আলী ইবন আবী তালিব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী ইবনে আবু তালিব | ||
---|---|---|
রাজত্বকাল | ৬৫৬ – ৬৬১ | |
জন্ম | ৫৯৯ | |
মক্কা, সৌদি আরব | ||
মৃত্যু | জানুয়ারি ১৭ ৬৫৬ | |
কুফা,ইরাক | ||
কবর | নাজাফ | |
পূর্বসূরী | উসমান | |
উত্তরসূরী | মুয়াবিয়া ১ |
আলী ইবন আবী তালিব (হযরত আলী রাঃ) (৬৫৬ – ৬৬১) ইসলামের চতুর্থ ও শেষ খলিফা। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে আসাদ রাঃ। হয়রত আলী কোরায়েশ বংশে জন্মগ্রহন করেন। শিশু বয়স থেকেই তিনি মহানবী (স)-এর সঙ্গে লালিত-পালিত হন। তিনি মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। অসাধারণ শৌর্য-বীর্য ও বিক্রমের অধিকারী। বদর যুদ্ধে বিশেষ বীরত্তের জন্য নবী(স) তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দূর্গ জয় করলে মহানবী(স) তাঁকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধি দেন।
পূর্বসূরী: উসমান ইবন আফ্ফান |
খলিফা ৬৫৬ –৬৬১ |
উত্তরসূরী: মুয়াবিয়া ১ |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।