নূর জাহান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেগম নূর জাহান (ফারসি: نور جهان ) (১৫৭৭ - ১৬৪৫) একজন মুঘল সম্রাজ্ঞী।
বেগম নূর জাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের ২০তম স্ত্রী। তিনি ছিলেন জাহাঙ্গীরের খুবই পছন্দের। সম্রাট জাহাঙ্গীর ছিলেন নূর জাহানের দ্বিতীয় স্বামী। এই যুগলের একে অন্যের প্রতি মোহ এবং তাদের মধ্যে সম্পর্ক অনেক কিংবদন্তির (প্রশ্ন সাপেক্ষ) জন্ম দিয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।