ইয়ুতাকা তানিয়ামা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ুতাকা তানিয়ামা (১৯২৭-১৯৫৮) বিশিষ্ট জাপানী গণিতবিদ ছিলেন। সহকর্মী গোরো শিমুরার সাথে সম্মিলিতভাবে তিনি তানিয়ামা-শিমুরা কঞ্জেক্চারের জন্ম দেন, যেটি পরবর্তীতে ফের্মার বিখ্যাত শেষ উপপাদ্য প্রমানে সহায়তা করে। তানিয়ামা তার ৩১তম জন্মদিনের অল্প কিছুদিন পর আত্মহত্যা করেন। তার মৃত্যুর মাস খানেক পরে তানিয়ামা যেই মহিলাকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, সেই মহিলা মিসাকো সুজুকি-ও শোকে আত্মহনন করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।