আলাপ:তারাশংকর বন্দোপাধ্যায়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] বানান তথ্য
সংশ্লিষ্ট বানানের ব্যপারে তথ্য দিচ্ছি। অবসর প্রকাশনী প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাস সংকলনে এবং বাংলা একাডেমী চরিতাভিধানে বানান আছে 'ঙ' এবং 'ক' এর যুক্তাক্ষর হিসাবে। phonetic ভাবে যুক্তাক্ষর টা 'ঙ্ক' হিসাবে আসছে। রাজিবুল ০৪:২২, ২৬ জুলাই ২০০৬ (UTC)
এটা নিয়েই আমার খুব বিভ্রান্তি আছে। শংকর নাকী শঙ্কর ... বিভিন্ন স্থানে বিভিন্ন বানান দেখেছি। সাহিত্যিক নিজে কী লিখতেন, তা জানতে পারলে সবচেয়ে ভাল হয়, কারণ তারাশংকর যদি ং লিখে থাকেন, তাহলে ঙ্ক ব্যবহারের কোন অর্থ হয় না, তা যে অভিধানেই থাকুক না কেন। উল্টাটাও সত্যি। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৭, ২৬ জুলাই ২০০৬ (UTC)