হাও দ্য মাইন্ড ওয়র্ক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাও দ্য মাইন্ড ওয়র্ক্স (ইংরেজি ভাষায়: How the Mind Works) (ISBN 0-393-31848-6) মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার রচিত একটি বই, যা ১৯৯৭ সালে প্রকাশিত হয়। বইটিতে মানুষের মনের কিছু অস্পষ্টভাবে ব্যাখ্যাত কার্যপদ্ধতি ও অদ্ভুত বৈশিষ্ট্য বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। বইটির পরিধি বেশ ব্যাপক; পিংকার বইটিতে দৃষ্টি, অনুভূতি, নারীবাদ, এমনকি শেষ অধ্যায়ে "মানুষের জীবনের অর্থ" নিয়েও আলোচনা করছেন।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- How the Mind Works বইয়ের ওয়েবসাইট
- "The Trouble with Psychological Darwinism" জেরি ফোডোরের লেখা How the Mind Works-এর একটি সমালোচনা।