নীল নদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নীল নদ
মিশরে নীল নদের দৃশ্য
মিশরে নীল নদের দৃশ্য
উৎস আফ্রিকা
অববাহিকার দেশ সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা, প্রজাতন্ত্রী কঙ্গো, তাঞ্জানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, মিশর
দৈর্ঘ্য 6,695 km (4,160 mi)
উৎসের উচ্চতা 1,134 m (3,721 ft)
গড় পানি প্রবাহ 2,830 m³/s (99,956 ft³/s)
অববাহিকার ক্ষেত্রফল 3,400,000 km² (1,312,740 mi²)

নীল নদ (আরবি: النيل আন-নীল, মিশরীয় আরবি উপভাষায় el neil; প্রাচীন মিশরীয় ভাষা ইতেরু), আফ্রিকা মহাদেশের একটি নদী। এটি বিশ্বের দীর্ঘতম নদী। এর দুইটি উপনদী রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে 2°16′55.92″S, 29°19′52.32″E, এবং এটি এখান থেকে উত্তর দিকে তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার লেক তানা হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন