এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একপ্রকার জালিকাকার অঙ্গাণু। এরা একক আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত অসংখ্য সূক্ষ সূক্ষ নালিকা এবং পরস্পর সংযোগ স্থাপন করে একটি জালকের সৃষ্টি করে। ১৯৪৫ সালে পর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিস্কার করেণ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু মাত্র সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] অবস্থান
এরা সাইটোপ্লাজমে অবস্থান করে।
[সম্পাদনা করুন] উৎপত্তি
[সম্পাদনা করুন] আকার ও গঠন
তিনপ্রকার অংশ:
- চ্যাপ্টা থলির মত,
- নালিকার মত.
- বিভিন্ন অংশে আদানপ্রদানকারী বুদ্বুদের মত ছোট গোল থলি
[সম্পাদনা করুন] কাজ
ক. সাইটোপ্লাজমকে ছোট ছোট অংশে ভাগ করা।
খ. প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে।
গ. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্নেহপদার্থ উৎপাদন করে।
ঘ. ক্যালসিয়াম, ও অন্যন্য আহিত কণাদের সঞ্চয় ও দরকারমত নিঃসরণ (যেমন পেশী সঞ্চালনে)।
ঙ. কিছু রেচনপদার্থের পরিশোধন।