ইসলাম শাহ শুরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলাম শাহ শুরি শুর সম্রাজ্যের দ্বিতীয় শাসক। ইসলাম শাহ শুরির আসল নাম ছিল জালাল খান এবং তিনি শের শাহ শুরির পুত্র ছিলেন। ইসলাম শাহ শুরি সাত বছর (১৫৪৫ - ১৫৫৩) শাসন করেছেন। তাঁর বার বছরের পুত্র ফিরোজ শাহ শুরি তাঁর উত্তরসূরী হন, কিন্তু কিছু দিনের মধ্যেই শের শাহের ভাতুষ্পুত্র মুহাম্মদ মুবারিজ খান তাকে গুপ্তহত্যা করে। মুহাম্মদ মুবারিজ খান মুহাম্মদ শাহ আদিল নামে শাসন করেছেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


পূর্বসূরী:
শের শাহ শুরি
দিল্লীর শাহ
১৫৪৫-১৫৫৩
উত্তরসূরী:
ফিরোজ শাহ শুরি
অন্যান্য ভাষা