ক্রুসেড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেয়া হয়ে থাকে। সাধারণ ভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপল এর অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলো কে বোঝায়।
ক্রুসেডসমূহ |
---|
প্রথম – জনগণের – জার্মান – ১১০১ – দ্বিতীয় – তৃতীয় – চতুর্থ – আলবিগেন্সীয় – শিশুদের – পঞ্চম – ষষ্ঠ – সপ্তম – মেষপালকদের – অষ্টম – নবম – আরাগোনীয় – আলেকজান্দ্রীয় – নিকোপোলিস – উত্তরীয় |