আসিরীয় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসিরীয় ভাষা (ইংরেজি ভাষায়: Assyrian language) বলতে বোঝাতে পারে:
- আক্কাদীয় ভাষা, প্রাচীন মেসোপটেমিয়াতে ব্যবহৃত একটি বিলুপ্ত সেমেটীয় ভাষা।
- আরামীয় ভাষা, উর্বর চন্দ্রকলা (Fertile Crescent)-তে এককালে বহুল কথিত একটি সেমেটীয় ভাষা; এক সময় আসিরীয় সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল।
- আসিরীয় নব্য-আরামীয় ভাষা এবং কালদীয় নব্য-আরামীয় ভাষা, দুইটি আধুনিক নব্য-আরামীয় ভাষা।
- সিরীয় ভাষা, পূর্ব আসিরীয় গির্জা, কালদীয় ক্যাথলিক গির্জা এবং অন্যান্য গির্জায় সাহিত্যে ও ধর্মীয় ভাষণে ব্যবহৃত ধ্রুপদী ভাষা।