উইকিপেডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র
|
[সম্পাদনা] জার্মান থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের নিয়ম (অসম্পূর্ণ)
জার্মান বর্ণ/বর্ণসমষ্টি | সহজবোধ্য বাংলা রূপ | বাংলা ধ্বনিগত রূপ | উদাহরণ |
---|---|---|---|
a | আ | Land লান্ড (লান্ট্) | |
aa, ah | দীর্ঘ আ, তবে আমরা কেবল আ বা আ-কার দিয়েই নির্দেশ করব | উদাহরণ - Dahme-Spreewald ডামে-ষ্প্রেভাল্ড (এখানে "ডা"-এর "আ" বেশ দীর্ঘ উচ্চারিত হবে) | |
ä, äh | এ বা অ্যা |
- b, bb - ব
- c, k, ck - ক। উদাহরণ - Cottbus কটবুস
- ch -
- d, dd - ড
- e - এ বা এ-কার। উদাহরণ - Elbe এল্বে
- ee, eh - দীর্ঘ এ, তবে আমরা কেবল এ বা এ-কার দিয়েই নির্দেশ করব। উদাহরণ - Dahme-Spreewald ডামে-ষ্প্রেভাল্ড (ডাআমে ষ্প্রেএভাল্ট্ - এখানে "ষ্প্রে"-এর "এ" বেশ দীর্ঘ উচ্চারিত হবে)
- ei, ai - আয়। উদাহরণ - Heidelberg হায়ডেলবের্গ (হায়ডেল্বেয়াক্)
- en - এন। উদাহরণ - Brandenburg ব্রান্ডেনবুর্গ (ব্রান্ডেন্বুয়াক্)
- er - আ কিংবা আর। শব্দ বা অক্ষরের শেষে জার্মান ভাষায় er-এর r উচ্চারিত হয় না। উদাহরণ - Elster এল্স্টা। ধ্বনিগত দিক থেকে (phonetically) বাংলা বানানে 'র' রাখা উচিত নয়, কিন্তু বাংলা বানানের সাহায্যে জার্মান বানান নির্দেশ করতে চাইলে er-এর r বাংলা র দিয়ে নির্দেশ করা যায়। আমাদেরকে ঠিক করতে হবে বাংলা প্রতিবর্ণীকরণের এই ক্ষেত্রে আমাদের পছন্দ (preference) বানানভিত্তিক নাকি ধ্বনিভিত্তিক।
- eu, äu - অয়। উদাহরণ - Bayreuth বায়রয়ট (বায়্রয়ট্)।
- f, ff, ph - ফ (ফ়)
- g, gg - গ
- h - হ
- i - ই বা হ্রস্ব-ই-কার
- ie - দীর্ঘ ই, তবে আমরা কেবল ই বা হ্রস্ব-ই-কার দিয়েই নির্দেশ করব।
- j - য়, ইয়
- l, ll - ল
- lch - ল্শ
- ld - ল্ড (শব্দের শেষে ld-এর d-টা আসলে খানিকটা অঘোষ 'ড' (soft/unvoiced d), অনেকটা ট-এর কাছাকাছি, কিন্তু আমরা ল্ড-ই লিখব)। উদাহরণ - Dahme-Spreewald ডামে-ষ্প্রেভাল্ড (ডাআমে ষ্প্রেএভাল্ট্)
- m, mm - ম
- n, nn - ন
- nch - ন্শ
- nd - নড (ভেঙে দেখাতে চাইলে) কিংবা ন্ড। উদাহরণ - Brandenburg ব্রান্ডেনবুর্গ বা ব্রানডেনবুর্গ (current preference ন্ড)। মূল জার্মান উচ্চারণ দেখাতে চাইলে অক্ষরের শেষে ইটালিক্সে ন্ট-ও লেখা যায়। উদাহরণ und উন্ড (উন্ট্)।
- ng - ঙ। উদাহরণ - Tübingen টুবিঙেন (ট্যুবিঙেন্)
- nk - ংক। উদাহরণ - Frankfurt ফ্রাংকফুর্ট (ফ্রাঙ্ক্ফুয়াট্)
- o - অ (ক্ষেত্রবিশেষে; ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে)। উদাহরণ - Cottbus কটবুস (কট্বুস্)
- oh - ও
- ö, öh - ও (ও্য)
- p, pp - প
- pf - প্ফ
- qu - ক্ভ
- r, rr - র
- rg - র্গ (rg-এর g-টা আসলে খানিকটা অঘোষ 'গ' (soft/unvoiced g), অনেকটা ক-এর কাছাকাছি, কিন্তু আমরা র্গ-ই লিখব)। উদাহরণ - Brandenburg ব্রান্ডেনবুর্গ। মূল জার্মান উচ্চারণ দেখাতে চাইলে অক্ষরের শেষে ইটালিক্সে র্ক্ বা য়াক্-ও লেখা যায়। উদাহরণ Brandenburg ব্রান্ডেনবুর্গ (ব্রান্ডেন্বুর্ক্ বা ব্রান্ডেনবুয়াক্)।
- rn - রন (ভেঙে দেখাতে চাইলে) কিংবা র্ন। উদাহরণ-Barnim বারনিম কিংবা বার্নিম (current preference র্ন)
- rt - র্ট। উদাহরণ - Frankfurt ফ্রাংকফুর্ট (ফ্রাংকফুয়াট্)। জার্মান ভাষায় rt-এর r-টা সাধারণত বাংলা র-এর মত জোর দিয়ে উচ্চারিত হয় না, জিহ্বা তালুর সাথে ঠেকে না বললেই চলে, তাই rt-কে য়ট-এর মত শোনা যায়। তাই ধ্বনিগত দিক থেকে (phonetically) বাংলা বানানে 'র' রাখা উচিত নয়, কিন্তু বাংলা বানানের সাহায্যে জার্মান বানান নির্দেশ করতে চাইলে rt-এর r বাংলা র দিয়ে নির্দেশ করা যায়। আমাদেরকে ঠিক করতে হবে বাংলা প্রতিবর্ণীকরণের এই ক্ষেত্রে আমাদের পছন্দ (preference) বানানভিত্তিক নাকি ধ্বনিভিত্তিক।
- s - জ (জ়)। উদাহরণ - Saarland জারলান্ড (জ়াআলান্ট্)
- sch - শ
- schl - শ্ল
- schr - শ্র
- sp - শব্দের আদিতে ষ্প, নাহলে স্প
- spr - ষ্প্র। উদাহরণ - Dahme-Spreewald ডামে-ষ্প্রেভাল্ড
- st - শব্দের আদিতে ষ্ট, নাহলে স্ট
- str - ষ্ট্র
- ss, ß - স
- t, tt, th - ট। উদাহরণ - Tegel টেগেল (টেগেল্), Cottbus কটবুস (কট্বুস্), Bayreuth বায়রয়ট (বায়্রয়ট্)।
- tsch - চ। উদাহরণ - Deutschland ডয়চলান্ড (ডয়চ্লান্ট্)
- u, uh - উ। উদাহরণ - Cottbus কটবুস
- ü, üh, y - উ (উ্য)
- v - কখনো ভ, কখনো ফ। উদাহরণ - Havelland হাভেললান্ড (এখানে v-এর উচ্চারণ 'ভ' দিয়ে নির্দেশ করলে কাছাকাছি উচ্চারণ পাওয়া যায়।)
- w - ভ। জার্মানে w-এর উচ্চারণ ওয়-এর চেয়ে ইংরেজি v-এর বেশি কাছাকাছি, তাই আমরা w-এর জন্য 'ভ' ব্যবহার করব। উদাহরণ - Dahme-Spreewald ডামে-ষ্প্রেভাল্ড
- x - ক্স
- z, tz - ৎস
[সম্পাদনা] বিভিন্ন জার্মান নাম (proper noun) ও তাদের প্রতিবর্ণীকৃত বাংলা বানান
[সম্পাদনা] ফেডারেল ইউনিয়ন বা বুন্ড (Bund)
- Bundesrepublik Deutschland - বুন্ডেসরেপুবলিক ডয়চলান্ড বা জার্মানি
[সম্পাদনা] রাজ্য বা লান্ড (land) (১৬টি)
- Baden-Württemberg - বাডেন-ভ্যুর্টেমবের্গ।
- Bavaria/Bayern - বাভারিয়া বা বায়ার্ন।
- Berlin - বার্লিন (জার্মান বের্লিন)। জার্মানির ৩টি শহর-রাজ্যের (StadtStaten ষ্টাটষ্টাটেন) একটি ও সমগ্র জার্মানির রাজধানী।
- Brandenburg - ব্রান্ডেনবুর্গ
- Bremen - ব্রেমেন। জার্মানির ৩টি শহর-রাজ্যের (StadtStaten ষ্টাটষ্টাটেন) একটি।
- Hamburg - হামবুর্গ। জার্মানির ৩টি শহর-রাজ্যের (StadtStaten ষ্টাটষ্টাটেন) একটি।
- Hessen - হেসেন
- Mecklenburg-Vorpommern - মেক্লেনবুর্গ-ফোরপোমের্ন
- Niedersachsen - নিডারজাখ্সেন
- Nordrhein-Westfalen - নর্থরাইন ওয়েস্টফেলিয়া বা নর্ডরাইন ভেস্টফালিয়া। জার্মানির রাজ্য, যে-রাজ্যে বন, কোলন, ড্যুসেলডর্ফ, ডুইসবুর্গ-এর মত শহরগুলো অবস্থিত।
- Rheinland-Pfalz - রাইনলান্ড ফাল্স বা রাইনলান্ড ফাল্ৎস।
- Saarland - জারলান্ড
- Sachsen - জাখ্সেন
- Sachsen-Anhalt - স্যাকসনী-আনহাল্ট বা জাখ্সেন-আনহাল্ট।
- Schleswig-Holstein - শ্লেসভিগ-হোল্স্টাইন
- Thüringen - টুরিঙেন (ট্যুরিঙেন্)
[সম্পাদনা] গ্রামীণ-জেলা/লান্ডক্রাইস (Landkreis) ও শহুরে-জেলা/ক্রাইসফ্রাইয়ে ষ্টাট (Kreisfreie Stadt)
[সম্পাদনা] ব্রান্ডেনবুর্গ রাজ্য
- লান্ডক্রাইস
- Barnim - বার্নিম।
- Dahme-Spreewald - ডামে-ষ্প্রেভাল্ড।
- Elbe-Elster - এল্বে-এল্স্টার।
- Havelland - হাভেললান্ড।
- Märkisch-Oderland - ম্যেরকিশ-ওডারলান্ড।
- Oberhavel - ওবারহাভেল।
- Oberspreewald-Lausitz - ওবারষ্প্রেভাল্ড-লাউসিত্স।
- Oder-Spree - ওডার-ষ্প্রে।
- Ostprignitz-Ruppin - অস্টপ্রিগনিৎস-রুপ্পিন। (নোট: রুপ্পিন-এর ই-টা দীর্ঘ উচ্চারিত হয়)
- Potsdam-Mittelmark - পট্সডাম-মিটেলমার্ক।
- Prignitz - প্রিগনিৎস।
- Spree-Neiße - ষ্প্রে-নাইসে।
- Teltow-Fläming - টেলটোও-ফ্ল্যেমিং। (নোট: এখানে w, ভ-এর মত উচ্চারিত না হয়ে ওয়-এর মত উচ্চারিত)
- Uckermark - উকারমার্ক।
- ষ্টাটক্রাইস
- Brandenburg - ব্রান্ডেনবুর্গ।
- Cottbus - কটবুস।
- Frankfurt (Oder) - ফ্রাংকফুর্ট (ওডার)। এটি ছোট শহর, ওডার নদীর তীরে অবস্থিত। একই নামের অধিক পরিচিত বড় শহর ফ্রাংকফুর্ট, যা মাইন নদীর তীরে হেসেন রাজ্যে অবস্থিত।
- Potsdam - পট্সডাম।
[সম্পাদনা] ব্রেমেন রাজ্যের শহর
- Bremen - ব্রেমেন। মূল শহর।
- Bremerhaven - ব্রেমারহাফেন। ব্রেমেনের ৬০ কিমি উত্তরে উত্তর সাগরের তীরে অবস্থিত বন্দর শহর। নদীপথে ব্রেমেনের সাথে যুক্ত।
