নামাজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামাজ বা সালাত ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান উপাসনা। ইসলাম ধর্মে কালেমার পরই নামাজের স্থান। নামাজ পাঠরত ব্যক্তিকে মুসুল্লী বলা হয়।
[সম্পাদনা করুন] নামাজের নিয়ম
নামাজের ধাপ বা অংশকে রাকাত বলা হয়। প্রতি রাকাতের শুরুতে সুরা পাঠের পর রুকু (অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে অবনত হওয়া), ও তার পর সিজদা দিতে হয়। তিন বা চার রাকাতের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদার পর বসে "আত্তাহিয়াতু" দোয়া পড়তে হয়। নামাজের শেষ রাকাতে সিজদার পর বসে "আত্তাহিয়াতু" দোয়ার সাথে "দুরুদ শরীফ" পড়তে হয়। নামাজের শেষে দুই দিকে সালাম দিয়ে মুনাজাত বা প্রার্থনা করতে হয়।
[সম্পাদনা করুন] নামাজের ওয়াক্ত ও রাকাত
প্রতিদিন একজন মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হল "ফজর নামাজ" সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এর ব্যপ্তিকাল। এরপর "যোহর ওয়াক্ত" বেলা দ্বিপ্রহর হতে "আছর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত যার ব্যপ্তি। তৃতীয় ওয়াক্ত "আছর ওয়াক্ত" যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে "মাগরীব" যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট। "মাগরীব ওয়াক্ত" এর প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় "এশা ওয়াক্ত" এবং এর ব্যপ্তি প্রায় "ফজর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত।
উপরোক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও এশা নামাজের পরে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলমানরা আদায় করে থাকে।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
- ফজর নামাজ : ২ রাকাত সুন্নত এর পর ২ রাকাত ফরজ
- যোহর নামাজ : ৪ রাকাত সুন্নত এর পর ৪ রাকাত ফরজ এবং এরপর ২ রাকাত সুন্নত
- আছর নামাজ : ৪ রাকাত সুন্নত এর পর ৪ রাকাত ফরজ
- মাগরীব নামাজ : ৩ রাকাত ফরজ এর পর ২ রাকাত সুন্নত
- এশা নামাজ : ৪ রাকাত সুন্নত এর পর ৪ রাকাত ফরজ এবং এরপর ২ রাকাত সুন্নত
এশা নামাজ আদায় করার পর ৩ রাকাত বিতর এর ওয়াজিব নামাজ আদায় করতে হয়।
[সম্পাদনা করুন] বিশেষ নামাজ:
- তারাবীহ্ এর নামাজ : শুধু মাত্র রমজান মাসে এই নামাজ পড়তে হয়। এশা নামাজের ২ রাকাত সুন্নত আদায় করার পরে এবং বিতর নামাজ এর আগে ২০ রাকাত তারাবীহ্ এর নামাজ আদায় করতে হয় এই সময়।
- যানাযার নামাজ : কোন মুসলমান মারা গেলে মৃত ব্যক্তিকে কবর দেয়ার আগে এই নামাজ পড়তে হয়।
![]() |
ইসলামের পঞ্চস্তম্ভ | ![]() |
কালেমা | নামাজ | রোজা | যাকাত | হজ্জ্ব |