বর্গমূল দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বর্গমূল দিবস হলো বছরের এমন দিন যে দিন ও মাস উভয়ই বছরের শেষ দুই সংখ্যার বর্গমূলআমেরিকাক্যালিফোর্নিয়ার একজন স্কুল শিক্ষক, রন গর্ডন প্রথম এই দিন পালনের প্রস্তাব করেন। সর্বশেষ বর্গমূল দিবস ছিল ২০০৪ সালের ফেব্রুয়ারি ২ (২/২/০৪)। পরবর্তী বর্গমূল দিবস পালিত হবে ২০০৯ সালের মার্চ ৩ (৩/৩/০৯)।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা