কম্পিউটার

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াত্ত

আধুনিক ব্যক্তিগত কম্পিউটারর ছবি
Enlarge
আধুনিক ব্যক্তিগত কম্পিউটারর ছবি

কম্পিউটার বা যন্ত্রগণক হলো এমন একটি যন্ত্র যা অ্যালগোরিদমিক নির্দেশ অনুসরণ করে গণনা করতে পারে।

মেথেল

[সম্পাদনা করিক] ইতিহাস

এমন একটি যন্ত্রগণক নির্মাণ ও ব্যবহারের ধারণা (যা কেবলমাত্র যান্ত্রিকভাবে, মানে যে কোন রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে, গাণিতিক হিসাব করতে পারে) প্রথম জোরেশোরে প্রচার করেন চার্লস ব্যাবেজ, যদিও তার জীবদ্দশায় তিনি এর প্রয়োগ দেখে যেতে পারেননি। কম্পিউটার বিজ্ঞানের সত্যিকার সূচনা হয় অ্যালান টুরিং এর প্রথমে তাত্ত্বিক ও পরে ব্যবহারিক গবেষণার মাধ্যমে।

[সম্পাদনা করিক] কার্যপ্রণালী

কম্পিউটার মুলত দুই ভাগে বিভক্ত : (১)যন্ত্রাংশ(Hardware) এবং (২)পরিচালক(Software)।

[সম্পাদনা করিক] প্রয়োগ

কম্পিউটারের রয়েছে প্রচুর ব্যাবহার| ঘরের কাজ থেকে শুরু করে ব্যাবসায়িক, বৈজ্ঞানিক ইত্যাদি নানা ক্ষেত্রে এর অপরিসীম ব্যাবহার| সর্বোপরি যোগাযোগ ক্ষেত্রে এটি এনেছে অনন্য বিপ্লব| চিকিত্সা ও মানবকল্যানেও এটি এক অনন্য সঙ্গী|

[সম্পাদনা করিক] আরও দেখুন

[সম্পাদনা করিক] বহির্সংযোগ

আরআর ঠারে