আধুনিক বাংলা কবিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আধুনিক বাংলা কবিতার পথিকৃত মূলত ৩০ এর দশকের পাঁচ কবি, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে। এরা প্রথম মিলিতভাবে ইউরোপীয় আধুনিকতার আদলে আধুনিক বাংলা কবিতার কায়া গথন করেছিলেন। বাংলায় ১৯২৫ আধু্নিকতার সূচনা বছর। তার পরবর্তী প্রায় ২০ বছর বাংলা কবিতায় আধুনিকতার স্বর্নযুগ। এর ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে বুদ্ধদেব বসুর বন্দীর বন্দনা (১৯৩০), বিষ্ণু দের উর্বশী ও আর্তেমিস(১৯৩৩), জীবনানন্দ দাশের ধূসর পান্ডুলিপি (১৯৩৬), অমিয় চক্রবর্তীর খসড়া (১৯৩৮) ও সুধীন্দ্রনাথ দত্তর অর্কেস্ট্রা (১৯৩৫)।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন