আন্দ্রে মাকিন্‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্দ্রে মাকিন্‌ (১৯৫৭- ) একজন প্রখ্যাত রুশ-ফরাসি ঔপন্যাসিক। তিনি রুশ দেশে জন্মগ্রহন করেন এবং সেখানেই বড় হন। তার এক পূর্বপুরুষ ফরাসি হওয়ায় তিনি ফরাসি ভাষাও আয়ত্ত করেন। ত্রিশ বছর বয়সে তিনি ফ্রান্সে চলে আসেন এবং ফরাসিতে উপন্যাস লেখা শুরু করেন। শুরুতে প্রকাশক পেতে তার যথেষ্ঠ অসুবিধা হয়। তার তৃতীয় উপন্যাস 'ল্য তেস্তামোঁ ফ্রঁসে' বিপুলভাবে সমাদৃত হয়, এবং ফ্রান্সের সবচেয়ে বড় দুটি সাহিত্য পুরষ্কার জিতে নেয়। তিনি আজ অব্দি লিখে চলেছেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন