পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (প্রতিষ্ঠিত: ২০ মে, ১৯৮৬) হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বাংলা ভাষা উন্নিত করার জন্য শিক্ষায়ন। প্রতিষ্ঠানের প্রধান অফিসটি রবীন্দ্র সদনের পাশে নন্দনে রয়ছে।

[সম্পাদনা করুন] পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কাজ

বাংলা আকাদেমিতে পন্ডিত ব্যক্তি বাংলা ভাষাকে উন্নত করতে চেষ্টা করছেন অনেক অন্যান্য ভাবে। তাঁরা বানান, গ্রামার, উৎপত্তি ও বাংলা ভাষার বেড়ে উঠা গবেষনা করছেন। তাঁরা একটি বড় পুস্তকালয় নির্মাণ করেছেন মৌলিক পান্ডুলিপি সংরক্ষন করতে। জাপানের সরকার ৫০০০০০ ভারতীয় টাকা দিয়েছেন শিক্ষায়নের জন্য গবেষনা করতে। পশ্চিমবঙ্গের সরকার অর্থ দিয়েছেন। গবেষনাটি এই পয়স ব্যবহার করছেন ইন্দো-জাপানী সাংস্কৃতিক কেন্দ্র বিধাননগরে

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন