পুরাজ্যোতির্বিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুরাজ্যোতির্বিজ্ঞান (ইংরেজি: Archaeoastronomy, Astroarchaeology) বলতে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিতে যেভাবে প্রথাগত জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়েছে সেই গবেষণাগুলো তাদের দৃষ্টিকোণ ও তাদের উপায়-উপকরণের সাপেক্ষে অধ্যয়ন করাকে বুঝায়। মূলত প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক প্রমাণাদির মাধ্যমে এই গবেষনা করা হয়। প্রাচীন বিভিন্ন সমাজে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষনার অধ্যয়নকে অনেক সময় নৃজ্যোতির্বিজ্ঞান (ethnoastronomy) নামে আখ্যায়িত করা হয়। অবশ্য এই নৃজ্যোতির্বিজ্ঞান পুরাজ্যোতির্বিজ্ঞানেরই একটি অংশ না সম্পূর্ণ পৃথক তা নিয়ে কোন স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পুরাজ্যোতির্বিজ্ঞানের সাথে ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞানেরও নিবিড় সম্পর্ক রয়েছে, এছাড়া রর সাথে সম্পর্ক রয়েছে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসের। ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞান হচ্ছে জ্যোতিষ্কসমূহের ঐতিহাসিক উপাত্ত পর্যালোচনার মাধ্যমে কোন সিদ্ধান্তে পৌঁছার বিজ্ঞান, আর জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস হচ্ছে লিখিত দলিলসমূহ পর্যালোচনার মাধ্যমে অতীতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষনাসমূহের মূল্যায়ন করার বিজ্ঞান।