মোর্স কোড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেলিগ্রাফের মধ্য দিয়ে তথ্য পাঠানোর জন্য যে আন্তর্জাতিক কোড ব্যবহার করা হয় তাকে মোর্স কোড বলে। স্যামুয়েল মোর্স (Samuel Morse) ১৮৩৮ সালে কোড ব্যবহার করে তারের মধ্য দিয়ে সংবাদ পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। মোর্স কোড তৈরির জন্য ডট ও ড্যাশ এই দুই ধরনের সঙ্কেত ব্যবহার করা হয়। ডট সঙ্কেতের চেয়ে ড্যাশ সঙ্কেত তিনগুন সময় বেশি স্থায়ী হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।