উইকিপেডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Muhammad
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] ব্যবহারকারী:Muhammad
- (ভোট গণনাফল - ৫/০/০)
গত বছরের মে মাস থেকে বাংলা উইকিপিডিয়ায় লিখছি। বর্তমানে সম্পাদনা সংখ্যা ৪,০০০ এর কিছু বেশী। একটি সম্পূর্ণ বাংলা বিশ্বকোষ তৈরী করতে সর্বক্ষণ কাজ করার ইচ্ছা আছে। বর্তমানে উইকিপিডিয়াতে ভ্যান্ডালিজ্ম বেড়েছে। এগুলো প্রতিরোধসহ উইকির সার্বিক মান নির্দিষ্টকরণে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্যই প্রশাসক হতে চাই। -- মুহাম্মদ (আলাপ | অবদান) ১৬:৩৪, ২৬ মে ২০০৭ (UTC)
- (ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
- খুব খুশির সঙ্গে সমর্থন করছি। Muhammad খুব ভাল wikipedian. ওর লেখার বিষয় বস্তু ও ফরমাটিং দুইই খুব সুন্দর। প্রচুর কাজ করেছে। দু দুটি উইকিপদক ও muhammad-এর দখলে। ওর অনেক দিন আগেই admin হবার যোগ্যতা ছিল। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৩৬, ২৬ মে ২০০৭ (UTC)
- সমর্থন করছি, মুহাম্মদ খুব ভালো অবদান রাখছে গত এক বছর ধরে। (ও নিজে আবেদন না করলে আমিই প্রস্তাব রাখতাম) --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫০, ২৬ মে ২০০৭ (UTC)
- সমর্থন জানাচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ২০:৩২, ২৬ মে ২০০৭ (UTC)
- সমর্থন করছি এবং মুহাম্মদের কাছে আমি ব্যক্তিগত ভাবে আশা করি এই আন্দোলন বা কর্মযজ্ঞে তিনি আমাদের সর্বপ্রকার সাহায্য সহযোগীতা করবেন।--বেলায়েত ০৩:৪৫, ২৭ মে ২০০৭ (UTC)
- সমর্থন করছি। --রায়হান আবীর ০৭:৫৩, ২৮ মে ২০০৭ (UTC)