মোবাইল ফোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোবাইল ফোন তার বিহীন টেলিফোন বিশেষ। মোবাইল (mobile)অর্থাৎ যা স্থানান্তর যোগ্য, এই ফোন সহজে যে কোন স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নাম করন করা হয়েছে। এটি ষড় ভূজ আকৃতির ক্ষেত্র বা এক একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোন (cell phone)ও বলা হয়।

বড় করুন
অন্যান্য ভাষা