শায়েস্তা খাঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শায়েস্তা খাঁ মোগল আমলের এক জন বিখ্যাত সুবাদার বা প্রাদেশিক শাসক ছিলেন। তার খ্যাতি মূলত বাংলার সুবাদার হিসাবে। দু'দফায় সর্বমোট ২২ বছর তিনি বাংলা শাসন করেন। প্রথমে ১৬৬৪ থেকে ১৬৭৮ সাল এবং দ্বিতীয় বার ১৬৮০ থেকে ১৬৮৮ সাল।

[সম্পাদনা করুন] শায়েস্তা খাঁ নির্মিত স্থাপত্য

ঢাকার লালবাগে শায়স্তা খাঁর সদর দপ্তর ছিল। পুরনো ঢাকার বিভিন্ন স্থানে তার নির্মিত স্থাপত্য তার স্থাপত্যপ্রীতির পরিচায়ক।

  • হোসেনী দালান (বকশীবাজারে অবস্থিত)
  • শায়েস্তা খাঁর মসজিদ (মিটফোর্ডে অবস্থিত)
  • ছোট কাটরা
  • সাত গম্বুজ মসজিদ (মোহাম্মদপুরে অবস্থিত)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন