উইলিয়াম মন্টগোমারি ওয়াট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম মন্টগোমারি ওয়াট (মার্চ ১৪ ১৯০৯ – অক্টোবর ২৪ ২০০৬; এডিনবরা[১]) একজন ইসলামী চিন্তাবিদ এবং প্রাচ্যতত্ত্ববিদ ছিলেন। পাশ্চাত্য জগতে ইসলামের ইতিহাস রচনাকারীদের মধ্যে তিনি অনেকটাই অগ্রগামী হিসেবে গণ্য হন। ইসলামের ইতিহাস এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা:) -এর জীবনী রচনায় তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
রেভারেন্ড অধ্যাপক উইলিয়াম মন্টগোমারি ওয়াট ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এডিনবরা বিশ্ববিদ্যালয়ে আরবী ও ইসলাম শিক্ষা বিষয়ে অধ্যাপনা করেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অফ টরন্টো, কলেজ ডি ফ্রান্স এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীর অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এবারডিন বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিডি লাভ করেন। তিনি স্কটিশ এপিস্কোপাল চার্চের ধর্মযাজক ছিলেন।
[সম্পাদনা] রচনাবলী
- মুহাম্মদ এট মক্কা (১৯৫৩)
- মুহাম্মদ এট মদিনা (১৯৫৬)
- Muhammad: Prophet and Stateman, a summary of the above two major works (1961)
- Muhammad: Seal of the Prophets
- Islamic Political Thought (1968)
- Muhammad's Mecca (1988)
- Muslim-Christian Encounters: Perceptions and Misperceptions (1991)
[সম্পাদনা] আরও দেখুন
- ইসলামী চিন্তাবিদ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Richard Holloway/ "William Montgomery Watt. The Guardian. 14 Nov. 2006