ফার্মিয়ন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফার্মিয়ন হলো অর্ধপূর্ণ স্পিনবিশিষ্ট একধরণের মৌলিক কণিকা। এই কণিকা পলির নীতি মেনে চলে । প্রখ্যাত ইতালীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মির নামানুসারে এই কণিকার নামকরণ করা হয়েছে। এক শক্তিস্তরে দুটির বেশী ফার্মিয়ন একসঙ্গে থাকতে পারেনা, যা বোসনদের পক্ষে সম্ভব।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।