উইকিপেডিয়া:কী ভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ার পৃষ্ঠা সম্পাদনা করা খুব‌ই সহজ। যেকোনো পৃষ্ঠার ওপরের "সম্পাদনা করুন" ট্যাব-টিতে ক্লিক করলেই আপনি একটি নতুন পৃষ্ঠায় উপস্থিত হবেন, যাতে একটি টেক্সট্‌বক্সের ভেতরে আপনি পৃষ্ঠাটির বিষয়বস্তু সম্পাদনা করতে পারবেন।

আপনি সম্পাদনা পরীক্ষা করতে চাইলে তা খেলাঘর-এ গিয়ে করুন, এখানে নয়। সম্পাদনা শেষ করার পর মূল সম্পাদনা টেক্স্টবক্সের নিচে অবস্থিত ছোটো "সারাংশ" বক্সটিতে আপনার সম্পাদনার সার-বিবরণ দিন। তারপর "প্রাকদর্শন" বোতামে ক্লিক করে আপনার সম্পাদনা পরীক্ষা করে দেখুন। মনপূত হলে "সংরক্ষণ"-এ ক্লিক করলেই আপনার সম্পাদিত পরিবর্তন সাথেসাথে মূল পৃষ্ঠাটিতে দেখতে পাবেন।