আর্থার কম্পটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্থার হোলি কম্পটন

জন্ম সেপ্টেম্বর ১০, ১৮৯২
উস্টার, ওহিও, যুক্তরাষ্ট্র
মৃত্যু মার্চ ১৫, ১৯৬২ (৬৯ বছর)
বার্কলি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
বাসস্থান যুক্তরাষ্ট্র
জাতীয়তা যুক্তরাষ্ট্র এর পতাকা যুক্তরাষ্ট্র
ক্ষেত্র পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান সেন্টট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন উস্টার কলেজ
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত উপদেষ্টা ওয়েন উইলিয়ান্‌স রিচার্ডসন
এইচ এল কুক
যে কারণে বিখ্যাত কম্পটন ক্রিয়া
কম্পটন দৈর্ঘ্য
কম্পটন বিক্ষেপণ
কম্পটন তরঙ্গদৈর্ঘ্য
কম্পটন অপসারণ
বিশেষ পুরস্কারসমূহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৭)
এলিয়াস কম্পটন-এর পুত্র, উইলসন কম্পটন এবং কার্ল টেলর কম্পটন-এর ভাই এবং জন জোসেফ কম্পটন-এর পিতা

আর্থার হোলি কম্পটন কম্পটন ক্রিয়া আবিষ্কারের জন্য ১৯২৭ সনে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের উহিও অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রেই তার শিক্ষা এবং কর্মজীবন কেটেছে। ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সেন্টট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়-এর আচার্যের দায়িত্ব পালন করেন।

[সম্পাদনা] External links

পূর্বসূরী:
হ্যারি ব্রুকিংস ওয়ালেস
সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আচার্য
১৯৪৫৬–১৯৫৩
উত্তরসূরী:
এথান এ এইচ শেপলি