ওয়েম্বলি স্টেডিয়াম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়েম্বলি স্টেডিয়াম | |
---|---|
![]() |
|
অবস্থান | ![]() |
Broke ground | ২০০৩ |
উন্মোচন | ২০০৭ |
মালিক | দ্য ফুটবল এসোসিয়েশন |
চালনাকারী | ওয়েম্বলি ন্যাশনাল স্টেডিয়াম লিমিটেড |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ ব্যয় | পাউন্ড ৭৯৮ মিলিয়ন (২০০৭) |
স্থপতি | ফস্টার এন্ড পার্টনার্স ও এইচওকে স্পোর্ট |
ভাড়াটে | |
|
|
ধারণ ক্ষমতা | |
৭৫,০০০ আসন ও ১৫,০০০ দাঁড়ানো (কনসার্ট) ৬৮,৪০০ থেকে ৭২,০০০ (অ্যাথলেটিক্স) |
ওয়েম্বলি স্টেডিয়াম একটি ফুটবল স্টেডিয়াম, যা ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েম্বলিতে অবস্থিত। এর আসন সংখ্যা ৯০,০০০ যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম (প্রথম স্থানে থাকা ন্যু ক্যাম্পের পরেই) এবং সব আসন ঢাকার সুবিধাযুক্ত পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম।[১] এটি চালু হবার পর থেকে একে "নতুন ওয়েম্বলি স্টেডিয়াম" নামে ডাকা হচ্ছে পুরাতন মূল ওয়েম্বলি থেকে পার্থক্য বোঝানোর জন্য।
পুরাতন ওয়েম্বলি স্টেডিয়াম (যার আসল নাম ছিল এম্পায়ার স্টেডিয়াম) পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল স্টেডিয়ামের মধ্যে একটি। এটি ছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নিজস্ব মাঠ এবং ভৌগলিক দৃষ্টিকোণ থেকে এটি ফুটবলের জন্মভূমি নামেও পরিচিত। এটি ইউরোপীয়ান কাপ ফাইনাল আয়োজন করেছে রেকর্ড ৫ বারের মত এবং বিশ্বের যে সতেরটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে তার একটি। ২০০৩ সালে সম্প্রসারনের উদ্দেশ্যে পুরাতন ওয়েম্বলি স্টেডিয়াম ভেঙ্গে ফেলা হয় এবং নতুন বর্তমান স্টেডিয়ামের কাজ শুরু করা হয়। ২০০৬ সালে স্টেডিয়ামটির কাজ শেষ হয়। তবে স্টেডিয়ামটি উদ্বোধন হয় ২০০৭ সালে এফএ কাপ ফাইনাল আয়োজনের মাধ্যমে। ২০০৭ সালের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের চাবি ফুটবল এসোসিয়েশনের হাতে অর্পণ করা হয়।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Official site
- Wembley Stadium Forum for all Past, Present and Future events
- Description at sportsvenue-technology.com
- Wembley trivia
- Virtual tour
- Wembley Stadium Pictures on Flickr