ব্যবহারকারী:Asifmadnan

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি আসিফ মোহাম্মদ আদনান। জনাব মোহাম্মদ ওবাইদুল্লাহ আমার পিতা এবং ফেরদৌসি বেগম আমার মাতা।

বর্তমানে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের লেভেল - ৪ টার্ম - ২ এর ছাত্র। ১৯৯৮ সালে আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে এস.এস.সি এবং ২০০০ সালে চট্টগ্রাম কলেজ হতে এইচ.এস.সি পাশ করি।

গ্রাম : চুনতী, ডাকঘর : চুনতী, জেলা : চট্টগ্রাম। যোগাযোগ : ০১৮৯-৩২৭৬৮০। ই-মেইল : asifmadnan@gmail.com। বাংলা কিংবা ইংরেজী উইকিপিডিয়া জগতে আমি নতুন। তাই আমি সবার কাছ থেকে সাহায্য আশা করব। আশা করি সবাই মিলে চেষ্টা করলে আমরা আমাদের প্রিয় দেশের একটা উজ্জ্বল ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরতে পারব।

আগ্রহ : ইতিহাস, সাহিত্য।