সাম্যবাদী ইস্তেহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ নিবন্ধ বা পরিচ্ছেদ টি কমিউনিস্ট মেনিফেস্টো নিবন্ধের সাথে একত্রিত করা উচিত। (আলোচনা)

সাম্যবাদী ইস্তেহার বা কমুনিস্ট মেনিফেস্টো প্রথম প্রকাশ হয় ফেব্রুয়ারি ২১, ১৮৪৮ সালে। কার্ল মার্কস এবং ফ্রিদ্রিশ এঙ্গেল্স এটি যৌথভাবে রচনা করেন। সাম্যবাদী বিপ্লবের উদ্দীপনার পেছনে এই বইয়ের ভূমিকা আজো সমপরিমাণে অটুট আছে।

সাম্যবাদী ইস্তেহারের প্রথম ভাগের নাম: বুর্জোয়া ও প্রলেতারীয়। এই ভাগে সামন্ততান্ত্রিক সমাজ থেকে পুঁজিবাদের জন্মের কাহিনী বলা হয়েছে। মার্কস্ পুঁজিবাদের আকাশচুম্বী উত্পাদন ক্ষমতাকে যথাযথ স্বীকৃতি দিেয়েছেন। তবে পুঁজিবাদের ধ্বঃসাত্মক ক্রিয়াকলাপ তিনি তার রচনায় উদঘাটন করেছেন। তার মতে অকল্পনীয় হারে পণ্যোত্পাদন বাড়লেও সমাজ থেকে দারিদ্র্য দূর হয়নি। তিনি পুঁজিবাদের অন্তর্বিরেোধ এবং আর্থিক সংকটের বিশ্লেষন করেছেন। এই ইস্তেহারে ধনতন্ত্রের অন্ধকার দিক দেখিয়ে পরিবর্তে অন্য কোনো সমাজব্যবস্থার কথা বলা হয়নি। তবে বলা হয়েছে, প্রচলিত সমাজব্যবস্থার গতিশীলতা থেকেিই ঘটনাক্রমে ধ্বঃসাত্মক শক্তির জন্ম হবে।

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ

  • [1]সাম্যবাদী ইস্তেহারের বাংলা অনুবাদ (মার্কসিস্ট ইন্টারনেট আর্কাইভ)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা