বাঁধন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাঁধন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন । ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বাঁধনের জন্ম ।
[সম্পাদনা করুন] বাঁধন এর জন্ম
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" - এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র শাহিদুল ইসলাম রিপনের উদ্যোগে ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় । উক্ত বছরের ২৬শে সেপ্টেম্বর একটি আহবায়ক কমিটি গঠিত হয় এবং ২৪শে অক্টোবর শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ।
[সম্পাদনা করুন] বাঁধন এর উদ্দেশ্য
১। স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা । |
২। দেশের মোট রক্তের চাহিদা পূরণের চেষ্টা করা । |
৩। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজে বাঁধন এর কার্যক্রমকে সম্প্রসারণ । |
[সম্পাদনা করুন] বাঁধন এর কার্যক্রম
১। নিজে রক্ত দেয়া এবং অন্যকে রক্তদানে উদ্বুদ্ধকরণ । |
২। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা । |
৩। মুমূর্ষুদের প্রয়োজনীয় রক্ত সরবরাহের ব্যবস্থা করা । |
৪। স্বল্পমূল্যে টিকাদান কর্মসূচী (হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, টাইফয়েড ইত্যাদি) । |
৫। জাতীয় দূর্যোগকালে (বন্যা, ঘূর্ণিঝড়, মঙ্গা ইত্যাদি) বিপন্ন মানবতার সেবায় সাহায্যের হাত সম্প্রসারণ । |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।