মল্লিকা সেনগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মল্লিকা সেনগুপ্ত আধুনিক পশ্চিমবঙ্গের একজন মহিলা কবি ও লেখক। জন্ম ১৯৬০ সালে। তাঁর লেখা নারীবাদী ও সংবেদনশীল,সমসাময়িক ও ইতিহাস মুখী। বই কুড়িটি, পুরস্কার তিনটি । কবিতার জন্য দেশবিদেশ সফর করেছেন। পেশায় সমাজবিদ্যার অধ্যাপক।


[সম্পাদনা] বিশেষ বই

কথামানবী [কবিতা]

পুরুষকে লেখা চিঠি

আমাকে সারিয়ে দাও ভালবাসা

সীতায়ন [উপন্যাস]

[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা

১৯৯৮ ভারত সরকারের জুনিয়র রাইটার ফেলোশিপ ।

১৯৯৮ পশ্চিমবঙ্গ সরকারের সুকান্ত পুরস্কার।

2004 পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি অনীতা-সুনীল বসু পুরস্কার ।

[সম্পাদনা] বহিঃসংযোগ

http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=2728