বারো ভুঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলার ইতিহাসের এক পরিচিত শব্দ বারো ভুঁইয়া। মোগল সম্রাট আকবর-এর আমলে বাংলার বিভিন্ন অঞ্চল শাসনকারী কিছু জমিদার বা ভূস্বামী এই নামে পরিচিত ছিল। বাংলায় পাঠান কর্‌বানী বংশের রাজত্ব দূর্বল হয়ে পড়লে বাংলাদেশের সোনারগাঁও, খুলনা, বরিশাল, প্রভৃতি অঞ্চলে কিছু সংখ্যক জমিদার স্বাধীন রাজার মতো রাজত্ব করতে থাকেন। সম্রাট আকবর ১৫৭৫ সালে বাংলা দখল করার পর এই সকল জমিদার ঐক্যবদ্ধ হয়ে মোগল সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করেন। 'বারো ভুঁইয়া' নামে পরিচিত এই সকল জমিদারদের মধ্যে ঈসা খাঁ, প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায় প্রমুখ বিখ্যাত।