বাংলাদেশ মান সময়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মান সময় (BST)
হচ্ছে বাংলাদেশের সময় স্থান যেটি সারা দেশে একই এবং ইউটিসির সাথে ৬ ঘন্টা যোগ করে পাওয়া যায়। বাংলাদেশ দিনের আলো বাঁচানোর জন্য সময় পরিবর্তন করে না। বাংলাদেশের মান সময় ৯০° পূর্ব দ্রাঘিমাংশের উপর নির্ধারন করা হয়েছে, যে রেখাটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার হারুকান্দি উইনিয়নের উপর দিয়ে গেছে।