সুদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্থনীতির পরিভাষায় সুদ হলো অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা "ভাড়া"। ঋণদাতা ঋণপ্রদানের জন্য এই সুদ ধার্য করে থাকে। মূল যে পরিমাণ অর্থ ধার দেয়া হয়েছে, তাকে বলা হয় মূল, এবং এই মূল এর যত অংশ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সুদ হিসাবে প্রদান করতে হয়, তাকে সুদের হার বলে।
সমষ্টিক অর্থশাস্ত্র (Macroeconomics)-সংক্রান্ত অর্থনৈতিক ধারণা - সম্পাদনা |
---|
অর্থনৈতিক চক্র (Economic Cycles): আতঙ্ক (অর্থনীতি) (Panic) • কেইন্সীয় অর্থনীতি (Keynesian ecoonomics) • ফিলিপ্স রেখা (Phillips curve) • ব্যবসা চক্র (Business cycle) • মুদ্রাস্ফীতি (Inflation) • মন্দা (Depression) • মন্দা-পূর্বাভাস (Recession) |