জার্দাঁ দু লুক্সেম্বুর্গ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জার্দাঁ দু লুক্সেম্বুর্গ প্যারিসের অন্যতম সর্ববৃহত পার্ক। এই পার্ক ফরাসি সিনেট সংলগ্ন এলাকায় অবস্থিত। এর আয়তন ২২৪,৫০০ বর্গমিটার।এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা,পাপেট শো,চরকী,সহজলভ্য খাবার,বিনামুল্যে গান পরিবেশনা প্রভৃতি সুবিধাদি আছে ।এছাড়া বেশ কিছু মূর্তি এবং খোদাইকৃত ভাষ্কর্য আছে।
[সম্পাদনা করুন] বহির্সংযোগ
[1] স্যাটেলাইট থেকে জার্দাঁ দু লুক্সেম্বুর্গ এর দৃশ্য (গুগল ম্যাপ)
প্যারিসের আকর্ষণীয় স্থানসমূহ | ![]() |
---|---|
আর্ক দ্য ত্রিয়ম্ফ (Arc de Triomphe) • নোত্র্ দাম দ্য পারি (Notre Dame de Paris) • সঁত্র্ জর্জ পম্পিদু (Centre Georges Pompidou) • শঁজেলিজে (Champs-Élysées) • কোঁসিয়ের্জেরি (Conciergerie) • আইফেল টাওয়ার (Eiffel Tower) • গ্রঁ পালে (Grand Palais) • জার্দাঁ দু লুক্সেম্বুর্গ (Jardin du Luxembourg) • লেজাঁভালিদ (Les Invalides) • লুভ্র্ (Louvre) • মুজে দর্সে (Musée d'Orsay) • পালে গার্নিয়ে (Palais Garnier) • সিমতিয়ের দু পের লাশেজ (Cimetière du Père Lachaise) |