পিথাগোরাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পিথাগোরাসের প্রতিকৃতি
পিথাগোরাসের প্রতিকৃতি

পিথাগোরাস বা সামোসের পিথাগোরাস (প্রাচীন গ্রিক ভাষায় Πυθαγόρας পুথাগোরাস্‌) ( খ্রিস্টপূর্ব ৫৮০ -‌ খ্রিস্টপূর্ব ৫০০) একজন গ্রীক দার্শনিক ও গণিতবিদ।

পিথাগোরাস সবচেয়ে বেশি বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্যের জন্য। খ্রীস্টের জন্মের প্রায় ৬০০ বছর আগে পিথাগোরাস দর্শণ শাস্ত্রে প্রভূত অবদান রাখেন। তাকে বলা হয় - সংখ্যার জনক। পিথাগোরাস প্রথম নিজেকে দার্শনিক হিসাবে দাবী করেন। প্লেটো, এরিস্টটল ও কোপারনিকাসের অনেক অর্জন পিথাগোরাসের ধারণারই বিস্তৃতি।

তার কোনো লেখা পরে আর পাওয়া যায়নি ফলে তার অবদান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

৫২৯ খ্রিস্টপূর্বাব্দে তিনি ইতালীর ক্রোটোনা শহরে বসবাস শুরু করেন।

পিথাগোরাসকে বলা যায় সংখ্যা দার্শনিক। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সকল কিছুর মূল হলো সংখ্যা। সংখ্যার সঙ্গে নৈতিকতা, রঙ্, শুভ‌-অশুভকে তিনি মিরিয়ে ফেলেন। তার বিশ্বাস হলো মানুষের আত্মা অবিনশ্বর। ফলে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য কয়েকটি ধর্মের মতো তিনিও জন্মান্তরবাদে বিশ্বাসী। পিথাগোরাস পৃথিবীর গোলকত্বে বিশ্বাস করতেন কারণ তার ধারণা ছিল বৃত্ত হলো পরম বক্ররেখা। সূর্য, চন্দ্র বা গ্রহদের নিজেদের একটা গতি আছে।


[সম্পাদনা] পিথাগোরাসের উপপাদ্য

সমকোণী ত্রিভূজের অতিভূজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


প্রাক-সক্রেটিয় দার্শনিকবৃন্দ
থেলিস • এনাক্সিম্যান্ডার • এনাক্সিমিনিস • পিথাগোরাস • ফিলোলাউস • আর্কাইটাস • এম্পিডক্লিস • হিরাক্লিটাস • পারমেনিডেস • এলেয়া-র জিনো • মেলিসাস • জেনোফেনিস • এনাক্সাগোরাস • লিউকিপ্পাস • ডিমোক্রিটাস • প্রোটাগোরাস • জর্জিয়াস • প্রোডিকাস  • হিপ্পিয়াস • ফেরেসাইডিস