এএফসি এশিয়ান কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এএফসি এশিয়ান কাপ
বর্তমান মৌসুম অথবা প্রতিযোগিতা ২০০৭ এএফসি এশিয়ান কাপ
খেলা ফুটবল
প্রতিষ্ঠা ১৯৫৬
দলসংখ্যা ২৮
মহাদেশ এশিয়া (এএফসি)
বর্তমান চ্যাম্পিয়ন Template:Fb

এএফসি এশিয়ান কাপ একটি ফুটবল প্রতিযোগিতা যার আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই প্রতিযোগিতার বিজয়ী দল এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে গণ্য হয় এবং ফিফা কনফেডারেসন্স কাপ খেলার যোগ্যতা লাভ করে। এই প্রতিযোগিতার পরের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামথাইল্যান্ড গুলোতে।

১৯৫৬ সাল থেকে এশিয়ান কাপ চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০০৪ সালে চীনে। যেহেতু একই বছরে অলিম্পিক প্রতিযোগিতা ও ইউরো অনুষ্ঠিত হয় তাই এশিয়ান কাপের সময়সূচী কিছুটা পরিবর্তন করা হয়েছে। ফলে ২০০৮ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ২০০৭ সালে শুরু হবে। এবং এরপর চার বছর পর পর এটি চলবে।

এশিয়ান কাপ এশিয়ার শীর্ষ দলগুলো দখল করে রেখেছে। কোরিয়া, ইরান, কুয়েত ও সৌদি আরবের জাতীয় দলগুলো প্রায় প্রতিবছর ফাইনালে ওঠে। এই ফেডারেশনের নতুন সদস্য অস্ট্রেলিয়া এই দলগুলোকে চ্যালেঞ্জ জানাবে বলে ধরা হচ্ছে।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

[সম্পাদনা] বহিঃসংযোগ

Template:AFC men's competitions

Template:AFC Asian Cup

আন্তর্জাতিক ফুটবল

ফিফা | বিশ্ব কাপ | কনফেডারেশনস কাপ | অনুর্ধ-২০ বিশ্বকাপ | অনুর্ধ-১৭ বিশ্বকাপ | অলিম্পিক | এশিয়ান গেমস | অল-আফ্রিকান গেমস | প্যান আমেরিকান গেমস | আইল্যান্ড গেমস | বিশ্ব র‌্যাঙ্কিং | বর্ষসেরা খেলোয়াড় | দল | কোড

     এশিয়া: এএফসিএশিয়ান কাপ
     আফ্রিকা: কাফ – আফ্রিকান কাপ অব নেশন্স
     উত্তর আমেরিকা: কনকাকাফ – গোল্ড কাপ
     দক্ষিণ আমেরিকা: কনমেবল – কোপা আমেরিকা
     ওশেনিয়া: ওএফসি – নেশন্স কাপ
     ইউরোপ: উয়েফা – ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
     ফিফা-বহির্ভূত: NF-Board – VIVA World Cup