ইলেকট্রনের শক্তিস্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোডিয়াম পরমাণুর ইলেকট্রনসমূহের শক্তিস্তরের নকশা
সোডিয়াম পরমাণুর ইলেকট্রনসমূহের শক্তিস্তরের নকশা

ইলেকট্রনের শক্তিস্তর (সাধারণভাবে প্রধান শক্তিস্তর নামে পরিচিত) পারমানবিক অরবিটালসমূহের একটি গ্রুপ যাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার (n) মান সর্বদাই সমান। ইলেকট্রনের শক্তিস্তর এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত হয়। প্রতিটি উপশক্তিস্তরে আবার দুই বা ততোধিক অরবিটাল থাকে যাদের কৌণিক ভরবেগ কোয়ান্টাম সংখ্যার মান । অর্থাৎ একই। এই শক্তিস্তরগুলোই একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস তৈরী করে। গাণিতিকভাবে এটি দেখানো সম্ভব যে, একটি শক্তিস্তরে যে সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার মান 2n2