নারিন্দা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নারিন্দা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরানো ঢাকা অঞ্চলের একটি এলাকা। মধ্যযুগে মোগল শাসনামল থেকেই এখানে জনবসতি রয়েছে। এই এলাকাটির নাম এসেছে নারায়ণদিয়া শব্দের অপভ্রংশ হতে, যার অর্থ হলো নারায়ণের দ্বীপ।[১]

১৬৪০ খ্রিস্টাব্দে ঢাকায় আগমনকারী পর্তুগীজ পরিব্রাজক ও ভ্রমণকারী সেবাস্তিয়ান মানরিকের বর্ণনায় নারিন্দার উল্লেখ পাওয়া যায়। সে সময় এই এলাকাটি ছিলো সুবা বাংলার রাজধানী ঢাকা শহরের পূর্ব সীমান্ত। পরবর্তীতে, বিশেষ করে ইংরেজ শাসনামলে ঢাকা শহরের লোকসংখ্যা যখন কমে আসে, তখন নারিন্দা প্রায় জনশূণ্য হয়ে পড়ে। উনবিংশ শতকের শেষ ভাগে গেন্ডারিয়া ও নারিন্দা এলাকাকে আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলা হয়। [২]


নারিন্দা এলাকাতে ঢাকা শহরের খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থান অবস্থিত। নারিন্দা এলাকাতেই ১৬২৮ খ্রিস্টাব্দে পর্তুগীজ ধর্মপ্রচারকেরা ঢাকার প্রাচীনতম গীর্জা চার্চ অফ দি অ্যাসাম্পশন প্রতিষ্ঠিত করেন। [৩]


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৪১, ISBN 9844121043
  2. Dhaka, বাংলাপিডিয়া
  3. Christianity in Bangladesh, জেরোম ডি'কস্টা, ক্যাথলিক বিশপ কনফারেন্স অফ বাংলাদেশ।