রাইটার্স বিল্ডিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাইটার্স বিল্ডিং (ইংরেজি ভাষায়: Writers' Building) কলকাতার একটি বিশালাকার লাল রঙের ভবন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় অবস্থিত। আদিতে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র সার্ভেন্ট বা রাইটারদের বাসভবন ছিল। ১৭৮০ সালে নির্মিত ভবনটির প্রাথমিক ডিজাইন করেছিলেন টমাস লায়ন। লেফটেন্যান্ট গভর্নর অ্যাশলি ইডেনের শাসনকালে এটিকে সংস্কার করে বর্তমানের গথিক ধাঁচের ভবনে পরিণত করা হয়। ভবনটিতে একটি নয়া-রেনেসাঁসধর্মী কোরিন্থীয় সম্মুখভাগ ও লম্বা লম্বা বারান্দা যোগ করা হয়। এর মূল ফটকের উপরে ব্রিটানিয়ার একটি মূর্তি আছে। ভবনটি বিবিডি বাগ এলাকার লাল দীঘির উত্তর তীরে অবস্থিত। ভবনটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নানা স্মৃতির সাক্ষী।

[সম্পাদনা] গ্যালারি

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা