রকিব হাসান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি কুমিল্লায় জন্মগ্রহন করেন।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] শিক্ষাজীবন
এস. এস. সি এবং এইচ. এস. সি ফেনি থেকে এবং বি. এস. সি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাস করেন।
[সম্পাদনা করুন] কর্মজীবন
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।
[সম্পাদনা করুন] লেখালেখি এবং অনুবাদ
রকিব হাসান ১৫০টির মতো বই লিখেছেন এবং ৩০ টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা।
[সম্পাদনা করুন] গ্রন্থ
[সম্পাদনা করুন] তিন গোয়েন্দা
- তিন গোয়েন্দা [তিন গোয়েন্দা-১]
- কংকাল দ্বীপ [তিন গোয়েন্দা-২]
- রুপালী মাকড়সা [তিন গোয়েন্দা-৩]
- মমি
- প্রেতসাধনা
- জলদস্যুর দ্বীপ-১.২
- অতল সাগর-১,২
- ভীষণ অরণ্য-১,২
- কালো হাত
- মূর্তির হুঙ্কার
- অবাক কান্ড
[সম্পাদনা করুন] রোমহর্ষক
(এখানে তাঁর ছদ্মনাম 'জাফর চৌধুরী')
- যাও এখান থেকে [রোমহর্ষক-১]
- বিষধর [রোমহর্ষক-২]
- নরবলি [রোমহর্ষক-৩]
- পাগলাঘন্টি
- চরমপত্র
- পলাতক
[সম্পাদনা করুন] টারজান (অনুবাদ)
- টারজান
- টারজান আবার জঙ্গলে
- হারানো সাম্রাজ্য
- টারজানের হুঙ্কার
- বনের রাজা
- পৃথিবীর অভ্যন্তরে
- প্রাচীন নগরী
- সর্বনাশা হায়ারে