জামশেদপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জামশেদপুর

জামশেদপুর
রাজ্য
 - জেলা
ঝাড়খন্ড
 - পূ্ব সিংভূম
ভৌগলিক স্থানাংক 22.8° N 86.18° E
এলাকা
 - উচ্চতা
 km²
 - 135 m
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (2001)
 - ঘনত্ব
570,349
 - /km²
কোড তালিকা
 - ডাক
 - টেলিফোন
 - যানবাহন
 
 - 831 001
 - +0657
 - 

জামশেদপুর (en:Jamshedpur) ঝাড়খন্ড রাজ্যের অন্যতম বৃহত্তম শহর। সাকচি নাম দিয়ে এই শহরটি প্রতিষ্ঠা করেন শিল্পপতি জমশেদজি নওরোজি টাটা। পরে ১৯১৯ সালে লর্ড কেমসফোর্ড এর প্রতিষ্ঠাতার নামে নামকরণ করেন জমশেদপুর। সাকচি এখনও জামশদপুরের মধ্যের অন্যতম বৃহত পল্লীর নাম। শহরটি ভারতের প্রথম বেসরকারী লৌহ-ইস্পাত কারিগরি প্রতিষ্ঠান টাটা আয়রন এন্ড স্টিল কম্পানির জন্য প্রসিদ্ধ। এর আশেপাশে খনি বলয়গুলিতে বিশেষ করে পশ্চিম বোকারো, জামাডুবি ও নোয়ামুণ্ডিতে অনেক লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ ও চুনাপাথর পাওয়া যায়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা