ওয়ারফেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ারফেজ বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড।১৯৮৪ সালের ৫ই জুন ওয়ারফেজ দলটি গঠিত হয়। বিশেষত বাংলাদেশী রক বা মেটাল সংগীতের ইতিহাসে ওয়ারফেজের ব্যাপক অবদান। ১৯৯১ সালে 'ওয়ারফেজ' নামক অ্যালবামের মাধ্যমে ব্যান্ডটির যাত্রা শুরু। এই অ্যালবামটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। সময়ের সাথে সাথে এর লাইন আপ এ ব্যাপক পরিবর্তন এসেছে।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] প্রথম লাইন আপ
- কমল
- হেলাল
- মীর
- নাইমুল
- বাপ্পি
[সম্পাদনা করুন] প্রথম এলবামের সময়কালীন সদস্যবৃন্দ
- সঞ্জয় (ভোকাল)
- টিপু (ড্রাম্স)
- বাবনা (বেজ গিটার,ভোকাল)
- কমল (লিড গিটার)
- রাসেল (কিবোর্ড)
[সম্পাদনা করুন] জনপ্রিয় গান
- বিচ্ছিন্ন আবেগ
- যখন
- কৈশোর
- বসে আছি
- একটি ছেলে
[সম্পাদনা করুন] অ্যালবাম
- ওয়ারফেজ (২৮ জুন,১৯৯১)
- অবাক ভালবাসা (৫ সেপ্টেম্বার,১৯৯৪)
- জীবনধারা (৫ ফেব্রুয়ারি,১৯৯৭)
- অসামাজিক (২ এপ্রিল,১৯৯৮)
- আলো (২০০০)
- মহারাজ (জুন,২০০৩)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।