ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারত রাষ্ট্র ২৮ টি রাজ্য (state) এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল (union territories) নিয়ে গঠিত। প্রতিটি রাজ্য কয়েকটি জেলা (district) দ্বারা গঠিত। প্রতিটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল (দিল্লী ও পন্ডিচেরি)-এর নিজস্ব নির্বাচিত স্থানীয় সরকার আছে। বাকি ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলে আছেন কেন্দ্রীয় সরকার নির্ধারিত প্রশাসক।

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
বড় করুন
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল

রাজ্য:

  1. অন্ধ্র প্রদেশ
  2. অরুণাচল প্রদেশ
  3. অসম
  4. বিহার
  5. ছত্তিসগড়
  6. গোয়া
  7. গুজরাত
  8. হরিয়ানা
  9. হিমাচল প্রদেশ
  10. জম্মু ও কাশ্মীর
  11. ঝাড়খন্ড
  12. কর্ণাটক
  13. কেরালা
  14. মধ্য প্রদেশ
  1. মহারাষ্ট্র
  2. মণিপুর
  3. মেঘালয়
  4. মিজোরাম
  5. নাগাল্যান্ড
  6. ওড়িশা
  7. পাঞ্জাব
  8. রাজস্থান
  9. সিকিম
  10. তামিল নাড়ু
  11. ত্রিপুরা
  12. উত্তরাঞ্চল
  13. উত্তর প্রদেশ
  14. পশ্চিমবঙ্গ

কেন্দ্রশাসিত অঞ্চল:

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
  2. চন্ডীগড়
  3. দাদরা ও নগর হাভেলি
  4. দমন ও দিউ
  5. লাক্ষাদ্বীপ
  6. পন্ডিচেরী
  7. ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লী



The Flag of India, adopted on July 22, 1947.
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
রাজ্য অন্ধ্র প্রদেশঅরুনাচল প্রদেশঅসমবিহারছত্তিসগড়গোয়াগুজরাটহরিয়ানাহিমাচল প্রদেশজম্মু ও কাশ্মীরঝাড়খণ্ডকর্ণাটককেরালামধ্য প্রদেশমহারাষ্ট্রমণিপুরমেঘালয়মিজোরামনাগাল্যান্ডওড়িশাপাঞ্জাবরাজস্থানসিকিমতামিল নাড়ুত্রিপুরাউত্তরাঞ্চলউত্তর প্রদেশপশ্চিমবঙ্গ
কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জচন্ডীগড়দাদরা ও নগর হাভেলিন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লীদমন ও দিউলাক্ষাদ্বীপপন্ডিচেরী


ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

আগরতলাআইজলবাঙ্গালোরভোপালভুবনেশ্বরচন্ডীগড়চেন্নাই (মাদ্রাজ) • দমন • দেরাদুনদিল্লীদিসপুরগান্ধীনগরগ্যাংটকহায়দ্রাবাদইম্ফলইটানগরজয়পুর • কাভারত্তি • কোহিমাকলকাতালখনৌমুম্বাই (বম্বে) • পানাজি (পানজিম) • পাটনাপন্ডিচেরীপোর্ট ব্লেয়াররায়পুররাঁচীশিলংসিমলা • সিলভাসা • শ্রীনগরতিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম)