অমিয় চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমিয় চক্রবর্তী (১০ই এপ্রিল, ১৯০১- ১৯৮৭) বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৭ সালে ডি.ফিল. ডিগ্রী লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল: The dynasts and the post war poetry : a study in modern ideas। অমিয় চক্রবর্তী ১৯৪৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত হাওয়ার্ড, বস্টন প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। সেই সময় জর্জ বার্নাড'শ, আলবার্ট আইনস্টাইন, কবি ইয়েটস, রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়ইটজর, বোরিস পাস্তেরনাক, পাবলো কাসালস প্রভৃতি বিখ্যাত মনিষীর সান্নিধ্যে আসেন।

সূচিপত্র

[সম্পাদনা] প্রকাশিত গ্রন্থাবলী

[সম্পাদনা] কাব্য

  • খসড়া
  • এক মুঠো
  • মাটির দেয়াল
  • অভিজ্ঞান বসন্ত
  • দূরবাণী
  • পারাপার
  • পালাবদল
  • ঘরে ফেরার দিন
  • হারানো অর্কিড
  • পুষ্পিত ইমেজ

[সম্পাদনা] গদ্য রচনা

  • চলো যাই
  • সাম্প্রতিক
  • পুরবাসী
  • পথ অন্তহীন

[সম্পাদনা] সম্মাননা

  • ইউনেস্কো পুরস্কার (১৯৬০)
  • পদ্মভূষণ (১৯৭০)
  • ভারতীয় ন্যাশনাল একাডেমী পুরস্কার
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন