আ ব্রিফ হিস্টরি অফ টাইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটির প্রচ্ছদ
আ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটির প্রচ্ছদ

আ ব্রিফ হিস্টরি অফ টাইম (A Brief History of Time: from the big bang to the black hole) আধুনিক যুগের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং লিখিত একটি জনপ্রিয় ধারার বিজ্ঞান গ্রন্থ। স্টিফেন হকিং লিখিত বইয়ের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে। এই বইয়ের জন্যই মূলত হকিং এত জনপ্রিয়তা লাভ করেন। বইটি বেস্ট-সেলার বইয়ের মর্যাদা পায়। ১৯৮৮ সালে প্রকাশের পর ২০০২ সালের মধ্যে বইটির প্রায় ৯ মিলিয়ন কটি বিক্রি হয়ে যায়। এছাড়া এটি লন্ডনের সানডে টাইম্‌স পত্রিকার তথ্য মতে ২৩৫ সপ্তাহ সর্বাধিক বিক্রিত বই ছিল। ১৯৯১ সালে এই বইয়ের উপর ভিত্তি করে পরিচালক ইরল মরিসন একটি চলচ্চিত্র নির্মাণ করেন যাতে স্টিফেন হকিং নিজেই অভিনয় করেন।

[সম্পাদনা] সূচিপত্র

  • Acknowledgments
  • Introduction - কার্ল সাগান রচিত।
  • ১. Our Picture of the Universe
  • ২. Space and Time
  • ৩. The Expanding Universe
  • ৪. The Uncertainty Principle:
  • ৫. Elementary Particles and the Forces of Nature
  • ৬. Black Holes
  • ৭. Black Holes ain't so Black
  • ৮. The Origin and Fate of the Universe
  • ৯. The Arrow of Time
  • ১০. The Unification of Physics
  • ১১. Coclusion
  • Albert Einstein
  • Galileo Galilei
  • Isaac Newton
  • Glossary
  • Index

[সম্পাদনা] বিষয়বস্তু

বইয়ে আলোচিত বিষয়গুলো সবই আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও বিশ্বতত্ত্বের আঙ্গিকে রচিত হয়েছে। মূলত মহাবিশ্বের পরিসর ও এর সৃষ্টি রহস্য সাধারণের উপযোগী করে লেখা হয়েছে এতে। আলোচিত ১১ টি বিষয়ের রয়েছে। এই বিষয়গুলো ছাড়াও বইয়ের পরিশিষ্টে মহান তিনজন বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত রয়েছে। এরা হলেন: আলবার্ট আইনস্টাইন, গ্যালিলিও গ্যালিলি এবং আইজাক নিউটন

[সম্পাদনা] বাংলা অনুবাদ

বইটির বাংলা অনুবাদ হয়েছে। অনুবাদ গ্রন্থটির নাম কালের সংক্ষিপ্ত ইতিহাস। অনুবাদ করেছেন শত্রুজিৎ দাসগুপ্ত।