লিওনার্ট অয়লার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিওনার্ট অয়লার

ইয়োহান গেয়র্গ ব্রুকারের আঁকা অয়লারের প্রতিকৃতি
জন্ম এপ্রিল ১৫, ১৭০১
বাসেল, সুইজারল্যান্ড
মৃত্যু সেপ্টেম্বর ৭, ১৭৮৩
সেন্ট. পিটাসবুর্গ, রাশিয়া
বাসস্থান প্রুশিয়া

রাশিয়া

সুইজারল্যান্ড
জাতীয়তা সুইস
ক্ষেত্র গণিত and পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান Imperial Russian Academy of Sciences
Berlin Academy
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন বাসেল বিশ্ববিদ্যালয়
ধর্ম লুথেরান খ্রিস্টান

লিওনার্ট অয়লার ( জার্মান ভাষায়: Leonhard Euler লেওনাআট্‌ অয়লা আ-ধ্ব-ব: [ˈleonaɐt ˈɔʏlɐ]) (১৫ই এপ্রিল, ১৭০৭, বাসেল, সুইজারল্যান্ড - ১৮ই সেপ্টেম্বর, ১৭৮৩, সাংক্‌ত্‌ পেতের্বুর্গ, রাশিয়া) একজন সুইস গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ক্যালকুলাস, সংখ্যাতত্ত্ব, অন্তরক সমীকরণ, গ্রাফ তত্ত্বটপোগণিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক গণিতে ব্যবহৃত অনেক পরিভাষা ও ধারণা তাঁর অবদান। গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত গাণিতিক ফাংশন-এর ধারণা তাঁরই আবিষ্কার। অয়লার e , পাই এর জন্য π , যোগের জন্য Σ চিহ্নের প্রবর্তন করেন। তিনি বলবিজ্ঞান, আলোকবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানেও অবদান রাখেন।

অয়লারকে ১৮শ শতকের সেরা গণিতবিদ ও সর্বকালের সেরা গণিতবিদদের একজন বলে মনে করা হয়। গণিতবিদদের মধ্যে তার প্রকাশিত গবেষণা কাজের পরিমাণ আজও সর্বাধিক এবং এটি একটি গিনেস রেকর্ড। [১] বলা হয় তার সম্পর্কে লাপ্লাস বলেছিলেন: "Lisez Euler, lisez Euler, c'est notre maître à tous" ("অয়লার পড়, অয়লার পড়, তিনি আমাদের সবার শিক্ষক।")।[২]

2002 Euler নামের গ্রহাণুটি তাঁর সম্মানে নামকরণ করা হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Guinness Book of Records: Most prolific mathematician. Retrieved on September 2006.
  2. Dunham, William (1999). Euler: The Master of Us All. The Mathematical Association of America, xiii.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন