কুক্কুরী পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর্যাপদ গ্রন্থে কক্কুরী পার একটি পদ গৃহীত হয়েছে। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে, কক্কুরী পা বাংলাদেশের লোক। তিনি ইন্দ্রভূতির অন্যতম গুরু। তিনি আট শতকের প্রথম পাদে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে, কুক্কুরী পা দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন। জীবৎকালের উচ্চতম সীমা ৮৪০ সাল। তাঁর জন্মস্থান কপিলাবস্তু। তাঁর জন্ম হয়েছিল ব্রাহ্মন বংশে। তিনি ছিলেন অন্যতম সিদ্ধা। তারানাথের মতে একটি কুক্কুরী সর্বদা সাথে রাখতেন বলেই এই সিদ্ধা কুক্কুরী পা নামে পরিচিত হয়েছিলেন।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।