আলাপ:জাম্বুরা ফুটবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খেলাটার কোন বিশেষত্য আছে বলে আমার মনে হয় না। এটি অবিশ্বকোষীয় মনে হচ্ছে। ছোট বেলায় স্কুলে থাকতে ইটের টুকরা দিয়ে অনেক ফুটবল খেলেছি। তাই বলে কি খেলাটার নাম ইটা ফুলবল হবে??--বেলায়েত ১৫:৩৫, ২৫ জুন ২০০৭ (UTC)

নিঃসন্দেহে, অবিশ্বকোষীয়। মুছে ফেলুন।--mak ১৫:৪৩, ২৫ জুন ২০০৭ (UTC)

এ ধরণের নিবন্ধও থাকতে পারে। তবে আলাদা নিবন্ধ আকারে নয়। বাংলাদেশের ফুটবল সংস্কৃতি বা বাংলাদেশের ফুটবল নামে আলাদা কোন নিবন্ধ তৈরী করা হলে সেখানে এর উল্লেখ করা যেতে পারে। কিন্তু এটি পৃথক কোন খেলা নয়। তাই আলাদা নিবন্ধ করা ঠিক নয়। আমারও একই মত। -- মুহাম্মদ ১৫:৫৮, ২৫ জুন ২০০৭ (UTC)