ছাপাখানা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছাপা খানা যেখানে ছাপা হয়। প্রিন্টিং প্রেস দ্বারাই ছাপা খানাকে বুঝানো হয়। ছাপা বা মূদ্রণ হলো কোন লেখা বা ছবিকে যন্ত্রের মাধ্যমে কাগজে উপস্থাপন। বিশাল পরিমানে এবং অল্প সময়ে অনেক বেশি মূদ্রন করার জন্যই ছাপাখানার ব্যবহার হয়ে থাকে। যাবতীয় বই, পত্রিকা, বিজ্ঞাপন প্রচার পত্র সবই এই ছাপা খানার অবদান। এটি একটি বৃহৎ শিল্প।