মাক্স ফন লাউয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাক্স ফন লাউয়ে
মাক্স ফন লাউয়ে

নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ
এক্স-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে কেলাস গঠনের উপর গবেষণা
জন্ম অক্টোবর ৯ ১৮৭৯
Pfaffendorf, জার্মানি
মৃত্যু এপ্রিল ২৪, ১৯৬০
বার্লিন জার্মানি
জাতীয়তা জার্মান
ক্ষেত্র পদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠান জুরিখ বিশ্ববিদ্যালয়
ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন University of Strassburg
University of Göttingen
মিউনিখ বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
University of Göttingen
শিক্ষাগত উপদেষ্টা ম্যাক্স প্লাঙ্ক
উল্লেখযোগ্য ছাত্র Leó Szilárd
Max Kohler
Erna Weber
যে কারণে বিখ্যাত অপবর্তন of এক্স-রশ্মি

মাক্স ফন লাউয়ে জার্মান পদার্থবিজ্ঞানী যিনি ম্যাক্স প্লাঙ্ক-এর অধীনে পড়ুশোনা করেছিলেন। তার জন্ম জার্মানির Pfaffendorf-এ এবং মৃত্যু বার্লিনে। ১৯১৯ সাল থেকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। তিনি এক্স-রশ্মিসমূহের তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তিনি একটি কেলাসের সাহায্যে এক্স রশ্মির অপবর্তন ঘটিয়েছিলেন। এই পদ্ধতি দ্বারা পরবর্তীতে কেলাসের গঠন সম্পর্কেও অনেক তথ্য বের করা সম্ভবপর হয়। এই বিজ্ঞান বর্তমানে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি নামে পরিচিত। তার এই গবেষণা কর্মের জন্যই নোবেল পুরস্কার পান।

[সম্পাদনা] বহিঃসংযোগ