অং সান সূ চি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অং সান সূ চি (বর্মী ভাষায়: Image:AungSanSuuKyi1.png; আ-ধ্ব-ব: [àuɴ sʰáɴ sṵ tʃì]); ১৯৪৫ সালের ১৯শে জুন ইয়াঙ্গুনে (তৎকালীন রেঙ্গুনে) জন্মগ্রহণ করেন। তিনি অহিংস গণতন্ত্রবাদী আন্দলোনকারী এবং মায়ানমারের ন্যাশনাল লীগ অব ডেমোক্রসির নেতা। বৌদ্ধ ধর্মাবলম্বী এই নেতা ১৯৯০ সালে রাফতো পুরস্কার এবং শাখারোভ পুরস্কার লাভ করেন। সামরিকতন্ত্রের বিপক্ষে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা