কম্বলাম্বর পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর্যাপদ গ্রন্থে কম্বলাম্বর পার একটি পদ গৃহীত হয়েছে। কম্বলাম্বর ইন্দ্রভূতি ও জালন্ধরী পার গুরু। তিনি কনকারামের বা কঙ্করের রাজপুত্র বলে কথিত। তাঁর জীবৎকাল ৮৪০ খ্রিস্টাব্দ অবধি। তিনি দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন। তার জিন্মস্থান ছিল উরিষ্যা। তিনি ছিলেন রাজকুমার, ভিক্ষু, সিদ্ধা।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।