রাণী বিলাসমণি সরকারী বালক উচ্চ বিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণী বিলাসমণি সরকারী বালক উচ্চ বিদ্যালয গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি বিদ্যালয়। এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীণ ভাওয়ালের রাণী বিলাসমণি বহু স্মৃতি বিজড়িত এই শতাব্দী প্রাচীন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলটি ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ীর একেবারে কাছ ঘেঁষে অবস্থিত। এই উচ্চ বিদ্যালয়টির জুনিয়রবৃত্তি ও SSC পরীক্ষায় ফলাফল বরাবর ই ভাল। স্কুলের সবচাইতে ভাল ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য হলো,এখান থেকে SSC পরিক্ষাতে ৩ বার ঢাকা বোর্ডের মেধাতালিকাতে নাম ছিল। কৃতী এই তিন ছাত্রের নাম উল্লেখ করা যেতে পারেঃ
- মোঃ আনোয়ার হোসেন (১৯৯৫ সালে ঢাকা বোর্ডে ১৭ তম)
- আশিস কুমার বিশ্বাস (১৯৯৯ সালে ঢাকা বোর্ডে ৮ম)
- হিল্লোল দেবনাথ (২০০০ সালে ঢাকা বোর্ডে ২য়)
এছাড়া বর্তমানে Grading পদ্ধতি চালু করার পরে এখান থেকে প্রতি বছর ই অনেক ছাত্র A+ গ্রেড পাচ্ছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।