আলাপ:গি ফোর্জে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা করুন] উচ্চারণ
আমি ৯০% নিশ্চিত ভদ্রলোকের নামের সঠিক উচ্চারণ বাংলায় লিখলে দাঁড়ায় গি ফোর্জে।
- Guy-এর g-এর উচ্চারণ hard g বা গ-এর মত।
- Forget-র g = ঝ ও শ -এর মাঝামাঝি একটা উচ্চারণ। বাংলায় এর সঠিক প্রতিবর্ণ নেই। তাই বর্গীয় জ দিয়েই চালাতে হবে। অবশ্য ফরাসী ভাষার কিছু কিছু পাঠ্যবইয়ে জ-এর নিচে ফোঁটা দিয়ে প্রতিবর্ণীকরণের কাজ চালানো হয়।
- বিদেশী শব্দে দীর্ঘ ঈ-কার না রাখা বাংলা একাডেমী সুপারিশ করে। তাই গী-এর বদলে গি।
- র্ আলাদা করে না লিখে রেফ দেয়াই ভাল। উচ্চারণে কোন ভিন্নতা আসেনা।
--- অর্ণব ১৯:০১, ৫ জুন ২০০৬ (UTC)
-
- heheh change korey felun, no problem :-) I'm all for correctness in the encyclopedia. --Peripatetic ১৯:০৩, ৫ জুন ২০০৬ (UTC)