উইকিপেডিয়া আলাপ:সম্মিলন/ঢাকা ২
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
< উইকিপেডিয়া আলাপ:সম্মিলন
[সম্পাদনা] পরামর্শ
- ভাষা আন্দোলনের নিবন্ধটাও কি তালিকাতে রাখা যায়? নিবন্ধটা ইংরেজি উইকিতে খুব ভালো ভাবে লেখা অবস্থায় আছে, আর তারিফ যেহেতু এই নিবন্ধের অনেক কাজ করেছে, সেহেতু ও রেফারেন্স গুলাও পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে পারবে। আর নিবন্ধটা বাঙালিদের সবার জীবনের, আমাদের সংস্কৃতির খুব বড় একটা অংশ। --রাগিব (আলাপ | অবদান) ০৪:১৪, ২৫ জুলাই ২০০৭ (UTC)
- ভাষা আন্দোলনের নিবন্ধটি এর আগে রাজিবুল অনেক খানি অনুবাদ করেছ। এখন খুজে বের করতে হবে কোথায় কতটুকু অংশ অনুবাদ বাকি আছে অথবা নতুন যোগ হয়েছে। এ ব্যপারগুলো এড়ানোর জন্য এবার এ তিনটি নিবন্ধ পছন্দ করেছি।--বেলায়েত ০৪:২১, ২৫ জুলাই ২০০৭ (UTC)