ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন বা International Electrotechnical Commission (IEC) একটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যেটি ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং এর সাথে সম্পর্কিত প্রযুক্তির মান প্রণয়ণ করে। এর প্রণীত কিছু মান ISO এর সাথে যৌথ ব্যবস্থাপনার ফলে হয়েছে।

ব্রিটিশ আইইইই, আমেরিকান আইইইই এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ১৯০০ সাল থেকে শুরু হওয়া আলোচনার পর ১৯০৬ সালের ২৬ জুন সংস্থাটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ১৩০টিরও বেশী দেশকে নিয়ে এটি কাজ করে। এদের মধ্যে ৬৭টি দেশ সদস্য এবং ৬৯টি দেশ সহযোগী হিসেবে কাজ করে থাকে। শুরুতে এর সদর দপ্তর লন্ডনে থাকলেও পরবর্তীতে ১৯৪৮ সালে সদরদপ্তর পরিবর্তন করে জেনেভায় স্থানান্তরিত করা হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


[সম্পাদনা] বহিঃসংযোগ

আইইসি মান, ডাটাবেজ আকারে