ভেরো বোর্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বর্তনী তৈরির জন্য ব্যবহৃত পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। এতে পূর্বে থেকে ছিদ্র ও সমান্তরাল সংযোগ থাকে। এতে বোর্ডে ছিদ্র করা লাগেনা এবং কাজে ও বেশ সুবিধা পাওয়া যায়। নতুন ব্যবহার কারি ও পিসিবি তৈরি করতে না জানলে এটি ব্যবহার করা ভাল।