মোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সদ্য মৌচাক থেকে নেয়া অপরিশোধিত মোম
বড় করুন
সদ্য মৌচাক থেকে নেয়া অপরিশোধিত মোম

১২-১৭ দিন বয়সের কর্মী মৌমাছি মোমগ্রন্থির ক্ষরণ দ্বারা মৌচাকের দেওয়াল ও ঢাকা তৈরী করে। এটি জলে অদ্রাব্য মিশ্র দাহ্য পদার্থ যার গলনাঙ্ক তেলের থেকে বেশী (৬২-৬৪ ডিঃ সেন্টিগ্রেড)। এই ভৌতগণসম্পন্ন অন্যান্য বহু প্রাণীজাত, উদ্ভিদজাত ও কৃত্তিম পদার্থকেও মোম (wax) বলা যায়। প্যারাফিনParaffin কৃত্তিম মোমের উদাহরণ।

[সম্পাদনা করুন] উপাদান

মৌমোম প্রধাতঃ দীর্ঘ শৃঙ্খল অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার।

[সম্পাদনা করুন] ব্যবহার

  • মোমবাতি
  • প্রসাধন সামগ্রী
  • জুতা পালিশ
  • খাবার চিক্কন করা
  • জল চোঁয়ানো বন্ধ করা

মোম জ্বালালে খুব কম ধোঁয়া হয়।

অন্যান্য ভাষা