ফিউশনের এনথালপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তৃতীয় পর্যায়ে ফিউশনের এনথালপি পরিবর্তন।
তৃতীয় পর্যায়ে ফিউশনের এনথালপি পরিবর্তন।

ফিউশনের এনথালপি (ফিউশন তাপ নামেও পরিচিত) হচ্ছে কোন পদার্থের ১ মোলকে তরল অবস্থা থেকে কঠিনে বা কঠিন থেকে তরলে পরিণত করতে প্রযুক্ত বা নির্গত মোট তাপ শক্তির পরিমাণ। একে মাঝে মাঝে ফিউশনের সুপ্ত তাপ বা ফিউশনের প্রমিত এনথালপি পরিবর্তন বলা হয়। যে তাপমাত্রায় এই প্রক্রিয়াটি সংঘটিত হয় তাকে গলনাংক বলা হয়।