হিমালয় পর্বতমালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহাশূন্য থেকে দক্ষিণ-দক্ষিণ-উত্তর থেকে তিব্বতীয় প্লেটের উপর হিমালয় পর্বতমালা ও মাউন্ট এভারেষ্ট দেখা যাচ্ছে।
বড় করুন
মহাশূন্য থেকে দক্ষিণ-দক্ষিণ-উত্তর থেকে তিব্বতীয় প্লেটের উপর হিমালয় পর্বতমালা ও মাউন্ট এভারেষ্ট দেখা যাচ্ছে।

হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। হিমালয় শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ 'বরফের ঘর'। হিমালয় পর্বতমালা তিব্বতীয় প্লেট থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। হিমালয় পর্বতমালা হতে তিনটি প্রধান নদীর প্রবাহ সৃষ্টি হয়েছে। এই পর্বতপশ্চিমে নাগা পর্বত পূর্বে ব্রহ্মপুত্র নদের বড় বাঁক পর্যন্ত বিস্তৃত। এটি দৈর্ঘ্যে ২৪১০ কিমি এবং প্রস্থে গড়ে প্রায় ৩২০কিমি।

[সম্পাদনা করুন] উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