মুম্বাই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুম্বাই | |
রাজ্য - জেলা |
মহারাষ্ট্র - মুম্বাই সিটি জেলা - মুম্বাই সাবার্বান জেলা |
ভৌগলিক স্থানাংক | |
এলাকা - উচ্চতা |
৪৩৭.৭১ km² - ৮ m |
সময় অঞ্চল | IST (UTC+5:30) |
জনসংখ্যা (২০০১) - ঘনত্ব - নগর এলাকা (২০০৬) |
১১,৯১৪,৩৯৮ (১ম) - ২৭,২২০/km² - ১৯,৯৪৪,৩৭২ (১ম) |
পৌর ভারপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাক্তি | জনি যোসেফ |
নগরপাল | দত্ত দালবি |
কোড তালিকা - ডাক - টেলিফোন - যানবাহন |
- ৪০০ xxx - +০২২ - MH-০১—০৩ |
ওয়েবসাইট: www.mcgm.gov.in |
মুম্বাই বা মুম্বায় (পুর্বে বম্বে) ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। এটি ভারতের পশ্চিম তীরের সর্ববৃহৎ জলবন্দর ও প্রায় ১ কোটি ২৭ লক্ষ মানুষের বাসস্থান।
মুম্বাইকে ভারতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয় কারন ভারতের রিজার্ভ ব্যংক ও বম্বে স্টক এক্সচেন্জ ছাড়াও এখেনে রয়েছে আরো বহু প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়। ভারতের সিনেমা জগতের মুল, বলিউড, এই শহরে অবস্থিত।
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী |
---|
আগরতলা • আইজল • বেঙ্গলূরু • ভোপাল • ভুবনেশ্বর • চন্ডীগড় • চেন্নাই (মাদ্রাজ) • দমন • দেরাদুন • দিল্লী • দিসপুর • গান্ধীনগর • গ্যাংটক • হায়দ্রাবাদ • ইম্ফল • ইটানগর • জয়পুর • কাভারত্তি • কোহিমা • কলকাতা • লখনৌ • মুম্বাই (বম্বে) • পানাজি (পানজিম) • পাটনা • পন্ডিচেরী • পোর্ট ব্লেয়ার • রায়পুর • রাঁচী • শিলং • সিমলা • সিলভাসা • শ্রীনগর • তিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম) |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।