মিগ-২৯
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
MiG-29 "Fulcrum" | |
---|---|
Russian Air Force MiG-29 | |
ধরণ | Multirole fighter |
প্রস্তুতকারক | Mikoyan |
Maiden flight | অক্টোবর ৬ ১৯৭৭ |
প্রচলন | আগস্ট ১৯৮৩ |
পর্যায় | In service |
মূল ব্যবহারকারীs | Russian Air Force Ukrainian Air Force Algerian Air Force Indian Air Force |
তৈরি | ১৯৮৪- |
ভিন্নতা | MiG-33 MiG-35 |
মিগ-২৯ রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। এর নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফুলক্রাম। সত্তর এর দশকের প্রথম দিকে মিকোয়ান ডিজাইন ব্যুরো এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে,এবং ১৯৮৩ সালে রাশিয়ার বিমান বাহিনীতে এই বিমানে যোগ দেয়।
[সম্পাদনা] বিশদ বিবরন
- বৈমানিক : ১ জন
- দৈর্ঘ্য :৫৭ ফুট(১৭.৩৭ মি)
- উচ্চতা :১৫ফিট ৬ ইঞ্চি(৪.৭৩মি)
- খালি অবস্হায় ওজন :১১০০০ কেজি
- বোঝা ভরা অবস্হায় ওজন :১৬৮০০কেজি
- সর্বোচ্চ টেক অফ ওজন :২১০০০ কেজি
- শক্তির উৎস :২টি ক্লিমোভ আরডি-৩৩কে আফটার বার্নিং টার্বো ফ্যান
- সর্বোচ্চ গতি :২৪৪৫ কিঃমিঃ/ঘন্টা(১৫১৮ মাইল/ঘন্টা)
- পাল্লা :৭০০ কিঃমিঃ(যুদ্ধাবস্হায়)২৯০০ কিঃমিঃ (ফেরি)
[সম্পাদনা] অস্ত্রসমুহ
- ১*৩০মিমি জিএসএইচ-৩০-১ কামান(১৫০ রাউন্ড)
- সর্বোচ্চ ৩৫০০ কেজি ওজনের অস্ত্র ৬টি এন্টি এয়ার ক্রাফট মিসাইলসহ