আলাপ:অউব ধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটা কিসের ওপর নিবন্ধ? --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৬, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)

অদ্ভুত উড়ন্ত বস্তু - sounds like UFO. Check these out: en:UFO_religions, en:UFO_religion --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:২০, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
UFO religion এর বাংলা "অউব ধর্ম" করেছি। -- মুহাম্মদ ০৬:০০, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
কিন্তু মুহাম্মদ ভাই এরকম নতুন শব্দ আমদানি করা উইকিপেডিয়ার এক্তিয়ারে পড়ে না। আগে থাকতে কোন শব্দ না থাকলে খুব সাবধানে আলোচনার মাধ্যমেই খালি নতুন শব্দ তৈরি করা উচিত। বিশেষ করে এরকম শব্দের নিজস্ব ভুক্তি রাখার আগে আরো কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করা উচিত। আমি এই বিষয়ে একেবারেই অজ্ঞ তাই মতামত দিতে পারলাম না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:৫৫, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)

ভুল লিখেছি। আসলে বাংলাটি আমি করিনি। দেখুন: "বাংলা একাডেমি জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ"। সেখানে UFO-এর বাংলা করা হয়েছে "অউব" বা "অদ্ভুত উড়ন্ত বস্তু"। আমারও লাইনটি বিশেষ জুতসই মনে হয়নি। কিন্তু কী করি? বাংলা একাডেমির অভিধান। -- 203.208.189.72 ০৮:৫১, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)