গাশারব্রুম ২
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাশারব্রুম ২ (কে৪ হিসেবে ও পরিচিত) পাকিস্তানে ৫ম এবং পৃথিবীতে ১৩তম উচ্চতম পর্বত। গাশারব্রুম ২ হিমালয়ের কারাকোরাম সীমাতে গাশারব্রুম স্তুপ-পর্বতে অবস্থিত তৃতীয় উচ্চতম চূড়া। এর সর্বোচ্চ উচ্চতা ৮০৩৫ মিটার (২৬,৩৬০ ফুট)। জুলাই ৮,১৯৫৬ সালে সর্বপ্রথম একদল অস্ট্রেলীয় অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
আট-হাজারী পর্বতশৃঙ্গ |
---|
এভারেস্ট • কে২ • কাঞ্চনজঙ্ঘা • লোৎসে • মাকালু • চো ওইয়ু • ধবলগিরি • মানাসলু • নাঙ্গা পর্বত • অন্নপূর্ণা • গাশারব্রুম ১ • ব্রড পিক • গাশারব্রুম ২ • শিশাপাংমা |