ভ্যাটিকান সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Status Civitatis Vaticanae
Stato della Città del Vaticano
স্টেট অফ দ্য ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটি-এর পতাকা ভ্যাটিকান সিটি-এর কোট অফ আর্মস
সঙ্গীত
Inno e Marcia Pontificale  (ইতালীয়)
Hymn and Pontifical March

ভ্যাটিকান সিটি-এর অবস্থান
রাজধানী ভ্যাটিকান সিটি
৪১°৫৪′উ ১২°২৭′পূ
বৃহত্তম নগরী রাজধানী
রাষ্ট্র ভাষাসমূহ লাতিন2, ইতালীয়, ফরাসি এবং (জার্মান).
সরকার নিরঙ্কুশ
নির্বাচিত রাজতন্ত্র
 -  সোভারেইন পোপ বেনেডিক্ট ১৬
 -  সেক্রেটারি অফ স্টেট Tarcisio Cardinal Bertone
 -  গভর্নর কর্কবিশপ জিওভান্নি লাজোলো
স্বাধীনতা ইতালি রাজত্ব থেকে 
 -  লাটেরান চুক্তি ফেব্রুয়ারি ১১ ১৯২৯ 
আয়তন
 -  মোট ০.৪৪ বর্গকিমি (২৩২তম)
০.১৭ বর্গমাইল 
জনসংখ্যা
 -  ২০০৫ আনুমানিক ৭৮৩ (২২৯তম)
 -  ঘনত্ব ১,৭৮০ /বর্গকিমি (৬ষ্ঠ)
৪,৬১০ /বর্গমাইল
মুদ্রা ইউরো (€) (ইইউআর)
সময় স্থান সিইটি (ইউটিসি+১)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) সিইএসটি (ইউটিসি+২)
ইন্টারনেট টিএলডি .ভিএ
কলিং কোড +৩৯
Vatican City is a city-state.
Used for official purposes. De facto languages are Italian, German, Spanish, French, and Portuguese, with Italian the most commonly used. The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French.
Suffrage limited to the College of Cardinals (see Government section below).
Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira).
ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39.

ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র। এটি ইতালির রাজধানী রোম দ্বারা চারিদিকে পরিবেষ্টিত। ১১ই ফেবরুয়ারী ১৯২৯ সালে ইতালির তৎকালীন শাসক বেনিতো মুসোলিনি এবং পোপ একাদশ পিউস (Pius XI) এর মধ্যে এক চুক্তির ফলে ভ্যাটিকান সিটি আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আয়তনে ক্ষুদ্র হলেও খৃষ্ট ধর্মের প্রতিনিধিত্বকারী হিসেবে ভ্যাটিকান সিটির গুরুত্ত্ব অপরিসীম। এর বর্তমান প্রধান পোপ ১৬তম বেনেডিক্ট ১৯শে এপ্রিল ২০০৫ সালে ক্ষমতায় আসেন পূর্ববর্তী পোপ জন পলের মৃত্যুতে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: পাপাল রাজ্য

লাটেরান চুক্তি অনুসারে ভ্যাটিকান সিটির অঞ্চলসমূহ
লাটেরান চুক্তি অনুসারে ভ্যাটিকান সিটির অঞ্চলসমূহ

খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুতুতে এর আগে কখনই বসতি গড়ে উঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আটিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোন এক সময়ে আগ্রিপিনা দ্য এল্‌ডার (খ্রিস্টপূর্ব ১৪ - ৩৩ খ্রিস্টাব্দ) এই অঞ্চলের একটি পাহাড় কেটে বিশাল উদ্যান তৈরী করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সারকাস তৈরী উদ্যোগ নেন যদিও তিনি তা সম্পূর্ণ তৈরী করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সারকাস তৈরী সম্পন্ন করেন। এই সারকাসটিকে তাই নিরোর সারকাস (সারকাস অফ নিরো) নামে আখ্যায়িত করা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওবেলিস্ক। এই ওবেলিস্কটি সম্রাট ক্যালিগুলা হেলিওপলিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সারকাসের স্পিনা সাজানোর জন্য। ৬৪ সালে রোমে বৃহৎ অগ্নিকাণ্ডে শহীদ খ্রিস্টানদের সমাধিস্থল হিসেবে এই স্থানটিকে ব্যবহার করা হয়েছিল। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সারকাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সারকাসের বিপরীত দিকে ছিল একটি সমাধি সৌধ যা ভিয়া করনেলিয়া দ্বারা সারকাস থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল। এই ভ্যাটিকানেই বহুত্ববাদী ধর্মগুলোর (যেমন প্যাগান ধর্ম) উপাসনালয়, শেষকৃত্যের সৌধ এবং অন্যান্য সৌধ ও মিনার নির্মিত হয়েছিল। এই সবকিছু নির্মিত হয়েছিল ৪র্থ খ্রিস্টাব্দের পূর্ব। ৪র্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কন্‌স্টান্টাটাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনিই ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। তখন ভ্যাটিকানের প্যাগান স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা হয়। এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খননকাজ দ্রুত এগোতে থাকে। ১৯৩৯ থেকে ১৯৪১ সালের মধ্যে পোপ পিউস ১২-এর নির্দেশে সম্পূর্ণ স্থাপনাটি ভূমি থেকে উত্তোলিত করা হয়।

[সম্পাদনা] রাজনীতি

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা] ভূগোল

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] জনসংখ্যা

[সম্পাদনা] সংস্কৃতি

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন