রাধানাথ শিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাধানাথ শিকদার
রাধানাথ শিকদার

রাধানাথ শিকদার (১৮১৩-১৮৭০) একজন বাঙালি গণিতবিদ। তিনি হিমালয় পর্বতমালার ২৫ নং শৃঙ্গের উচ্চতা নিরূপন করেন, এবং প্রথম আবিষ্কার করেন যে, এটিই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বত শৃঙ্গটিকেই পরে মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয়।

রাধানাথ শিকদার ভারতে তদানিন্তন ব্রিটিশ প্রশাসনের জরীপ বিভাগ সার্ভেয়র জেনারেল অফ ইন্ডিয়ার দপ্তরে কাজ করতেন। তিনি ১৮৪০ সালের মহা ত্রিকোণমিতিক জরীপ কাজে অংশ নেন। তিনি পড়ালেখা করেছিলেন কলকাতাহেয়ার স্কুলে, এবং পরে হিন্দু কলেজে (বর্তমানের প্রেসিডেন্সি কলেজ)। ১৮৫৪ সালে তিনি "মাসিক পত্রিকা" নামক মহিলাদের শিক্ষাবিষয়ক পত্রিকাটি চালু করেন।

২০০৪ সালের ২৭শে জুন তারিখে ভারতের ডাক বিভাগ চেন্নাইয়ে ভারতের ত্রিকোণমিতিক জরীপের প্রতিষ্ঠার স্মরণে একটি ডাকটিকিট প্রকাশ করে, যাতে রাধানাথ শিকদার ও নইন সিং এর ছবি প্রদর্শিত হয়েছে।

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা