হলিক্রস কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হলিক্রস কলেজ বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে একটি খ্যাতিনামা শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগেই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটির বর্তমান প্রধার শিক্ষিকা সিস্টার মেরিয়েন তেরেসা।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ইতিহাস:
১৯৫০ সালে নভেম্বর মাসে মাত্র ৫ জন ছাত্রী নিয়ে হলিক্রস কলেজের যাত্রা শুরু। ১৯৬১ সালে এখানে বিজ্ঞান বিভাগ চালু হয় এবং সম্প্রতি বাণিজ্য বাভাগ চালু হয়েছে। ১৯৭০ সালের পরে এখানকার বি এ সেকশন বন্ধ হয়ে শুথু ইন্টার মিডিয়েট পর্যায়ের শিক্ষা চালু হয়। ১৯৭২ সালে কলেজটিকে সম্পূর্ণ বাংলা মাধ্যমে পরিণত করা হয়।
[সম্পাদনা করুন] সহশিক্ষা কার্যক্রম:
- বিভিন্ন ক্লাব: বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব।
- বছরে একবার আর্ট কম্পিটিশন আয়োজন করা হয়।
- বার্ষিক ম্যাগাজিন: স্ক্রাইব, জ্যোতি
- শিক্ষামূলক ছবি প্রদর্শনী, সেমিনার আয়োজন
[সম্পাদনা করুন] প্রধান শিক্ষিকাগণ:
- সিস্টার অগাস্টিন মারী
- সিসটার যোসেফ মেরী
- মিসেস গেটি আব্বাস
- সিস্টার মেরিয়েন তেরেসা