আলাপ:গোপালপুরে গণহত্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধের লেখক অ্যাডভোকেট গোলাম আকবর, সদস্য সচিব, নোয়াখালী মানবাধিকার জোট। লেখাটি নোয়াখালী পৌরসভা কর্তৃক ১৯৯৮ সালে প্রকাশিত রবিউল হোসেন কচি সম্পাদিত "নোয়াখালী" স্মারকগ্রন্থ থেকে নেয়া হয়েছে। দৈনিক ভোরের কাগজে নিবন্ধটি প্রকাশিত হয়েছিলো। উইকিপিডিয়ায় প্রকাশের জন্য লেখকের অনুমতি নেয়া হয়েছে। - মুকুল ০৬:০৮, ২০ আগস্ট ২০০৭ (UTC)
- অনুমতি নেয়া হলেও লেখাটিকে একটু কাটছাট করতে হবে। কারণ এটি বিশ্বকোষীয় নয়। আর গোপালপুরে গণহত্যা নামটিও সঙ্গতিপূর্ণ নয়। বরং হওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গোপালপুর গণহত্যা। আমি নিবন্ধটি সংশোধন করার চেষ্টা করবো। -- মুহাম্মদ ০৭:১১, ২০ আগস্ট ২০০৭ (UTC)
ধন্যবাদ মুহাম্মদ। -- মুকুল ০৭:৪৪, ২০ আগস্ট ২০০৭ (UTC)