Template:প্রবেশদ্বার বিজ্ঞান/আপনি জানেন কী?

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

< Template:প্রবেশদ্বার বিজ্ঞান
  • হাইপেশিয়া, যিনি তৃতীয় শতাব্দীর সেরা গ্রীক দার্শনিক ছিলেন, মাত্র ২৪ বছর বয়সে যাজকশ্রণীর প্ররোচনায় গোঁড়া জনগণের হাতে নির্মমভাবে নিহত হন। এই মহিয়সী নারী মূলত খৃস্টান যাজকশ্রণীর অন্ধ আনুগত্যের বিরুদ্ধে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। এরই পরিণতিতে একদিন বাড়ি ফেরার সময় তার উপর উচ্ছৃঙ্খল জনতা হামলা করে এবং তার দেহকে শতছিন্ন করে রাস্তায় ছড়িয়ে দেয়। তিনিই হয়তোবা আধুনিক জ্ঞানের জন্য প্রাণ উৎসর্গী করণে সক্রেটিসের প্রথম সফল উত্তরাধিকারী।
  • ধর্মনিরপেক্ষতার জন্ম বিজ্ঞানের অগ্রযাত্রার কারণেই আর এর প্রথম পদক্ষেপ ছিল পৃথিবী যে ঘূর্ণায়মান তা প্রমাণের জন্য ধর্মীয় গোঁড়ামীর বিরুদ্ধে লড়াই করা। এ কাজের প্রবাদপুরুষ হলেন গ্যালিলিও এবং জর্দানো ব্রুনো। জর্দানো ব্রুনোই সর্বপ্রথম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে প্রচারণা চালান এবং এজন্য তাকে যাজকদের আদালতে পুড়িয়ে মারা হয়। আর গ্যালিলিও প্রথম ব্যক্তি যিনি প্রমাণের সাহায্যে পৃথিবীর ঘূর্ণনের কথা ব্যক্ত করেন। এ জন্য তাকে একঘরে করে রাখা হয়; কিন্তু তারপরও তার মুখে উচ্চারিত হতে থাকে সে ব্যক্তি : কিন্তু যত যাই হোক না কেন পৃথাবী ঘুরছে


...সংগ্রহশালা
আরও জানুন...