মধ্যমাঠের খেলোয়াড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফুটবল মাঠে অন্য খেলোয়াড়দের মাঝে মধ্যমাঠের খেলোয়াড়ের অবস্থান
ফুটবল মাঠে অন্য খেলোয়াড়দের মাঝে মধ্যমাঠের খেলোয়াড়ের অবস্থান

ফুটবলে মিডফিল্ড বা মধ্যমাঠ এমন একটি অবস্থান যেটি আক্রমনভাগ ও রক্ষণভাগের মাঝামাঝি (চিত্রে নীল রঙ দিয়ে দেখানো হয়েছে)। মিডিফিল্ডার বা মধ্যমাঠের খেলায়াড় হচ্ছেন মধ্যমাঠে খেলা খেলোয়াড় যিনি আক্রমণভাগ ও রক্ষণভাগ দুটি অংশকেই সহায়তা করেন। তাদের প্রধান কাজ হচ্ছে বিপক্ষ দলের বিরুদ্ধে ট্যাক্‌লের মাধ্যমে বলের নিয়ন্ত্রণ নেয়া এবং আক্রমনভাগের খেলোয়াড়ের কাছে নিয়মিত বলের জোগান দেয়া এবং সম্ভব হলে গোল করা। কোন কোন মিডফিল্ডারেরা অপেক্ষাকৃত রক্ষণশীল অবস্থানেও খেলে থাকেন এবং অনেকে আবার মধ্যমাঠ ও আক্রমনভাগের মধ্যবর্তী দেয়াল ভাঙতেও ওস্তাদ। দলে প্রয়োজন অনুযায়ী মিডফিল্ডারের সংখ্যা বিভিন্ন হতে পারে।

অসাধারন মিডফিল্ডারের কয়েকটি গুণাবলী থাকে যেমন: তারা ট্যাক্‌লিং, ড্রিব্‌ল, শ্যুট, পাস দেয়া প্রভৃতিতে দক্ষতা। সাধারনত দলে একজন মূল মিডফিল্ডার থাকেন যিনি বিপক্ষ দলের বর্ম ভেদের চেষ্টা করে সুযোগ তৈরী করেন। বাকী মিডফিল্ডারেরা সুযোগ কাজে লাগিয়ে গোল করতে চেষ্টা করেন। সাধারনত যেকোন প্রান্তে উইঙ্গার বা বিশেষজ্ঞ সাইড মিডিফিল্ডারেরা আক্রমণের দায়িত্বে থাকেন।