মোনালিসা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনালিসা একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালীর শিল্পি লিওনার্দো দা ভিঞ্চি ১৬ শতকে এই ছবিটি অংকন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনালিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্ম নেয়া স্মরনে আঁকা হয়।অনেক শিল্প গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বনিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। শিল্পকর্মটি ফ্রান্সের লুভ্র্ যাদুঘরে সংরক্ষিত আছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।