পৃথিবীর সপ্তাশ্চর্য
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীর সপ্তাশ্চর্য একটি জনপ্রিয় তালিকার নাম যাতে সমসাময়িক পৃথীবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাসমূহের নাম স্থান পায়। এই স্থাপনাসমূহকে অবশ্যই হতে হয় ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব সম্পন্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এ ধরণের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এই তালিকা প্রকাশিত হয়েছে। সর্বশেষে ২০০৭ সালের ৭ জুলাই তারিখে একটি তালিকা প্রকাশিত হয়।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাচীন যুগ

পৃথিবীর সপ্তাশ্চর্য (বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে): গিজার পিরামিড, ব্যাবিলনের শূন্য উদ্যান, আর্টেমিসের মন্দির, অলিম্পিয়ার জিউসের মূর্তি, রোডস এর মূর্তি, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, হ্যালিকারনেসাসের সমাধি মন্দির।
- গিজার পিরামিড
- ব্যাবিলনের শূন্য উদ্যান
- আর্টেমিসের মন্দির
- অলিম্পিয়ার জিউসের মূর্তি
- রোডস এর মূর্তি
- আলেকজান্দ্রিয়ার বাতিঘর
- হ্যালিকারনেসাসের সমাধি মন্দির
[সম্পাদনা] মধ্য যুগ
- আগ্রার তাজমহল
- আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি
- চীনের প্রাচীর
- ইংল্যান্ডের স্টোনহেঞ্জ
- রোমের বৃত্তাকার মঞ্চ
- নানকিনের চিনামাটির মিনার
- সেন্ট সোফিয়ার মসজিদ
[সম্পাদনা] বর্তমান যুগ
[সম্পাদনা] নতুন সপ্তাশ্চর্য
আশ্চর্য | নির্মাণের সময়কাল | নির্মাতা |
---|---|---|
চীনের প্রাচীর | খ্রিস্টপূর্ব ৫ম - ১৬শ শতাব্দী | চীন |
পেত্রা | অজানা | জর্ডান |
ক্রাইস্ট দ্য রিডিমার | অক্টোবর ১২, ১৯৩১-এ উদ্বোধন হয় | ব্রাজিল |
মাচু পিক্চু | ১৪৫০ খ্রিস্টাব্দ | পেরু |
চিচেন ইৎসা | ৬০০ খ্রিস্টাব্দ | মেক্সিকো |
কলোসিয়াম | ৮০ খ্রিস্টাব্দ | ইতালি |
তাজ মহল | ১৬৪৮ খ্রিস্টাব্দ | ভারত |
গ্রেট পিরামিড (অনারারি ) | ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দ | মিশর |