আজারবাইজানের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজারবাইজানের রাষ্ট্রভাষা আজারবাইজানি ভাষা (উত্তর আজারবাইজানি)। আজারবাইজানি একটি তুর্কীয় ভাষা এবং এতে প্রায় ৯০% আজারবাইজানি কথা বলেন। রুশ ভাষায় কথা বলেন ৩% এবং আর্মেনীয় ভাষায় কথা বলেন প্রায় ২% লোক (মূলত নাগোর্নো-কারাবাখ জেলায়)। বাকীরা জর্জীয়, কুর্দী, ইত্যাদি নানা ভাষায় কথা বলেন। উত্তর আজারবাইজানি ভাষায় রুশ কৃতঋণ শব্দের আধিক্য দেখা যায়, আর দক্ষিণ আজারবাইজানি ভাষায় ফার্সি প্রভাব পরিলক্ষিত হয়।

১৯শ শতকের মধ্যভাগ থেকে আজারবাইজানি ভাষায় পত্রপত্রিকা প্রকাশ হচ্ছে। ১৯২৪ সাল পর্যন্ত ভাষাটি আরবি লিপিত লেখা হত। এর পর এটি লাতিন লিপিতে লেখা হয়। ১৯৩৩ সালে সিরিলীয় লিপি লাতিন লিপিকে প্রতিস্থাপন করে। ১৯৯১ সালে স্বাধীনতার পর এটি "নতুন রোমান" লিপিতে লেখা হচ্ছে। আজারবাইজানি ভাষায় বর্তমানে দেড়শরও বেশি সংবাদপত্র প্রকাশিত হয়।

আজারবাইজানি ভাষার সাথে তুর্কি ও তুর্কমেন ভাষার মিল আছে। আধুনিক তুর্কি ভাষার চেয়ে প্রাক্তন উসমানীয় সাম্রাজ্যের তুর্কি ভাষার সাথে এর মিল বেশি দেখা যায়।

কবি নাইজামির নামে দেশটিতে আজারবাইজানি ভাষার সমৃদ্ধির লক্ষ্যে একটি ভাষাতাত্ত্বিক ইন্সটিটিউট গঠন করা হয়েছে।

[সম্পাদনা] আরও দেখুন

এশিয়ার ভাষা (Asia) - সম্পাদনা

আজারবাইজান (Azarbaijan)  • আফগানিস্তান (Afghanistan)  • ইন্দোনেশিয়া (Indonesia)  • ইয়েমেন (Yemen)  • ইরাক (Iraq)  • ইরান (Iran)  • ইসরায়েল (Israel)  • উজবেকিস্তান (Uzbekistan)  • উত্তর কোরিয়া (North Korea)  • ওমান (Oman)  • ক্যাম্বোডিয়া (Cambodia)  • কুয়েত (Kuwait)  • কাজাকিস্তান (Kazakhstan)  • কাতার (Qatar)  • কিরগিজিস্তান (Kyrgyzstan)  • চীন (China)  • জর্ডান (Jordan)  • জাপান (Japan)  • তুর্কমেনিস্তান (Turkmenistan)  • তুরস্ক (Turkey)  • তাজিকিস্তান (Tajikistan)  • থাইল্যান্ড (Thailand)  • দক্ষিণ কোরিয়া (South Korea)  • নেপাল (Nepal)  • পূর্ব তিমুর (East Timor)  • পাকিস্তান (Pakistan)  • ফিলিপাইন (The Phillipines)  • ব্রুনাই (Brunei)  • বাংলাদেশ (Bangladesh)  • বাহরাইন (Bahrain)  • ভুটান (Bhutan)  • ভারত (India)  • ভিয়েতনাম (Vietnam)  • মঙ্গোলিয়া (Mongolia)  • মায়ানমার (Myanmar)  • মালদ্বীপ (Maldives)  • মালয়েশিয়া (Malaysia)  • লাওস (Laos)  • লেবানন (Lebanon)  • শ্রীলংকা (Sri Lanka)  • সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)  • সাইপ্রাস (Cyprus)  • সিঙ্গাপুর (Singapore)  • সিরিয়া (Syria)  • সৌদি আরব (Saudi Arabia)