মোরিস রনে ফ্রেশে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() মোরিস রনে ফ্রেশে |
|
জন্ম | ২রা সেপ্টেম্বর, ১৮৭৮ মালিইনি, ফ্রান্স |
---|---|
মৃত্যু | ৪ই জুন, ১৯৭৩ প্যারিস, ফ্রান্স |
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | গণিতবিদ |
কর্মপ্রতিষ্ঠান | বোর্দো বিশ্ববিদ্যালয় ষ্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় একোল দেজোত-এতুদ একোল নর্মাল সুপেরিয়োর |
পঠিত বিদ্যাপীঠ | একোল নর্মাল সুপেরিয়োর |
অধিস্নাতক পরামর্শদাতা | জাক আদামার |
যে জন্যে পরিচিত | বিমূর্ত জগত ফাংশনাল বিশ্লেষণ |
মোরিস রনে ফ্রেশে (ফরাসি ভাষায়: Maurice René Fréchet) (২রা সেপ্টেম্বর, ১৮৭৮ – ৪ঠা জুন, ১৯৭৩) একজন ফরাসি গণিতবিদ। তিনি বিন্দু সেটের টপোগণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বিমূর্ত জগতের ধারণা সম্পূর্ণই তাঁর কৃতিত্ব। এছাড়া তিনি পরিসংখ্যান, সম্ভাবনা ও ক্যালকুলাসে একাধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর অভিসন্দর্ভ দিয়েই মেট্রিক জগতের ফাংশনালগুলির ওপর গবেষণার দ্বার উন্মোচন হয় এবং compactness-এর ধারণার সূত্রপাত ঘটে। তিনি হাঙ্গেরীয় গণিতবিদ রিসৎস অপেক্ষা স্বাধীনভাবে লেবেস্গে বর্গ সমাকলনযোগ্য ফাংশনসমূহের জগতের জন্য প্রতিনিধিত্ব উপপাদ্যটি (representation theorem) প্রমাণ করেন।