আলাপ:তাহমিমা আনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"তার প্রথম উপন্যাস আ গোল্ডেন এজ (A Golden Age) ২০০৭ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়।" -- মানে? প্রথম উপন্যাস প্রকাশের আগেই "সিদ্ধিলাভ" হয়ে গেল? --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৬, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)


হ্যাঁ সিদ্ধিলাভতো হয়েই গেল। আর না হলেও হয়ে যেত উপন্যাস বের হবার পর। উপন্যাসে কি আছে জানি না। তবে আমি দৈনিক যায়যায়দিনেও এই উপন্যাস ও তার লেখিকার উপর লেখা পড়েছি। উপন্যাস প্রকাশ না হওয়া পর্যন্ত এইটুকু বলা যায় লেখিকার প্রধান যোগ্যতা তিনি বাংলাদেশের এক বিশিষ্ট্য পরিবারের সন্তান। ইহা কি উইকিতে নিবন্ধ প্রকাশের জন্য যথেষ্ঠ্য? আমরা উপন্যাস প্রকাশ পর্যন্ত অপেক্ষা করি। হয়ত উপন্যাসের লিখিকা নিয়ে আগেই লেখা আমাদের গর্বের বিষয়ও হয়ে উঠতে পারে!!!!! মুনতাসির ১৬:১৩, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)

আমার মনে হয় উপন্যাস উল্লেখের আগে আরও মাস তিনেক অপেক্ষা করা উচিত ছিল। মার্চে লেখা বের হবে, তারপর না হয় উল্লেখ করা যাবে। আর উপন্যাস লেখা ছাড়া ওনার আর বিশেষ যোগ্যতা কী আছে? যদি কিছু থেকে থাকে, তাহলে শুধু সেটুকু তথ্য রাখাই মনে হয় ভাল। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:২৪, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)
তাহলে ব্যবস্থা নিন। মুনতাসির ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)--অর্ণব (আলাপ | অবদান) ০৩:৫০, ১৪ জুন ২০০৭ (UTC)

উপন্যাস প্রকাশের আগেই তিনি বিখ্যাত হয়েছেন। কারণ তার উপন্যাসের প্রথম অধ্যায় একটি সংকলনে বের হয়েছিলো। এই অধ্যায়টি পড়েই জন মারে এটি প্রকাশের আগ্রহ দেখান। তার উপন্যাসের অংশবিশেষ পড়েই ইংল্যান্ডের পত্রিকাগুলো তাকে "The Golden Girl" আখ্যা দিয়েছে। প্রথম আলো লিখেছে "সোনার মেয়ে"। প্রকাশের আগেই তিনি বিখ্যাত। বহিঃসংযোগগুলো দেখুন। তবেই notability সম্বন্ধে বুঝবেন। -- মুহাম্মদ ০৪:৩৩, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)

তাহলে ভাষাটা ওরকমই হওয়া উচিত। আর reference তো শুধু একটাই - একটা বিশেষ প্রথম আলো ফিচার, আর প্রথম আলোর প্রকাশক তো আবার তাহমিমা-র বাবা। আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। দেখি, এটা মাথায় রেখে আমি কিছু পরিবর্তন করতে পারি কি না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:২৪, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)
অন্য বেশ কিছু রেফারেন্স কিন্তু আছে। যেমন দি অবজারভার, (গার্ডিয়ান গ্রুপের, ইংল্যান্ডের)। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৯, ৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

"একটি উপন্যাস তাও আবার বাংলা ভাষায় নয়, তাহলে তিনি কি করে বাংলা সাহিত্যের লেখক হলেন? আমার মনে হয় তার নাম এখানে স্থান পাবার মতো নয়"Kaushik ০৪:২৬, ৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)কৌশিক

'না, বাংলা ভাষায় নয় উপন্যাসটি। এবং সেকারণেই সেটা পশ্চিমা বিশ্বকে নাড়া দিতে পেরেছে। 'আ গোল্ডেন এজ' মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি অসাধারণ উপন্যাস। নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কিংবা বৃটিশদের জন্যই শুধু নয়, ইংরেজিভাষী বিশ্বের প্রায় সব পাঠকের জন্য এটি দলিল হিসেবে কাজ করবে; তারা জানতে পারবেন বাংলাদেশের জন্ম কী ভাবে হয়েছিল। আর তাহমিমা আনামই হলেন প্রথম বাংলাদেশি যার উপন্যাস ইংরেজিতে প্রকাশিত হলো। এর আগে মনিকা আলি বা অন্য যারা ইংরেজিতে উপন্যাস লিখেছেন তারা বাংলাদেশি নন, বাংলাদেশি বংশোদ্ভূত। কৌশিক কামাল এবং অর্ণবকে বলছি অবজারভার, বিবিসি, গার্ডিয়ান থেক শুরু করে বিশ্বের প্রায় সব সংবাদমাধ্যম যেখানে আমাদের সোনার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ সেখানে আমরা পিছিয়ে থাকবো কেন,বরং আগেভাগে আমরা তাঁর প্রোফাইল বাংলাভাষায় তৈরি করে আন্তর্জালে দিয়ে রাখবো যাতে বাংলাভাষী সব মানুষ তাঁর ব্যাপারে জানতে পারেন। উদার হোন, চোখকান খোলা রাখুন! নিজের ঘরের হিরের টুকরোটাকে ছাইচাপা দিয়ে রাখবেন না! ‌‌‌‌মোসতাকিম রাহী। আবুধাবি, ইউএই।

প্রিয় মোসতাকিম, উইকিপিডিয়া একটা নিরপেক্ষ, নৈর্ব্যক্তিক বিশ্বকোষ। এটা কোন সংবাদ বা প্রচার মাধ্যম নয়, কোন ব্যক্তির প্রশংসাসূচক "প্রোফাইল" আগে ভাগে তৈরি করার পাবলিক রিলেশন্‌স ওয়েব আউটলেটও এটি নয়। আর যখন নিবন্ধটা তৈরি হয়েছিল এবং যখন আমি আমার মন্তব্য করেছিলাম, তখনও মহিলার বই প্রকাশই হয়নি। আপনি দয়া করে উইকিপিডিয়া কী নয় পড়ে দেখুন। আপনি কি উইকিপিডিয়াতে অবদান রাখতে আগ্রহী? তাহলে দয়া করে রেজিস্টার করুন ও এখানে অবদান রাখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:৫০, ১৪ জুন ২০০৭ (UTC)

প্রিয় অর্ণব, ধন্যবাদ আপনাকে। প্রশংসাসূচক প্রোফাইলের কথা আমি বলিনি। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ, এবং সেখানে অবশ্যই একজন সাহিত্যিকের প্রোফাইল স্থান পেতে পারে! নয় কি? ‌‌‌‌মোসতাকিম রাহী

উইকিপিডিয়াতে সাহিত্যিক হলেই স্থান পাবেন এমন কোন কথা নেই। তাঁর প্রকাশনার সংখ্যা ও মান উল্লেখযোগ্য হতে হবে এবং যদি তাঁর উপরে কোন বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করতে হয়, তবে প্রকাশিত তথ্যগুলি আগে বাস্তব বিশ্বে ঘটতে হবে। যখন আমি নিবন্ধটা নিয়ে মন্তব্য করেছিলাম (২০০৬ সালে), তখনও তাহমিনার কোন উপন্যাসই প্রকাশ পায়নি, সমালোচকদের আলোচনা-সমালোচনা তো দূরের কথা, অথচ ভদ্রমহিলার উপন্যাস ও তার লেখার প্রশংসা সম্বলিত বেশ বড় একটা নিবন্ধ লেখা হয়েছিল, যা মোটেও বাস্তবতার সাথে খাপ খায়নি। এখন পি আর-এর যুগ, তাই অনেকেই বা তাদের ফ্যান উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন, যা উইকিপিডিয়ার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা ছিল এমনই একটি ঘটনা। আর আপনি ২০০৭-এর জুন মাসে এসে আমার ২০০৬ সালের ডিসেম্বরে করা মন্তব্যের উত্তর দিয়েছেন। ইতিমধ্যে তাহমিনার উপন্যাস প্রকাশ পেয়েছে, বাস্তবতার পরিবর্তন ঘটেছে, তাই আমার করা মন্তব্য তো এখন ওভাবে প্রযোজ্য নয়। হয়ত আপনি আমার মন্তব্যের তারিখ দেখতে পাননি। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:২৭, ১৮ জুন ২০০৭ (UTC)