ভারতের জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের জাতীয় পতাকা বর্তমান নকশা গৃহীত হয় ১৯৪৭ সালের ২২শে জুলাই গণ পরিষদের এক বৈঠকে, এর কিছুদিন পরেই ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ এর ১৫ই আগস্ট থেকে ১৯৫০ এর ২৬শে জানুয়ারি পর্যন্ত ভারত অধিরাজ্যের (Dominion of India) এবং পরবর্তীতে ভারত প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হিসাবে ব্যবহৃত হয়।[১]ভারতে ত্রিরঙা (হিন্দিতে: ितरंगा) শব্দটি বলতে সাধারণত ভারতের জাতীয় পতাকাকেই বোঝায়।
পতাকাটি তিনটি আনুভূমিক ডোরার মধ্যে উপরেরটি "গাঢ় শ্যাফ্রন" (Deep Saffron) রঙের[২], মাঝে সাদা এবং নিচে সবুজ রঙের। কেন্দ্রে চব্বিশটি দণ্ডবিশিষ্ট গাঢ় নীল (Navy Blue) রঙের চাকা রয়েছে, যা অশোকা চক্র নামে পরিচিত, সারনাথের অশোকা স্তম্ভ হতে নেয়া। চক্রতীড় ব্যাস সাদা ডোরার উচ্চতার তিন চতুর্থাংশ। পতাকার উচ্চতা ও প্রশস্ততার অনুপাত ২:৩[৩]। এই পতাকাটি ভারতীয় সামরিক বাহিনীর যুদ্ধ পতাকা হিসাবে ব্যবহৃত হয়, এবং প্রতিদিন সামরিক কার্যক্রমে উত্তোলন করা হয়।
ভারতের জাতীয় পতাকার নকশা তৈরী করেন পিঙ্গালী ভেংকাইয়া (Pingali Venkayya)[৪]। আনুষ্ঠানিক বিবরণে পতাকার কাপড় হিসাবে শুধুমাত্র "খাদি" কাপড় ব্যবহার করার কথা বলা হয়েছে। পতাকা প্রদর্শন ও ব্যবহার ভারতীয় পতাকা কোড (Indian Flag Code) দ্বারা কঠোরভাবে সংরক্ষিত[৩]।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Heimer, Željko (2006-07-02). India. Flags of the World. Retrieved on 2006-10-11.
- ↑ Official Flag Website, Government of India.
- ↑ ৩.০ ৩.১ Flag Code of India. Ministry of Home Affairs, Government of India: (2006-01-25). Retrieved on 2006-10-11.
- ↑ National Flag of India. Funmunch.com. Retrieved on 2006-10-11.
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর
এশিয়ার দেশগুলির জাতীয় পতাকা (Asia) |
---|
আজারবাইজান (Azarbaijan) • আফগানিস্তান (Afghanistan) • ইন্দোনেশিয়া (Indonesia) • ইয়েমেন (Yemen) • ইরাক (Iraq) • ইরান (Iran) • ইসরায়েল (Israel) • উজবেকিস্তান (Uzbekistan) • উত্তর কোরিয়া (North Korea) • ওমান (Oman) • ক্যাম্বোডিয়া (Cambodia) • কুয়েত (Kuwait) • কাজাকিস্তান (Kazakhstan) • কাতার (Qatar) • কিরগিজিস্তান (Kyrgyzstan) • চীন (China) • জর্ডান (Jordan) • জাপান (Japan) • তুর্কমেনিস্তান (Turkmenistan) • তুরস্ক (Turkey) • তাজিকিস্তান (Tajikistan) • থাইল্যান্ড (Thailand) • দক্ষিণ কোরিয়া (South Korea) • নেপাল (Nepal) • পূর্ব তিমুর (East Timor) • পাকিস্তান (Pakistan) • ফিলিপাইন (The Phillipines) • ব্রুনাই (Brunei) • বাংলাদেশ (Bangladesh) • বাহরাইন (Bahrain) • ভুটান (Bhutan) • ভারত (India) • ভিয়েতনাম (Vietnam) • মঙ্গোলিয়া (Mongolia) • মায়ানমার (Myanmar) • মালদ্বীপ (Maldives) • মালয়েশিয়া (Malaysia) • লাওস (Laos) • লেবানন (Lebanon) • শ্রীলংকা (Sri Lanka) • সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) • সাইপ্রাস (Cyprus) • সিঙ্গাপুর (Singapore) • সিরিয়া (Syria) • সৌদি আরব (Saudi Arabia) |