পানকৌড়ি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কয়েকটি ডুবুরী পাখী (ফ্যালাক্রোকোরাসিডে পরিবার)। ইংরাজী নাম: কর্মোরেন্ট, স্যাগ।
- Indian cormorant = Phalacrocorax fuscicollis
- Little cormorant = Phalacrocorax niger
জলা জায়গার আশেপাশে এদের দেখা মিলবে।দল বেঁধে থাকে নদীতে,ঝিলে,হ্রদে। কুচকুচে কালো এদের গায়ের রঙ।এদের ঠোঁটের সামনের ভাগ বাঁকা । মাছ এদের প্রধান খাবার।মাঝে মধ্যে দলবদ্ধভাবে মাছ শিকার করে।প্রায়শই এদের গাছের ডালে বসে ডানা ছরিয়ে রোদ পোহাতে দেখা যায়। ছোট বড় নানা প্রজাতির পানকৌড়ির দেখা মেলে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।