স্নায়ুভাষাবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্নায়ুভাষাবিজ্ঞান (ইংরেজি ভাষায়: Neurolinguistics) নামক বিজ্ঞানের শাখায় কথ্য, প্রতীকী বা লিখিত ভাষার উৎপাদন, অনুধাবন ও ভাষা-সম্পর্কিত জ্ঞানের অন্তর্নিহিত মস্তিষ্ক প্রক্রিয়াগুলির (human brain mechanisms) আলোচনা করা হয়। এটি একটি আন্তঃশাস্ত্রীয় বিদ্যা; ভাষাবিজ্ঞান, বোধ বিজ্ঞান, স্নায়ুজীববিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের মিলনস্থলে এর অবস্থান। স্নায়ুভাষাবিজ্ঞানীরা মনুষ্য ভাষার জন্য মস্তিষ্কের ব্রোকার অঞ্চলকে অপরিহার্য হিসেবে চিহ্নিত করেছেন।
স্নায়ুবিজ্ঞানের উপশাখাসমূহ: |
সম্পাদনা |
স্নায়ুজীববিজ্ঞান (Neurobiology) | বোধনমূলক স্নায়ুবিজ্ঞান (Cognitive Neuroscience) | গণনামূলক স্নায়ুবিজ্ঞান (Computational Neuroscience) | স্নায়ু প্রকৌশল (Neural Engineering) | স্নায়ু-শারীরসংস্থান (Neuroanatomy) | স্নায়ুরসায়ন (Neurochemistry) | স্নায়ুচিত্রণ (Neuroimaging) | স্নায়ুভাষাবিজ্ঞান (Neurolinguistics) | স্নায়ুবিদ্যা (Neurology) | স্নায়ু-ঔষধবিদ্যা (Neuropharmacology) | স্নায়ুশারীরবিদ্যা (Neurophysiology) | স্নায়ুমনোবিজ্ঞান (Neuropsychology) | মনো-ঔষধবিদ্যা (Psychopharmacology) | সিস্টেম্স স্নায়ুবিজ্ঞান (Systems Neuroscience) |