[সম্পাদনা] বাডেন-ভ্যুর্টেনবের্গ রাজ্যের লান্ডক্রাইস ও ষ্টাটক্রাইসসমূহ
- লান্ডক্রাইস
- Alb-Donau - আল্ব-ডোনাউ।
- Biberach - বিবারাখ।
- Bodensee - বোডেন্সে।
- Böblingen - ব্যোবলিঙেন।
- Breisgau-Hochschwarzwald - ব্রাইস্গাউ-হোখ্শ্ভার্ৎস্ভাল্ড।
- Calw - কাল্ফ।
- Konstanz - কোনস্টান্ৎস।
- Emmendingen - এমেনডিঙেন।
- Enz - এন্ৎস।
- Esslingen - এসলিঙেন।
- Freudenstadt - ফ্রয়ডেনষ্টাট।
- Göppingen - গ্যোপিঙেন।
- Heidenheim - হাইডেনহাইম।
- Heilbronn - হাইল্ব্রন।
- Hohenlohe - হোয়েনলোয়ে।
- Karlsruhe - কার্ল্স্রুয়ে।
- Lörrach - ল্যোর্রাখ।
- Ludwigsburg - লুটভিগ্সবুর্গ।
- Main-Tauber - মাইন-টাউবার।
- Neckar-Odenwald - নেখার-ওডেনভাল্ড।
- Ortenaukreis - ওর্টেনাউক্রাইস।
- Ostalbkreis - অস্টআল্বক্রাইস।
- Rastatt - রাস্টাট।
- Ravensburg - রাভেন্সবুর্গ।
- Rems-Murr - রেম্স-মুর।
- Reutlingen - রয়ট্লিঙেন।
- Rhein-Neckar - রাইন-নেখার।
- Rottweil - রট্ভাইল।
- Schwäbisch Hall - শ্ভ্যেবিশ হাল।
- Schwarzwald-Baar - শ্ভার্ৎস্ভাল্ড-বার।
- Sigmaringen - সিগমারিঙেন।
- Tübingen - ট্যুবিঙেন।
- Tuttlingen - টুটলিঙেন।
- Waldshut - ভাল্ৎসহুট।
- Zollernalbkreis - সোলার্নআল্বক্রাইস।
- ষ্টাটক্রাইস
- Baden-Baden - বাডেন-বাডেন।
- Freiburg - ফ্রাইবুর্গ।
- Heidelberg - হাইডেলবের্গ।
- Heilbronn - হাইল্ব্রন।
- Mannheim - মানহাইম।
- Ulm - উল্ম।
- Pforzheim - প্ফোর্ৎস্হাইম।
- Stuttgart - ষ্টুটগার্ট।
[সম্পাদনা] বায়ার্ন/বাভারিয়ার লান্ডক্রাইস ও ক্রাইসফ্রাই ষ্টাট (ক্রম ঠিক নেই)
- Amberg - আমবের্গ।
- Ansbach - আন্সবাখ।
- Aschaffenburg - আশাফেনবুর্গ।
- Aichach-Friedberg - আইখাখ-ফ্রিডবের্গ।
- Altötting - আলট্যোটিং।
- Amberg-Sulzbach - আমবের্গ-সুল্ৎসবাখ।
- Ansbach - আন্সবাখ।
- Augsburg - আউগ্সবুর্গ।
- Bad Kissingen - বাড কিসিঙেন।
- Bad Tölz-Wolfratshausen - বাড ট্যোল্ৎস-ভোল্ফরাৎসহাউসেন।
- Bamberg - বামবের্গ।
- Bayreuth - বায়্রয়ঠ।
- Berchtesgadener Land - বের্খটেসগাডেনার লান্ড।
- Cham - খাম।
- Coburg - কোবুর্গ।
- Dachau - ডাখাউ।
- Deggendorf - ডেকেনডর্ফ।
- Dillingen - ডিলিঙেন।
- Dingolfing-Landau - ডিঙোলফিং লান্ডাউ।
- Donau-Ries - ডোনাউ-রিস।
- Ebersberg - এবার্সবের্গ।
- Eichstätt - আইখষ্ট্যেট।
- Erding - এর্ডিং।
- Erlangen - এরলাঙেন।
- Erlangen-Höchstadt - এরলাঙেন-হ্যোখষ্টাট।
- Forchheim - ফর্খহাইম।
- Freising - ফ্রাইসিং।
- Freyung-Grafenau - ফ্রায়ুং-গ্রাফেনাউ।
- Fürstenfeldbruck - ফ্যুর্স্টেনফেল্ডব্রুক।
- Fürth - ফ্যুর্ঠ।
- Garmisch-Partenkirchen - গার্মিশ-পার্টেঙ্নকির্খেন।
- Günzburg - গ্যুন্ৎসবুর্গ।
- Haßberge - হাসবের্গে।
- Hof - হোফ।
- Ingolstadt - ইঙোলষ্টাট।
- Kaufbeuren - কাউফবয়রেন।
- Kelheim - কেলহাইম।
- Kempten - কেম্পটেন।
- Kitzingen - কিৎসিঙেন।
- Kronach - ক্রোনাখ।
- Kulmbach - কুল্মবাখ।
- Landsberg - লান্ড্সবের্গ।
- Landshut - লান্ড্সহুট।
- Lichtenfels - লিশটেনফেল্স।
- Lindau - লিনডাউ।
- Main-Spessart - মাইন-ষ্পেসার্ট।
- Memmingen - মেমিঙেন।
- Miesbach - মিসবাখ।
- Miltenberg - মিল্টেনবের্গ।
- Mühldorf - ম্যুলডর্ফ।
- München - ম্যুনশেন।
- Neuburg-Schrobenhausen - নয়বুর্গ-শ্রোবেনহাউসেন।
- Neumarkt - নয়মার্ক্ট।
- Neustadt an der Waldnaab - নয়ষ্টাট আন ডের ভাল্ডনাব।
- Neustadt-Bad Windsheim - নয়ষ্টাট-বাড ভিন্ড্সহাইম।
- Neu-Ulm - নয়-উল্ম।
- Nürnberg - ন্যুর্নবের্গ।
- Nürnberger Land - ন্যুর্নবের্গার লান্ড।
- Oberallgäu - ওবারআলগয়।
- Ostallgäu - অস্টআলগয়।
- Passau - পাসাউ।
- Pfaffenhofen - প্ফাফেনহোফেন।
- Regen - রেগেন।
- Regensburg - রেগেন্সবুর্গ।
- Rhön-Grabfeld - র্যোন-গ্রাবফেল্ড।
- Rosenheim - রোসেনহাইম।
- Roth - রোঠ।
- Rottal-Inn - রোটাল-ইন।
- Schwabach - শ্ভাবাখ।
- Schwandorf - শ্ভানডর্ফ।
- Schweinfurt - শ্ভাইনফুর্ট।
- Starnberg - ষ্টার্নবের্গ।
- Straubing - ষ্ট্রাউবিং।
- Straubing-Bogen - ষ্ট্রাউবিং-বোগেন।
- Tirschenreuth - টির্খেনরয়ঠ।
- Traunstein - ট্রাউনষ্টাইন।
- Unterallgäu - উন্টারআলগয়।
- Weiden - ভাইডেন।
- Weilheim-Schongau - ভাইলহাইম-শোনগাউ।
- Weißenburg-Gunzenhausen - ভাইসেনবুর্গ-গুন্ৎসেনহাউসেন।
- Wunsiedel - ভুনসিডেল।
- Würzburg - ভ্যুরৎসবুর্গ।
[সম্পাদনা] শহর ও অঞ্চল
- München - মিউনিখ (জার্মান ম্যুন্শেন) - জার্মানির তৃতীয় বৃহত্তম শহর। একই নামের রাজ্যের রাজধানী।
- Köln - কোলন। জার্মানির চতুর্থ বৃহত্তম শহর।
- Frankfurt - ফ্রাংকফুর্ট। জার্মানির পঞ্চম বৃহত্তম শহর।
- Strasburg - স্ট্রাসবুর্গ। জার্মানি ও ফ্রান্সের সীমান্তে, ফ্রান্সের আলসাস অঞ্চলের রাজধানী। এখানে ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত।
- Dresden - ড্রেসডেন। জার্মান শহর। জাখ্সেন রাজ্যের রাজধানী।
- Grafschaft Isenburg - ইজেনবুর্গ। ফ্রাংকফুর্ট-এর অদূরবর্তী স্থান।
- Hanover - হানোভার। জার্মান শহর। নিডারজাখ্সেন রাজ্যের রাজধানী।
- Stuttgart - স্টুটগার্ট। বাডেন-ভ্যুর্টেনবার্গ রাজ্যের রাজধানী।
- Berlin - বার্লিন। বার্লিন (বের্লিন) রাজ্যের রাজধানী।
- Potsdam - পট্সডাম। ব্রান্ডেনবুর্গ রাজ্যের রাজধানী।
- Bremen - ব্রেমেন। (ফ্রাই হান্জেষ্টাট) ব্রেমেন রাজ্যের রাজধানী।
- Hamburg - হামবুর্গ। (ফ্রাই হান্জেষ্টাট) হামবুর্গ রাজ্যের রাজধানী।
- Wiesbaden - ভিসবাডেন। হেসেন রাজ্যের রাজধানী।
- Schwerin - শ্ভেরিন। মেকলেনবুর্গ-ফোরপোমের্ন রাজ্যের রাজধানী।
- Hannover - হানোভার। নিডারজাখ্সেন রাজ্যের রাজধানী।
- Düsseldorf - ড্যুসেলডর্ফ। নর্ডরাইন-ভেস্টফালেন রাজ্যের রাজধানী।
- Mainz - মাইন্ৎস। রাইনলান্ড-ফাল্ৎস রাজ্যের রাজধানী।
- Saarbrücken - জারব্র্যুকেন। জারলান্ড রাজ্যের রাজধানী।
- Magdeburg - মাগডেবুর্গ। জাখ্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী।
- Kiel - কিল। শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের রাজধানী।
- Erfurt - এরফুর্ট। (ফ্রাইষ্টাট) থুরিংগেন রাজ্যের রাজধানী।
[সম্পাদনা] সাগর, নদী, হ্রদ, খাল
- Nordsee - নর্ড্সে
- Ostsee - অস্ট্সে
- Rhein - রাইন
- Donau - ডোনাউ
- Iller - ইলার
- Bodensee - বোডেন্সে
- Lech - লেখ
- Ammersee - আমার্সে
- Starnbergersee - ষ্টার্নবের্গের্সে
- Chiemsee - কিম্সে
- Inn - ইন
- Isar - ইসার
- Naab - নাব
- Altmühl - আল্টম্যুল
- Neckar - নেকার
- Main - মাইন
- Saar - সার
- Mosel - মোসেল
- Lahn - লান
- Sieg - সিগ
- Lippe - লিপ্প্য
- Saale - সালে
- Fulda - ফুলডা
- Werra - ভেরা
- Weiße Elster - ভাইসে এলস্টার
- Mulde - মুল্ডে
- Elbe - এলবে
- Spree - ষ্প্রে
- Neiße - নাইসে
- Oder - ওডার
- Havel - হাফেল
- Ems - এম্স
- Mittelland kanal - মিটেললান্ড কানাল
- Weser - ভেসার
- Aller - আলার
- Steinhuder Meer - ষ্টাইনহুডার মের
- Oder-Havel kanal - ওডার-হাফেল কানাল
- Peene - পেনে
- Nord-Ostsee Kanal - নর্ড-অস্ট্সে কানাল
[সম্পাদনা] পত্রপত্রিকা
- Stadt-Anzeiger - স্টাট আনসাইগার। কোলন শহরের একটি দৈনিক পত্রিকা।
- Allgemeine Zeitung - আলগেমাইনে সাইটুং। ফ্রাংকফুর্ট থেকে প্রকাশিত জার্মান জাতীয় দৈনিক।
- Süddeutsche Zeitung - স্যুদডয়চে সাইটুং। মিউনিখ থেকে প্রকাশিত দৈনিক।
- Diese woche - ডিজে ভখে। পত্রিকা।
