বিবিসি বাংলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিবিসি বাংলা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীনে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। বিবিসি বাংলা বিভাগের অনুষ্ঠান সম্প্রচারিত হয় লন্ডনে বুশ হাউজের সদর দপ্তর হতে। বর্তমানে এই বিভাগ থেকে প্রতিদিন ৩ দফায় দেড় ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

বিবিসি থেকে বাংলা সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান সম্প্রচারিত হতো ১৫ মিনিট। বিবিসি বাংলা বিভাগ থেকে বর্তমানে সম্প্রচারিত অনুষ্ঠান:

  • প্রভাতী (বাংলাদেশ সময় সকাল ৬:৩০-৭:০০}
  • প্রবাহ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০-৮:০০)
  • পরিক্রমা (বাংলাদেশ সময় রাত ১০:৩০-১১:০০)

[সম্পাদনা করুন] আরও দেখুন

বিবিসি


[সম্পাদনা করুন] বহিঃসংযোগ

বাংলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম
ইউরোপ: বিবিসি বাংলাডয়চে ভেলে বাংলা
ভয়স অফ রাশিয়া
আমেরিকা: ভয়স অফ অ্যামেরিকা বাংলা
এশিয়া: চীন আন্তর্জাতিক বেতার