হাবিবুল বাশার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ পতাকা
হাবিবুল বাশার
বাংলাদেশ (Ban)
হাবিবুল বাশার
ব্যাটিং ধরন ডান-হাতি ব্যাট
বোলিং ধরন ডান-হাতি অফব্রেক
টেস্ট ওডিআই
ম্যাচ ৪৪ ১১১
রান ২৮৮৪ ২১৬৮
ব্যাটিং গড় ৩৩.৫৩ ২১.৬৮
১০০/৫০ ৩/২৪ -/১৪
সর্বোচ্চ রান ১১৩ ৭৮
বল ওভার ২৩৪ ১৭৫
উইকেট -
বোলিং গড় - ১৪২.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - নেই
শ্রেষ্ঠ বোলিং - ১/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ২১/- ২৬/-

মে ২৭, ২০০৭ পর্যন্ত
সূত্র: ক্রিকিনফো.কম

হাবিবুল বাশার (জন্ম আগস্ট ১৭, ১৯৭২, নাগাকান্দা কুষ্টিয়া জেলা) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান। তার বোলিং এর ধরন অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা, এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলে থাকেন। তার টেস্ট অভিষেক হয় ২০০০ সালে ভারত এর বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ১৯৯৫ তে শ্রীলঙ্কা র বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ তে। তিনি বাংলাদেশের সফলতম অধিনায়ক। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল একমাত্রে টেস্ট জয় এবং অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করেছে।

সূচিপত্র

[সম্পাদনা] ক্যারিয়ার মাইলফলক

[সম্পাদনা] টেস্ট

টেস্ট অভিষেক: বিপক্ষ ভারত, বঙ্গবন্ধু, ২০০০

  • টেস্টে সর্বোচ্চ রান ১১৩, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৪

[সম্পাদনা] একদিনের আন্তর্জাতিক

একদিনের আন্তর্জাতিকে অভিষেক: বিপক্ষ শ্রীলঙ্কা, শারজাহ, ১৯৯৫

  • একদিনের খেলায় সর্বোচ্চ রান ৭৮, বিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৭


[সম্পাদনা] বহিঃসংযোগ


পূর্বসূরী:
খালেদ মাসুদ
বাংলাদেশী জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০৪/ - ২০০৭
উত্তরসূরী:
মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ দল - ক্রিকেট বিশ্বকাপ ২০০৩ বাংলাদেশ এর পতাকা

 মাসুদ (উর) |  আল শাহরিয়ার |  কাপালি |  আকরাম |  বাশার |  সরকার |  এহসানুল |  সানোয়ার |  মাহমুদ | ১০ মানজারুল | ১১ মর্তুজা | ১২ আশরাফুল | ১৩ রফিক | ১৪ জুবায়ের | ১৫ বৈষ্য | ১৬ ইমরান | কোচ: কামাল ও জিয়া

বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ দল - ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ বাংলাদেশ এর পতাকা

 বাশার (অ) |  নাফিস |  তামিম |  আফতাব |  সাকিবুল |  আশরাফুল |  রহীম (উর) |  রফিক |  রাজ্জাক | ১০ মর্তুজা | ১১ শাহাদাত | ১২ বৈষ্য | ১৩ রাসেল | ১৪ সালেহ | ১৫ ওমর | ১৬ রেজা | কোচ: হোয়াটমোর

বৈষ্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তার স্থলে রেজা এসেছেন

অন্যান্য ভাষা