- Der Spiegel - ডেয়ার স্পিগেল। সাপ্তাহিক ম্যাগাজিন।
- Neue Zürcher Zeitung - নয় স্যুরশার সাইটুং। জার্মানভাষী সুইস দৈনিক।
[সম্পাদনা] ব্যক্তিত্ব
[সম্পাদনা] অভিনেতা অভিনেত্রী
- নিনা হোস, জার্মান নায়িকা
[সম্পাদনা] সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব
- Willi Germund - ভিলি গেরমুন্ড। জার্মান সাংবাদিক।
- Rudolf Augstein - রুডল্ফ আউগস্টাইন। ডেয়ার স্পিগেল পত্রিকার স্থপতি, প্রবাদ প্রতিম মিডিয়া ব্যক্তিত্ব।
- Konrad Ahlers - কনরাড আলার্স । সত্তরের দশকে ডেয়ার স্পিগেল পত্রিকার প্রাক্তন সম্পাদক।
- এরিক বেটারমান, ডয়চে ভেলের মহাপরিচালক
[সম্পাদনা] রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধান
- Horst Köhler - হর্স্ট কোয়্যেলার। জার্মান রাষ্ট্রপতি (২০০৪-২০০৯)।
- Angela Merkel - আঙ্গেলা ম্যারকেল। জার্মান চ্যান্সেলর।
- Alexander Graf Lambsdorff - আলেক্জান্ডার গ্রাফ লাম্বস্ডর্ফ। জার্মান রাজনীতিবিদ।
- Kurt Beck - কুর্ট বেক। রাইনলান্ড ফাল্ৎস রাজ্যের মুখ্যমন্ত্রী (১৯৯৪-)
- Wolfgang Böhmer - ভল্ফগাং ব্যোয়েমার। স্যাকসনী-আনহাল্ট রাজ্যের মুখ্যমন্ত্রী (২০০২-)।
- Brigitte Zypries - ব্রিগিটে স্যুপ্রিস। জার্মান আইন মন্ত্রী ।
- Günther Beckstein - গ্যুন্টার বেকস্টাইন। জার্মানির দক্ষিণাঞ্চলের বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী।
- Konrad Adenauer - কনরাড আডেনাউয়ার। ফেডারেল জার্মানির প্রথম চ্যান্সেলর ।
- Franz Josef Strauß - ফ্রান্স ইয়োজেফ স্ট্রাউস। সত্তরের দশকের জার্মান প্রতিরক্ষামন্ত্রী ।
- Kurt Schumacher - কুর্ট শুমাখার। সত্তরের দশকে সামাজিক গণতন্ত্রী দলের প্রধান।
[সম্পাদনা] অর্থনীতিবিদ
- Hans-Werner Sinn - হান্স ভেয়ার্নার জিন। ইফো ইনস্টিটিউট-এর সভাপতি।
- Holger Schmidling - হলগার শ্মিডলিং । ব্যাংক অফ আমেরিকার অর্থনীতিবিদ।
[সম্পাদনা] নভোচারী
- Thomas Reiter - টোমাস রাইটার। জার্মান নভোচারী।
[সম্পাদনা] প্রতিষ্ঠান
[সম্পাদনা] বিশ্ববিদ্যালয়
- Universität Osnabrück - ওসনাব্র্যুক বিশ্ববিদ্যালয়।
[সম্পাদনা] সামরিক
- Bundeswehr - বুন্দেসভেয়ার। জার্মান সশস্ত্র বাহিনী ।
[সম্পাদনা] পরিবহন
- Deutsche Bahn - ডয়চে বান। জার্মানির জাতীয় রেল কোম্পানী।
- Lufthansa - লুফতহানজা । জার্মান বিমান সংস্থা।
[সম্পাদনা] গবেষণা
- ifo Institut - ইফো ইনস্টিটিউট। মিউনিখের প্রভাবশালী অর্থনীতি বিষয়ক ইনস্টিটিউট।