উইকিপেডিয়া:সম্মিলন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিয়মিত ভাবে বিশ্বের বিভিন্ন স্থানে উইকিপিডিয়ানদের সম্মিলন ঘটে। এ পাতাটি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হবে। এর উপপৃষ্ঠা সমূহ প্রতিটি অনুষ্ঠান আয়োজনের বিষয়াদি চূড়ান্ত করতে ব্যবহৃত হবে।
সূচিপত্র |
[সম্পাদনা] নির্ধারিত সম্মিলনসমূহ
- ঢাকা আড্ডা ৪ - ২৫ই আগস্ট ২০০৭।
[সম্পাদনা] কার্যপদ্ধতি
- স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলনের জন্য নিমন্ত্রন জানান।
- সম্মিলন আয়োজনের জন্য উইকিপেডিয়া:সম্মিলন পাতার একটি উপপাতা তৈরি অথবা ব্যবহার করুন।
- সর্বসাধারণের নিমন্ত্রনের জন্য {{Wikipedia:Meetup/Melbourne/Invite}} এর মত একটি টেম্পলেট তৈরি করুন।
- উইকিপিডিয়ান ছাড়াও অন্যদের সম্মিলনের জন্য নিমন্ত্রন জানান।
- উইকিপিডিয়া ছাড়াও অন্য মাধ্যমে উইকিপিডিয়ান নয় এমন ব্যবহারকারীদের মধ্যে সম্মিলন সম্পর্কে প্রচারণা চালান।
- অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করুন।
- সম্মিলনের স্থান নির্ধারণ করুন।
- উইকিপিডিয়ানদের একটি তালিকা করুন যারা ভবিষ্যতে এবং নিয়মিত ভাবে নির্ধারিত স্থানে সম্মিলনের অংশ নিতে চান।
[সম্পাদনা] পূর্বের সম্মিলনসমূহ
- ঢাকা আড্ডা ১ - ১৪ জুলাই ২০০৭।
- ঢাকা আড্ডা ২ - ২৮ই জুলাই ২০০৭।
- ঢাকা আড্ডা ৩ - ১১ই আগস্ট ২০০৭।