মাইকেল মধুসূদন দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইকেল মধুসূদন দত্ত
বড় করুন
মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - জুন ২৯,১৮৭৩) উনিশ শতকের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের এবং অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করার জন্য তিনি বিখ্যাত। কপোতাক্ষ নদ তাঁর বিখ্যাত চতুর্দশপদী কবিতা।

মাইকেলের জন্ম হয় যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক হিন্দু পরিবারে। পরবর্তীতে হিন্দু (পরে নাম প্রেসিডেন্সী) কলেজে পড়ার সময় তিনি খ্রীস্টান ধর্ম গ্রহন করেন। ইংরাজীতে মহাকাব্য লিখতে উদ্যত মধুসূদনকে বাংলায় লিখতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন বেথুন সাহেব। ধনী পিতার সন্তান হয়েও তিনি পৈত্রক সম্পদে বঞ্চিত হন। ফরাসীদেশে থাকাকালীন অর্থাভাবগ্রস্থ মধুসূদনকে টাকা পাঠিয়ে সাহায্য করতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

[সম্পাদনা করুন] মাইকেলের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম:

  • মেঘনাদ বধ কাব্য,
  • তিলোত্তমা সম্ভব
  • দি ক্যাপটিভ লেডী
  • ব্রজাঙ্গনা

[সম্পাদনা করুন] নাটক

  • শর্মিষ্ঠা
  • কৃষ্ণকুমারী
  • পদ্মাবতী

[সম্পাদনা করুন] প্রহসন:

  • বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  • একেই কি বলে সভ্যতা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা