সাবিনা পার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাবিনা পার্ক কিংস্টান ক্রিকেট ক্লাবের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম। এটি জ্যামাইকার কিংস্টনে অবস্থিত একটি টেস্ট ক্রিকেট স্টেডিয়াম। কিংস্টনের যে স্থানের জলবায়ু সবচেয়ে শুষ্ক সেখানে এই স্টেডিয়ামটি অবস্থিত। এর পিচ অনেক বছর ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে শক্ত ও দ্রুত বলে পরিচিত ছিল।

[সম্পাদনা] বহিঃসংযোগ


ক্রিকেট বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুসমূহ
ওয়ার্নার পার্ক (সেইন্ট কিট্‌স অ্যান্ড নেভিস) • কুইন্‌স পার্ক ওভাল (পোর্ট অফ স্পেন) • বিউসেজাউর স্টেডিয়াম (সেইন্ট লুসিয়া) • সাবিনা পার্ক (কিংস্টন) • স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম (এন্টিগুয়া ও বারবুডা) • প্রভিডেন্স স্টেডিয়াম (গায়ানা) • কেনিংস্টন ওভাল (ব্রিজটাউন)