জেমস চ্যাডউইক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জেমস চ্যাডউইক, সিএইচ

১৯৩৫ সালে জেমস চ্যাডউইক
জন্ম অক্টোবর ২০ ১৮৯১
চেশায়ার, ইংল্যান্ড
মৃত্যু জুলাই ২৪, ১৯৭৪ (৮২ বছর)
কেমব্রিজ, ইংল্যান্ড
বাসস্থান যুক্তরাজ্য
ক্ষেত্র পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিন
লিভারপুল বিশ্ববিদ্যালয়
Gonville and Caius College, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়.
যে কারণে বিখ্যাত নিউট্রন আবিষ্কার ও ম্যানহাটন প্রকল্পে যোগদান
বিশেষ পুরস্কারসমূহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৫)

বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জেমস্ চ্যাডউইক (অক্টোবর ২০, ১৮৯১জুলাই ২৪, ১৯৭৪) ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কার করেন। এই অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গনভিলি ও কেয়াস কলেজ এর মাস্টার মনোনীত হন এবং পরবর্তিতে কলেজের কিছু ফেলোর সাথে বিবাদের কারনে মাস্টার পদটিতে ইস্তফা দেন।