হের্মান অস্ট্‌হফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হের্মান অস্ট্‌হফ (জার্মান ভাষায়: Hermann Osthoff হেয়ামান অস্ট্‌হফ্‌) (১৮ই এপ্রিল, ১৮৪৭, বিলমেরিশ, উন্না - ৭ই মে, ১৯০৯, হাইডেলবার্গ) একজন জার্মান ভাষাবিজ্ঞানী।

[সম্পাদনা করুন] জীবন

অস্ট্‌হফ বার্লিন, টুবিংগেন ও বন-এ চিরায়ত ভাষাতত্ত্ব (Classical philology), জার্মান সংস্কৃতি, সংস্কৃততুলনামূলক ভাষাবিজ্ঞান অধ্যয়ন করেন। তিনি ১৮৬৯ সালে বন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৮৭০ থেকে তিনি কাসেল-এ শিক্ষকতা করতে থাকেন। ১৮৭৫-এ তিনি বাসস্থান পরিবর্তন করে লাইপ্‌ৎসিশ-এ চলে যান। ১৮৭৭ সালে তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষাবিজ্ঞান ও সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। ১৮৭৮ সালে তিনি পূর্ণ অধ্যাপক পদ লাভ করেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল ভারতীয় ব্যাকরণ। কার্ল ব্রুগমানআউগুস্ট লেসকিন-এর সাথে তাঁকেও নব্যব্যাকরণবিদদের পুরোধা ভাষাবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়।

[সম্পাদনা করুন] অস্ট্‌হফের ওপর লেখা রচনাবলি

  • Einhauser, Eveline (Hrsg.) (1992). Lieber freund ... : die Briefe Hermann Osthoffs an Karl Brugmann, 1875 - 1904. Trier: WTV.
  • Killy, Walther & Rudolf Vierhaus (Hrsg.) (1998). Deutsche Biographische Enzyklopädie (DBE). Band 7: May - Pleßner. München, K.G. Saur. S. 519.
অন্যান্য ভাষা