প্রাচীন মিশর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাফরের পিরামিড (মিশরের চতুর্থ রাজবংশ) এবং গিজার মহান স্ফিংক্স (আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ বা তারও আগে)
খাফরের পিরামিড (মিশরের চতুর্থ রাজবংশ) এবং গিজার মহান স্ফিংক্স (আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ বা তারও আগে)

প্রাচীন মিশর (ইংরেজি ভাষায়: Ancient Egypt) উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রাচীন সভ্যতা। নীল নদের অববাহিকায় এর বিকাশ ঘটে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে নতুন সাম্রাজ্যের সময় এটি উন্নতির শিখরে পৌঁছে।

প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে। আনুমানিক ৩১৫০ খ্রিস্টপূর্বাব্দে নীল নদের তীরের অধিবাসীদের একত্রীকরণের মধ্য দিয়ে এর জন্ম এবং ৩১ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের আক্রমণে এর পতন ঘটে।

প্রাচীন মিশরে নীল নদের উর্বর উপত্যকায় নিয়ন্ত্রিতভাবে পানি সেচের ব্যবস্থা ছিল। উপত্যকার ও আশেপাশের মরু এলাকা থেকে খনিজ আহরণ করা হত। স্বাধীন লিখন পদ্ধতিসাহিত্য গড়ে উঠেছিল এখানে। আশেপাশের পূর্ব ও মধ্য আফ্রিকীয় এবং ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় এলাকাগুলির সাথে ব্যবসা বাণিজ্য সম্পন্ন হত। এছাড়া এই সভ্যতা মিশরের বাইরে সামরিক অভিযানেও অংশ নেয়। আর্থ-সামাজিক ও রাজনৈতিকভাবে উন্নত অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল। প্রাচীন মিশর ছিল একটি ধর্মীয় রাজতন্ত্র। রাজা ছিলেন অর্ধ-ঈশ্বর ধরনের একজন নেতা, এবং তাঁর ক্ষমতা রাজবংশের মাধ্যমে হস্তান্তরিত হত।

অন্যান্য ভাষা