বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশেষ আপেক্ষিকতত্ত্ব হলো আলবার্ট আইনস্টাইন কর্তৃক ১৯০৫ সালে প্রদত্ত স্থান ও কাল সংক্রান্ত নতুন ধারণা। নিউটনীয় বলবিদ্যার ন্যায় এই তত্ত্বেও রয়েছে কতগুলি গাণিতিক অবস্থানান্তরাদি যারা বিভিন্ন পর্যবেক্ষক কর্তৃক ব্যবহৃত স্থান-কাল স্থানাঙ্কসমূহের আলাদা আলাদা মানগুলিকে এমনভাবে সম্পর্কিত করে যে, প্রকৃতির নিয়মগুলি সব পর্যবেক্ষকের কাছে অভিন্ন বলে প্রতীয়মান হয়। তবে বিশেষ আপেক্ষিকতত্ত্বের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো এই যে, এখানে পর্যবেক্ষকের বেগ যাই হোক না কেন আলোর দ্রুতি সবসময় এক থাকে। কোন ব্যবস্থায় যদি আলোর কাছাকাছি বেগ সম্পন্ন কণাসমূহ বিদ্যমান থাকে তবে এটাকে বলা হয় আপেক্ষিক-ব্যবস্থা এবং এক্ষেত্রে যাবতীয় হিসাব-নিকাশ অবশ্যই বিশেষ আপেক্ষিকতত্ত্বীয় নীতি মেনেই করতে হবে, এক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হবে না।

[সম্পাদনা] বিশেষ আপেক্ষিকতত্বের স্বীকার্য দুইটি

  • সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিদ্যার সূত্রগুলো একই ভাবে প্রযোজ্য।
  • সকল জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্য মাধ্যমে আলোর দ্রুতি একই।


পারমাণবিক পদার্থবিজ্ঞান · আলোক পদার্থবিজ্ঞান · চিরায়ত বলবিদ্যা · ঘনীভূত পদার্থ পদার্থবিজ্ঞান · পরম্পরা বলবিদ্যা · তড়িৎ-চুম্বকবিজ্ঞান · বিশেষ আপেক্ষিকতা · সাধারণ আপেক্ষিকতা · কণা পদার্থবিজ্ঞান · কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব · কোয়ান্টাম বলবিজ্ঞান · পরিসাংখ্যিক বলবিদ্যা · তাপগতিবিজ্ঞান

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন