হ্যারি পটার (চরিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যারি পটার চরিত্র | |
---|---|
চিত্র:HarryPotterOotP.jpg হ্যারি পটার আন্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স ছবিতে হ্যারির ভূমিকায় ড্যানিয়েল রেডক্লিফ |
|
হ্যারি জেমস পটার | |
লিঙ্গ | পুরুষ |
চুলের রঙ | কালো |
চোখের রঙ | এমারেল্ড সবুজ[১] |
হাউজ | গ্রিফিন্ডর |
পূর্বপুরুষ | হাফ-ব্লাড |
পেট্রোনাস | স্ট্যাগ |
আনুগত্য | ডাম্বলডোর আর্মি; হগওয়ার্টস |
অভিনেতা | ড্যানিয়েল রেডক্লিফ |
প্রথম উপস্থিতি | হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফার্স স্টোন |
- নিবন্ধটি হ্যারি পটার চরিত্রের উপর। হ্যারি পটার সিরিজের জন্য দেখুন হ্যারি পটার। অন্যান্য ব্যবহারের জন্য দেখুন হ্যারি পটার (দ্ব্যর্থতা নিরসন)।
হ্যারি পটার হলো জে কে রাউলিং এর তৈরী একটি কাল্পনিক চরিত্র। এখানে হ্যারি একজন জাদুকর। হ্যারি জেমস পটার লেখিকা হলো জে. কে. রাউলিং এর হ্যারি পটার সিরিজের প্রধান চরিত্র। এখানে হ্যারি একজন যাদুকর।
কাহিনীর পটভূমি হচ্ছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরি যেখানে হ্যারি তার কাছের বন্ধু রন ওয়েজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চারে অংশ নেয়। তার চেহারা সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তার কপালে বিদ্যুত চমকের মত কাটা দাগ, যা স্কার নামে পরিচিত। লর্ড ভোলডেমর্ট যখন হ্যারিকে মারতে আভাডা কেডাভ্রা নামক অভিশাপ দিয়েছিল তখন হ্যারির কপালে এই দাগ সৃষ্টি হয়েছে। ভোলডেমর্ট হ্যারির বাবা-মাকে হত্যা করেছে। যাউ বিশ্বে হ্যারিই একমাত্র ব্যক্তি যে আভাডা কেডাভ্রা নামক মৃত্যু অভিশাপ থেকে বেঁচে গেছে। এর ফলে লর্ড ভোলডেমর্টের পতন হয়েছে।
উপন্যাসে হ্যারি জেমস ও লিলি পটারের একমাত্র সন্তান। তার পিতার মত হ্যারির কালো চুল অপরিপাটী ভাবে সাজানো। তার স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। মায়ের সবুজ চোখও সে পেয়েছে। প্রথম উপন্যাসে হ্যারিকে ছোট আকারের ও পাতলা শরীরের বলা হলেও পঞ্চম বইয়ে তাকে লম্বা বলা হয়েছে। সে গোল ফ্রেমের চশমা পরে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Harry's eyes are described as green in the novels, although actor Daniel Radcliffe, who plays him in the film adaptations, has blue eyes. The contacts he had been given to wear irritated his eyes and were not comfortable to wear.
[সম্পাদনা] বহিঃসংযোগ
Template:Harry Potter characters