গারো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ময়মনসিংহ জেলায় বসবাসকারী বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়। ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইলসিলেট জেলায় গারোরা বাস করে। গারোরা মঙ্গোলীয় জাতির বোরো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গারোদের সমাজে মাতৃপ্রধান পরিবার প্রথা প্রচলিত। তাদের শ্রেষ্ঠ উৎসবের নাম 'ওয়ান গালা'। আশ্বিন মাসে সাত দিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

[সম্পাদনা করুন] আরও দেখুন

বাংলাদেশের উপজাতি - সম্পাদনা

চাকমা  • সাঁওতাল  • মনিপুরী  • রাখাইন  • মুরং  • খাসিয়া  • গারো  • হাজং  • মারমা  • মগ (উপজাতি)  • পাংখো  • রাজবংশী  • খুমি  • ত্রিপুরা (উপজাতি)  • কুকি (উপজাতি)  • চক (উপজাতি)  • হাদুই  • লুসাই  • হদি  • বাওয়ালী  • ওঁরাও  • তনচংগা  • বনযোগী  • মৌয়ালী