আলাপ:সুভাষ চন্দ্র বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

‌‌==বোস না বসু== In english the spelling Bose sounds like বোস, but ASAFIK he is বসু। --mak ২১:০৬, ১৭ মে ২০০৬ (UTC)

ইংরেজী বানানটা Bose। ঠাকুর যেভাবে Tagore হয়েছে, বসুও সেরকম ভাবে বোস হয়েছে। বাংলাতে যেহেতু বসু বানানটা বেশি চালু, তাই সেটাই ব্যবহার করতে হবে। আর তাঁর আসল নাম তো অবশ্যই বসু। --Ragib ২১:১০, ১৭ মে ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ভূল তথ্য

ব্যবহারকারী মুনতাসির বোধহয় ভূল করে কিছু তথ্য সন্নিবেশ (ইংরেজী সংস্করণ থেকে ভূল অনুবাদ) করেছিলেন। মান্দালয়ে সুভাষ চন্দ্র বসু ৬ বছর কারাভোগ করেননি,বরং বাল গঙ্গাধর তিলক নামে আরেকজন স্বাধীকার সংগ্রামী এখানে ৬ বছর বন্দী ছিলেন। দয়া করে, আরেকবার আপনার সন্নিবেশিত সম্পাদনা পরীক্ষা করে দেখবেন কি?--mak ১৯:৩২, ৩০ জুন ২০০৬ (UTC)


It was my fault...... Thanks.... মুনতাসির