নীললোহিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীললোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম । নীললোহিতের মাধ্যমে সুনীল নিজের একটি পৃথক সত্বা তৈরি করতে সক্ষম হয়েছেন । নীললোহিতের সব কাহিনীতেই নীললোহিতই কেন্দ্রীয় চরিত্র । সে নিজেই কাহিনীটি বলে চলে আত্মকথার ভঙ্গিতে । সব কাহিনীতেই নীললোহিতের বয়স সাতাশ । সাতাশের বেশী তার বয়েস বাড়ে না । বিভিন্ন কাহিনীতে দেখা যায় নীললোহিত চিরবেকার । চাকরিতে ঢুকলেও সে বেশীদিন টেঁকে না । তার বাড়িতে মা এবং দাদা বৌদি রয়েছেন । নীললোহিতের বহু কাহিনীতেই দিকশূন্যপুর বলে একটি জায়গার কথা শোনা যায় । যেখানে বহু শিক্ষিত সফল মানুষ কিন্তু জীবন সম্পর্কে নিষ্পৃহ একাকী জীবন যাপন করেন ।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] গ্রন্থতালিকা
[সম্পাদনা করুন] উপন্যাস
- সুদূর ঝর্ণার জলে
- আমার এক টুকরো পৃথিবী
- পাঁচ রকম ভূমিকায়
- সতেরো বছর বয়সে
- একুশ বছর বয়সে
- স্বর্গের খুব কাছে
- তোমার তুলনা তুমি
- চোখে চোখে
- কখনো কাছে কখনো দূরে
- মুক্ত পুরুষ
- চলো দিকশূন্যপুর
- পাতাপাহাড়ীর বনদেবতা
- শেষ দেখা হয় নি
- অর্ধেক মানবী
- নিয়তির মুচকি হাসি
- কৈশোর
- আমি কেউ না
- মনে আছে? মনে থাকবে?
- হঠাৎ দেখা
- ভোরবেলা পার্কে
[সম্পাদনা করুন] ছোটগল্প
- যাকে যেখানে মানায়
- দরিদ্র নারায়নের সন্ধানে
- কোকিল কাহিনী
[সম্পাদনা করুন] অন্যান্য
- নীললোহিতের বিশেষ দ্রষ্টব্য
- নীললোহিতের আয়না
- নীললোহিতের চেনা অচেনা
- নীললোহিতের চোখের সামনে
- তিন সমুদ্র সাতাশ নদী (ভ্রমন কাহিনী)