উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত পাতা সমূহ
সালিশ করার আবেদন | মধ্যস্থতার আবেদন | মন্তব্যের আবেদন | প্রশাসক হওয়ার আবেদন | নিবন্ধ সুরক্ষার আবেদন | প্রশাসকদের আলোচনাসভা | নিবন্ধ অপসারণের প্রস্তাবনা| ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

---

Archive
পুরাতন বার্তা সংকলন
পুরনো আলোচনা সভা সেপ্টেম্বর ৭, ২০০৬ পর্যন্ত
অক্টোবর ১৯, ২০০৬ পর্যন্ত জানুয়ারি ১৭, ২০০৭ পর্যন্ত
ফেব্রুয়ারি ২৫, ২০০৭ পর্যন্ত এপ্রিল ১৫, ২০০৭ পর্যন্ত

প্রশাসকদের আলোচনা সভা উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিপিডিয়ার যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।

নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে এখানে ক্লিক করুন। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

সূচিপত্র


[সম্পাদনা] উইকিপেডিয়া:প্রস্তাবিত ভাল নিবন্ধ

সম্মানিত প্রশাসকবৃন্দ ইতোমধ্যে আমি ইংরেজী উইকিপেডিয়ার en:Wikipedia:Good article candidates আদলে উইকিপেডিয়া:প্রস্তাবিত ভাল নিবন্ধ নামে একটি পাতা তৈরি করেছি যা আমাদের বাংলা উইকিপেডিয়ার ভাল নিবন্ধগুলোকে(নির্বাচিত নিবন্ধ নয়) চিহ্নিত করতে এবং এর মানোন্নয়নে সাহায্য করবে বলে আমার মনে হয়। আসলে এটি কোন নিবন্ধকে নির্বাচিত নিবন্ধে পরিণত করার আগে একটি ধাপ বলে বিবেচনা করতে পারেন। এতে সুবিধা হল, কোন নিবন্ধকে 'নির্বাচিত নিবন্ধে' মনোনীত করার পূর্বে পর্যালোচনার মাধ্যমে 'ভাল নিবন্ধ' মানে উত্তির্ণ হতে হবে। এবং পরবর্তীতে 'ভাল নিবন্ধ' মানের নিবন্ধ থেকে মানোন্নয়নের মাধ্যমে 'নির্বাচিত নিবন্ধ' করা হবে। মনোনয়ন পাতাটিতে যে কেঊ (নিবন্ধিত ব্যবহারকারী) নিবন্ধকে মনোনীত করতে পারবেন এবং যে কেঊ নিবন্ধকে পর্যালোচনা করতে পারবেন। মনোনয়ন পাতাটির এখনও কিছু অনুবাদ প্রয়োজন। পাতাটি আমরা পরিক্ষামূলক ভাবে ব্যবহারকরতে পারি। আশা করবো অন্যানো প্রশাসকবৃন্দ তাদের মতামত ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন।--বেলায়েত ০৬:৫৯, ২০ এপ্রিল ২০০৭ (UTC)

[সম্পাদনা] অন্য সংস্করণে

হিন্দি উইকিপিডিয়ায় আগের মাসে প্রধান পাতায় একটি নতুন সেক্‌শান্‌ খুলেছিল, তার নাম अन्य संस्करणों में (অন্য সংস্করণে)। সে সেক্‌শানে প্রতি মাসে একটি নতুন করে অন্য উইকিপিডিয়ার সংস্করণ থেকে নির্বাচিত নিবন্ধ দেওয়া হয়, যেমন আগের মাসে মারাঠি উইকিপিডিয়া থেকে পুণে। এই প্রকল্পটির aim হচ্ছে যাঁড়া দোভাষী, অন্য উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ থেকে হিন্দিতে অনুবাদ করবে। তাহলে হিন্দি উইকিপিডিয়ার নতুন করে উইকিপিডিয়া সহযোগ (কো-ওর্ডিনেশন) দ্বারা নির্বাচিত নিবন্ধ তৈরী হতে পারে। এই এপ্রিল মাসে (একটু দেরীতে) বাংলা উইকিপিডিয়া থেকে নির্বাচিত নিবন্ধটি বাংলাদেশ নির্বাচিত (choose) হয়েছে। এইখানে দেখুন, এবং আপনার মতামত দিন। হয়ত ভবিষ্যতে বাংলা উইকিপিডিয়াতে কি একটা similar কিছু তৈরী হতে পারে। ধন্যবাদ।--উল্‌ফআলাপ ০৮:১২, ২৮ এপ্রিল ২০০৭ (UTC)

