আলাপ:ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধের শিরোনাম "ইলেকট্রনিক/ইলেকট্রনীয় কন্ঠ ঘটনা" বা এই জাতীয় কিছু হওয়া উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:১৯, ১৮ জুন ২০০৭ (UTC)

আমার মনে হয়না। কারণ এই বৈজ্ঞানিক শব্দের কোন পরিভাষা করা হয়নি। আমরা নিজেদের ইচ্ছামত পরিভাষা তৈরী করতে আরিনা। কারণ এটি একটি বিশেষ বৈজ্ঞানিক ঘটনার নাম। নামের কোন বাংলা হয়না। কেবল সেগুলোরই বাংলা নাম ব্যবহার করবো যেগুলোর পরিভাষা ইতোমধ্যে করা হয়ে গেছে এবং সেগুলো পরিচিতি লাভ করেছে। -- মুহাম্মদ ০০:৪০, ১৯ জুন ২০০৭ (UTC)
আপনি ভুল করছেন। Electronic, Voice এবং Phenomena -এই তিনটি শব্দের পারিভাষিক প্রতিশব্দই বাংলায় বহুদিন আগে তৈরি হয়ে বসে আছে এবং বহুল প্রচলিত। আর "ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা" কোন ব্যক্তি বা বস্তুর পিতৃপ্রদত্ত নাম নয়, যে এর বাংলা করলে জাত চলে যাবে। এটার সংজ্ঞা পড়লেই বোঝা যায় এটা আসলেই ইলেকট্রনিক যন্ত্রে ধারণকৃত কণ্ঠ শোনার ঘটনাকে (সত্য হোক বা মিথ্যা) নির্দেশ করছে। খুবই সরল নাম। বাংলা করা অবশ্যই সম্ভব। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৩, ১৯ জুন ২০০৭ (UTC)

[সম্পাদনা] সত্যতা

এই ধরনের ঘটনা যে "সুপ্রতিষ্ঠিত সত্য", নিবন্ধতে কোথাও এর উল্লেখ নেই। এখানে আলোচনা করুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৬, ১৯ জুন ২০০৭ (UTC)

ঠিক আছে। বাংলা নাম ব্যবহার করুন। তবে ইলেকট্রনীয় কণ্ঠ ঘটনা নামটিই রাখতে হবে এমন কথা নেই। অন্য নাম দিতে পারলে দিন। আমার মনে হয় কয়েকটি নাম প্রস্তাব করা যেতে পারে। সেখান থেকে নির্ধারণ করব। আর সত্যতা ট্যাগ উঠানোর জন্য দুঃখিত। বুঝতে পারিনি। নামের বিষয়টি দেখেন। -- মুহাম্মদ ০৪:৪৬, ১৯ জুন ২০০৭ (UTC)