ডেনিস ল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেনিস ল | ||
ডেনিস ল (বসা) ১৯৬২ সালে ম্যানচেস্টারের সাথে চুক্তি করছেন। ইউনাইটেডের ম্যানেজার ম্যাট বাজবি ছবিতে ডানে। |
||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
পূর্ণ নাম | ডেনিস ল | |
জন্ম তারিখ | ২৪ ফেব্রুয়ারি, ১৯৪০ | |
জন্ম স্থান | আবেরডিন, স্কটল্যান্ড ![]() |
|
মাঠে অবস্থান | স্ট্রাইকার | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | অবসর গ্রহণ করেছেন | |
সিনিয়র ক্লাব1 | ||
বছর | ক্লাব | খেলা (গোল)* |
১৯৫৬-১৯৬০ ১৯৬০-১৯৬১ ১৯৬১-১৯৬২ ১৯৬২-১৯৭৩ ১৯৭৩-১৯৭৪ |
হাডার্সফিল্ড টাউন ম্যানচেস্টার সিটি টোরিনো ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি |
৫০ (২৩) ২৭ (১০) ৩০৯ (১৭১) ২৬ (১২) |
৯১ (১৯)
জাতীয় দল2 | ||
১৯৫৮-১৯৭৪ | স্কটল্যান্ড | ৫৫ (৩০) |
1 পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
ডেনিস ল (জন্ম ফেব্রুয়ারি ২৪ ১৯৪০, স্কটল্যান্ডের আবেরডিন) একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড় যিনি ১৯৫০ থেকে ১৯৭০ দশকে স্ট্রাইকার হিসেবে মাঠ কাঁপিয়েছেন।
ফুটবল খেলোয়াড় হিসেবে ল তার ক্যারিয়ার শুরু করেন দ্বিতীয় বিভাগের দল হাডার্সফিল্ড টাউনের সাথে ১৯৫৬ সালে। চার বছর হাডার্সফিল্ডে খেলার পর তিনি তৎকালীন ব্রিটিশ রেকর্ড ৫৫,০০০ পাউন্ডের বিনিময়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে।[১] ল সেখানে একবছর খেলেন। এর পর নতুন ইংরেজ ও ইতালীয় রেকর্ড ১১০,০০০ পাউন্ডের বিনিময়ে তিনি যোগ দেন ইতালীয় ক্লাব টোরিনোতে।[২] যদিও ইতালিতে তিনি ভালই খেলছিলেন, তবে তিনি সেখানকার জীবনের সাথে মানিয়ে নিতে পারেননি এবং ১৯৬২ সালে তিনি নতুন ব্রিটিশ রেকর্ড ১১৫,০০০ পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন।[৩]
ইউনাইটেডে খেলা ১১ বছরের ক্যারিয়ারের জন্যই আজ তিনি সুপরিচিত। এখানে ৪০৯ ম্যাচে তিনি ২৩৬ গোল করেন এবং সমর্থকের কাছে দ্য কিং[৪] ও দ্য ল'ম্যান উপাধি লাভ করেন। ১৯৬৪ সালে তিনি সম্মানজনক ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার পুরস্কার লাভ করেন এবং দলকে ১৯৬৫ ও ১৯৬৭ সালের প্রথম বিভাগ জিততে সাহায্য করেন। ১৯৭৩ সালে একমৌসুমের জন্য ল ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেন ও ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এরপর ১৯৭৪ সালে তিনি ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ল স্কটল্যান্ডের পক্ষে ৫৫ ম্যাচ খেলেছেন এবং দলের পরক্ষে রেকর্ড ৩০ গোল করেছেন। অবশ্য তার রেকর্ডের আরেকজন ভাগীদার আছে।[৫] ববি চার্লটনের পর ইউনাইটেডের শীর্ষ গোলদাতা।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমান প্রায় ৯০০,০০০ পাউন্ড। সূত্রঃ conversion utility at eh.net.
- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমান প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility at eh.net.
- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমান প্রায় ১.৬ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility at eh.net.
- ↑ Denis Law and Ron Gubba, Denis Law – An Autobiography (London: Futura Publications, ১৯৮০), ৮.
- ↑ Kenny Dalglish also scored ৩০ goals for Scotland, although he achieved this in ১০২ matches compared with Law's ৫৫.
[সম্পাদনা] জীবনী
- Denis Law, Ron Gubba (1980). Denis Law - An Autobiography. Futura Publications. ISBN 0-7088-1902-8.
- Denis Law, Bob Harris (2003). The King. Bantam Press. ISBN 0-593-05140-8.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Photos & stats at sporting-heroes.net
- Short biography on the official Manchester United website
- Short biography on Manchester Online
- English Football Hall of Fame Profile
- UEFA.com - Scotland's Golden Player
পূর্বসূরী: লেভ ইয়াসিন |
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার ১৯৬৪ |
উত্তরসূরী: ইউসেবিও |