চেরনোবিলের বিপর্যয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Chernobyl Disaster.jpg
বিপর্যয়ের পর চেরনোবিল রিঅ্যাক্টর নং ৪; প্রধান রিঅ্যাক্টর হল (ছবির কেন্দ্রে) ও টার্বাইন ভবনে (ছবির নিচের বামদিকে) সংঘটিত ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে।

২৬শে এপ্রিল, ১৯৮৬ তারিখে ভোররাত ১টা বেজে ২৩ মিনিটে সোভিয়েত ইউনিয়ন-এর অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে চেরনোবিলের বিপর্যয় ঘটে। এটিকে নিউক্লীয় শক্তির ইতিহাসের সর্বনিকৃষ্ট দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়।