ইলেকট্রন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইলেকট্রন
শ্রেণীবিভাগ
  • মৌলিক কণা
    • ফের্মিয়ন
      • লেপ্টন
বৈশিষ্ট্যাবলী
ভর: ৯.১০৯ ৩৮২৬(১৬) × ১০−৩১ কেজি
তড়িৎ আধান: −১.৬০২ ১৭৬ ৫৩(১৪) × ১০−১৯ কুলম্ব
স্পিন: ১/২
মিথষ্ক্রিয়া: তড়িৎ-চুম্বকীয়, দুর্বল, মহাকর্ষ


ইলেকট্রন একটি হালকা অতিপারমাণবিক মৌলিক কণা যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন-১/২ এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ-চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক নিউক্লিয়াসের সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরী করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন