জন গণ মন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন গণ মন সঙ্গীতের বাজনা-নির্দেশ
জন গণ মন সঙ্গীতের বাজনা-নির্দেশ

জন গণ মন রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি সঙ্গীত। এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে ১৯৫০ সালে গৃহীত হয়।

গানটির নিম্নের পংক্তিগুলো ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য।

জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎ‍‌কল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয়গাথা জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

অন্যান্য ভাষা