ভারতীয় মান সময়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় মান সময় (IST) হচ্ছে সারা ভারতের জন্য ব্যবহৃত সময় স্থান। গ্রিনউইচের সাথে এর সময় পার্থক্য ইউটিসি+৫:৩০। ভারত ডে লাইট সেভিং সময় ব্যবহার করে না। ১৯৬২ ও ১৯৬৫ সালে ভারতের দুটি যুদ্ধে অবশ্য কিছু যময়ের জন্য ডেলাইট সেভিং সময় ব্যবহৃত হয়েছে।
ভারতের মান সময় গ্রীনউইচ থেকে ৮২.৫° পূর্ব দ্রাঘিমাংশ ধরে হিসেব করা হয়, যে রেখাটি উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।