রাহুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাহুল (খ্রিষ্ট পূর্বাব্দ ৫১১- ) গৌতম বুদ্ধের পুত্র। পালি এবং সংস্কৃত ভাষা অনুসারে রাহুল শব্দটি রাহুলা শব্দ থেকে এসেছে যার অর্থ বন্ধন। তার মায়ের নাম গোপা দেবী। তার বয়স যখন মাত্র ৭ দিন তখন গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন। বিশ বছর বয়সে তার পিতা গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করে কপিলাবস্তু তে ফিরে আসলে তিনি পিতার কাছ থেকে দীক্ষিত হয়ে বৌদ্ধ ভিক্ষু তে পরিণত হন।

অন্যান্য ভাষা