পাটগ্রাম উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাটগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা

সূচিপত্র

[সম্পাদনা করুন] অবস্থান

লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ৯০কিলোমিটার উত্তর-পশ্চিমে এই উপজেলার অবস্থান। ২৬১.৫বর্গফুট আয়তনের এই উপজেলাটি দক্ষিনে হাতীবান্ধা উপজেলা এবং পুর্ব, উত্তর ও পশ্চিমে ভারত দ্বারা পরিবেষ্টিত।

[সম্পাদনা করুন] প্রশাসনিক এলাকা

এই উপজেলায মোট ইউনিয়ন রয়েছে ছয়টি। এগুরো হলো- ১)শ্রীরামপুর ২)জগতবেড় ৩)পাটগ্রাম ৪)বাউরা ৫)কুচলীবাড়ী ৬)দহগ্রাম ও আংগরপোতা।

[সম্পাদনা করুন] ইতিহাস

এই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী নামক স্থানে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতাযুদ্ধের ০৬নং সেক্টরের হেডকোয়ার্টার, এর সেক্টর কমান্ডার ছিলেন এম. কে বাসার।

[সম্পাদনা করুন] জনসংখ্যার উপাত্ত

এই উপজেলার মোট জনসংখ্যা ১,৮৯,০৭৭ জন। এদের মধ্যে ৫১.৪৫ শতাংশ পুরুষ এবং ৪৮.৫৫শতাংশ মহিলা।

[সম্পাদনা করুন] শিক্ষা

[সম্পাদনা করুন] অর্থনীতি

বালু ও নুড়ি পাথরের জন্য বিখ্যাত এই উপজেলা, তামাক উৎপাদনেও শ্রেষ্ঠত্বের দাবীদার। আবাদযোগ্য ২৪,৭০৫ হেক্টর জমির মধ্যে ২১,৩৫২ হেক্টর জমিতে আবাদ করা হয়। মোট আবাদী জমির ১১.৩৫% জমি তে-ফসলী, ৬২.৬২% জমি দো-ফসলী এবং ২৩% জমি এক-ফসলী। জনপ্রতি মোট জমির পরিমান ০.১৩ হেক্টর আর মোট জমির ৪৭% জমিতে ইরি ধান আবাদ করা হয়ে থাকে।

[সম্পাদনা করুন] কৃতী ব্যক্তিত্ব

[সম্পাদনা করুন] বিবিধ

[সম্পাদনা করুন] আরও দেখুন

[সম্পাদনা করুন] বহির্সংযোগ


লালমনিরহাট জেলা Flag of Bangladesh
উপজেলা/থানাঃ পাটগ্রাম | আদিতমারী | কালীগঞ্জ | লালমনিরহাট সদর | হাতিবান্ধা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন