শ্যামল মিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্যামল মিত্র পশ্চিম বাংলার এক প্রখ্যাত সংগীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার অনেক গান আজও বাঙ্গালী শ্রোতাদের কাছে আদৃত। তাঁর সুর করা একটি জনপ্রিয় চলচ্চিত্র হল অমানুষ

উল্লেখযোগ্য গান সমূহঃ

  • আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
  • ওই আঁকা বাঁকা যে পথ
  • কেন তুমি ফিরে এলে
  • দূর নয় বেশী দূর ওই
  • ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
  • নাম রেখেছি বনলতা