বলধা গার্ডেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই বাগানে প্রচুর দূর্লভ গাছপালা রয়েছে। ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় ১৯০৯ সালে বলধা গার্ডেন এর সূচনা করেন। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যান নির্মিত। নরেন্দ্রনারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। বলধা গার্ডেন দু'টি অংশে বিভক্ত একটি অংশের নাম সাইকি এবং অন্যটি সিবিলি।
[সম্পাদনা] বহিঃসংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।