জওহরলাল নেহ্‌রু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহাত্মা গান্ধীর সাথে নেহরু (বামে), ১৯৩৭
মহাত্মা গান্ধীর সাথে নেহরু (বামে), ১৯৩৭

জহরলাল নেহরু (নভেম্বর ১৪, ১৮৮৯- মে ২৭, ১৯৬৪) ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

তিনি ১৮৮৯ সালের ১৪ই নভেম্বর ভারতের আল্লাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের হ্যারো এবং ক্যামব্রীজে শিক্ষালাভ করেন। ১৯১২ সালে তিনি মাতৃভূমি ভারতে(তৎকালীন ব্রিটিশ ভারতে) ফিরে আসেন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করার আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। পরবর্তিতে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি টানা সতের বছর স্বজাতিকে একটি আধুনিক, মুক্তমনা (Secular) এবং গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার মহাযজ্ঞে নেতৃত্ব দেন।

১৯৬৪ সালের ২৭শে মে তিনি তাঁর কার্যালয়ে মৃত্যুবরণ করেন। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত এবং কূটনীতিজ্ঞ নেহরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবেও নেহরু ছিলেন বিশিষ্ট। তাঁর তিনটি বিখ্যাত বই- 'একটি আত্মজীবনী'(An Autobiography), 'বিশ্ব ইতিহাস ক্ষণে ক্ষণে'(Glimpses of World History), এবং 'ভারত আবিষ্কার'(The Discovery of India) চিরায়ত(Classics) এর মর্যাদা লাভ করেছে।

[সম্পাদনা] বহির্সংযোগ

উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:
অন্যান্য ভাষা