বিশ্বনাথন আনন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্বনাথন আনন্দ, দাবা প্রতিযোগিতায় অংশগ্রহনরত
বড় করুন
বিশ্বনাথন আনন্দ, দাবা প্রতিযোগিতায় অংশগ্রহনরত

বিশ্বনাথন আনন্দ (আইপিএ: vɪs'vɑˌnəˌðən ɑnˌənd) (জন্ম ডিসেম্বর ১১, ১৯৬৯, চেন্নাই (প্রাক্তন মাদ্রাজ), ভারত) একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। এপ্রিল ২০০৬-এর ফিদে তালিকা অনুযায়ী আনন্দের ইলো রেটিং ২৮০৩, আর র‌্যাংকিং-এ তাঁর অবস্থান দ্বিতীয় (ভেসেলিন তোপালভ-এর পেছনে)। ইলো রেটিং-এর ইতিহাসে ২৮০০ পয়েন্টের বেশী পাওয়া মাত্র চার জন দাবাড়ুর মধ্যে আনন্দ একজন। আনন্দ ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সেরা তিন ধ্রুপদী দাবাড়ুর একজন এবং একই সময়কালের বেশির ভাগ অংশ জুড়ে বিশ্বের সেরা দ্রুতগতির দাবাড়ু হিসেবে পরিগণিত।

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন