তোনিয়ার ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এস্তোনিয়ার উপগ্রহ চিত্র
এস্তোনিয়ার উপগ্রহ চিত্র

এস্তোনিয়া মূলত একটি নিম্ন সমতলভূমি। বাল্টিক সাগরে এর তটরেখার দৈর্ঘ্য ১৩৯৩ কিলোমিটার এবং এই উপকূলে প্রায় ১৫২০টি ছোট ছোট দ্বীপ আছে। এদের মধ্যে সারেমা ও হিলুমা দ্বীপ দুইটি এস্তোনীয়দের পছন্দের অবকাশকেন্দ্র। দক্ষিণ-পূর্বের পাহাড়ি এলাকার ৩১৮ মিটার উচ্চতাবিশিষ্ট সুর মুনামাগি দেশের সর্বোচ্চ বিন্দু। দেশটির প্রায় ১৮০০০ বর্গকিলোমিটার এলাকা বনভূমি। বাকী অংশ কৃষিকাজ, পশু চরানোর কাজে ব্যবহৃত। দেশটিতে প্রায় ১৪০০ প্রাকৃতিক ও কৃত্রিম হ্রদ আছে। এদের মধ্যে বৃহত্তম হল পেইপসি হ্রদ, যা এস্তোনিয়া ও রাশিয়ার সীমান্তে অবস্থিত। দেশটির বহু নদীর মধ্যে নার্ভা ও এমায়োগি সবচেয়ে গুরুত্বপূর্ণ।


[সম্পাদনা] আরও দেখুন

ইউরোপের ভূগোল - সম্পাদনা

অস্ট্রিয়া (Austria)  • আইসল্যান্ড (Iceland)  • আয়ারল্যান্ড (Ireland)  • আর্মেনিয়া (Armenia)  • আলবেনিয়া (Albania)  • ইউক্রেন (Ukraine)  • ইতালি (Italy)  • অ্যান্ডোরা (Andorra)  • এস্তোনিয়া (Estonia)  • ক্রোয়েশিয়া (Croatia)  • গ্রীস (Greece)  • চেক প্রজাতন্ত্র (Czech Republic)  • জর্জিয়া (Georgia)  • জার্মানি (Germany)  • ডেনমার্ক (Denmark)  • তুরস্ক (Turkey)  • নরওয়ে (Norway)  • নেদারল্যান্ড্‌স (The Netherlands)  • পর্তুগাল (Portugal)  • পোল্যান্ড (Poland)  • ফ্রান্স (France)  • ফিনল্যান্ড (Finland)  • বুলগেরিয়া (Bulgaria)  • বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina)  • বেলজিয়াম (Belgium)  • বেলারুশ (Belarus)  • ভ্যাটিকান সিটি (Vatican City)  • মন্টিনেগ্রো (Montenegro)  • মাল্টা (Malta)  • মলদোভা (Moldova)  • মেসিডোনিয়া (Macedonia)  • মোনাকো (Monaco)  • যুক্তরাজ্য (United Kingdom)  • রাশিয়া (Russia)  • রোমানিয়া (Romania)  • লুক্সেমবার্গ (Luxemburg)  • লাটভিয়া (Latvia)  • লিশটেনস্টাইন (Liechtenstein)  • লিথুয়ানিয়া (Lithuania)  • সুইজারল্যান্ড (Switzerland)  • সুইডেন (Sweden)  • স্পেন (Spain)  • স্লোভাকিয়া (Slovakia)  • স্লোভেনিয়া (Slovenia)  • সান মেরিনো (San Marino)  • সার্বিয়া (Serbia)  • সিসিলি দ্বীপপুঞ্জ (Sicily Islands)  • হাঙ্গেরী (Hungary)

অন্যান্য ভাষা