সি (প্রোগ্রামিং ভাষা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সি
C

দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ব্রায়ান কার্নিগান ও ডেনিস রিচি-র লেখা মূল সংস্করণের প্রচ্ছদ; এই বইটি সুদীর্ঘ সময় ধরে ভাষাটির একটি অ-প্রমিত বিবরণ হিসেবে ধরা হত।
প্যারাডাইম: নির্দেশমূলক (পদ্ধতিমূলক) সিস্টেম্‌স বাস্তবায়ন ভাষা
যে বছর তৈরি করা হয়: ১৯৭২
যিনি ডিজাইন করেছেন: ডেনিস রিচি
ডেভেলপার: ডেনিস রিচি এবং বেল ল্যাব্‌স
অধুনা প্রকাশ: সি৯৯ / মার্চ, ২০০০
টাইপিং ডিসিপ্লিন: স্থির, দুর্বল
প্রধান বাস্তবায়ন সমূহ: জিসিসি, এমএসভিসি, বোরল্যান্ড সি, ওয়াটকম সি
যার দ্বারা প্রভাবিত: বি (বিসিপিএল, সিপিএল), অ্যালগল ৬৮, অ্যাসেম্বলি ভাষা
যাকে প্রভাবিত করেছে: অক, সি শেল, সি++, সি শার্প, অবজেক্টিভ সি, বিটসি, ডি, কনকারেন্ট সি, জাভা, জাভাস্ক্রিপ্ট, লিম্বো, পার্ল, পিএইচপি

সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স-এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়। সি++জাভা সহ পরিবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার উপর সি'র গভীর প্রভাব পড়েছে।

অন্যান্য ভাষা