মুখ ও মুখোশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুখ ও মুখোশ বাংলাদেশ (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত সবাক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)।

সূচিপত্র

[সম্পাদনা করুন] ছবির কলাকুশলীবৃন্দ

  • মূখ্য পুরুষ চরিত্রে ছিলেন ইনাম আহমেদ।
  • দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র-- আব্দুল জব্বার খান ।
  • প্রধান নারী চরিত্র -- পূর্ণিমা সেনগুপ্ত (চট্টগ্রাম)।

[সম্পাদনা করুন] অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে যারা ছিলেন

  • জহরত আরা। (তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী )
  • পিয়ারী বেগম। (তখন ইডেন কলেজের ছাত্রী )
  • রহিমা খাতুন।
  • বিলকিস বারী।
  • আমিনুল হক। (তখন ঢাকা বেতারে চাকুরীরত )

[সম্পাদনা করুন] পিছনের কলাকুশলী

  • চিত্রনাট্য - বিপ্রদাশ ঠাকুর (কলকাতা)।
  • চিত্র গ্রহণ -মুরারী মোহন (উপদেষ্টা )। পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান।
  • মেক আপ ম্যান - শ্যাম বাবু (আসল নাম শমসের আলী )।
  • সংগীতে কন্ঠ- আব্দুল আলীম এবং মাহবুবা হাসনাত ।
  • সংগীত পরিচালক - সমর দাস
  • সহকারী সংগীত পরিচালক - ধীর আলী।
  • শব্দ গ্রহণ - মইনুল ইসলাম।
  • সম্পাদক- আব্দুল লতিফ (পশ্চিম পাকিস্তান) ।

[সম্পাদনা করুন] বিবিধ তথ্য

  • ছবির প্রথম প্রদর্শনী তে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক।
  • ছবির মহরতে উপস্থিত ছিলেন তদানীন্তন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মীর্জা।
  • প্রথম শুটিং কালীগঞ্জে ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে।
  • ছবির মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট। স্থান তখনকার শাহবাগ হোটেল।
  • প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ডাকাত।পরে ফজল শাহাবুদ্দিনের পরামর্শে নাম রাখা হয় মুখ ও মুখোশ।
  • শুটিং শেষ হয় ১৯৫৫ সালের ৩০ শে অক্টোবর।
  • শুটিং এর মূল স্থান গুলো ছিল সিদ্ধেশ্বরী,তেজগাঁও, রাজারবাগ, কমলাপুর, লালমাটিয়া, জিঞ্জিরা এবং টঙ্গী এর বিভিন্ন জায়গায়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা