ওলে গানার সলশেয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Ole Gunnar Solskjær
চিত্র:Sols kjaer.jpg
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ February 26, 1973
জন্মস্থান Kristiansund, Norway
উচ্চতা 5'10" / 1.78 m
ডাকনাম Baby Faced Assassin, Supersub, Ollie
অবস্থান Striker
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব Manchester United
নম্বর 20
যুব ক্লাব
Clausenengen F.K.
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোল)
1995-1996
1996-
Molde F.K.
Manchester United
42 (31)
213 (85)
জাতীয় দল
1995-2004, 2006- Norway 63 (21)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
2005 তারিখ অনুযায়ী সঠিক।
** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
2005 তারিখ অনুযায়ী সঠিক।

ওলে গানার সলশেয়ার (জন্ম ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩) একজন নরওয়েজীয় ফুটবলার যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড দলে খেলেন। ইংল্যান্ডে আসার আগে সলশেয়ার নরওয়ে সেনাবাহিনীতে এক বছর কাজ করেন।[১] তিনি অনিয়মিত ভাবে তৃতীয় বিভাগের দল ক্লাউজেনেনগেন এফ কে এ খেলতেন, পরে তিনি নরওয়ে প্রিমিয়ার লীগের দল মোল্ডে এফ কে দলে সরে আসেন ১৯৯৪ সালে। জুলাই ২৯, ১৯৯৬ সালে তিনি যোগ দেন ইউনাইটেডে, তখন তার ফি ছিল £১.৫ মিলিয়ন। তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Carling Cups news: Meet the teams [1]

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা