বিরূপ পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর্যাপদ গ্রন্থে বিরূপ পার একটি পদ গৃহীত হয়েছে। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন, জালন্ধরী পার শিষ্য বিরূপ ছিলেন বাঙালি। তাঁর জন্মস্থান দেবপাল|দেবপালের]] রাজ্য ত্রিপুরায়। তাঁর শিষ্য ডোম্বী পা। বিরূপ আট শতকে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে, বিরূপ পা ভিক্ষুরূপে মপুরী বিহারে বাস করতেন। তিনি দেবপালের রাজত্বকালে জীবিত ছিলেন। তাঁর জীবৎকালের শেষ সীমা ৮৩০ সালের শেষের দিকে।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।