বাংলাদেশ বিমান বাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা
বড় করুন
বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা

বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর একটি অংশ।

সূচিপত্র

[সম্পাদনা করুন] ইতিহাস

"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমানবাহিনী আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। মাত্র তিনটি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয় যার মধ্যে ছিলো দুটি বিমান ডিসি-৩, ডাকোটা এবং একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার। পাকবাহিনীর ফেলে যাওয়া পাচঁটি স্যাবর (এফ-৮৬)-ই ছিলো এই বাহিনীর প্রথম জঙ্গী বিমান।

[সম্পাদনা করুন] বিমানবহিনীর ঘাঁটিসমুহ

  • বিএএফ বাশার, ঢাকা (বিমানবাহিনীর সদরদপ্তর)
  • বিএএফ কুর্মিটোলা, ঢাকা
  • বিএএফ জহরুল হক, চট্রগ্রাম
  • বিএএফ মতিউর রহমান, যশোর

এগুলো ছাড়াও কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়ায় এই বাহিনীর ঘাঁটি আছে।

[সম্পাদনা করুন] বিমানসমুহ

[সম্পাদনা করুন] পদ মর্যাদার ক্রম সমুহ

  • ১. পাইলট অফিসার
  • ২. ফ্লাইং অফিসার
  • ৩. ফ্লাইট লেফটেনেন্ট
  • ৪. স্কোয়াড্রন লিডার
  • ৫. উইং কমান্ডার
  • ৬. গ্রুপ ক্যাপ্টেন
  • ৭. এয়ার কমান্ডার
  • ৮. এয়ার ভাইস কমোডর
  • ৯. এয়ার ভাইস মার্শাল
  • ১০. এয়ার মার্শাল
  • ১১. মার্শাল অব দ্যা এয়ার ফোর্স

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা