গ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিম্‌স্‌বি টাউন
চিত্র:Grimb Badge.gif
পূর্ণ নাম গ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব
ডাকনাম দ্য মেরিনার্স
প্রতিষ্ঠা ১৮৭৮
মাঠ ব্লান্ডেল পার্ক
ক্লিথর্পেস
ধারনক্ষমতা ৯,১০৬ (১০,০০০ অস্থায়ী আসন সহ)
চেয়ারম্যান জন ফেন্টি
ম্যানেজার ইংল্যান্ড এর পতাকা অ্যালান বাকলে
লীগ লীগ টু
২০০৬-০৭ লীগ টু, ১৫ তম
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

গ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব একটি ইংরেজ ফুটবল দল যারা লীগ টুতে খেলে থাকে। ক্লাবটির অবস্থান ক্লিথর্পেস, ব্লান্ডেল পার্ক। এটি গ্রিমসবি বোরোর সমুদ্র নিকটবর্তী শহর নর্থ ইস্ট লিঙ্কনশায়ার এলাকায় অবস্থিত।

যদিও বিগত কয়েকবছর ধরে ক্লাবটি কঠিন সময় অতিক্রম করছে, তবে ঐতিহাসিক লিঙ্কনশায়ারের সফলতম দল ছিল এটি, এবং এটিই কেবল এ অঞ্চল থেকে ফুটবল লীগের শীর্ষ বিভাগে খেলেছে। তারা এফএ কাপ সেমিফাইনালে উঠা লিঙ্কনশায়ারের চারটি দলের মধ্যে এটি রয়েছে (তারা দুবার এই কৃতিত্ব অর্জন করেছে) এবং ১৯২৩ সালে একবার তারা এফকাপের ফাইনালে পৌছাতে পেরেছে। লিঙ্কনশায়ারের অন্যান্য সকল দল থেকে এটি বেশি সময়ের জন্য ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় স্তরে বেশি খেলেছে।

উল্লেখযোগ্য ম্যানেজারের মধ্যে রয়েছেন বিল শ্যাঙ্কলি, যিনি লিভারপুলের সাফল্যে অনেক ভূমিকা রেখেছিলেন, এবং লওরি ম্যাকমেনেমি যিনি ১৯৭২ সালে ক্লাবকে তৎকালীন তৃতীয় বিভাগে উন্নীত করার পর সাউদাম্পটনে যোগ দেন এবং তাদের নিয়ে ১৯৭৬ সালের এফ.এ. কাপ জেতেন।


[সম্পাদনা] বহিঃসংযোগ

Commons logo
উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:
প্রাতিষ্ঠানিক
খবর
সমর্থক সাইট
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন