গ্রাফেনবার্গ স্পট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাফেনবার্গ স্পট বা জি-স্পট হচ্ছে স্ত্রী-যোনিপথের ক্ষুদ্র অংশবিশেষ যা মুত্রথলির নিচে অবস্থিত। এর নামকরন করা হয়েছে জার্মান স্ত্রী-রোগ বিশেষজ্ঞ আর্নেস্ট গ্রাফেনবার্গ এর নামানুসারে। যোনিপথের শুরু হতে ১-৩ ইঞ্চির মাঝেই এর অবস্থান। জি-স্পট হচ্ছে স্ত্রী-যোনিপথের অংশ যা সামান্য স্পর্শেই প্রচন্ড উত্তেজনার সৃস্টি করে। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে তখনই অর্গাজম সৃস্টি হয় , যখন জি-স্পটে চাপ অনুভূত হয়। যদিও জি-স্পটে বারংবার চাপ প্রয়োগে এটি মুত্র নালীকে মুত্র সঞ্চালনে উদ্দিপ্ত করে, কিন্তু পরিপুর্ন যৌনমিলনের জন্য জি-স্পট এর সঠিক ব্যবহার আবশ্যক।

অন্যান্য ভাষা