মায়া সভ্যতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোনামপাকের মায়া চিত্রকলার নিদর্শন
বড় করুন
বোনামপাকের মায়া চিত্রকলার নিদর্শন

মায়া সভ্যতা মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা। আধুনিক গুয়াতেমালা রাষ্ট্রের এল্‌ পেটেন্‌ নামক স্থানে মায়া সভ্যতার উৎসস্থল। প্রধানত শিক্ষা-সংস্কৃতি ও ধর্ম বিষয়ে এই সভ্যতায় বিশেষ অগ্রগতি সাধিত হয়। ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দে এই সভ্যতা উন্নতির শিখরে আরোহন করে। এই সভ্যতা পরবর্তীতে আরও প্রসারিত হয়ে উত্তর মধ্য আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

অন্যান্য ভাষা