ওয়াট (একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওয়াট (watt ) (প্রতীক: W) হচ্ছে [এস আই একক]] পদ্ধতিতে ক্ষমতার একক।

সূচিপত্র

[সম্পাদনা করুন] সংজ্ঞা

এক ওয়াট হল সেকেন্ডে ১ জুল কাজ করার সমতুল্য।

১ W = ১ J/s = 1১ নিউটন মিটার প্রতি সেকেন্ডে = ১ কিলোগ্রাম·মিটার2·সেকেন্ড−3

[সম্পাদনা করুন] নামের উৎস

ওয়াট নামটি রাখা হয়েছে ইংরেজ বিজ্ঞানী ও বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট এর নামানুসারে। ব্রিটিশ বিজ্ঞান অগ্রবর্তীকরণ সংস্থা বা British Association for the Advancement of Science এর দ্বিতীয় সম্মেলনে ১৮৮৯ খ্রীস্টাব্দে এটি গৃহীত হয়। বং ১৯৬০ খ্রীস্টাব্দে আন্তর্জাতিক ভাবে এটি স্বীকৃত হয়।

[সম্পাদনা করুন] এস আই গুণিতক

Template:SI multiples

[সম্পাদনা করুন] ওয়াট হতে সৃষ্ট একক

[সম্পাদনা করুন] কিলোওয়াট-ঘন্টা

এক কিলোওয়াট ঘন্টা হল শক্তির একক, যা ৩৬,০০,০০০ জুল শক্তি বা কাজের সমতুল্য। অর্থাৎ ১ কিলোওয়াট বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় সম্পাদিত কাজের পরিমাণকে কিলোওয়াট ঘন্টা বলে। সাধারণতঃ বিদ্যুৎ সরবরাহে এই এককটি ব্যবহৃত হয়।

বেতার সম্প্রচার কেন্দ্রের ক্ষমতা হিসাব করাতেও ওয়াট ব্যবহৃত হয়।

[সম্পাদনা করুন] মেগা ওয়াট

বৈদ্যুতিক ওয়াট (abbreviation: We) হল বৈদ্যুতিক শক্তির একক।

তাপীয় ওয়াট (abbreviation: Wt) হল তাপের একক।

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