পদ্মভূষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পদ্ম ভূষণ পদক হচ্ছে ভারতের তুতীয় বেসামরিক সম্মাননা পদক। এর অবস্থান আসে ভারত রত্নপদ্মভি ভূষণ এর পরেই। তবে মর্যাদায় পদ্মশ্রী পদকের পূর্বেই এর অবস্থান। ভারতের রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদ এর ২রা জানুয়ারী ১৯৫৪ সালের এক আদেশবলে পদ্ম ভূষণ পদক প্রদান শুরু হয়। এই পদকের মাধ্যমে জাতির প্রতি সেবার এক উজ্জ্বল দৃষ্টান্তকে সম্মাননা প্রদান করা হয়।

তথ্য উৎস:

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন