স্বদেশ (হিন্দি চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বদেশ (হিন্দি: स्वदेश, উর্দু: سودیش সওয়াদেশ্‌) ২০০৪ সালে প্রকাশিত শাহরুখ খান অভিনীত বলিউডের হিন্দি চলচ্চিত্র। এই চলচিত্র তামিল ভাষাতেও "দেশম" নামে মুক্তি পায়।

  • লেখক, প্রযোজক ও পরিচালক আশুতোষ গাইকোয়াড়।
  • অভিনয়ে:
    • শাহরুখ খান (মুখ্য অভিনেতা)
    • গায়ত্রী যোশী (মুখ্য অভিনেত্রী, প্রথম ছবি)
    • বিস্ব এস বাদোলা
    • কিশোরী বলাল
    • দয়া শঙ্কর পাণ্ডে
  • গানের কথা: জাভেদ আখতার
  • সুর: এ আর রহমান
  • পোশাক পরিচ্ছদ: ভানু আতাইয়া
  • মুক্তি পায়: ২০০৪ সালে
  • দৈর্ঘ্য: ২১০ মিনিট
  • প্রস্তুতির খরচ: ৬,৫০০,০০০ ডলার
অন্যান্য ভাষা