অনুগ্রহ করে আপনাদের মতামত দিন।--উল্‌ফআলাপ ১৬:৩৪, ১০ মে ২০০৭ (UTC)
ভাল উদ্যোগ, তবে বাংলা উইকিতে নির্বাচিত নিবন্ধ তৈরির ব্যাপারটা বেশ ধীরে এগোচ্ছে। আরও কিছু নিবন্ধ নির্বাচিত হোক, তার পর ব্যাপারটা শুরু করা যাবে। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:১৭, ১০ মে ২০০৭ (UTC)
আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিয়মিত অবদানকারীরর অভাব। তবে ইদানিং কিছু ভাল অবদানকারী আমাদের সাথে কাজ করছে। তবে দোভাষী অবদানকারী আমাদের মাঝে কতজন আছে আমার জানা নাই। তবে আপনি এ ব্যাপারে একটি প্রকল্প পাতা তৈরি করতে পারেন। তাতে কে কে সাড়া দেন দেখা যাবে।
অর্ণব ভাই, আমরা উইকিপেডিয়া:প্রস্তাবিত ভাল নিবন্ধ পাতাটি চালু করতে পারি, আমরা প্রসাশকগণ যদি এটি শুরু করি তাহলে অন্যরাও তা অনুশীলন করবে। তাতে ভাল নিবন্ধগুলো একটা স্বীকৃতি পাবে এবং এদের থেকেই মানোন্নয়নের মাধ্যমে নির্বাচিত নিবন্ধ করা যাবে।--বেলায়েত ১৮:০৯, ১০ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] vandals

ip address থেকে সম্পাদনা করার ক্ষমতা সীমিত করে দেয়া উচিত। এখন থেকে vandalদের সংখ্যা বাড়বে। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:৫৩, ৮ মে ২০০৭ (UTC)

প্রচারের কারণে আগের তুলনায় ইদানিং vandal এর পরিমাণ কয়েক গুণ বেড়েছে, অর্ণব ভাই ঠিক যে সামনে তা আরও বাড়বে। কিন্তু ip address থেকে সম্পাদনা করার ক্ষমতা সীমিত এখনই না করে আরও কিছুদিন সময় দেওয়া উচিত। কারণ এখনও অনেকেই উইকিপিডিয়া সম্পর্কে জানে না, বা জানলেও জানে যে উইকিপেডিয়ায় যে কেউ রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পাদনা করতে পারেন। প্রচারণার মাধ্যমে আরও কিছু নিয়মিত ব্যবহারকারী তৈরি করার পরে ক্কমতাটি সীমিত করা উচিত। তবে vandal দের বিরুদ্ধে আমাদের আরও সচেতন হতে এবং সাইটটিতে সার্বোক্ষনিক দৃষ্টি রাখতে হবে।--বেলায়েত ০৪:৩৯, ৯ মে ২০০৭ (UTC)
এই নিয়মটা কেমনঃ ip address থেকে সম্পাদনা করা যাবে, কিন্তু নতুন নিবন্ধ সৃষ্টি করা যাবে না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:১৪, ৯ মে ২০০৭ (UTC)
আমার মতে আইপি হতে সম্পাদনা সীমাবদ্ধ করার বদলে ভ্যান্ডাল আইপিগুলোকে প্রতিরোধ করাটাই অনেক ভালো। নতুন ব্যবহারকারীরা এসেই যদি দেখে যে তাদের অবদান সীমাবদ্ধ, সেটা ঠিক হবে না। বাংলা উইকিপিডিয়ার চাইতে ইংরেজি উইকিপিডিয়াতে ভ্যান্ডালের আক্রমণ অনেক বেশি। সেখানেও কিন্তু প্রধান পাতার নিবন্ধকেও সুরক্ষিত করে রাখা হয় না। সবাই সম্পাদনা করতে পারবে, এটা উইকিপিডিয়ার একটা মৌলিক ধারণা। আমাদের দরকার হলে আরো দুই একজন প্রশাসক নিয়োগ করে আইপি ভ্যান্ডালদের প্রতিরোধ করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৫৬, ৯ মে ২০০৭ (UTC)
কিন্তু এখানে ইংরেজি উইকির মত নিবেদিতপ্রাণ ভ্যান্ডাল ফাইটার প্রশাসক কোথায় পাবেন? কঠিন হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৫৫, ৯ মে ২০০৭ (UTC)
Vandal per admin বরং বাংলা উইকিপিডিয়াতে অনেক অনেক কম। আমার দৈনিক revert এর হার থেকে এটা আমি নিশ্চিত। --রাগিব (আলাপ | অবদান) ১৬:২৫, ৯ মে ২০০৭ (UTC)
কিন্তু ইংরেজি উইকিতে ওরা সব সময় ঠেকে শেখে, আমাদের তো সেটা করার দরকার নেই। আর এ পর্যন্ত anynymous ip থেকে নিবন্ধ সৃষ্টি হয়েছে, এ রকম instance খুবই কম। সমস্যার মূলে আঘাত করলে সমস্যা সৃষ্টিও হবে না। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৩৫, ১০ মে ২০০৭ (UTC)
উদাহরণ দেয়াটা কঠিন কাজ না। ডাঃ সপ্তর্ষি কর্মক্ষেত্র থেকে প্রায়ই anonymous ip হতে নিবন্ধ তৈরী করেছেন। এছাড়া অনেক সময় অনেক বর্তমানে সক্রিয় উইকিপিডিয়ানও লগ ইন না করেই কাজ করে থাকেন। যাহোক, সেরকম ভ্যান্ডালিজম এর সমস্যা যদি হয়, এবং অ্যাডমিনেরা তা মোকাবেলা করতে না পারে, তাহলেই অন্য ব্যবস্থা নেয়া উচিৎ। সমস্যা আদৌ হবে কি না, তাই প্রশ্ন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২১, ১১ মে ২০০৭ (UTC)
এব্যাপারে আমি রাগিব ভাইয়ের সাথে একমত। তবে অর্ণব ভাইয়ের প্রস্তাবিত উপায়টা দরকার পরলে ভবিষ্যতে কাজে লাগতেও পারে।়০৫:১৭, ১২ মে ২০০৭ (UTC)
আমাকে দুই দিন আগে anon ip থেকে তৈরি করা ১০-১২টা নিবন্ধ মুছতে হল। এরকম মোছামুছির কাজ যদি অন্য কারও ভাল লাগে, আমার আপত্তি নেই। কিন্তু anon ip থেকে নিবন্ধ সৃষ্টি ব্যান করলে এটা করতে হত না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৩০, ১২ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] বিভিন্ন ইভেন্ট

আমরা অনেক উইকিপেডিয়ানই উইকিপেডিয়ায় অবদান রাখার সাথে সাথে সশরীরে বিভিন্ন ক্যাম্প ও সেমিনারে বাংলা উইকিপেডিয়ার বিভিন্ন প্রচার প্রচারণা এবং ওয়ার্কশপ করছি। আমার মনে হয় এ গুলো নিয়ে একটি উইকিপেডিয়া নেমস্পেসে একটি পাতা করা যেতে পারে যাতে এ ধরণের খরব গুলো থাকবে। এর ফলে অন্য উইকিপেডিয়ান তা জানতে পারবেন বাংলাদেশে তথা পৃথিবীর কোথায় বাংলা উইকিপেডিয়াকে নিয়ে কি হচ্ছে। দয়াকরে পাতাটির শিরনাম কি হতে পারে এ ব্যাপারে সাহায্য করুন। ধন্যবাদ।--বেলায়েত ১৭:১৫, ৯ জুন ২০০৭ (UTC)

সাম্ভাব্য নামের তালিকাঃ
  1. বাস্তব জীবনে উইকিপিডিয়া সম্পর্কিত অনুষ্ঠান
  2. বাস্তব উইকি-অনুষ্ঠান
  3. উইকিপেডিয়া ইভেন্ট
  4. উইকিকে নিয়ে সঙ্ঘটিত অনুষ্ঠান
  5. উইকি ঘটনা
  6. উইকি আড্ডা
  7. বাস্তব জীবন উইকি চর্চা
  8. উইকি-ওয়ার্কশপ
  9. উইকিপেডিয়া ওয়ার্কশপ
  10. স্থানীয় উইকিম্যানিয়া
  11. উইকি ক্যাম্প (উইকি শিবির ?)
  12. উইকি সেমিনার (উইকি আলোচনাসভা)
  13. হাতেকলমে উইকিপেডিয়া

--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:০০, ১০ জুন ২০০৭ (UTC)

আমি ইতিমধ্যে উইকিপেডিয়া:Community Portal পাতায় একটি পরিচ্ছেদ তৈরি করেছি। যাতে এ ধরণের ইভেন্ট গুলোর খরব ছবি সহ পোষ্ট করা যাবে। ধন্যবাদ।--বেলায়েত ১০:০৯, ১০ জুন ২০০৭ (UTC)

এ ধরণের পৃষ্ঠা তৈরী খুবই জরুরী। আমার মনে হয় উইকিপিডিয়া সম্প্রদায় সংবাদ নামটি উপযোগী। ভেবে দেখতে পারেন। -- মুহাম্মদ ১০:১৮, ১০ জুন ২০০৭ (UTC)

[সম্পাদনা] কিছু পরিবর্তন আবশ্যক

অনেক গুলো ইংরেজী টার্মকে বাংলা করে ফেলা হয়েছে যা বেখাপ্পা দেখাচ্ছে। সেগুলোকে ঠিক করা দরকার। তেমনি একটি হলো 'পাসওয়ার্ড' কে 'শব্দচাবি' লেখা। সবাই কি মনে করেন? — TRIVUz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ইংরেজি টার্মকে বাংলা করা বেখাপ্পা লাগবে কেন? password-এর concept-টা কি ইংরেজি ভাষার একক সম্পত্তি যে বাংলা করা যাবে না? --অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৫, ২৭ জুন ২০০৭ (UTC)

'শব্দচাবি' টা আমার ভালোই লেগেছে--Raiyan ০৪:৪৫, ১ আগস্ট ২০০৭ (UTC)

[সম্পাদনা] ইংরেজি উইকিতে ভাষা আন্দোলন

ইংরেজি উইকিপিডিয়ার ভাষা আন্দোলনের নিবন্ধটি এখন ফীচার্ড আর্টিকল ক্যান্ডিডেট হিসাবে রয়েছে। ইতিমধ্যেই এর অনেক উন্নতি সাধন করা হয়েছে। আপনারা যদি নিবন্ধটির প্রার্থীতা সম্পর্কে আপনাদের মতামত ও মন্তব্য পেশ করতে চান, তাহলে এই পাতায় গিয়ে তা প্রদান করতে পারেন।

আর বাংলাতে নিবন্ধটা অনুবাদের কাজও শুরু করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ২০:১৯, ১ জুলাই ২০০৭ (UTC)

[সম্পাদনা] ১৬,০০০ ভুক্তি

বাংলা উইকিপিডিয়ায় এখন ১৬,০০০ ভুক্তি রয়েছে। সিতারা বেগম নিবন্ধটি ১৬,০০০ তম নিবন্ধ।--বেলায়েত ১৮:১৬, ৭ জুলাই ২০০৭ (UTC)

[সম্পাদনা] উইকিপিডিয়া পরিসংখ্যান

আমরা যারা উইকিপিডিয়ার স্বার্থে কাজ করি, তাদের Overview এবং Rankings এ দুটো পরিসংখ্যান দেখে রাখলে বা নিয়মিত চোখ রাখলে উইকিপিডিয়ার অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারেন। নির্দিষ্ট পাতায় ভাষার কোড খুজে নিন।--বেলায়েত ১৯:০৭, ৭ জুলাই ২০০৭ (UTC)

[সম্পাদনা] প্রবেশদ্বার:ধর্ম

আমি ধর্মের উপর একটি প্রবেশদ্বার তৈরি করেছি। অনুগ্রহ করে প্রধান পাতায় ধর্ম ও দর্শণ"- এই লিঙ্ক দিয়ে দিন। মুনতাসির ০৫:৫৮, ১৬ জুলাই ২০০৭ (UTC) করা হয়েছে। -- মুহাম্মদ ১৫:০৬, ১৬ জুলাই ২০০৭ (UTC)

[সম্পাদনা] নির্বাচিত চিত্র

প্রধান পাতায় নির্বাচিত চিত্র তথা নির্বাচিত ছবি যোগ করা উচিত। ইংরেজি উইকিপিডিয়া বা কমন্স থেকে ছবি নিয়ে কাজটি অনায়াসেই করা যায়। উপরন্তু প্রধান পাতায় একটি জায়গা খালি থেকে যাচ্ছে। সেটি পূর্ণ করলে আরও ভাল লাগবে। এ নিয়ে মন্তব্য করুন। -- মুহাম্মদ ১৫:০৮, ১৬ জুলাই ২০০৭ (UTC)

প্রধান পাতার একটি সাব পেইজ খুলে ফাংশনটি ইম্পলিমেন্ট করার চেষ্টা করুন। করার পরে সবার মতামত নিন। পজিটিভ মত পেলে একে প্রধান পাতায় দেওয়া যাবে।--বেলায়েত ১৫:২১, ১৬ জুলাই ২০০৭ (UTC)
আমিও মুহাম্মদের সাথে একমত। জায়গাটা খালি খালি লাগে। --রায়হান আবীর ১৮:৩২, ৬ আগস্ট ২০০৭ (UTC)

নির্বাচিত ছবি বা চিত্রের পরিক্ষামূলক সংস্করণ করা হয়েছে। দেখুন ব্যবহারকারী:Bellayet/testpage এবং মতামত দিন। ধন্যবাদ।--বেলায়েত ১৮:০৮, ১৩ আগস্ট ২০০৭ (UTC)