ঢাকা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকা কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের নিউমার্কেট এর পাশে অবস্থিত।

[সম্পাদনা] ইতিহাস

ঢাকা কলেজের যাত্রা শুরু হয়েছিলো ১৮৩৫ সালের ১৫ জুলাই ইংলিশ সেমিনারি স্কুল নামে । এরপর কলকাতার তৎকালীন বিশপ রেভারেন্ড ড্যানিয়েল ঢাকা কলেজ হিসেবে এর ভিত্তি স্থাপন করেন । ঢাকা কলেজের ক্যাম্পাসের আয়তন ১৮ একর । ঢাকা শহরের প্রানকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় মিরপুর রোডে এর অবস্থান ।এটা বাংলাদেশের অন্যতম সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠাকাল থেকেই পরিচিত ।

প্রতিষ্ঠালগ্নে ঢাকা কলেজের ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছিলো বুড়িগঙ্গার তীরে । সদরঘাটের স্থপতি কর্নেল গ্যাসর্টিন এর নকশা করেন । এরপর ১৯০৮ সালে ঢাকা কলেজ ক্যাম্পাস বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এর কার্জন হল এলাকায় স্থানান্তর করা হয় । ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কার্জন হল সংলগ্ন একটি দালানে এর স্থানান্তর ঘটে । এরপর বেশ কয়েকবার ক্যাম্পাস পরিবর্তনের পর ১৯৫৫ সালে ঢাকা কলেজ তার বর্তমান ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয় ।

[সম্পাদনা] ছাত্র ও ছাত্রাবাস

প্রতিষ্ঠালগ্নে ঢাকা কলেজ ২৬০ জন ছাত্র নিয়ে কার্যক্রম শুরু করে । বর্তমানে এর ছাত্রসংখ্যা ১৫হাজারেরও বেশী । এখানে এখন উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সাথে সাথে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১৯টি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে । ঢাকা কলেজে শিক্ষাকার্যক্রম চালানোর জন্য দুশো শিক্ষক কর্মরত আছেন । এদেরকে সহায়তার জন্য রয়েছেন ১২০ জন কর্মকর্তা কর্মচারী । ছাত্রদের জন্য ঢাকা কলেজে ৭টি ছাত্রাবাস রয়েছে ।

অন্যান্য ভাষা