গুলে বকাওলী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা রোমান্টিক প্রণয়কাব্যের ধারায় গুলে বকাওলী কাব্যটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। বাংলায় গুলে বকাওলী কাব্যের রচয়িতা হিসেবে নওয়াজিস খান খ্যাতিমান। বাংলা ব্যতীত হিন্দি, ফারসি, উর্দু ইত্যাদি ভাষাও এ কাব্য রচিত হয়েছিল। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ এর মতে, কাব্যটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।