আকবর (মুঘল সম্রাট)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেণ। [বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। ১৫৬০ সালে বৈরাম খানকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেণ। কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। ১৬০৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেণ।
সূচিপত্র |
[সম্পাদনা] পারিবারিক জীবন
সাম্রাজ্যের রাজপুতদের সাথে সুসম্পর্ক রাখার স্বার্থে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়ে করেণ। তবে তার স্ত্রীদের মধ্যে সবচাইতে আলোচিত হলেন যোঁধা বাঈ
[সম্পাদনা] আকবরের শাসনকাল
[সম্পাদনা] আমলাতন্ত্র
রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেণ এবং প্রদেশ গুলোকে স্বায়ত্বশাসন দান করেণ। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সবথেকে ফলপ্রসু আমলাতন্ত্রের অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক তার প্রদেশের সেনাবাহিনীর দ্বায়িত্বে ছিল। ক্ষমতার অপব্যবহারেরে শাস্তি ছিল একমাত্র মৃত্যু দন্ড।
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] রাজপুতদের সাথে সম্পর্ক
[সম্পাদনা] বিচার ব্যবস্থা
[সম্পাদনা] আকবরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
[সম্পাদনা] আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গি
আকবর তার নিজস্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গী থেকে দীন-ই-ইলাহি নামক ধর্ম চালু করার চেষ্টা করেন।
[সম্পাদনা] স্থাপত্য
[সম্পাদনা] আকবরের নবরত্ন সভা
আকবরের সভাসদ দের মধ্যে নবরত্ন হিসেবে যারা ইতিহাসখ্যাত হয়ে আছেন,
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Akbar
- Akbar's Reign
- Template:Gutenberg
- The Mughals: Akbar
- The Mughal Emperor Akbar : World of Biography
- Photos of Akbar The Great's Final resting place
পূর্বসূরী: সম্রাট হুমায়ুন |
মুঘল সম্রাট ১৫৫৬–১৬০৫ |
উত্তরসূরী: সম্রাট জাহাঙ্গীর |