অর্ণব শায়ান চৌধুরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্ণব শায়ান চৌধুরী একজন জনপ্রিয় বাংলাদেশী আধুনিক সঙ্গীত শিল্পী। তিনি প্রথমে বাংলা নামক বাংলা ব্যান্ডের সদস্য ছিলেন। তারপর তিনি দুটি একক অ্যালবাম বার করেছেন - চাইনা ভাবিস এবং হোক কলরব।
বর্তমানে তিনি নবগঠিত বেঙ্গল মিউজিক কোম্পানীর সি ই ও। এখানে তিনি মিউজিক ভিডিও, ডকুমেন্টারি ও বিজ্ঞাপন ভিডিও ইত্যাদির নির্দেশনা করেন। ছোটবেলায় তিনি ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল়ে পড়েন। দ্বিতীয় শ্রেণীতে তাঁকে শান্তিনিকেতনের পাঠভবনে পাঠানো হয়। সেখান থেকেই তাঁর সঙ্গীতের সফর শুরু হয়। পাঠভবনে ছাত্রদের গাছতলায় গুরুশিষ্য পরম্পরায় পড়ানো হত। বর্ষাকালে বৃষ্টি হলেই ক্লাস মুলতুবি রাখা হত। এই সময় অর্ণব তার কিছু বন্ধুদের সাথে বসে গান লিখত ও তাতে সুরারোপ করত।
সপ্তম শ্রেণীতে অর্ণব এসরাজ শেখা শুরু করে। ধীরে ধীরে অর্ণব সঙ্গীতের বিভিন্ন ধারার, বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতের জ্ঞান অর্জন করে। স্কুলে তিনি গিটার ও কি-বোর্ড বাজানো শুরু করেন। শান্তিনিকেতনের বাউল গান তাঁর পরবর্তী সঙ্গীতে ছাপ ফেলে। ১৯৯৭য়ে অর্ণব নিজের কিছু ভারতীয় সঙ্গীদের সঙ্গে মিলে বাংলা নামক বাংলা ব্যান্ডটি গঠন করেন। বুনো ও আনুশেহ পরে এই দলে যোগ দেয়।
শান্তিনিকতন থেকে বিদায় নিয়ে অর্ণব বাংলাদেশে ফিরে এলে বাংলা এক পরিপূর্ণ বাংলাদেশী বাংলা ব্যান্ড হিসাবে পরিচিত হয়- যা ছিল অর্ণব ও অন্যান্য ব্যান্ড সদস্যদের বহুদিনের স্বপ্ন।
বাংলার পর অর্ণব নিজের দুটি একক আ্যলবাম বার করেছেন। এই দুটি অ্যালবাম জীবনের দুটি ভিন্ন সময়ের অভিব্যক্তি। দ্বিতীয় একক অ্যালবাম "হোক কলরব" হল শৈশবের অনাবিল সারল্যের পরিচায়ক। প্রথম একক অ্যালবাম "চাইনা ভাবিস" জীবনের অনেক পরিণত দশার প্রতিচ্ছবি।