সেন্ট পল্স ক্যাথিড্রাল, কলকাতা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেন্ট পল্স ক্যাথিড্রাল (ইংরেজি ভাষায়: St. Paul's Cathedral) ভারতের কলকাতা শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। এটি ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন-রবীন্দ্র সদন কমপ্লেক্স ও বিরলা প্ল্যানেটারিয়ামের পাশেই অবস্থিত।
ইন্দো-গথিক ধাঁচের ভবনটি ডিজাইন করেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিংস-এর মেজর উইলিয়াম নেইম ফর্ব্স। ১৮৪৭ সালে এর ৮-বছরব্যাপী নির্মাণকাজ সমাপ্ত হয় এবং এটি প্রাচ্যের প্রথম এপিস্কোপাল ক্যাথিড্রাল চার্চের সম্মান পায়। ইয়র্কমিনিস্টার ঐতিহ্যে নির্মিত ভবনটির অন্তর্দেশে স্টেইন্ড জানালা, মোজাইক প্যানেল, মূর্তি ও ফ্লোরেন্সীয় রেনেসাঁস ফ্রেস্কো আছে। এর টাওয়ার ও স্পায়ার নরউইচ ক্যাথিড্রালের অনুকরণে নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৮৯৭-এর ভূমিকম্পে এর টাওয়ার ধ্বংস হয়ে গেলে এগুলি পুনরায় ইংল্যান্ডের ক্যান্টারবেরি ক্যাথিড্রালের বেল হ্যারি টাওয়ারের অনুকরণে নির্মাণ করা হয়।
ক্যাথিড্রালটিতে অনেক দুষ্প্রাপ্য চিত্রকর্ম ও এর একটি ছোট গ্রন্থাগারে প্রাচীন নিদর্শনমূলক বইপত্র রক্ষিত আছে।