ইবন বতুতার ভ্রমণপথ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৩২৫ সালের ১৪ ই জুন তারিখে ইবন বতুতার বয়স ছিল ২১ বছর ৪ মাস। এ সময় তিনি মক্কা নগরীতে গিয়ে হজ্জ্ব পালনের উদ্দেশ্যে জন্মভূমি ত্যাগ করেন। সে হিসেবে তার যাদ্রার সূচনা হয় ১৩২৫ সালের ১৪ জুন মরক্কোর তানজিয়ার থেকে। এখান থেকে যাত্রা শুরু করে তিনি যে সমস্থ স্থানে গিয়েছেন তার একটি তালিকা এখানে প্রদান করা হল:
সূচিপত্র |
[সম্পাদনা] মরক্কো
- তানজিয়ার : জন্মভূমি
[সম্পাদনা] আলজেরিয়া
- তিলিমসান : তখন এখানকার সম্রাট ছিলেন জিয়ানিদ বংশের আবু তাশিফিন। ১৩১৮ থেকে ১৩৪৮ সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। বতুতা সেখানে পৌঁছান ১৩২৫ সালে। ৩ দিন এখানে ছিলেন।
- মিলিয়ানা : এখানে এসে তিউনিসের সুলতান প্রেরিত রাষ্ট্রদূতদ্বয়ের সাথে মিলিত হন, ১০ দিন থেকে আবার যাত্রা শুরু করেন। শহর থেকে ৪ মাইল দূরের এক রদীর তীরে রাষ্ট্রদূতদ্বয়ের এতজন মারা গেলে অন্য কাফেলার সাথে রওয়ানা হন।
- আলজিয়ার্স : তখন নাম ছিল আল-জাজির। শহরের বাইরে কয়েকদিন কাটান। অন্য এক কাফেলা তাদের সাথে যুক্ত হয়।
- মিটিজা : আলজিয়ার্সের নিকটে একটি উর্বর সমভূমি।
- ওক্স পর্বত : জুরজুরা পর্বত।
[সম্পাদনা] তিউনিসিয়া
- বিজয়া : সে সময় ইফরিকিয়া তিউনিসের রাজধানী তিউনিসের একটি জেলা ছিল। বিজয়া এখানেই অবস্থিত ছিল।
- কন্স্টানটাইন : বতুতা উল্লেখ করেছেন কুসানটিনা নামে।
- বোনা
- তিউনিস : রাজধানী
[সম্পাদনা] তথ্যসূত্র
- ইবন বতুতার ভ্রমণ কাহিনী : মূল ইংরেজি রচনা - এইচ এ আর গিব; বাংলা অনুবাদ - খুররম হোসাইন; ক্যাবকো