হের্মান পাউল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হের্মান অটো টেওডোর পাউল (জার্মান ভাষায়: Hermann Otto Theodor Paul) (৭ই আগস্ট, ১৮৪৬, সাল্বকে – ২৯শে ডিসেম্বর, ১৯২১, মিউনিখ) একজন জার্মান ভাষাবিজ্ঞানী ও অভিধানকার। তিনি ব্রাইসগাউয়ের ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ের জার্মান ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি একজন নব্যব্যাকরণবিদ ভাষাবিজ্ঞানীও ছিলেন।