ওয়ারলেস এপলিকেশন প্রোটোকল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা করুন] ওয়ারলেস এপলিকেশন প্রোটোকল
ওয়ারলেস এপলিকেশন প্রোটোকল বা WAP ওয়ারলেসের মাধ্যমে তথ্য আদান প্রদানকারী বিভিন্ন এপলিকেশনের জন্য একটি উন্মুক্ত আন্র্তজাতিক স্ট্যানডার্ড।এটির প্রয়োগ মূলত পিডিএ বা মোবাইল ফোনে ইর্ন্টারনেট এক্সেস দেয়ার জন্য। বর্তমানে এটি পৃথিবীর বেশির ভাগ মোবাইল ইর্ন্টারনেট সাইটে বা ওয়াপ সাইটে ব্যাবহৃত হয়।
মোবাইল ইর্ন্টারনেট সাইট বা ওয়াপ সাইট হল বিশেষ ধরনের ওয়েব সাইট যা ওয়ারলেস মার্কআপ ল্যাংগুয়েজে বা WML -এ লেখা হয় বা পরিবর্তিত করে নেওয়া হয়। আর এক্সেস করতে দরকার হয় একটি ওয়াপ ব্রাউজার।
[সম্পাদনা করুন] প্রযুক্তিগত বিবরণ
ওয়াপ ফোরাম এমন একটি প্রটোকলের প্রস্তাবনা করা হয়েছে যা বিভিন্ন নেটওর্য়াক প্রযুক্তি মধ্যে ওয়াপ সরঞ্জাম ও সফটওয়ারের দ্বারা তথ্য আদান প্রদান করাকে সহায়তা করে।ওয়াপ প্রোটকল স্ট্যাক নিন্মলিখিত স্তর নিয়ে গঠিত :
+------------------------------------------+ | ওয়ারলেস এপলিকেশন ইনভাইরনমেন্ট (WAE) | +------------------------------------------+ \ | ওয়ারলেস সেশন প্রোটকল (WSP) | | +------------------------------------------+ | | ওয়ারলেস ট্রানজেকশন প্রোটকল (WTP) | | ওয়াপ +------------------------------------------+ | প্রটোকল | ওয়ারলেস ট্রন্সর্পোট লেয়ার সিক্যুরিটি (WTLS) | | স্ট্যাক +------------------------------------------+ | | ওয়ারলেস ডাটাগ্রাম প্রোটকল (WDP) | | +------------------------------------------+ / | *** যেকোন ওয়ারলেস ডাটা নেটওর্য়াক *** | +------------------------------------------+
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।