উইকিপেডিয়া:Community Portal

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সূচিপত্র

[সম্পাদনা] ব্যবহারকারীবৃন্দ

[সম্পাদনা] সাম্প্রতিক ঘটনাসমূহ

[সম্পাদনা] ১৪ই জুলাই, ২০০৭

ঢাকা সম্মিলন ১ এর অংশগ্রহণকারীরা
ঢাকা সম্মিলন ১ এর অংশগ্রহণকারীরা

যদিও যারা আসবেন তারা সকলেই কথা রাখেননি। কিন্তু তালিকার বাইরে বেশ কয়েকজন উইকিপিডিয়ান এসেছিলেন । মুনির হাসান, বেলায়েত, রাজিবুল, মুহাম্মদ, তারিফ এজাজ ছাড়াও সম্মিলনে যোগ দিয়েছিলেন আরও কয়েকজন উইকিপিডিয়ান। বিস্তারিত...

[সম্পাদনা] ৯ই জুন, ২০০৭

AIUB চতুর্থ ওপেন সোর্স ক্যাম্প, ঢাকা
AIUB চতুর্থ ওপেন সোর্স ক্যাম্প, ঢাকা
  • আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত চতুর্থ ওপেন সোর্স ক্যাম্পে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে একটি সেশন পরিচালিত হয়। সেশনটি পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক বেলায়েত হোসেন এবং বাংলা উইকিপিডিইয়ান মাহে আলম খান। ক্যাম্পটিতে ইউনিভার্সিটির প্রায় ৪০ জন ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেশনটিতে উইকিপিডিয়া দর্শন নিয়ে আলোচনা করা হয় সাথে সাথে অংশগ্রহণকারীদের কিছু সাধারণ টিউটোরিয়াল হাতে কলমে দেখানো হয়।





[সম্পাদনা] ১৪ই এপ্রিল, ২০০৭

পহেলা বৈশাখে পাবলিক লাইব্রেরী, ঢাকা
পহেলা বৈশাখে পাবলিক লাইব্রেরী, ঢাকা
  • পহেলা বৈশাখ, ১৪১০ উপলক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের পক্ষ থেকে বেশ কিছু উইকিপেডিয়ান পাবলিক লাইব্রেরীর (ঢাকা) সামনে জড় হন। এ সময় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী মুনির হাসান, বাংলা উইকি গ্রুপের পক্ষ থেকে বেলায়েত হোসেন, অঙ্কুর গ্রুপের পক্ষ থেকে মাহে আলম খান উপস্থিত ছিলেন। বাংলা উইকিপেডিয়ার প্রচারের লক্ষ্যে সেখানে তারা জনতার মধ্যে বাংলা উইকিপিডিয়ার লিফলেট বিলি করেন এবং সবাই বাংলা উইকিপিডিয়ার র‌্যালিতে অংশগ্রহন করেন।

[সম্পাদনা] ভবিষ্যত অনুষ্ঠানসমূহ