পিয়ের দ্য ফের্মা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিয়ের দ্য ফের্মা(আগস্ট ১৭, ১৬০১ - জানুয়ারি ১২, ১৬৬৫) সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ। ১৬৩৭ সালে তিনি একটি গাণিতিক উপপাদ্য প্রস্তাব করেন যেটি পরবর্তীতে ফের্মার শেষ উপপাদ্য হিসেবে পরিচিতি লাভ করে। ফের্মার মৃত্যুর পর তিন শতাব্দীরও অধিক সময় ধরে গণিতবিদরা এটি প্রমাণ করার চেষ্টা করেন। অবশেষে ১৯৯৫ সালে ইংরেজ গণিতবিদ এন্ড্রু ওয়াইল্স উপপাদ্যটি প্রমাণ করতে সক্ষম হন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।