ব্যবহারকারী:Sheikhtuhin

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Sheikh Tuhin
Sheikh Tuhin

বিশ্বের বিভিন্ন তথ্য বাংলায় খুব কমই পাওয়া যায়। আমার সবসময় মনে হয়েছে যে যদি বাংলায় আরো বেশি মানসম্পন্ন আধুনিক নিবন্ধ যোগ করা যেতো তাহলে বাংলা ভাষভাষী মানুষের অনেক সুবিধা হতো। সেই উদ্দ্যেশ্য নিয়েই আমি যতোটুকু পারছি বাংলায় কিছু লেখার চেষ্টা করছি। পড়ালেখার দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স করেছি। লেখালেখির শুরু প্রথম আলো পত্রিকার মাধ্যমে। সেখানে প্রদায়ক হিসেবে প্রথম থেকেই কাজ করেছি। এরপর মহাকাশ বার্তা, সিনিউজ এই দুটি পত্রিকার সাথে কিছুদিন জড়িত ছিলাম। সর্বশেষ যায়যায়দিন পত্রিকায় সাব-এডিটর হিসেবে ছয় মাস কাজ করেছি। এখন উচ্চতর পড়ালেখার জন্য যুক্তরাজ্যে।

বাংলা উইকিপিডিয়াতে আমার অবদান এবং সম্পাদনার সংখ্যা দেখতে চাইলে এখানে ক্লিক করুন

আমার ই-মেইল স্বাক্ষর হচ্ছে:

sign-sheikhtuhin
sign-sheikhtuhin

আমার ই-মেইল ঠিকানা: sheikhtuhin@yahoo.com