জীবনানন্দ দাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জীবনানন্দ দাশ (১৮৯৯,বরিশাল - অক্টোবর ২২, ১৯৫৪)(বাংলা ৬ই ফাল্গুন, ১৩০৫ ) বাংলাদেশের একজন প্রতিভাবান কবি। তাঁর পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুমকুমারী দাশ। তিনি শিক্ষালাভ করেন প্রথমে বরিশাল ব্রজমোহন স্কুলে ও ব্রজমোহন কলেজে, পরে কলকাতা প্রসিডেন্সি কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে ১৯২১ সালে এম. এ. ডিগ্রী অর্জন করেন। ১৯৩০ সালে শ্রীমতী লাবন্য গুহকে বিবাহ করেন। তাঁদের দুটি সন্তান। ১৯৩১ সালে কন্যা শ্রীমতী মঞ্জুশ্রী এবং ১৯৩৮ সালে পুত্র শ্রী সমরানন্দের জন্ম হয়।

সূচিপত্র

[সম্পাদনা করুন] কর্মজীবন

অধ্যাপনার কাজে তাঁর কর্মজীবনের শুরু ও সমাপ্তি। মাঝখানে কিছুদিনের জন্য কলকাতার একটি দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদনায় নিযুক্ত ছিলেন। অধ্যাপনা করেছেন বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। (সিটি কলেজ, কলকাতা, ১৯২২-১৯২৮; রামযশ কলেজ, দিল্লী, ১৯৩০-১৯৩১; ব্রজমোহন কলেজ, বরিশাল, ১৯৩৫-১৯৪৮; খড়গপুর কলেজ, ১৯৫১-১৯৫২; বারিষা কলেজ, ১৯৫৩; হাওড়া গার্লস কলেজ, কলকাতা, ১৯৫৩-১৯৫৪)।

[সম্পাদনা করুন] সাহিত্যধারা

তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন।

[সম্পাদনা করুন] গ্রন্থতালিকা

[সম্পাদনা করুন] কাব্যগ্রন্থ

  • ঝরা পালক (১৯২৮)
  • ধুসর পাণ্ডুলিপি (১৯৩৬)
  • বনলতা সেন (১৯৪২)
  • মহাপৃথিবী (১৯৪৪)
  • সাতটি তারার তিমির (১৯৪৮)
  • শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
  • রূপসী বাংলা (১৯৫৭)
  • বেলা অবেলা কালবেলা (১৯৬১)

আলো পৃথিবী (১৩৮৯ বাংলা)

[সম্পাদনা করুন] প্রবন্ধগ্রন্থ

  • কবিতার কথা (১৯৫৫)

[সম্পাদনা করুন] গল্প ও উপন্যাস

  • জীবনানন্দ দাশের গল্প (১৩৭৯ বাংলা)
  • সুতীর্থ
  • মাল্যবান (১৯৭৩)

[সম্পাদনা করুন] মৃত্যু

১৪ই অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। ২২শে অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হয় আত্মহত্যাস্পৃহা ছিল দুর্ঘটনার মূল কারণ[১]

[সম্পাদনা করুন] পাদটিকা

  1. হুমায়ুন আজাদ সম্পাদিত আধুনিক বাঙলা কবিতা ISBN 984-901-205-1.
অন্যান্য ভাষা