জার্মান ক্রুসেড, ১০৯৬
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০৯৬ সালের জার্মান ক্রুসেড প্রথম ক্রুসেডের অংশ যাতে ফ্রান্স ও জার্মান চাষী মুজাহিদগণ ইহুদী সম্প্রদায়ের উপর হামলা করে। যদিও ইহুদী বিরোধীরা ইউরোপে কয়েক শতক যাবৎ ছিল, কিন্তু এটিই প্রথম সংঘবদ্ধ নির্যাতনের ঘটনা। তবে পোপ আরবান ২ যখন প্রথম ক্রুসেড ঘোষনা করেন তখন তাতে ইহুদী সম্প্রদায়ের কথা উল্লেখ্য ছিল না পরে ইহুদীদের উপর এই নির্যাতনের নিন্দা করা হয়। ইহুদী সম্প্রদায়ের এই হামলা মুজাহিদগণের বিপথগামীতার কারণ হিসেবে মনে করা হয়। কোন কোন ক্ষেত্রে কতৃপক্ষ এবং ধর্মীয় নেতারা এই ইহুদী বিষয়টিকে লুকানো চেষ্টা করেছিলেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
ক্রুসেডসমূহ |
---|
প্রথম – জনগণের – জার্মান – ১১০১ – দ্বিতীয় – তৃতীয় – চতুর্থ – আলবিগেন্সীয় – শিশুদের – পঞ্চম – ষষ্ঠ – সপ্তম – মেষপালকদের – অষ্টম – নবম – আরাগোনীয় – আলেকজান্দ্রীয় – নিকোপোলিস – উত্তরীয় |