আলাপ:ম্যান্ডারিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটির কি চীনা ভাষার সাথে মিল আছে নাকি আলাদা কোন ভাষা?--বেলায়েত ১৬:৩৩, ৩০ আগস্ট ২০০৬ (UTC)

আসলে চীনা ভাষা বলে আলাদা কোন ভাষা নাই। ক্যান্টনিজ, ম্যান্ডারিন, এরকম অনেক ভাষা আছে। ওদের লেখার রীতি একই (বর্ণমালা নাই, ছবির মাধ্যমে লিখে), তাই এক জায়গার চীনারা অন্য জায়গার চীনাদের লেখা পড়তে পারে, কিন্তু উচ্চারণ আলাদা। আসলে আমরা চীনাদেরকে সব একই রকম মনে করি, কিন্তু ওদের দেশটা অনেক বড়, আর ভাষার পার্থক্যও অনেক। --রাগিব (আলাপ | অবদান) ১৭:১১, ৩০ আগস্ট ২০০৬ (UTC)