তাজউদ্দীন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তাজউদ্দীন আহমেদ (১৯২৫ - নভেম্বর ৩, ১৯৭৫) একজন আইনজীবি, রাজনীতিবিদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ১৯২৫ সালে বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৪২ সালে ম্যাট্রিক, ১৯৪৮ সালে আই. এ এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এ. অনার্স পাস করেন। তিনি এপ্রিল ১১, ১৯৭১ থেকে জানুয়ারী ১৩, ১৯৭২ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার পুত্র ক্যাপ্টেন (অবঃ) সোহেল তাজ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


পূর্বসূরী:
নেই
বাংলাদেশের প্রধানমন্ত্রী
এপ্রিল ১১, ১৯৭১ - জানুয়ারি ১৩, ১৯৭২
উত্তরসূরী:
শেখ মুজিবুর রহমান


বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকl
তাজউদ্দীন আহমদ •শেখ মুজিবুর রহমান • মোঃ মনসুর আলী • মশিউর রহমান • শাহ আজিজুর রহমান • আতাউর রহমান খান • মিজানুর রহমান চৌধুরী • মওদুদ আহমেদ • কাজী জাফর আহমেদ •খালেদা জিয়া •শেখ হাসিনা ওয়াজেদ • খালেদা জিয়া •


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন