আলাপ:হ্যারি পটার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমার মতে বানানটি হ্যারী নয়, হবে হ্যারি (হ্যারি ট্রুম্যান দেখুন)। এবং নিবন্ধটির নাম হওয়া উচিৎ হ্যারি পটার (চরিত্র) কারন হ্যারি পটার নামে হ্যারি পটার সিরিজের উপরে একটা নিবন্ধ শুরু করতে চাচ্ছি। ইংরেজী উইকিতে এই convention follow করা হয়েছে। অয়ন Auyon ১৬:৩৬, ১১ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা] বাংলা উচ্চারন
ইংরেজী উচ্চারণ বাংলায় লিখতে অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। Hogwarts এর উচ্চারণ হগওয়ার্টস হওয়াই যুক্তিযুক্ত মনে হচ্ছে-মুভিতে এই উচ্চারণ আছে। আর হারমিওন নয়, উচ্চারণটা হবে হারমায়োনি, হ্যারি পটার এন্ড দ্য গবলেট অব ফায়ারে হারমায়োনি ভিক্টর ক্রামকে এই উচ্চারণ শেখায় ( ব্রিটিশ সংস্করণের "The Yule Ball" চ্যাপ্টার দেখুন)। আমার মতে মুভিতে যে উচ্চারণ করা হয়েছে নাম এবং সবকিছুর ক্ষেত্রে সেটা অনুসরণ করাই ভালো হবে, যেহেতু মুভিগুলো তৈরীর সময় রাউলিং এর মতামত নেয়া হয় প্রতি বিষয়ে (Mugglnet এবং leakey cauldron ওয়েবসাইটে রাউলিং এর সাক্ষাৎকার পড়ুন, তা থেকে বোঝা যায়)। ধন্যবাদ- অয়ন ১৮:৪৪, ৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)