টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টটেনহাম হটস্পার
চিত্র:Tottenham Hotspur Badge.png
পূর্ণ নাম টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব
ডাকনাম স্পার্স, লিলিহোয়াইটস
প্রতিষ্ঠা ১৮৮২ সালে হটস্পার এফ.সি. নামে
মাঠ হোয়াইট হার্ট লেন
টোটেনহাম
লন্ডন
ইংল্যান্ড
ধারনক্ষমতা ৩৬,২৪০
চেয়ারম্যান ইংল্যান্ড এর পতাকা ড্যানিয়েল লেভি
ম্যানেজার নেদারল্যান্ড এর পতাকা মার্টিন জল
লীগ প্রিমিয়ার লীগ
২০০৬-০৭ প্রিমিয়ার লীগ, ৫ম
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এরা প্রিমিয়ার লীগে খেলে থাকে। ক্লাবটি টটেনহাম বা স্পার্স নামেও পরিচিত। এছাড়া সমর্থকেরা একে লিলিহোয়াইটস নামেও ডাকে কারন তাদের পোষাক সাদা। তাদের নিজস্ব মাঠ হচ্ছে হোয়াইট হার্ট লেন যা লন্ডনের টটেনহাম এলাকায় অবস্থিত।

২০শতাব্দীর প্রথম ডাব্‌লস জেতা দল হচ্ছে টটেনহাম। ১৯৬০-৬১ মৌসুমে তারা লীগএফএ কাপ জিতে এই কৃতিত্ব অর্জন করে। ১৯৬৩ সালে স্পার্স প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে কোন ইউরোপীয় ট্রফি জেতে। তারা ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতেছিল।

ক্লাবের প্রতীক হচ্ছে একটি মোরগ ফুটবলের ওপর দাঁড়িয়ে। ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী হচ্ছে আর্সেনাল

[সম্পাদনা] বহিঃসংযোগ

Commons logo
উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:
খবর


প্রিমিয়ার লীগ ২০০৭-০৮ মৌসুমের ক্লাব

আর্সেনাল | অ্যাস্টন ভিলা | বার্মিংহাম সিটি | ব্ল্যাকবার্ন রোভার্স | বোল্টন ওয়ান্ডারার্স | চেলসি | ডার্বি কাউন্টি | এভারটন | ফুলহাম | লিভারপুল | ম্যানচেস্টার সিটি | ম্যানচেস্টার ইউনাইটেড | মিডল্‌স্‌ব্রো | নিউকাসল ইউনাইটেড | পোর্ট্‌স্‌মাথ | রেডিং | সান্ডারল্যান্ড | টটেনহাম হটস্পার | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | উইগান অ্যাথলেটিক