হরি ধান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান। বাংলাদেশের কৃষক বিজ্ঞানী হরিপদ কাপালী এই ধানের আবিস্কারক। ঝিনাইদহ জেলার অনেক জমিতে এখন এই ধান চাষ হচ্ছে। বিঘাপ্রতি ফলন ১৮ থেকে ২০ মণ। ধানের গোছা পুরুষ্টু ও বিচালি শক্ত। মোটা চাল। ভাত মোটা হলেও সুস্বাদু।
[সম্পাদনা] আবিস্কারের ইতিহাস
ঝিনাইদহ সদর উপজেলার আসানসোল গ্রামের কৃষক হরিপদ কাপালী ১৯৯৯ সালে নিজের ধানের জমিতে একটি বিশেষ ধরনের আগাছা দেখতে পান। এর শিষটি মোটা, পুরুষ্টু। হরিপদ আগাছা না তুলে রেখে দেন। পরের বছর সে বীজ আলাদা করে ক্ষেতের এককোণে লাগান আর অভাবিত ফলন পান।
[সম্পাদনা] কখন চাষ করতে হয়
[সম্পাদনা] বৈজ্ঞানিক তথ্য
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।