রসায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রসায়ন (ইংরেজি ভাষায়: Chemistry) জড় পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান। রসায়নবিদেরা মনে করেন বিশ্বের যাবতীয় বস্তু পরমাণু দিয়ে গঠিত। দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধন দ্বারা সংযোজিত হয়ে অণুর সৃষ্টি করে। এক বা একাধিক ইলেকট্রন পরমাণু বা অণু থেকে সরিয়ে নিলে বা যোগ করলে আধানযুক্ত কণা তথা আয়ন সৃষ্টি হয়। ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের সংযোগে সৃষ্টি হয় আধান-নিরপেক্ষ লবন। রসায়নবিদেরা আণবিক ও পারমাণবিক স্তরে পদার্থ সম্পর্কে তাঁদের জ্ঞান দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের পদার্থ একে অপরের সাথে ক্রিয়া করে এবং এগুলি কীভাবে বিভিন্ন অবস্থায় রূপান্তরিত হয়, তা ব্যাখ্যা করতে পারেন। রসায়নবিদেরা পদার্থের পরিবর্তন সাধন করতে পারেন ও নতুন নতুন যৌগ সৃষ্টি করতে পারেন যাদের মধ্যে আছে ঔষধ, বিস্ফোরক, প্রসাধনী ও খাদ্য। রাসায়নিক সংশ্লেষণ কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়।




রসায়ন
বিশ্লেষণী রসায়ন (Analytical chemistry)  • প্রাণরসায়ন (Biochemistry)  • রাসায়নিক জীববিজ্ঞান (Chemical biology)  • রসায়ন শিক্ষা (Chemistry education)  • গণনামূলক রসায়ন (Computational chemistry)  • তড়িৎ-রসায়ন (Electrochemistry)  • পরিবেশ রসায়ন (Environmental chemistry)  • সবুজ রসায়ন (Green chemistry)  • অজৈব রসায়ন (Inorganic chemistry)  • বস্তুবিজ্ঞান (Materials science)  • চিকিৎসা রসায়ন (Medicinal chemistry)  • নিউক্লীয় রসায়ন (Nuclear chemistry)  • জৈব রসায়ন (Organic chemistry)  • জৈব-ধাতব রসায়ন (Organometallic chemistry)  • ফার্মেসি (Pharmacy)  • ফার্মাকোলজি (Pharmacology)  • ভৌত রসায়ন (Physical chemistry)  • আলোক-রসায়ন (Photochemistry)  • পলিমার রসায়ন (Polymer chemistry)  • কঠিন-অবস্থা রসায়ন (Solid-state chemistry)  • তাত্ত্বিক রসায়ন (Theoretical chemistry)  • তাপ-রসায়ন (Thermochemistry)
জীবদেহের অণুসমূহের তালিকা (List of biomolecules)  • অজৈব যৌগসমূহের তালিকা (List of inorganic compounds)  • জৈব যৌগসমূহের তালিকা (List of organic compounds)  • পর্যায় সারণী (Periodic table)
অন্যান্য ভাষা