অসমীয়া ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অসমীয়া
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারত, বাংলাদেশ, ভুটান 
অঞ্চল: অসম
মোট ভাষাভাষী সংখ্যা: ২ কোটি 
ক্রম: ৬৫
ভাষা পরিবার:
 ইন্দো-ইরানীয়
  ইন্দো-আর্য
   মাগধী
    অপভ্রংশ অবহট্ট
     বাংলা-অসমীয়া
      অসমীয়া গোষ্ঠী
       অসমীয়া 
লিপি: অসমীয়া লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: অসম
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: as
ISO 639-2: asm
ISO/FDIS 639-3: asm 

অসমীয়া ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের ইন্দো-আর্য শাখার সবচেয়ে পূর্বাঞ্চলীয় ভাষা। অসমীয়া প্রায় দেড় কোটি মানুষের মাতৃভাষা। এদের অধিকাংশই ভারতের অসম রাজ্যে বাস করেন। এছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভূটান ও বাংলাদেশেও অসমীয়া কথিত হয়। পূর্ব ভারতীয় মাগধী প্রাকৃত থেকে অসমীয়া ভাষার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। ১৮২৬ সালে অসম ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং বাংলাকে অসমের রাষ্ট্রভাষা করা হয়। এর প্রায় ৫০ বছর পরে ১৮৭০-এর দশকে অসমীয়া ভাষা রাজ্যটির সরকারী ভাষা হিসেবে ফিরে আসে। বর্তমানে অসমীয়া ভারতের অসম রাজ্যের সরকারী ভাষা এবং রাজ্যের সমস্ত কর্মকাণ্ডে এটি ব্যবহৃত হয়।

[সম্পাদনা] উপভাষা

অসমীয়ার অনেকগুলি উপভাষা রয়েছে। মান্য অসমীয়া কেন্দ্রীয় উপভাষাটির উপর ভিত্তি করে নির্মিত। নিচে অসমীয়ার উপভাষাগুলির একটি তালিকে দেয়া হল:

  • কেন্দ্রীয়
  • পূর্ব
  • কামরূপী
  • গোয়ালপারিয়া
  • নাগা পিজিন, একটি অসমিয়া-ভিত্তিক ক্রেয়োল ভাষা]
অন্যান্য ভাষা