হেরমান ভাইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Hermann Weyl.jpg
হেরমান ভাইল

হেরমান ভাইল (জার্মান Hermann Weyl হেয়ামান্‌ ভ়াইল্‌, ৯ই নভেম্বর, ১৮৮৫৮ই ডিসেম্বর, ১৯৫৫) একজন জার্মান গণিতবিদ। যদিও তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় জুরিখে ও প্রিন্সটনে অতিবাহিত হয়, তার পরও তাঁকে গটিঙেন বিশ্ববিদ্যালয় ঘরানার (অর্থাৎ ডেভিড হিলবার্ট ও হেরমান মিংকভ্‌স্কি-র ঘরানার) একজন গণিতবিদ হিসেবে ধরা হয়ে থাকে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও সংখ্যাতত্ত্বে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ ও ইন্সটিটিউট অফ অ্যাডভান্স্‌ড স্টাডিজ-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন