পেলিক্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৃহৎ আকৃতির পাখি(প্রায় দেড় মিটার)।এদের বড় ঠোঁটটি দেখার মত যার নীচে একটা চামড়ার থলি থাকে। এই থলির ভিতর এরা খাবার জমিয়ে রাখে। মাছ এদের প্রধান খাদ্য । জলাশয়ের ধারে শিকারের সন্ধানে এদের বসার ভংগিমাটি বিচিত্র । এদের পা ছোট , আঙুলগুলি পরস্পরের সাথে চামড়া দিয়ে জোড়া লাগানো । ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর তীরে অনেক ধূসর পেলিক্যান দেখা যায়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন