লাইট এমিটিং ডায়োড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এল ই ডি (LED), পূর্ণরুপ লাইট এমিটিং ডায়োড। ইলেকট্রনিক্সে বহুল ব্যবহার্য বাল্ব। বিভিন্ন রংএর হয়ে থাকে, প্রায় প্রতিটি ইলেকট্রনিক্সের যন্ত্রে এর ব্যবহার হতে দেখা যায়। মোবাইলের কি প্যাড জ্বলে উঠা ও এই এল ই ডি এর অবদান। খুবই কম এম্পিয়ার প্রয়োজন হয়। সাধারনত ১০-২০ মিলি এম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি এল ই ডি জ্বলার জন্য ব্যবহার হয়। রাস্তায় ইদানিং যে বড় স্ক্রিনের টিভি দেখা যায তাও অসংখ্য এল ই ডি এর সমন্বয়। এগুলো এক একটি সাতটি পর্যন্ত রং প্রদর্শন করতে পারে।

-বিভিন্ন ধরনের এল ই ডি
-বিভিন্ন ধরনের এল ই ডি


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন