পানিপথ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পানিপত বা পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ছোটো আকারের জেলা। এখানে ভারত উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। এই জেলার সীমানা চারপাশে কার্নাল, সোনিপাত,জিন্দ, এবং কাইথাল এবং উত্তর প্রদেশ রাজ্য দিয়ে ঘেরা। বর্তমানে এটি একটি শিল্প নগরী এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে দিল্লীর লোদী বংশীয় সর্বশেষ সুলতান ইবরাহিম লোদীর কবর আছে।