পল স্যামুয়েলসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পল এ, স্যামুয়েলসন বিখ্যাত আমেরিকান অর্থনীতিবিদ এবং ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী। তিনি ১৯৩৫ সালে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে বি,এ, এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ১৯৩৬ সালে এম,এ, ও ১৯৪১ সালে পি,এইচ,ডি, ডিগ্রি লাভ করেন। তিনি প্রেসিডেন্ট কেনেডি এবং প্রেসিডেন্ট জনসন এর অর্থৈনতিক উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৪৮ সালে Economics নামে একটি বই লিখেন যেটি এখনো অর্থনীতির উপর লেখা সবচেয়ে জনপ্রিয় বই গুলোর অন্যতম।