আমাজন নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমাজন নদী
আমাজন নদীর গতিপথ
আমাজন নদীর গতিপথ
উৎস নেভাদো মিসমি
অববাহিকার দেশ ব্রাজিল (62.4%), পেরু (16.3%)
বলিভিয়া (12.0%), কলম্বিয়া (6.3%)
ইকুয়েডর (2.1%)
দৈর্ঘ্য 6,516 km (4,049 mi)
উৎসের উচ্চতা 5,597 m (18,364 ft)
গড় পানি প্রবাহ 219,000 m³/s (7,735,080 ft³/s)
অববাহিকার ক্ষেত্রফল 6,915,000 km² (2,669,882 mi²)

আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্‌মি নামক চূড়া হতে। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে পাঁচটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ পানি ধারণ করে তা বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪'২ মিলিয়ন ঘন ফুট পানি সাগরে গিয়ে পড়ে। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭ মিলিয়ন ঘন ফুট।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন