টোকেন রিং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোকেন রিং এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ব্যবস্থাতে কোনো সংযুক্ত প্রান্ত একটি বিশেষ ফ্রেম বা টোকেন গ্রহন করা সাপেক্ষে প্রেরণ করা শুরু করতে পারে। এটি এক ধরনের বেইস ব্যান্ড নেটওয়ার্ক। টোকেন প্রাপ্ত স্টেশন বা প্রান্ত টোকেন প্রাপ্তির পর পুরো টোকেন রিং এর ব্যান্ড বিস্তার ব্যবহার করতে পারে। আই বি এম, আর্কনেট এবং আর অনেক বড় প্রতিষ্ঠান এই ব্যবস্থা ব্যবহার করেন।