নেপাল
মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াত্ত
নেপালTemplate:অডিও হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। পৃথিবীর একমাত্র হিন্দু রাজ্য হিসেবে নেপালের খ্যাতি রয়েছে এবং এর শতকরা ৮০ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরুপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্রের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টি ই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।
মেথেল |
[সম্পাদনা করিক] নামকরণ
নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাড়াচ্ছে পবিত্র গুহা।
[সম্পাদনা করিক] ইতিহাস
নেপালের রাজধানী কাঠমুন্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশকিছু উপাদান এটিই নির্দেশ করে যে হিমালয়ান অঞ্চলে প্রায় ৯০০০ বছর থেকে মানুষ বসবাস করছে। এটি প্রতিষ্ঠিত যে প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বতী-বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ খৃস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা অ্যারিয়ান জাতিগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খৃস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে উঠে। এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া যার একসময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম (৫৬৩-৪৮৩ খৃস্টাপূর্বাব্দ) যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। ২৫০ খৃস্টপূর্বাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মাওরিয়ান সম্রাজ্যের (Mauryan) অধীনে আসে এবং পরবর্তীতে ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত সম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। পঞ্চম শতাব্দীর শেষ হতে শুরু কেরে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদল শাসক যারা সাধারণভাবে লিকচাভিস (Licchavis) নামে পরিচিত। লিকচাভি সম্রাজ্যের (Licchavi) পতন ঘটে অষ্টম শতাব্দীতে এবং এরই সাথে শুরু হয় নেওয়ারি (Newari) যুগের। ৮৭৯ সালে নেওয়ারিদের রাজত্ব শুরু হলেও সমগ্র রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ অনেকটাই অনিশ্চিত ছিল। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুকাইয়া সম্রাজ্যের (Chalukaya) অধীনে আসে। চালুকাইয়াদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে কারণ কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন।
দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধীষ্ঠান করেন তাদের নামের শেষে সাধারণ একটি শব্দ ছিল আর তা হল মল্ল যার অর্থ হচ্ছে কুস্তীগীর।
[সম্পাদনা করিক] রাজনীতি
[সম্পাদনা করিক] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা করিক] ভূগোল
[সম্পাদনা করিক] অর্থনীতি
[সম্পাদনা করিক] জনসংখ্যা
[সম্পাদনা করিক] সংস্কৃতি
[সম্পাদনা করিক] আরও দেখুন
Template:দেশের নিবন্ধ
[সম্পাদনা করিক] বহিঃসংযোগ
Geographical notes: (১) ইউরোপ মহাদেশেউ লয়াগ খানি পরিসে; (২) আস্তা লয়াগ ওশেনিয়াত পরিসে, কিন্তু এশিয়ার লগে রাজনৈতিক বারো সামাজিক সাকেই আসে; (৩) লয়াগর বপতা আফ্রিকাত পরিসে।
![]() আফ্রিকা-ইউরেশিয়া |
![]() আমেরিকা |
![]() ইউরেশিয়া |
![]() ওশেনিয়া |
||||||||||||||||||||||||
![]() আফ্রিকা |
![]() এর্ন্টাকটিকা |
![]() এশিয়া |
![]() অষ্ট্রেলিয়া |
![]() ইউরোপ |
![]() ঔয়াং আমেরিকা |
![]() খা আমেরিকা |
|||||||||||||||||||||
ভৌগলিক মহামহাদেশহানি গোন্দোয়ানা • লাউরাশিয়া • পাঙ্গেয়া • পান্নোটিয়া • রোদিনিয়া • কলম্বিয়া • কেনোরল্যান্ড • উর • ৱালবারা |
|||||||||||||||||||||||||||
পৌরানিক বারো তাত্তিক মহাদেশহানি আল্টানটিস • লেমুরিয়া • মু • টেররা অষ্ট্রেলিয়া |
Categories: লইনাসে | রাষ্ট্র | এশিয়া