অপারেশন জ্যাকপট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপারেশন জ্যাকপট বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-কম্যান্ডোদের আত্মত্যাগমূলক কর্মকান্ডের সাংকেতিক নাম। ১৯৭১ সালে ফ্রান্সের তুলান শহর থেকে কি করে আটজন সাবমেরিনার পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং পলাশীর আম্রকাননে গড়ে তোলেন ট্রেনিং ক্যাম্প এবং এখান থেকে এক সঙ্গে চারটি নৌ-বন্দরে অভিযান চালিয়ে পাকিস্তানি জাহাজ ধ্বংস করেন।
এই ঘটনাটি বহুদিন বাংলাদেশের ইতিহাসে প্রায় অকথিত একটি অধ্যায় হিসেবে ছিল, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল খন্ডেও তেমন পরিপূর্ণ বিবরণ ছিল না। মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম তাঁর ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ গ্রন্থে এবং সুনীল গঙ্গোপাধ্যায় 'পূর্ব-পশ্চিম' উপন্যাসে সামান্য বর্ণনা দিয়েছিলেন। প্রায় তিন বছর ধরে সারা বাংলাদেশ ও ভারত থেকে তথ্য সংগ্রহ করে চট্টগ্রাম পর্বটি নিয়ে প্রথম পূর্ণাংগ একটি বই লেখেন সেজান মাহমুদ, যার নাম 'অপারেশন জ্যাকপট' ১৯৯১।