অ্যামিনো অ্যাসিড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলফা অ্যামিনো অ্যাসিডের সাধারণ চিত্র
বড় করুন
আলফা অ্যামিনো অ্যাসিডের সাধারণ চিত্র

রসায়নের ভাষায় কোন যৌগে যুগপৎ "কার্বক্সিলিক অ্যাসিড" ও "অ্যামাইন" ফাংশনাল গ্রুপ থাকলেই তাকে অ্যামিনো অ্যাসিড বলা যায়। তবে প্রাণরসায়নে (biochemistry) "অ্যামিনো অ্যাসিড" শব্দটি বিশেষভাবে প্রয়োগ হয় "আলফা অ্যামিনো অ্যাসিড" হিসাবে, যেখানে 'কার্বক্সিলিক অ্যাসিড" ও "অ্যামাইন" গ্রুপদুটি একই (আলফা) কার্বনে যুক্ত।


২০টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরীতে ব্যবহৃত
অ্যালানিন (dp) | আর্জিনিন (dp) | অ্যাস্পারাজিন (dp) | অ্যাস্পার্টিক অ্যাসিড (dp) | সিস্টিন (dp) | গ্লুটামিক অ্যাসিড (dp) | গ্লুটামিন (dp) | গ্লাইসিন (dp) | হিস্টিডিন (dp) | আইসোলিউসিন (dp) | লিউসিন (dp) | লাইসিন (dp) | মিথায়োনিন (dp) | ফেনাইল অ্যালানিন (dp) | প্রোলিন (dp) | সেরিন (dp) | থ্রিয়োনিন (dp) | ট্রিপ্টোফ্যান (dp) | টাইরোসিন (dp) | ভ্যালিন (dp)
←Peptides Major families of biochemicals Nucleic acids→