ডয়চে ভেলে বাংলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডয়চে ভেলে বাংলা (জার্মান ভাষায় Deutsche Welle Bengali) জার্মানির প্রধান বেতার সার্ভিস ডয়চে ভেলের (Deutsche Welle, অর্থাৎ "জার্মান ঢেউ") বাংলাভাষী অনুষ্ঠান।
এই বেতার সার্ভিসকে বলা হয় "ইউরোপের হৃদয় থেকে"। অনুষ্ঠানে জার্মানির, ইউরোপের, ও বিশ্বের খবর পরিবেষন করা হয়।
ডয়চে ভেলের ওয়েবসাইটে জার্মানি ও বিশ্বের খবর প্রকাশ করা হয়। ওয়েবসাইটে জার্মান ভাষা শেখার জন্য অনেক বাংলাভাষী ব্যবস্থা আছে। ডয়চে ভেলেতে সুপ্রভাত বন, এখানে সেখানে, জার্মানি প্রতিদিন, ভাষাশিক্ষার আসর, ক্রীড়াঙ্গন ছাড়াও আরও অনেক প্রোগ্রাম শোনা যায়।
বাংলা ছাড়াও ডয়চে ভেলের অনেক ভাষার অনুষ্ঠান আছে, আর ইংরেজি ও জার্মান ভাষায় অনলাইন টিভিও দেখা যায়।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
বাংলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম |
---|
ইউরোপ: বিবিসি বাংলা • ডয়চে ভেলে বাংলা • ভয়স অফ রাশিয়া |
আমেরিকা: ভয়স অফ অ্যামেরিকা বাংলা |
এশিয়া: চীন আন্তর্জাতিক বেতার |