নিতুন কুণ্ডু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সার্ক ফোয়ারা
সার্ক ফোয়ারা

নিতুন কুণ্ডু (ডিসেম্বর ৩, ১৯৩৫ - সেপ্টেম্বর ১৫, ২০০৬) একজন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা। তিনি সাবাশ বাংলাদেশ, সার্ক ফোয়ারা ইত্যাদির স্থপতি।


সূচিপত্র

[সম্পাদনা] জন্ম ও প্রাথমিক জীবন

নিতুন কুণ্ডুর জন্ম দিনাজপুরে। তিনি পড়ালেখা করেছেন তদানিন্তন ঢাকা আর্ট কলেজে (বর্তমানের চারুকলা ইন্সটিটিউট)। সেখান থেকে তিনি ১৯৫৯ সালে চিত্রকলায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

[সম্পাদনা] মুক্তিযুদ্ধে অবদান

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিতুন কুণ্ডু যথেষ্ট ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশ সরকারের জনসংযোগ বিভাগে তিনি কর্মরত ছিলেন। কামরুল হাসানের সাথে মিলে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে পোস্টার ডিজাইন, ও অন্যান্য নকশা প্রণয়ন করেন। তাঁর প্রণীত পোস্টারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনীবাংলার বীর মুক্তিযোদ্ধা

[সম্পাদনা] উদ্যোক্তা

স্বাধীন বাংলাদেশে নিতুন কুণ্ডু ১৯৭৫ সালে অটবি লিমিটেড নামক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আসবাব পত্র থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তাঁর নকশা স্থান পেয়েছে।


[সম্পাদনা] উল্লেখযোগ্য ভাষ্কর্য ও শিল্পকর্ম

[সম্পাদনা] পুরস্কার

  • একুশে পদক
  • ডেইলি স্টার-ডিএইচএল শ্রেষ্ঠ উদ্যোক্তা পদক

[সম্পাদনা] মৃত্যু

২০০৬ সালের ১২ই সেপ্টেম্বর নিতুন কুণ্ডু হৃদরোগে আক্রান্ত হন। পরে ১৫ই সেপ্টেম্বর সকালে তিনি বারডেম হাসপাতালে মারা যান। ১৬ই সেপ্টেম্বর পোস্তগোলা শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  • শিল্প উদ্যোক্তা শিল্পী নিতুন কুণ্ডু আর নেই, পোস্তগোলা শ্মশানে শেষকৃত্য আজ - দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৬, ২০০৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা