ডেভিড হিলবার্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেভিড হিলবার্ট (জানুয়ারি ২৩, ১৮৬২ - ফেব্রুয়ারি ১৪, ১৯৪৩) একজন জার্মান গণিতবিদ, যাকে উনবিংশ শতক, ও বিংশ শতকের প্রথমভাগের সর্বাপেক্ষা প্রভাবশালী গণিতবিদদের অন্যতম হিসাবে গণ্য করা হয়। তিনি গণিতের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন, যেমন ইনভ্যারিয়ান্ট তত্ত্ব, হিলবার্টের প্রস্তাবনা, এবং হিলবার্ট স্থান এর ধারণা। হিলবার্ট ও তাঁর ছাত্ররা কোয়ান্টাম বলবিদ্যা ও সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তিতে ব্যবহৃত গণিত উদ্ভাবন করে গেছেন। তিনি প্রমাণ তত্ত্ব ও গাণিতিক যুক্তিবিদ্যার অন্যতম স্রষ্টা, এবং জর্জ ক্যান্টর এর সেট তত্ত্বের সমর্থক। ১৯০০ খ্রিস্টাব্দে তিনি হিলবার্টের সমস্যাতালিকা, তথা অসমাধানকৃত গাণিতিক সমস্যার একটি তালিকা প্রদান করেন, যা বিংশ শতকের গাণিতিক গবেষণার দিক নির্দেশনা করেছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।