ভ্যাক্সিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভ্যাক্সিন(Vaccine) কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস(Virus), ব্যাক্টেরিয়া (Bacteria) ইত্যাদির জীবিত (রোগসূচনাকারী ক্ষমতা শূন্য) বা মৃতদেহ বা কোনো অংশবিশেষ হতে প্রস্তুত ঔষধ যা ঐ প্রাণীর দেহে ঐ ভাইরাস বা ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে আন্টিবডি (Antibody)সৃষ্টি করে।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] আবিষ্কার
এডোয়ার্ড জেনার ১৭৯৬ খ্রীষ্টাব্দে লক্ষ্য করেন গয়লানীরা (cow-maid) গুটি বসন্তের (small pox) মড়কে আক্রান্ত হয়না। তিনি প্রমাণ করেন তাঁর গয়লানীর রক্ত গরুর বসন্তে সংক্রমিত এবং তার টীকা (inoculation) জেমস ফিলিপ নামে ৮বছরের একটি সুস্থ বালককে দেন। একটু মৃদু বসন্ত উপসর্গের পর সে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং সে গুটি বসন্তের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়।