আলাপ:হযরত মুহাম্মদ (সাঃ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল্লাহ্ ভূল হইলে মাফ কইরা দিও। mak 20:53, ১২ এপ্রিল ২০০৬ (UTC)

ভুল বানানটা ভুল হয়েছে : ) । --Amr ১৯:৩৫, ৫ আগস্ট ২০০৬ (UTC)
ধন্যবাদ । --mak ১৫:১৩, ২২ আগস্ট ২০০৬ (UTC)


এইটাকে কি মুহাম্মাদ এ সরানো যায়? NPOV বলে কথা... --ইমাম তাশদীদ উল আলম ০৭:৫৬, ১১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

বাংলা ভাষাভাষীদের অনেক বড় অংশ মুসলিম। তাঁর (হযরত মুহাম্মদ (সাঃ)) মহত্ব অন্যান্য ধর্মেও স্বীকৃত। উইকিপিডিয়া ব্যবহারকারীরা হযরত লিখেও তাঁর সম্পর্কে নিবন্ধ খুঁজতে পারে। বাংলা উইকিপিডিয়া মাত্র বিকশিত হচ্ছে, আর এর মধ্যেই স্পর্শকাতর বিষয়ে NPOV টেনেে আনা কি সমিচিন। আপনার ব্যবহারকারী নাম Uchchwhash কিন্তু সেটার label এ আপনার পুরো নাম দিয়েছেন। আপনার নামটি খুবই সুন্দর, শুনতেও ভাল লাগে, কেমন যেন একটা Rythm আছে। আপনার নিজেরও তা ভাল লাগে বোধ করি। তাই label এ সম্পূর্ণ নামটি ব্যবহার করেছেন। আর পৃথিবী শ্রেষ্ঠ একজন মহামানবের নিবন্ধকে সম্বোধন করলেন এইটাকে (third person) বলে। আপনাকে যদি এইটা বলে সম্বোধন করি, কেমন লাগবে? নিশ্চয়ই ভাল লাগবে না আপনার কাছে। আমাকে হয়তো Emotional বলবেন। হ্যাঁ ভাই, কিছু ব্যাপারে আমি তাই। আমার ব্যক্তিগত মতামত তাঁর নিবন্ধের শিরোনাম যেরকম আছে, সেরকমই থাকুক। শ্রীরাম কে রাম বললে কি কেউ চিনবে? হয়তো চিনবে, কিন্তু তাঁর মহত্ব প্রকাশ পাবেনা। সবাইকে অনুরোধ করছি, দয়া করে ইমাম সাহেবের সুপারিশ বাস্তবায়ন করবেন না। --mak ১৬:১১, ১১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
শিরোনাম ও দোয়া নাম হতে আলাদা করার চেষ্টা করেছি। হচ্ছে না। প্রশাসকগণ সাহায্য করুন। ব্যাপারটা আশা করি কেউ স্পর্শকাতর হিসেবে নিবেন না। --Amr ১০:০৮, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)

আরবি উইকিপিডিয়াতে শিরোনামঃ محمد_بن_عبد_الله(অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ; আবদুল্লাহ্-র পুত্র মুহাম্মদ) ফারসিতেঃ محمد پسر عبدالله (আবদুল্লাহ্-র পুত্র মুহাম্মদ) উর্দুতেঃ محمد صلی اللہ علیہ و آلہ و سلم(উর্দুভাষীরা দোয়াটা রেখেছে।) ইন্দোনেশীয় ভাষায়ঃ Muhammad (সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের লোকেরা কেবল মুহাম্মদ রেখেছে) কুর্দীতেঃ Mihemmed Pêxember (কুর্দী ভাষীরা, "পয়গম্বর মুহম্মদ" রেখেছে) তুর্কীতেঃ Muhammed_bin_Abdullah (আরবি ও ফার্সির মত)

--অর্ণব (আলাপ | অবদান) ১১:১৩, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)