ভূখন্ডের পরিমানের ভিত্তিতে রাষ্ট্রসমূহের তালিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভূখন্ডের মোট পরিমানের ভিত্তিতে বড় থেকে ছোট অনুসারে পৃথিবীর রাষ্ট্রসমুহের তালিকা। এখানে সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল এলাকা সমূহ যাদেরকে জাতিসংঘ দেশ বা রাষ্ট্র হিসেবে স্মীকৃতি দিয়েছে তাদেরকে তালিকাভূক্ত করা হয়েছে। ভূখন্ডের মোট পরিমানের মধ্যে ভূমির পরিমাণ এবং অভ্যন্তরীণ জলাশয় (লেক, হ্রদ, পুকুর,নদী বা খাল বিল) অন্তর্ভুক্ত করা হয়েছে তবে সামুদ্রিক সীমারেখায় অবস্থিত জলভূমি বা এক্সক্লুসিভ অর্থনৈতিক এলাকা অন্তর্ভুক্ত করা হয়নি।
লক্ষ্যনীয়ঃ ভূপৃষ্ঠের মোট ক্ষেত্রফল ৫১০,০৬৫,২৮৫ বর্গকিমি। এর ৭০.৮% (৩৬১,১২৬,২২১ বর্গকিমি) এলাকা পানি দ্বারা আবৃত এবং ২৯.২% (১৪৮,৯৩৯,০৬৩ বর্গকিমি) হচ্ছে স্থলভাগ।
অবস্থান | দেশ/রাষ্ট্র | ভূখন্ডের মোট পরিমান(বর্গকিমি) | মন্তব্য |
1১ | রাশিয়া | ১৭,০৯৮,২৪২ | |
২ | কানাডা | ৯,৯৭০,৬১০ | Statistics Canadaঅনুসারে মোট ভূখন্ড ৯,৯৮৪,৬৭০ বর্গকিমি |
৩, ৪ (বিতর্কিত) | চীন (PRC) | ৯,৫৯৮,০৮৬ ১ অথবা ৯,৬৪০,৮২১ ২ |
১ বিতর্কিত ভূখন্ড ব্যতীত। |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৯,৬২৯,০৯১ | ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি সহ | |
৫ | ব্রাজিল | ৮,৫১৪,৮৭৭ | |
৬ | অস্ট্রেলিয়া | ৭,৭৪১,২২০ | |
৭ | ভারত | ৩,১৬৬,৪১৪১ অথবা ৩,২৮৭,২৬৩২ | ১ ভারত কর্তৃক দাবিকৃত কিন্তু নিয়ন্ত্রনহীন দাবীকৃত অক্ষয় চীন(Aksai Chin),কারাকোরাম এলাকা এবং আজাদ কাশ্মীর বাদে। তথ্যসূত্রঃ Census India. ২ সকল বিতর্কিত এলাকাসহ। |
৮ | আর্জেন্টিনা | ২,৭৮০,৪০০ | |
৯ | কাজাখস্থান | ২,৭২৪,৯০০ | |
১০ | সুদান | ২,৫০৫,৮১৩ |
[সম্পাদনা করুন] উৎস
- অন্য সূত্র উল্লেখ না থাকলে UN Demographic Yearbook accessed March 21 2006।