সমসাময়িক ঘটনাসমূহ/২০০৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সূচিপত্র

[সম্পাদনা] মার্চ ৩০, ২০০৭

  • বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করা হয়। রাত বারটা এক মিনিটে বাংলাদেশের চারটি কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়। ২০০৬ সালে জেএমবি ঝালকাঠিতে দুই বিচারককে বোমা হামলার দ্বারা হত্যা করে। এই মামলার বিচারেই এই নেতাদের ফাঁসি কার্যকর হয়।

[সম্পাদনা] মার্চ ৬, ২০০৭

  • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দুপুরের খাবার দেয়ার দাবিতে ৬ মার্চ ২০০৭, নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে জেলার নাগরিক সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মরকলিপি দেয়।

[সম্পাদনা] মার্চ ৫, ২০০৭

  • কৃষি জমি নিয়ে আন্দোলনে তৃণমূলের পথে তাঁরা যে হাঁটতে রাজি নন, তার ইঙ্গিত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। অথচ এক সপ্তাহ আগে তাঁরই দলের নেতা ও তথ্যমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি কৃষিজমি রক্ষায় তৃণমূলের মতো 'সত্যাগ্রহ-আনশন' করার ডাক দিয়েছিলেন। কিন্তু রবিবার রাজারহাটে এক আনুষ্ঠানে লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের সামনেই প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যের উন্নয়নের জন্য শিল্পায়ন ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। কারণহ জনসংখ্যা বাড়লেও জমির পরিমাণ একই থাকে। তাঁর কথায়, "শিল্পায়নের প্রয়োজনের কথা আজ আর লককে বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না। আর কারখানা তো আকাশে হবে না। তার জন্য জমি দরকার।" সেই জমি পরিক্লপিত ভাবে ব্যবহার করলে এ রাজ্যেও শিল্পায়ন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। (সূত্রঃ আনন্দবাজার পত্রিকা)

[সম্পাদনা] ফেব্রুয়ারি ২৬, ২০০৭

  • বাংলাদেশের রাজধানী ঢাকায় কারওয়ান বাজারে বিসিআইসি ভবনে এক অগ্নিকান্ডে মোট তিনজনের মৃত্যু ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই অগ্নিকান্ডে ঐ ভবনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারী টি.ভি চ্যানেল এনটিভি ও আরটিভির ব্যাপক ক্ষতি হয়।

[সম্পাদনা] ফেব্রুয়ারি ৪, ২০০৭

  • বাংলাদেশে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিএনপি ও আওয়ামী লীগের প্রায় ১ ডজন শীর্ষ নেতা কর্মিকে গ্রেফতার করেন। এদের মধ্যে আছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা (বিএনপি), সাবেক সরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ), বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সেই সাথে বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি সালমান এফ. রহমান (আওয়ামী লীগ), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমান (বিএনপি), সাবেক সচিব ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (আওয়ামী লীগ), সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু (বিএনপি) সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান (বিএনপি), সাবেক পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রী মীর নাসির (বিএনপি) সহ আরো কয়েক জন।

[সম্পাদনা] জানুয়ারি ১১, ২০০৭

  • বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ড.ইয়াজউদ্দিন আহমেদ সারাদেশে জরুরী অবস্থা জারি করেন। সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন (বিটিভি) ছাড়া বাকি সকল বেসরকারী টেলিভিশণের সংবাদ সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশে রাজধানী সহ সকল জেলা শহরে প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।