আলাপ:কাস্তে-কোষ ব্যাধি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই রোগের একটা ব্যাপার হলো, ম্যালেরিয়ার জীবাণু এই রোগের রোগীদেরকে বেশি কাবু করতে পারে না, তাই না? কোথায় যেন পড়েছিলাম বলে মনে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো, আফ্রিকার কিছু অংশে এটার প্রাদুর্ভাব, তাই না?
যাহোক, তথ্য গুলো ঠিক হলে যোগ করে দিয়েন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- ঠিক বলেছেন রাগিব ভাই। আমি already এই তথ্য যোগ করেছি। তবে আমার প্রশ্ন অর্ণব ভায়ের কাছেঃ
[সম্পাদনা] Zaheen ভাই-এর কাছে প্রশ্ন
অ্যানিমিয়ার বাংলা আমি রক্তাল্পতা বেশী শুনেছি। এখন রক্ত শূন্যতা শুনে একটু গুলিয়ে যাছে। রক্তশূণ্যতা হয়ত pallor (অনেকটা ফ্যাকাশের কাছাকাছি) এর বাংলা করা যায় (পন্ডুর মানে ফ্যাকাশে হলেও পাণ্ডু রোগ মানে জন্ডিস, অথচ গল্পে আছে পাণ্ডুর মার মুখ ভয়ে রক্ত শূণ্য হয়ে যাবার জন্য পুত্রের রঙ পাকাপাকি পাণ্ডুর হয়ে যায়)। প্রশ্ন হল রক্ত শূন্যতা যদি অ্যানিমিয়া হয় তাহলে ইস্কিমিয়া (ischemia, lack of blood circulation) ও blanching (চাপ দিলে রক্ত সরে যাওয়া) এর বাংলা কি হবে? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)