ল্যাম্প (সফটওয়্যার গুচ্ছ)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ল্যাম্প (L.A.M.P.) শব্দটি একগুচ্ছ বিনামূল্য সফটওয়্যারকে বোঝায়, যেগুলো সাধারণত ওয়েব সাইট বা সার্ভার পরিচালনায় ব্যবহৃত হয়ে থাকে।
- লিনাক্স(Linux), (এক ধরনের অপারেটিং সিস্টেম)
- এ্যাপাচি(Apache), (এক ধরনের ওয়েব সার্ভার),
- মাইএসকিউএল(MySQL), (এক ধরনের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম)
- পিএইচপি (PHP), বা পার্ল(Perl), বা পাইথন(Python) (স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ)
একত্রে ল্যাম্প (L.A.M.P.) নামে অভিহিত করা হয় (ইংরেজীতে তাদের প্রথম অক্ষরগুলি সাজালে এরকমই দাঁড়ায়)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।