রবীন্দ্র সঙ্গীত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানগুলি এবং তাদের গায়নরীতিকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। প্রায় ২২৩০ গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত। সমস্ত গান গীতবিতান গ্রন্থে সংগৃহীত আছে। কিছু গান রবীন্দ্রনাথ নিজেই সুরারোপ করেছিলেন। কিন্তু শান্তিনিকতনে রবীন্দ্রনাথের শেষ জীবনে অধিকাংশ গানেই সরারোপ করেন তাঁর "গানের ভাণ্ডারী" "দিনু ঠাকুর" (দীনেন্দ্রনাথ ঠাকুর)। রবীন্দ্রসঙ্গীত গাইবার বিশেষ কিছু ভঙ্গী আছে। রবীন্ধনাথের গান সাধারণতঃ একটু গম্ভীর, শ্রদ্ধা বিজড়িত ও ধীর লয়ের। রবীন্ধনাথের সঙ্গীত ও নৃত্যের ধারণা মণিপুরী বৈষ্ণব সংস্কৃতির দ্বারা গভীর ভাবে প্রভাবিত। তাই তাঁর গানের গায়নশৈলীর মধ্যে একটু কীর্তনাঙ্গ ভাব আছে ও সঙ্গতে তবলার থেকে খোল বেশী আদৃত। বা তবলায় খোলের মত করে বাজানো হয়। রবীন্দ্রসঙ্গীতের ৬টি পর্যায় রয়েছে: পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র, আনুষ্ঠানিক।

রবীন্দ্রসঙ্গীত বাংলার সংস্কৃতির এক প্রধান স্তম্ভ। আক্ষরিক অর্থে শত শত বাঙালি গায়ক গায়িকা এই গান গেয়ে বিখ্যাত হয়েছেন। কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গায়ক

  1. ইন্দুলেখা ঘোষ
  2. পঙ্কজ মল্লিক
  3. নলিনীকান্ত সরকার
  4. রাজেশ্বরী দত্ত
  5. মায়া সেন
  6. নীলিমা সেন
  7. অমিতা সেন
  8. চিত্রলেখা চৌধুরী
  9. বন্দনা সিংহ
  10. শান্তিদেব ঘোষ
  11. হেমন্ত মুখোপাধ্যায়
  12. কণিকা বন্দোপাধ্যায়
  13. অশোকতরু বন্দ্যোপাধ্যায়
  14. দেবব্রত বিশ্বাস
  15. সাগর সেন
  16. কে এল সায়গল
  17. সুবিনয় রায়
  18. সুচিত্রা মিত্র
  19. সুমিত্রা সেন
  20. ইন্দ্রাণী সেন
  21. শ্রাবণী সেন
  22. অর্ঘ্য সেন
  23. রেজওয়ানা চৌধুরী বন্যা
  24. স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
  25. শিবাজী চট্টোপাধ্যায়
  26. শ্রীকান্ত আচার্য
  27. শ্রীরাধা বন্দোপাধ্যায়
  28. চিন্ময় চট্টোপাধ্যায়
  29. ঋতু গুহ
  30. গীতা ঘটক


অন্যান্য ভাষা