অস্ট্রেলিয়ার ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রেলিয়ায় ব্যবহৃত প্রধান ভাষা ইংরেজি, তথা অস্ট্রেলীয় ইংরেজি। ঐতিহাসিকভাবে অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশ ছিল, পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই দেশে এসে বসবাস শুরু করলেও ইংরেজীই ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের যোগাযোগের সাধারণ মাধ্যম থেকে গেছে।
অস্ট্রেলিয়ায় প্রচলিত ভাষাগুলিকে মোটামুটি নিচের কয়েকটি ভাগে ভাগ করা যায়:
- টরেস স্ট্রেইট দ্বীপ ও মহাদেশীয় ভূখণ্ডে কথ্য আদিবাসী ভাষাসমূহ,
- বিভিন্ন পিজিন ও ক্রেওল ভাষা
- বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা
- আদিবাসী ইংরেজি
- অস্ট্রেলীয় ইংরেজি
এদের মধ্যে অস্ট্রেলীয় ইংরেজি দেশের ৯০% লোকের মাতৃভাষা।
[সম্পাদনা] আরও দেখুন
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর
ওশেনিয়ার ভাষা (Oceania) - সম্পাদনা |
---|
অস্ট্রেলিয়া (Australia) • কিরিবাতি (Kiribati) • টুভালু (Tuvalu) • টোঙ্গা (Tonga) • নাউরু (Nauru) • নিউজিল্যান্ড (New Zealand) • পাপুয়া নিউগিনি (Papua New Guinea) • পালাউ (Palau) • ফরাসি পলিনেশিয়া (French Polinesia) • ফিজি (Fiji) • ভানুয়াটু (Vanuatu) • মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য (Federated States of Micronesia) • মার্শাল দ্বীপপুঞ্জ (Marshall Islands) • সলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands) • সামোয়া (Samoa) |