অস্ট্রিয়ার ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রিয়াতে মূলত জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয়। এর নাম অস্ট্রীয় জার্মান। জার্মান ভাষায় এর নাম Schönbrunner Deutsch (শ্যোনব্রুনার ডয়চ অর্থাৎ রাজকীয় প্রাসাদের জার্মান)। অস্ট্রীয় জার্মান বর্তমান আদর্শ জার্মান ভাষা থেকে বেশ কিছু দিকে থেকে আলাদা। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত স্বরধ্বনি আদর্শ জার্মান ভাষায় উচ্চারিত হয়, অস্ট্রীয় জার্মান ভাষায় সেগুলি উচ্চারিত হয় না; কিংবা সামান্য ভিন্নভাবে উচ্চারিত হয়। অস্ট্রীয় জার্মান ভাষায় নিজস্ব প্রত্যয়েরও (suffix) ব্যবহার আছে। এছাড়া বলা হয়ে থাকে যে অস্ট্রীয় জার্মান খানিকটা নাকী স্বরে (nasalized) বলা হয়ে থাকে।
অস্ট্রীয় জার্মান ভাষার উপভাষাগুলিকে আলেমানীয় উপভাষা ও দক্ষিণ বাভারীয় উপভাষা - এই দুই ভাগে ভাগ করা যায়। আলেমানীয় উপভাষা দেশটির পূর্ব এক-তৃতীয়াংশে প্রচলিত (ফোরার্লবের্গ প্রদেশে)। আর দক্ষিণ বাভারীয় উপভাষাগুলি দেশের বাকি অংশে ব্যবহৃত। আলেমানীয় উপভাষাগুলি সুইজারল্যান্ডের জার্মান ও দক্ষিণ-পূর্ব জার্মানির ভাষাগুলির সাথে তুলনীয়। আর দক্ষিণ বাভারীয় উপভাষাগুলি জার্মানির বাভারিয়ার বা বায়ার্নের ভাষাগুলির সাথে তুলনীয়।
এছাড়াও অস্ট্রিয়ায় অনেকগুলি সংখ্যালঘু সম্প্রদায় নিজস্ব ভাষায় কথা বলে থাকে। এগুলির মধ্যে অন্যতম হল ক্রোয়েশীয়, স্লোভেনীয়, হাঙ্গেরীয়, চেক, স্লোভাকীয় এবং জিপসি ভাষাসমূহ।
[সম্পাদনা] আরও দেখুন
অস্ট্রিয়া • আইসল্যান্ড • আয়ারল্যান্ড • আর্মেনিয়া • আলবেনিয়া • ইউক্রেন • ইতালি • অ্যান্ডোরা • এস্তোনিয়া • ক্রোয়েশিয়া • গ্রীস • চেক প্রজাতন্ত্র • জর্জিয়া • জার্মানি • ডেনমার্ক • তুরস্ক • নরওয়ে • নেদারল্যান্ড্স • পর্তুগাল • পোল্যান্ড • ফ্রান্স • ফিনল্যান্ড • বুলগেরিয়া • বসনিয়া ও হার্জেগোভিনা • বেলজিয়াম • বেলারুশ • ভ্যাটিকান সিটি • মন্টিনেগ্রো • মাল্টা • মলদোভা • মেসিডোনিয়া • মোনাকো • যুক্তরাজ্য • রাশিয়া • রোমানিয়া • লুক্সেমবার্গ • লাটভিয়া • লিশটেনস্টাইন • লিথুয়ানিয়া • সুইজারল্যান্ড • সুইডেন • স্পেন • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • সান মেরিনো • সার্বিয়া • সিসিলি দ্বীপপুঞ্জ • হাঙ্গেরী