জার্মান ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জার্মান Deutsch ডয়চ্ |
||
---|---|---|
উচ্চারণ: | আ-ধ্ব-ব: [dɔʏ̯tʃ] | |
যেসব রাষ্ট্রে প্রচলিত: | জার্মানি, অষ্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিশ্টেনশ্টাইন, বেলজিয়াম, ইতালী, ফ্রান্স, লুক্সেমবুর্গ, আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড্স, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও ৩৫টি দেশ | |
অঞ্চল: | মধ্য ইউরোপ, পশ্চিম ইউরোপ | |
মোট ভাষাভাষী সংখ্যা: | মাতৃভাষী: ১০ কোটি দ্বিতীয় ভাষা: ২ কোটি ২০ লক্ষ |
|
ক্রম: | ১১ | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় জার্মানীয় পশ্চিম জার্মানীয় ভাষাসমূহ উচ্চ জার্মান জার্মান |
|
লিপি: | লাতিন বর্ণমালা (জার্মান রূপভেদ) | |
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | জার্মানি, অস্ট্রিয়া, লিশ্টেনশ্টাইন, সুইজারল্যান্ড, লুক্সেমবুর্গ, বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়ন
যেসব প্রদেশ বা এলাকায় প্রাতিষ্ঠানিক মর্যাদাপ্রাপ্ত: ডেনমার্ক, ইতালি, পোল্যান্ড (১৯৯০ পর্যন্ত নামিবিয়ার সহ-সরকারী ভাষা) |
|
নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | de | |
ISO 639-2: | ger (B) | deu (T) |
ISO/FDIS 639-3: | deu | |
|
||
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
জার্মান (Deutsch সহায়িকা·তথ্য ডয়চ্, আ-ধ্ব-ব [dɔʏ̯tʃ]) পশ্চিম জার্মানীয় ভাষাগোত্রের অর্ন্তগত একটি ভাষা। পশ্চিম জার্মানীয় ভাষাগোত্র বৃহত্তর ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য। বর্তমানে সারা পৃথিবী জুড়ে প্রায় ১১ কোটি মানুষ মাতৃভাষা হিসেবে এবং আরও প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে জামার্ন ভাষায় ভাব-আদান প্রদান করে থাকেন ।
জামার্ন ভাষাভাষীরা সাধারণতঃ জার্মানি, অস্ট্রিয়া, লিশ্টেনশ্টাইন, লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড দুই তৃতীয়াংশে, ইতালির সুড থিরোল বিভাগ, বেলজিয়ামের ইস্ট কেনটস বিভাগ এবং ডেনমার্কের নর্ডশলসভিগে বলা হয়।
কিছু জার্মান ভাষাভাষী রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং রাশিয়া এবং কাজাকিস্তানে পাওয়া যায় । পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড্স, এবং স্ক্যানডিনাভিয়ায় অনেক বিদেশী জামার্ন ভাষাভাষীও পাওয়া যায় ।
ইউরোপের বাইরে সোভিয়েত ইউনিয়নে আর সবচেয়ে বেশী জামার্ন ভাষাভাষীর অঞ্চল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান স্থান দখল করেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনায় ২০০ বছর পূর্বে মিলিয়নের উপরে জামার্ন ভাষাভাষীর সংখ্যা ছিল কিন্তু পরবর্তীতে এই ভাষায় চর্চার গুরুত্ব কমে যাওয়ায় সংখ্যাও অনেক অনেক কমে আসে । জামার্ন ভাষাভাষীদের একটি ক্ষুদ্র সংখ্যাগরিষ্ঠতা নামিবিয়াতে পাওয়া যায়।
[সম্পাদনা] আরও দেখুন
উইকিপেডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