ইয়োহান সেবাস্টিয়ান বাখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়োহান সেবাস্টিয়ান বাখ
বাখের প্রতিকৃতি: এলিয়াস গটলিপ হাউসমান, ১৭৪৮
জন্ম ২১শে মার্চ (পু. প.), ১৬৮৫
আইজেনাখ, টুরিঙিয়া, জার্মানি
মৃত্যু জুলাই ২৮ (ন. প.), ১৭৫০
লাইপ্‌ৎসিশ, সাক্সোনি, জার্মানি

ইয়োহান সেবাস্টিয়ান বাখ (জার্মান ভাষায় Johann Sebastian Bach য়োহান যেবাস্টিয়ান বাখ় আ-ধ্ব-ব [ˈjoːhan zəˈbastjan ˈbax]) (মার্চ ২১, ১৬৮৫ পু. প. – জুলাই ২৮, ১৭৫০ ন. প.) একজন জার্মান সুরকার ও অর্গানবাদক। তাঁর কাজের পরিমাণ বিপুল। কয়ার, অর্কেস্ট্রা ও একক বাদনের জন্য লেখা তাঁর ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সঙ্গীতকর্ম বারোক পর্বের বিভিন্ন সাঙ্গীতিক ধারাকে একত্রিত করে ও পূর্ণতা প্রদান করে। বাখ কোন নতুন ধরনের সঙ্গীত উদ্ভাবন করেননি। তবে তিনি কাউন্টারপয়েন্ট, ছোট থেকে বড় স্কেলে সুনিয়ন্ত্রিত প্রগমন, ইতালি ও ফ্রান্সের সঙ্গীত থেকে ঋণ করা ছন্দ ও টেক্সচারের প্রয়োগ, ইত্যাদি কৌশল ব্যবহার করে তাঁর সমকালীন জার্মান সঙ্গীতকে ঋদ্ধ করেন। তিনি সর্বকালের অন্যতম সেরা সুরকার হিসেবে খ্যাত।

বাখের সঙ্গীতকর্ম চিন্তার গভীরতা, কৌশলগত দক্ষতা ও শৈল্পিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নিচে Christmas Oratorio থেকে নেয়া কোরাস Ehre sei Gott in der Höhe শুনুন। এটি বাখ ১৭৩৪-এ রচনা করেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন