হেনরিক ইবসেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() |
|
ছদ্মনাম: | Brynjulf Bjarme (প্রাথমিক কাজ) |
---|---|
জন্ম: | মার্চ ২০, ১৮২৮ স্কিয়েন, নরওয়ে |
মৃত্যু: | মে ২৩, ১৯০৬ ক্রিস্টিয়ানিয়া |
পেশা: | নাট্যকার, কবি, মঞ্চনাটক পরিচালক |
জাতীয়তা: | ![]() |
ধরণসমূহ: | সামাজিক বাস্তবতাবাদ |
প্রভাবসমূহ: | কিয়েরকেগর, Brandes |
যাদের দ্বারা প্রভাবান্বিত: | সামাজিক বাস্তবতাবাদ, শ, Brandes, জয়েস |
হেনরিক যোহান ইবসেন (জন্ম মার্চ ২০, ১৮২৮ – মে ২৩, ১৯০৬) একজন স্বনামধন্য নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন। তাকে সম্মান করে বলা হয় আধুনিক নাটকের জনক"।[১] ইবসেন নরওয়ের সর্বকালের শ্রেষ্ঠ লেখক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে আসীন। তিনি নরওয়ের জাতীয় প্রতীকে পরিনত হয়েছেন বলা যায়।[২]
তার যুগে তার নাটককে রুচিশীল ভাবা হত না, কেননা তখন পারিবারিক জীবন ছিল ভিক্টোরীয় আদর্শের ওপর প্রতিষ্ঠিত এবং এ আদর্শের বাইরে কিছু করাকে ভাল চোখে দেখা হত না। ইবসেনের কর্ম মানবচরিত্রের বিভিন্ন বাস্তব দিক সম্পর্কে কথা বলে।
ইবসেন আধুনিক মঞ্চনাটক প্রতিষ্ঠা করেছেন সামাজিক মূল্যবোধের বিভিন্ন উপাদানকে সমালোচকের দৃষ্টিতে পর্যালোচনা করে। ভিক্টোরীয় যুগে নাটকগুলো কেবল সামাজিক মূল্যবোধ সম্পর্কে কথা বলবে এমন ভাবা হত; যেখানে সত্য সর্বদাই কালো শক্তির বিরুদ্ধে জয়লাভ করবে এবং সব নাটকই তৎকালীন সামাজিক মূল্যবোধের গুণগান গেয়ে শেষ হবে। ইবসেন এই ধারার বিপক্ষে যেয়ে নাটকের সমাপ্তিতে বৈচিত্র্য আনেন এবং নতুন ধারার জন্ম দেন।
সূচিপত্র |
[সম্পাদনা] পরিবার ও যৌবন
নরওয়ের শিয়েন এলাকার সচ্ছল ব্যবসায়ী পরিবারে ইবসেনের জন হয়। তার বাবা নুড ইবসেন ও মা ম্যারিচেন অ্যাটেনবার্গ। তাদের জাহাজে করে কাঠ পরিবহনের ব্যবসা ছিল। নরওয়ের প্রাচীন ও স্বনামধন্য পরিবারের একটি ছিল ইবসেনের পরিবার। জর্জ ব্র্যান্ডেসের কাছে লেখা এক চিঠিতে ইবসেন তার পরিবারের কথা প্রকাশ করেছেন। তার জন্মের কিছুদিন পরেই তার পরিবারের আর্থিক অবস্থার বেশ অবনতি ঘটে। তার মা দুঃখ থেকে বাঁচার আশায় ধর্মে মনোনিবেশ করেন। তার বাবা বিষন্নতার শিকার হন। একারনে তার রচিত চরিত্রগুলোর মাঝে তার বাবা-মায়ের ছায়া লক্ষ্য করা যায়। আর্থিক সঙ্কটের কারনে মানুষের মূল্যবোধের অবক্ষয় তার নাটকের একটি প্রধান ভাব। এছাড়া মানুষের গোপন ঘটনার কারনে দ্বন্দ্বও তার রচনার আরেকটি প্রধান বিষয়।
পনের বছর বয়সে ইবসেন ঘর ছাড়েন। ফার্মাসিস্ট হওয়ার মানসে তিনি ছোট্ট শহর গ্রিমস্টাডে আস্তানা গাড়েন এবং এখানেই তার নাটক লেখার সূত্রপাত হয়। ১৮৪৬ সালে তিনি এক গৃহ পরিচারিকার গর্ভে অবৈধ সন্তানের পিতা হন কিন্তু তার পিতৃত্ব তিনি অস্বীকার করেন। ইবসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে তৎকালীন ক্রিস্টিয়ানিয়ায় (বর্তমান অসলো) যান। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা বাদ দিয়ে (তার বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়, কেননা তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি) নাটক রচনায় আত্মনিয়োগ করেন। তার প্রথম উপন্যাস Catilina (১৮৫০) একটি বিয়োগান্তক উপন্যাস, যা তিনি Brynjulf Bjarme ছদ্মনামে প্রকাশ করেন। তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। তবে এই নাটক মঞ্চায়িত হয় নি। তার প্রথম মঞ্চস্থ নাটক হচ্ছে The Burial Mound (১৮৫০), যা খুব কমই নজর কেড়েছে। তবুও নাট্যকার হওয়ার রাস্তা থেকে ইবসেন পিছু হটেননি। এই নাটকগুলোর পর কয়েক বছরে ইবসেন কিছুই প্রকাশ করেননি।
