উত্তরাখণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উত্তরাখণ্ড(হিন্দি: उत्तराखंड) ভারতের একটি রাজ্য, যার নাম ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল উত্তরাঞ্চল। এটি ভারতের ২৭-তম রাজ্য। এর উত্তরে তিব্বত (চীনের অংশ), পূর্বে নেপাল, পশ্চিমে ভারতের হিমাচল প্রদেশ ও দক্ষিণে উত্তরপ্রদেশ। ২০০০ সাল অবধি এটি উত্তরপ্রদেশের অন্তর্গত ছিল। পুরাণ ও ভারতের প্রাচীন ঐতিহাসিক দলিলসমূহে এই অঞ্চলের প্রাচীন নাম "উত্তরাখণ্ড" হিসাবেই বর্ণিত - যার আক্ষরিক অর্থ ভারতের উত্তরের ভূখণ্ড। স্থানীয় জনগণের অধকাংশের ইচ্ছায় ২০০৭ সালের জানুয়ারী মাস থেকে এর নাম উত্তরাঞ্চল থেকে বদলে উত্তরাখণ্ড রাখা হয়। আপাতত এর অস্থায়ী রাজধানী দেরাদুন যা রেলপথ। ছোট বসতি গৈরসৈন রাজ্যটির ভৌগলিক কেন্দ্রে অবস্থানের জন্য ভালো হত । কিন্তু মতৈক্যের ও সুযোগ সুবিধের অভাবের জন্য এখোনো দেরাদুনেই রাজধানীটি অবস্থিত। রাজ্যের উচ্চতম আদালত (হাইকোর্ট) আছে নৈনিতালে।


The Flag of India, adopted on July 22, 1947.
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
রাজ্য অন্ধ্র প্রদেশঅরুণাচল প্রদেশঅসমবিহারছত্তিসগড়গোয়াগুজরাটহরিয়ানাহিমাচল প্রদেশজম্মু ও কাশ্মীরঝাড়খণ্ডকর্ণাটককেরালামধ্য প্রদেশমহারাষ্ট্রমণিপুরমেঘালয়মিজোরামনাগাল্যান্ডওড়িশাপাঞ্জাবরাজস্থানসিকিমতামিল নাড়ুত্রিপুরাউত্তরাখণ্ডউত্তর প্রদেশপশ্চিমবঙ্গ
কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জচন্ডীগড়দাদরা ও নগর হাভেলিন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লীদমন ও দিউলাক্ষাদ্বীপপন্ডিচেরী