ফেডোরা (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফেডোরা
Fedora

ফেডোরা ৭-এর গনোম ডেস্কটপ
ওয়েবসাইট: fedoraproject.org
কোম্পানি/
ডেভেলপার:
ফেডোরা প্রকল্প
ওএস পরিবার: লিনাক্স
সোর্স মডেল: মুক্ত সোর্স, বিনামূল্য সফটওয়্যার
সর্বশেষ স্থিতিশীল মুক্তি: ৭ / ৩১শে মে, ২০০৭
হালনাগাদ পদ্ধতি: ইয়াম
প্যাকেজ ব্যবস্থাপক: আরপিএম প্যাকেজ ব্যবস্থাপক
সমর্থিত প্ল্যাটফর্ম: এক্স৮৬, এক্স৮৬-৬৪, পাওয়ারপিসি
কার্নেলের প্রকার: নিরেট (Monolithic), লিনাক্স
ডিফল্ট ব্যবহারকারী ইন্টারফেস: গনোম
লাইসেন্স: বিভিন্ন
কার্যকর অবস্থা: বর্তমান

ফেডোরা (ইংরেজি ভাষায়: Fedora) (পূর্বে ফেডোরা কোর Fedora Core নামে পরিচিত) একটি আরপিএম-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। রেড হ্যাট কোম্পানির স্পন্সরকৃত ও সম্প্রদায়-সমর্থিত ফেডোরা প্রকল্প এই লিনাক্স ডিস্ট্রিবিউশনটি তৈরি করে। ফেডোরা প্রকল্পের লক্ষ্য সাধারণ ব্যবহারের জন্য নির্মিত একটি পূর্ণাঙ্গ, বিনামূল্য ও মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করা। [১][২] ফেডোরা প্রাক্তন রেড হ্যাট লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি ঘরোয়া ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। রেড হ্যাট কোম্পানি ফেডোরার অনেক ডেভেলপারকে চাকরি প্রদান করলেও কোম্পানিটি ডিস্ট্রিবিউশনটির জন্য কোন ব্যবসায়িক সাপোর্ট বা সেবা প্রদান করে না।

ফেডোরার নতুন সংস্করণ ৬ থেকে ৮ মাস পরপর বের হয়। এর বর্তমান সংস্করণের নাম ফেডোরা ৭।