[সম্পাদনা] জীবন ও সাহিত্য
বার্গেনের একটি নরওয়েজীয় নাট্যগোষ্ঠীতে তিনি পরবর্তী কয়েক বছর চাকরি করেন। এখানে তিনি ১৪৫টিরও বেশি নাটকে নাট্যকার, পরিচালক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন। এ সময়ে তিনি তার নতুন কোন নাটক প্রকাশ করেননি। নাট্যকার হিসবে সাফল্য লাভে ব্যর্থ হলেও এই গোষ্ঠীতে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চার করেছেন যা পরবর্তীতে তার লেখার কাজে এসেছে।
ইবসেব ১৮৫৮ সালে ক্রিস্টানিয়াতে আসেন এবং ক্রিস্টানিয়ার জাতীয় থিয়েটারের সৃজন পরিচালক নিযুক্ত হন। তিনি সুজানা থোরেনসেন নামীয় ভদ্রমহিলাকে বিয়ে করেন, যার গর্ভে তার একমাত্র সন্তান সিগার্ড ইবসেন জন্ম নেয়। এই দম্পতি খুবই অর্থকষ্ঠের মধ্যে দিনাতিপাত করেছেন এবং নরওয়ের জীবন নিয়ে ইবসেন খুব হতাশাগ্রস্ত ছিলেন। ১৮৬৪ সালে তিনি ক্রিস্টানিয়া ত্যাগ স্বেচ্ছা নির্বাসনে ইতালি চলে যান। তিনি এর পরের ২৭ বছর আর স্বদেশে ফিরে আসেননি। যখন ২৭ বছর পর তিনি দেশে ফিরেন, ততদিনে তিনি নাট্যকার হিসেবে খ্যাতির শীর্ষে আরোহন করেছেন।
তার পরবর্তী নাটক Brand (১৮৬৫) তাকে সমালোচকদের প্রশংসা কুড়ায়, যেটির জন্য তিনি ছিলেন ক্ষুধার্থের মত অপেক্ষা করছিলেন। এটি তাকে আর্থিক সফলতাও এনে দেয়। ১৮৬৭ সালে তিনি প্রকাশ করেন Peer Gynt, যেটির সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার এডভার্ড গ্রেগ। যদিও ইবসেন আগেই ডেনীয় দার্শনিক কিয়েরকেগরের রচনার সাথে আগেই পরিচিত ছিলেন, তবুও তার ব্রান্ড নাটকের আগে তার প্রকাশ দেখা যায় নি। এরপর থেকে কিয়েরকেগরের আদর্শ নিয়ে তিনি গভীরভাবে ভাবতে শুরু করেন। প্রথমে তার বন্ধু জর্জ ব্রান্ডেস ইবসেনের সাথে কিয়েরকেগরের তুলনা করলে ইবসেন বিরক্ত হয়েছিলেন। ইবসেন পরে কিয়েরকেগরের রচনায় আকৃষ্ট হন এবং Either/Or ও Fear and Trembling বই দুটি পড়েন। ইবসেনের পরবর্তী নাটক Peer Gynt টি কিয়েরকেগরের সচেতন নজরে এসেছিল।[৩][৪]
সাফল্যের সাথে সাথে ইবসেনের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে এবং তিনি নাটকে তার বিশ্বাস, বিচার ও চেতনার প্রকাশ ঘটাতে শুরু করেন। এই ধরনের নাটককে তিনি নাম দিয়েছেন "drama of ideas"। তার পরবর্তী নাটকের সিরিজকে ইবসেন নাটকের স্বর্ণযুগ বলা হয়ে থাকে, যেখানে তার ক্ষমতা, সৃজনীশক্তি ও প্রভাবের পূর্ণ প্রকাশ ঘটেছে। এই ধরনের নাটক তখন ইউরোপে বিতর্কের জন্ম দিয়েছিল।
১৮৬৮ সালে ইবসেন ইতালি ছেড়ে জার্মানির ড্রেসডেনে গমন করেন। এখানে তিনি তার প্রধান সাহিত্য কর্মগুলো রচনা করেছেন। এর মধ্যে রয়েছে Emperor and Galilean (১৮৭৩), যা রোমান শাসক জুলিয়ান দ্য অ্যাপোস্টেট এর জীবন ও সময় নিয়ে নির্মিত হয়েছে। যদিও ইবসেনের মতে তার সমস্ত নাটকের মধ্যে এটিকেই শ্রেষ্ঠ বলে মনে করতেন, তবুও অধিকাংশ সাহিত্যিকই তার সাথে দ্বিমত পোষণ করতেন। তার পরের সাহিত্যকর্মগুলো অনেক বেশী প্রশংসা কুড়িয়েছে। ১৮৭৫ সালে ইবসেন মিউনিখে চলে যান এবং এখান থেকে ১৮৭৯ সালে প্রকাশ করেন বিখ্যাত নাটক A Doll's House। এই নাটকে ভিক্টোরীয় যুগের বিয়েতে পুরুষ ও নারীর ভূমিকা তুলে ধরেন, যার জন্য তিনি সমালোচনার মুখে পড়েন।
[সম্পাদনা] সাহিত্য কর্ম
- (১৮৫০) Catiline (Catilina)
- (১৮৫০) The Burial Mound (Kjæmpehøjen)
- (১৮৫২) St. John's Eve (Sancthansnatten)
- (১৮৫৪) Lady Inger of Oestraat (Fru Inger til Østeraad)
- (১৮৫৫) The Feast at Solhaug (Gildet paa Solhoug)
- (১৮৫৬) Olaf Liljekrans (Olaf Liljekrans)
- (১৮৫৭) The Vikings at Helgeland (Hærmændene paa Helgeland)
- (১৮৬২) Love's Comedy (Kjærlighedens Komedie)
- (১৮৬৩) The Pretenders (Kongs-Emnerne)
- (১৮৬৫) Brand (Brand)
- (১৮৬৭) Peer Gynt (Peer Gynt)
- (১৮৬৯) The League of Youth (De unges Forbund)
- (১৮৭৩) Emperor and Galilean (Kejser og Galilæer)
- (১৮৭৭) Pillars of Society (Samfundets Støtter)
- (১৮৭৯) A Doll's House (Et Dukkehjem)
- (১৮৮১) Ghosts (Gengangere)
- (১৮৮২) An Enemy of the People (En Folkefiende)
- (১৮৮৪) The Wild Duck (Vildanden)
- (১৮৮৬) Rosmersholm (Rosmersholm)
- (১৮৮৮) The Lady from the Sea (Fruen fra Havet)
- (১৮৯০) Hedda Gabler (Hedda Gabler)
- (১৮৯২) The Master Builder (Bygmester Solness)
- (১৮৯৪) Little Eyolf (Lille Eyolf)
- (১৮৯৬) John Gabriel Borkman (John Gabriel Borkman)
- (১৮৯৯) When We Dead Awaken (Når vi døde vaagner)
[সম্পাদনা] কাব্যগ্রন্থ
- Digte - একমাত্র কাব্যগ্রন্থ যাতে রয়েছে Terje Vigen।
[সম্পাদনা] টুকিটাকি
- In May 2006 a biographical puppet production of Ibsen's life named 'The Death of Little Ibsen' debuted at New York City's Sanford Meisner Theater.
- ইবসেনের একটিই পরিচিত ছবি আছে যাতে ইবসেনের হাসি দেখা যায়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'. Bowdoin College: (2007-01-23). Retrieved on 2007-03-27.
- ↑ Ibsen.net (English version). National Library of Oslo with funding from the Norwegian government. Retrieved on 2007-03-27.
- ↑ Shapiro, Bruce. Divine Madness and the Absurd Paradox. (1990) ISBN 9780313272905
- ↑ Downs, Brian. Ibsen: The Intellectual Background (1946)
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Explore Ibsen - a virtual walk
- Ibsen.net - All about Ibsen
- Henrik Ibsen's Writings About a new historical-critical edition.
- Biography from the Norwegian Ministry of Foreign Affairs
- Extensive resource in several languages from the Norwegian Ministry of Foreign Affairs
- Online editions of works
- Henrik Ibsen The Prominence of Nora: Familiar is Familial
- The International Ibsen Bibliography
- Works by Henrik Ibsen at Project Gutenberg
- Ibsen's Realist Cycle
- Template:Gutenberg (the biography by Edmund Gosse)
- Henrik Ibsen - A Bibliography of Criticism and Biography, by Ina Ten Eyck Firkins, from Project Gutenberg
- The Definitive Ibsen Translation
- Online editions of plays, in Danish
- NY Times review of 'The Death of Little Ibsen'
- Henrik Ibsens samlede værker, collected works freely available at Project Runeberg Template:No icon