আলাপ:দি ইলেকট্রিক জো স্যাট্রিয়ানি: অ্যান অ্যান্থলজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

[সম্পাদনা] বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব

এ ধরনের নিবন্ধ তৈরি আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। এ ধরনের বহু নিবন্ধ তৈরি করে রাখা হয়েছে যাতে নুন্যতম তথ্য এমন কি যে টেম্পলেটটি যোগ করা হয়েছে তাও অনুবাদ করা হয় নি। এ ধরণের কর্মকান্ড নিঃসন্দেহে পাঠক ও ব্যবহারকারীদের কাছে বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব কমিয়েছে। দুঃখজনক।--বেলায়েত ০৩:২৬, ২৬ জুলাই ২০০৭ (UTC)