শৈলজানন্দ মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শৈলজানন্দ মুখোপাধ্যায় (জন্ম : মার্চ ১৮, ১৯০১ - মৃত্যু : জানুয়ারি ২, ১৯৭৬) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । তাঁর বাবার নাম ধরনীধর মুখোপাধ্যায় ও মা হেমবরণী দেবী । তিনি বীরভূম জেলার রূপসীপুরের হাটসেরান্দি গ্রামে জন্মগ্রহন করেন ।

স্কুল জীবনে তাঁর সাথে কাজী নজরুল ইসলামের গভীর বন্ধুত্ব ছিল । নাকোড়বান্দা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে বাগবাজারের কাশিমবাজার পলিটেকনিক কলেজে যোগ দেন টাইপরাইটিং শিখতে ।

কুমারডুবি কয়লাখনিতে কাজ করার সময়েই একের পর এক স্মরণীয় গল্প লেখেন । তাঁর লেখাতে কয়লাখনির শ্রমিকদের শোষিত জীবন উঠে আসে । কল্লোল ও কালিকলম পত্রিকাকে ঘিরে সাহিত্য আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি ।

সূচিপত্র

[সম্পাদনা করুন] চলচ্চিত্র ও রেডিও

নিজের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় শৈলজানন্দের বিখ্যাত ছবি নন্দিনী, বন্দী, শহর থেকে দূরে, অভিনয় নয়, মানে না মানা (হীরক জয়ন্তী পালিত প্রথম বাংলা ছবি), কথা কও, আমি বড় হব প্রভৃতি ।

আকাশবাণীতে তিনি বহু নাটক প্রযোজনা ও পরিচালনাও করেছিলেন ।

[সম্পাদনা করুন] পুরস্কার

তিনি আনন্দ পুরস্কার, উল্টোরথ পুরস্কার এবং যাদবপুর এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি লিট পান ।

[সম্পাদনা করুন] শেষ জীবন

শেষ জীবনে তিনি পক্ষঘাতে শয্যাশায়ী হন । এবং ২ জানুয়ারী ১৯৭৬ সালে তিনি প্রয়াত হন ।

[সম্পাদনা করুন] গ্রন্থ তালিকা

  • বাংলার মেয়ে
  • ঝোড়ো হাওয়া
  • মানুষের মত মানুষ
  • কয়লাকুঠির দেশ
  • নিবেদনমিদং
  • চাওয়া পাওয়া
  • কথা কও
  • নন্দিনী
  • রায়চৌধুরি
  • সাঁওতালি (গল্প)
  • দিনমজুর (গল্প)
  • মিতেমিতিন (গল্প)
  • লোকরহস্য (গল্প)

এই তালিকাটি অসম্পূর্ণ