নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নটিংহ্যাম ফরেস্ট | |||||||||||||||||||||||||||||||||
চিত্র:Ntmcrest.gif | |||||||||||||||||||||||||||||||||
পূর্ণ নাম | নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব | ||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | দ্য রেডস, ফরেস্ট | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিষ্ঠা | ১৮৬৫ | ||||||||||||||||||||||||||||||||
মাঠ | সিটি গ্রাউন্ড নটিংহ্যাম ইংল্যান্ড |
||||||||||||||||||||||||||||||||
ধারনক্ষমতা | ৩০,৫৭৬[১] | ||||||||||||||||||||||||||||||||
চেয়ারম্যান | ![]() |
||||||||||||||||||||||||||||||||
ম্যানেজার | ![]() |
||||||||||||||||||||||||||||||||
লীগ | লীগ ওয়ান | ||||||||||||||||||||||||||||||||
২০০৬-০৭ | লীগ ওয়ান, ৪র্থ | ||||||||||||||||||||||||||||||||
|
নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব একটি ইংরেজ ফুটবল ক্লাব। ইংল্যান্ডের নটিংহ্যাম শহরের ট্রেন্ট নদীর দক্ষিণ পাড়ে ক্লাবটি অবস্থিত। রাশক্লিফ বোরোর ওয়েস্ট ব্রিজফোল্ড শহরে তাদের মাঠ অবস্থিত। ক্লাবের চির-প্রতিদ্বন্দী নটস কাউন্টির ঠিক বিপরীত দিকেই ক্লাবটি অবস্থিত।
সিটি সেন্টারের ঠিক উত্তরে অবস্থিত ফরেস্ট রিক্রিয়েশন গ্রাউন্ড থেকেই ক্লাবের নামকরন করা হয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এখানেই নটিংহ্যাম গুজ ফেয়ার নামক স্থানে ক্লাবের প্রথম মাঠ অবস্থিত ছিল। সাধারনত 'ফরেস্ট' নামেও ক্লাবটিকে ডাকা হয়। ক্লাবটির সাথে ফরেস্ট এফ.সি. দলের কোন সম্পর্ক নেই। মাঝে মাঝে তাদের ভুল করে নটস ফরেস্ট নামেও ডাকা হয়। ক্লাবের সমর্থকেরা এই নাম একেবারেই পছন্দ করে না, কারন 'নটস' নিয়ে প্রতিদ্বন্দী নটস কাউন্টিকে বোঝানো হয়।
বর্তমানে তারা কোকা-কোলা ফুটবল লীগের লীগ ওয়ানে খেলে থাকে যা ইংরেজ ফুটবলের তৃতীয় বিভাগ নামেই পরিচিত ছিল। ২০০৫ সালের মে মাসে তাদের এই লীগে নেমে যাওয়ার কারনে তারা প্রথম ইউরোপীয়ান কাপ বিজয়ী দল হিসেবে দেশের শীর্ষ দুটি লীগের বাইরে খেলা প্রথম দলে পরিনত হয়।
নটিংহ্যাম ফরেস্ট ফুটবলের বিভিন্ন নিয়ম প্রতিষ্ঠার জন্য বিখ্যাত।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Official site
- History of NFFC football kit
- Bridport Red Archive Forest statistics site