জর্দানো ব্রুনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জর্দানো ব্রুনো
জর্দানো ব্রুনো

জর্দানো ব্রুনো (নোলা, ১৫৪৮রোম, ফেব্রুয়ারি ১৭, ১৬০০) একজন ইতালীয় দার্শনিক, ধর্মযাজক, বিশ্বতত্ত্ব বিশারদ এবং ওকাল্টিস্ট (গূঢ় রহস্যাদিতে বিশ্বাসী ব্যক্তি)। ব্রুনো তার স্মৃতিবর্ধন পদ্ধতির জন্য বিখ্যাত যা সংগঠিত জ্ঞানের উপর ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মহাবিশ্ব সম্পূর্ণ সুষম এবং অসীম নয় তার প্রাথমিক প্রস্তাবকদের মধ্যে তিনি একজন। প্রচলিত ধর্মের বিরোধিতার (heresy) অপরাধে তাকে পুড়িয়ে মারা হয়। এজন্য অনেকে তাকে চিন্তার মুক্তির জন্য নিবেদিত একজন শহীদ হিসেবে গণ্য করে থাকেন।[১]

[সম্পাদনা] প্রাথমিক জীবন

তিনি নেপ্‌লস সম্রাজ্যের একটি অংশ ক্যাম্পানিয়ার অন্তর্গত নোলা নামক অঞ্চলে জন্ম নেন। তার প্রকুত নাম ছিল ফিলিপো ব্রুনো। তার বাবা জিওভান্নি ব্রুনো ছিলেন একজন যোদ্ধা। ১১ বছর বয়সে তিনি নেপ্‌লস যান trivium শিক্ষা করার জন্য। ১৫ বছরের সময় তিনি ডোমিনিকান অর্ডারে প্রবেশ করেন এবং জর্দানো নাম ধারণ করেন। পড়াশুনা চালিয়ে যান তিনি এবং একসময় নভিস শিক্ষা সমাপ্ত করে ১৫৭২ সালে একজন নিয়মিত ধর্মযাজক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

দর্শনের ব্যাপরে বরাবরই তার আগ্রহ ছিল এবং তিনি স্মৃতি শিল্পের একজন বিশেষজ্ঞ ছিলেন। স্মৃতিবর্ধনবিদ্যার উপর তিনি বেশ কিছু বই লিখেন। ফ্রান্সিস ইয়েট্‌স মনে করেন এই বইগুলোতে অপ-রসায়নের রুদ্ধতার অনেক নীতি সন্নিবেশিত আছে।

[সম্পাদনা] বহিঃসংযোগ