বাংলা লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা লিপি ব্রাহ্মী লিপি পরিবারের অন্তর্গত একটি আবুগিদা লিপি৷ বাংলা লিপি বাংলা, অসমীয়া, মণিপুরি ও সিলেটি ভাষায় ব্যবহৃত হয়৷ দেবনাগরী লিপির সাথে বাংলা লিপির অনেক মিল রয়েছে, তবে বাংলা লিপির গঠন তুলনামূলকভাবে কম আয়তাকার ও বেশী সর্পিল৷ বাংলা লিপি দেবনাগরী লিপির পূর্বসূরী নাগরী লিপি থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়৷ ১৭৭৮ সালে অক্ষরস্থাপক চার্ল্‌স্ উইলকিন্‌স্ লিপিটির আধুনিক রূপ সর্বপ্রথম নিয়মাবদ্ধ করেন৷ অসমীয়া ও অন্যান্য ভাষায় বাংলা লিপির যে সংস্করণগুলো ব্যবহৃত হয়, সেগুলোতে কিছু ছোটখাটো পার্থক্য রয়েছে৷ যেমন: (বাংলা র; অসমীয়া ৰ) এবং (অসমীয়া ৱ; কোন বাংলা প্রতিলিপি নেই)৷

সূচিপত্র

[সম্পাদনা করুন] বাংলা চিহ্ন

[সম্পাদনা করুন] স্বরবর্ণ

বাংলা লিপিতে বর্তমানে ১১টি স্বরবর্ণ আছে যা ৭টি প্রধান স্বর উচ্চারণের জন্য ব্যবহৃত হয়।

স্বরবর্ণ
অক্ষর স্বরচিহ্ন [kɔ] (ক) ইংরেজীতে যেভাবে লেখা হয় IPA
(none) kô and ko kɔ and ko
কা ka ka
কি ki ki
কী ki ki
কু ku ku
কূ ku ku
কৃ kri kri
কে kê and ke kæ and ke
কৈ koi koj
কো ko ko
কৌ kou kow

[সম্পাদনা করুন] Modifiers

Other modifier symbols
চিহ্ন [kɔ] (ক) এর সাথে নাম কাজ ইংরেজী অক্ষরে IPA
ক্ হসন্ত অ-স্বর উচ্চারিত হয় না - [k]
কত্‍ খন্ড ত ত্‌ এর আরেকটি রূপ t [kɔt]
কং অনুস্বর ঙ এর আরেকটি রূপ ņ [kɔŋ]
কঃ বিসর্গ হ্‌ এর আরেকটি রূপ  : [kɔh] / [kɔ]
কঁ চন্দ্রবিন্দু নাসিক্য স্বর ñ [kɲ]


অন্যান্য ইন্ডিক ভাষার হসন্ত, অনুঃস্বর, বিসর্গ, [চন্দ্রবিন্দু এর সাথে তুলনীয়।

[সম্পাদনা করুন] ব্যাঞ্জনবর্ণ

ব্যাঞ্জনবর্ণ
অক্ষর ইংরেজীতে নাম ইংরেজীতে যেভাবে লেখা হয় IPA
k k
khô kh kh
g g
ghô gh gɦ
ungô, umô ņ ŋ
chô ch
chhô chh h
borgio jô
(burgijjô)
j
jhô jh ɦ
ingô, niô n ɲ
ţô ţ ʈ
ţhô ţh ʈh
đô đ ɖ
đhô đh ɖɦ
murdhonno nô
(moddhennô)
n n
t
thô th h
d
dhô dh ɦ
donto nô
(dontennô)
n n
p p
phô ph ph
b b
bhô bh bɦ
m m
ôntostho jô
(ontostejô)
j
bôe shunno rô r ɾ
l l
talobbo shô
(taleboshshô)
sh and s ʃ/s
murdhonno shô sh ʃ
donto shô
(donteshshô)
sh and s ʃ/s
h h
য় ôntostho ô
(ontosteô)
e and - e/-
ড় đôe shunno ŗô ŗ ɽ
ঢ় đhôe shunno ŗô ŗh ɽ

[সম্পাদনা করুন] সংখ্যা

সংখ্যা
ইংরেজী সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9
বাংলা সংখ্যা
বাংলা নাম shunno êk dui tin char pañch chhôe shat nôe
শুণ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়
অসমীয়া নাম xuinno ek dui tini sari pas sôy xat ath

[সম্পাদনা করুন] ইউনিকোডে বাংলা

ইউনিকোডে বাংলা লিপির অবস্থান U+0980 ... U+09FF পর্যন্ত।

    0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
980  
990  
9A0  
9B0   ি
9C0  
9D0   ড় ঢ় য়
9E0  
9F0   ৿


[সম্পাদনা করুন] বহিঃসংযোগ