কার্গিল যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কার্গিল যুদ্ধের পর্যায়
বড় করুন
কার্গিল যুদ্ধের পর্যায়

কার্গিল যুদ্ধ ভারতপাকিস্তানের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ, যা কাশ্মির এলাকায় ১৯৯৯ সালের মে হতে জুলাই মাসের মধ্যে সংঘটিত হয়। যুদ্ধের সূত্রপাত হয় যখন পাকিস্তানী সৈন্য ও কাশ্মিরী যোদ্ধারা দুই দেশের লাইন অফ কন্ট্রোল বা যুদ্ধবিরতি রেখা পেরিয়ে ভারত--শাসিত কাশ্মিরের অংশে অনুপ্রবেশ করে।

ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনীর সহায়তায় পাকিস্তানী অবস্থানে হামলা চালায় এবং পরিশেষে আন্তর্জাতিক মধ্যস্ততার ফলে পাকিস্তানী ও কাশ্মিরী সেনারা যুদ্ধবিরতি রেখার পিছনে সরে যায়।

এই যুদ্ধটি সুউচ্চ পাহাড়ি এলাকায় যুদ্ধের সর্ব সাম্প্রতিক উদাহরণ। উচ্চতার ফলে দুই দেশেরই রসদ সরবরাহ ও সেনাবাহিনীর অভিযানে ব্যাপক সমস্যা হয়।

কার্গিল যুদ্ধ হল পারমাণবিক শক্তিধর দুইটি দেশের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ (ভারত ও পাকিস্তান দুই দেশই ১৯৯৮ সালের মে মাসে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, যদিও ভারত ১৯৭৪ সালেই প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল)। এই সংগ্রামটি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে, এবং সামরিক খাতে ব্যয় বাড়াতে বাধ্য করে। পাকিস্তানে যুদ্ধের ফলশ্রুতিতে সরকার ব্যবস্থা ও অর্থনীতিতে অস্থিতিশীলতার সূচনা হয়। অক্টোবর ১২, ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা দখল করে নেন।

অন্যান্য ভাষা