মুরগি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সবচাইতে প্রসিদ্ধ গৃহপালিত পাখি। গ্রাম শহর, যেখানে পালনের যায়গা আছে সেখানেই মুরগি পালন করা হয়। এর মাংশ ও ডিম অন্যতম প্রোটিনের উৎস। এরা ১০-১২ ফুটের বেশি উড়তে পারেনা। একবারে ১২-২০ টি ডিম পাড়ে ও তা দিয়ে বাচ্চা ফুটায়।