পিত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যকৃতের পীতাভ (হলুদ) সবুজ রেচনপদার্থযুক্ত তিক্তস্বাদের ক্ষরণ যা পিত্তস্থলীতে সঞ্চিত ও ঘনীভূত হয়, তাকে পিত্ত বলে। পুঁজ(pus) মিশ্রিত শ্লেষাকে (mucous) অনেকসময় কথ্যভাবে পিৎ বা পিত্ত বলা হয়। আয়ুর্বেদে অগ্নির রূপকে পিত্ত সম্ভবতঃ দেহ প্রতিরক্ষা (immune) ব্যবস্হাকে বর্ণনা করে (বায়ু=air/?nervous system,পিত্ত=fire/?immune system, কফ=humor/?endocrine system)

সূচিপত্র

[সম্পাদনা করুন] পিত্তের উপদান

  • জল
  • পিত্তরঙ্গক:
  • পিত্তলবণ (কোলেস্টেরল-জাত কোলিক অ্যাসিডের লবণ), মানবের ক্ষেত্রে:
    • গ্লাইকোকোলিক অ্যাসিড
    • টরোকোলিক অ্যাসিড
    • লিথোকোলিক অ্যাসিড
  • কোলেস্টেরল
  • লেসিথিন

[সম্পাদনা করুন] বিভিন্ন প্রাণীর পিত্ত

[সম্পাদনা করুন] চৈনিক চিকিৎসায় ভালুক পিত্ত

[সম্পাদনা করুন] ওষুধ হিসাবে পিত্তলবণ

আরসো-ডিঅক্সি-কোলিক অ্যাসিড (UDCA/urso deoxy cholic acid), ursa=ভালুক

[সম্পাদনা করুন] পিত্তের কাজ

  1. স্নেহপদার্থকে দ্রবীভূত করে ছোট ছোট বর্তুলাকার মাইসেলি তৈরী করে যা স্নেহপদার্থ পাচনে দরকার।
  2. স্নেহদ্রাব্য পদার্থের যাকৃতিক রেচন।

[সম্পাদনা করুন] পিত্তস্থলী

[সম্পাদনা করুন] পিত্তনালী

[সম্পাদনা করুন] অবরুদ্ধ পিত্তনালী

রক্তে অত্যধিক বিলিরুবিনের কারণে জন্ডিস হয়। পিত্তলবণ রক্তের মাধ্যমে চামড়ায় প্রবেশকরলে ভয়ঙ্কর চুলকানি হয়।,