আলাপ:২০০৭ এর চট্টগ্রামের ভূমিধ্বস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

[সম্পাদনা] শুরু + তথ্য

নিবন্ধটা ইংরেজি ও বাংলাতে শুরু করে দিলাম। আমার এখানে রাত ৩টা, সকালে অফিস, তাই এখন লগ আউট করছি, কিন্তু আপনারা দয়া করে তথ্য যোগ করুন। গুগল নিউজে বাংলাদেশ লিখে সার্চ দিলেই অনেক তথ্যসূত্র পাবেন। এতো বড়ো দূর্ঘটনা দুনিয়াতে কম জায়গাতেই ঘটেছে। --রাগিব (আলাপ | অবদান) ১০:১৫, ১১ জুন ২০০৭ (UTC)

এটা আমার প্রথম সম্পাদনা। তাই বানান শুদ্ধকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। আস্তে আস্তে হবে। ‌‌‌‌‌‌প্রকৃতিপ্রেমিক ১৪:২২, ১২ জুন ২০০৭ (UTC)(আলাপ )