আবুল কালাম মহিউদ্দিন আহমেদ (মাওলানা আজাদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাওলানা আবুল কালাম আজাদ
মাওলানা আবুল কালাম আজাদ

'আবুল কালাম আজাদের আসল নাম আবুল কালাম মহিউদ্দিন আহমেদ (জন্ম-১১ নভেম্বর, ১৮৮৮- মৃত্যু ২ ফেব্রুয়ারি, ১৯৫৮) একজন ভারতীয় লেখক, সাংবাদিক, এবং শিক্ষাবিদ। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগঠক। তরুণ বয়সে তিনি তার ছদ্মনাম আজাদ ধারণ করেন। তার জনপ্রিয় নাম হল মাওলানা আজাদ

তরুণ বয়সে আজাদ দর্শণ ও ধর্মের উপর উর্দুতে কবিতা লিখতেন। তিনি একজন প্রসিদ্ধ সাংবাদিক হয়ে উঠেন। তিনি মূলত ব্রিটিশ রাজত্ব ও ভারতীয় জাতীয়তাবাদের উপর লিখতেন। খেলাফত আন্দোলনের সাথে যুক্তহবার সময় থেকেই আজাদ মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। আজাদ গান্ধীর অহিংস আন্দোলন-এর এক চরম ভক্ত হয়ে উঠেন। আজাদ মহাত্মা গান্ধীর "স্বদেশী আন্দোলনের সমর্থন করেন এবং বিদেশী পন্য বর্জন করতে মানুষকে আহব্বান জানান।

মাওলানা আজাদ মোহাম্মদ আলী জিন্নাহ্‌র দ্বি-জাতি তত্ত্ব সমর্থন করেন নাই এবং দেশ বিভাগের পর ভারতে থেকে যান। তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

সূচিপত্র

[সম্পাদনা] শৈশব জীবন

[সম্পাদনা] বিপ্লব ও সাংবাদিকতা

[সম্পাদনা] অসহযোগ

অসহযোগ আন্দোলনে আজাদ
অসহযোগ আন্দোলনে আজাদ

[সম্পাদনা] কংগ্রস নেতা

[সম্পাদনা] ভারত ছাড়-আন্দোলন

[সম্পাদনা] ভারত বিভাগ

আজাদ, প্যাটেল ও গান্ধী
আজাদ, প্যাটেল ও গান্ধী

[সম্পাদনা] সূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা