ব্যবহারকারী আলাপ:Ragib

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


Archive
পুরাতন বার্তা সংকলন
সংকলন ০১

সংকলন ০২

সূচিপত্র

[সম্পাদনা করুন] বাংলা উইকিপেডিয়া জেলা সপ্তাহ

রাগিব ভাই, এ পর্যন্ত অনেক তো মনে মনে কর্মসূচী ঘোষনা করে কাজ করলাম। এমন কি একটি মাস আমরা উৎযাপন করলাম। কিন্তু সাইটের কোথাও সে সম্পর্কে কোন নোটিশ ছিল না। তাই চিন্তা করলাম জেলা সপ্তাহের খবরটা দিয়েই শুরু করি। তাই সাধারন ব্যবহারকারীদের কর্মসূচীসমূহ জানানোর জন্য আমি সাইট নোটিশে খরবটি জুড়ে দিলাম। আর কর্মসূচী সম্পর্কে লেখার জন্য উইকিপেডিয়া:উইকিপ্রকল্প/জেলা সপ্তাহ তৈরী করলাম। কর্মসূচী সম্পর্কে আপনি কিছু লিখে দিন। ধন্যবাদ।--বেলায়েত ১৬:০৪, ১৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

Hi Ragib Bhai, just so you know, the message on my last revision of আরবি ভাষা is not directed at you, but at the previous editor. --সামীরুদ্দৌলা ১৯:২৩, ১৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] Robbot

You asked my operator to ask you here for a bot-bit for me. So I'm doing this here :-) - Robbot ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] বাংলা

আমি আসলে বুঝতে পারছিলাম না এগুলোকে বাঙলায় সরানো যাবে কিনা। আমি বাংলাদেশ নিবন্ধের লাল লিংক গুলোকে নীল করছি। কোন কোন লাল লিংকে ক্লিক করলে তা ইংরেজী শিরোনামে চলে যাচ্ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান উপদেশ প্রদানের জন্য। [[User:Auyon| অয়ন] ০৮:০৬, ১৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] পরামর্শ

ঃঃ আচ্ছা রাগীব ভাই উইকিপিডিয়ায় কোন কিছু সার্চ করলে ওই নামে কোন পৃষ্ঠার খোঁজ করে। অনেক সময় মানুষ অনেক তথ্য খুঁজে পায় না। তাই আমি মনে করি কিছু সার্চ দিলে ওই জিনিস্ টা সম্পরকে যদি কোন পাতায় উল্লেখ থাকে সেইটা দেখানো উচি। তাহলে মানুষ যে কোন কিছু অনুসন্ধান দিয়ে তা সম্পর্কে তথ্য পাবে। এবং উইপিডিয়ায় পুরো বাংলাদেশ বিষয়টা এক পাতায় না রেখে। বাংলাদেশ কে বিভিন্ন ক্যাটাগরি তে ভাগ করা উচি। কারন বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য আছে যা এক পাতায় লিখা সম্ভব নয়। তাই বাংলাদেশ ক্যাটাগরি হিসেবে অচিরেই আলাদা করা উচি। বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধে এর ভু-প্রকৃতি ও অবস্থানের উপর তথ্য থাকলেই হয়। বাংলাদেশ ক্যাটাগরি তে যে সব বিষয় থাকতে পারে। বাংলাদেশের নদী, বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের কৃষিজ সম্পদ ইত্যাদি।--muztaba ০৪:৩০, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ডিলিট করুন

রাগীব ভাই সেট বিষয়ক আগে যে সব অসম্পূর্ন নিবন্ধ আছে সেগুলো ডিলিত করে দিন। আমি সব এক সাথে লিখবো সেট তত্ত্ব নামে। আমি পারছিনা আগের ক্যাটাগরি ডিলিট করতে আপনি করুন আমি কয়েকদিনের মাঝে বিস্তারিত লিখবো। আমি শুরু করেছি আজ।

[সম্পাদনা করুন] RagibBot-এর জন্য নতুন request

Category বর্ষপঞ্জী -> বর্ষপঞ্জি। --অর্ণব (আলাপ | অবদান) ১১:১৫, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

Done. --রাগিব (আলাপ | অবদান) ১৬:২১, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
great!--অর্ণব (আলাপ | অবদান) ১৬:৩২, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

রাগিব ভাই, আপনার বট কি বছরের পাতা গুলো তৈরি করতে পারবে? যেমন- ১৯৯৯। তাতে সয়ংক্রিয় ভাবে কোন বার দিয়ে শুরু এবং অধিবর্ষ কি না তা বলে দেবে। সাথে সাথে তার iw এবং category যোগ করে দেবে। অনেকটা ২০০২ এর মত। যদি না করে তাহলে কি করে বট করা যায় আমাকে একটু সাহায্য করবেন।--বেলায়েত ১৬:৩২, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

অবশ্যই করতে পারবে। আমার আসলে এই স্ক্রিপ্টটা লিখতে কয়েক ঘন্টা সময় লাগবে, এ সপ্তাহেই করে ফেলবো। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

রাগিব ভাই যতটুক মনে পড়ছে নিবন্ধের নাম ইংরেজীতে লিখে পুননির্দেশ করার একটা সিদ্ধান্ত হয়েছিল। বটের মাধ্যমে নিবন্ধের পৃষ্ঠায় interlanguage link (en:) বের করে ঐ নামে নিবন্ধ তৈরি করে পুননির্দেশ করা সম্ভব কি? --রাজিবুল ০৫:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

সহজেই সম্ভব। ঘন্টা খানেক লাগবে, কিন্তু খুব ব্যস্ত তো সপ্তাহের মাঝে, তাই একটু সময় লাগবে। সপ্তাহান্তে করবো। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
এই স্ক্রিপ্টটা লিখে ফেলে এখন চালাচ্ছি। মূলত এইটা ইংরেজি উইকির নিবন্ধটার নামে এখানে একটা রিডাইরেক্ট তৈরী করে দিচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৫০, ১৯ অক্টোবর ২০০৬ (UTC)

রাগিব ভাই, সব গুলো বছর পাতায় (যে গুলোতে নাই) [[Category:{{PAGENAME}}]] যোগ করতে হবে।--বেলায়েত ১৫:২০, ৫ অক্টোবর ২০০৬ (UTC)

ইংরেজী উপন্যাস -> ইংরেজি উপন্যাস --অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৩, ৬ অক্টোবর ২০০৬ (UTC)
Done. --রাগিব (আলাপ | অবদান) ০৩:১৩, ১৮ অক্টোবর ২০০৬ (UTC)
দুইটাই ভালো বুদ্ধি। এই সপ্তাহান্তে বছর নিবন্ধের কোড লিখে বট চালিয়েছি, বাকিটা অচিরেই করে দিব। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩২, ৯ অক্টোবর ২০০৬ (UTC)

অর্নব ভাই শুধু টেম্পলেট থেকে অনেক নতুন পাতা তৈরি করেছে কিন্তু তাতে iw যোগ করা নাই, এগুলো করা দরকার। আসলে iw থাকলে আমরা সময় সুযোগ মত ২ ১ লাইন করে যোগ করে দিতে পারতাম, তাতে পাতা গুলো একেবারে খালি থাকতো না।--বেলায়েত ১৮:২৭, ১২ অক্টোবর ২০০৬ (UTC)

আসলে iw কি হবে, সেটা তো আর এভাবে স্বয়ংক্রিয় ভাবে সরাসরি ঠিক করা যাবে না। মানে বোঝার তো কোনো উপায় নাই যে কোন নিবন্ধে ইন্টারউইকি লিংক্টা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৩:১৩, ১৮ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] সাহায্য করুন

রাগিব ভাই, দয়াকরে একটু দেখবেন en:User:Lupin/Anti-vandal tool এটা কেন বাংলা উইকিতে কাজ করছে না, ইংরেজীটাতে কাজ করছে।--বেলায়েত ১৯:৪৬, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

en:User:Lupin/badwords মনে হয় কপি করা লাগবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:১২, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] চিত্র এড করবো

ভাইয়া, আমি সেট এর উপর যে লেখাটি লিখছি তাতে কিভাবে ভেন চিত্র গুলো এড করবো। এবং সেইগুলো কোন ফরম্যাটে সেইভ করতে হবে। দয়া করে বলবেন। এবং নির্দিষ্ট জায়গায় কিভাবে বসাবো তা জানাবেন।--muztaba ০৬:৪৩, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] কেমন হলো

রাগীব ভাই সেটের উপর লেখা নিবন্ধ টি কেমন হলো? আর কিছু কি যোগ করা লাগবে? পুরোপুরি ঠিক হয়েছে তো? কিছু যোগ করা লাগলে জানাবেন।--muztaba ০৭:৪৭, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

I added some images.. but the text requires some modifications to accomodate the specific examples in the images.. _সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৫২, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] নিলফামারী/নীলফামারী

নিলফামারী জেলা নাকি নীলফামারী জেলা? অয়ন ১৮:০৮, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] কিভাবে বুঝবো

আচ্ছা রাগীব ভাই, আমি কি করে বুঝবো যে নেট এ পাওয়া কোন ছবি টি লাইসেন্স যুক্ত। এবং উৎস কি করে পাবো? ছবির

দয়া করে জানাবেন...... --muztaba ০৭:০৯, ২৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

উৎস হল কোথা থেকে (ওয়েবসাইট) ছবিটি নেয়া। ছবি যদি বাংলাদেশ বা এই এলাকায় ১৯৪৬ (অনেক ক্ষেত্রে ১৯৫৬) এর আগে তোলা হয়, তাহলে এটি পাবলিক ডোমেইনে মুক্তাবস্থায় এসে গেছে। নাহলে অন্য অনেক লাইসেন্স যোগ করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:০৩, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

রাগীব ভাই দুটি নিবন্ধ কি করে একাকীকরন করতে হয় ??? আমার এক্সরে এবং রঞ্জন রশ্মি নিবন্ধটি একাকীকরন করতে হবে।--muztaba ০৮:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


নিবন্ধটির নাম বাংলাতে রঞ্জন রশ্মি হওয়াই বাঞ্ছনীয়। এক্ষেত্রে একীকরণ করার জন্য আপনার নিবন্ধটির তথ্য ও লেখা রঞ্জন রশ্মি নিবন্ধে যোগ করুন, তার পর আপনার নিবন্ধটিকে সেখানে রিডাইরেক্ট করে দিন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:০৩, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

রাগীব ভাই রি ডাইরেক্ট কি করবো? বলবেন। --muztaba ০৬:০৮, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

বেলায়েত ইতিমধ্যেই এটা করে দিয়েছে। এখানে দেখুন কিভাবে সেটা করা হয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:১৫, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] আপনার বট এর কাজ নাকি?

১০ তারপর ১১ হাজার হয়ে গেল, খেয়ালও করতে পারলাম না। আপনার বট কি তার কাজ শুরু করে দিয়েছে? :) --mak ২২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

বটটার বট ফ্ল্যাগ সেট করা আছে, তাই রিসেন্ট চেঞ্জেস্‌ আসবে না। (বটগুলি দেখাও তে ক্লিক করলে আনবে)। গত রাত ও আজকে বটটা বছর নিবন্ধ যোগ করেছে (প্রায় ১৯০০টি)। আর ভারতীয় শহরের ডাটাবেস থেকে তথ্য নিয়ে নিবন্ধ তৈরী করছে। (ওটার জন্য অচিরেই আপনাদের সাহায্য লাগবে, আপাতত ডাঃ সপ্তর্ষি পশ্চিমবঙ্গের গুলির নাম ঠিক করে বাংলায় লিখে দিচ্ছেন।)। ওখান থেকে অন্তত ৪৫০০ নিবন্ধ যোগ করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০০:৩২, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ছবির কপিরাইট

আমি উইকিপেডিয়ায় এল আর বি সম্পর্কিত যত ছবি আপলোড করেছি এগুলির কপিরাইট এল আর বি সংরক্ষন করে। এল আর বি-র অনুমতিক্রমে এই ছরি upload করা হয়েছে।

[সম্পাদনা করুন] ছক তৈরী করবো

--muztaba ০৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)আমি বিভিন্ন বইয়ের লেখক দের নিয়ে একটা তালিকা তৈরী করবো। বাংলা সাহিত্যের সব লেখকদের বই ও নাম থাকবে সেখানে। আমি কি কাজটা করতে পারবো? আর করলেও কিভাবে করবো? এই কাজটা করলে যে কেউ উইকিতে বাংলা সাহিত্যের সব বইয়ের ভুক্তি পাবে যা খুব ভালো হবে। --muztaba ০৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] Kurów

Could you please write a stub about Kurów - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Kur%C3%B3w ? Only 2-5 sentences enough. Please. Pietras1988 ১২:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] Thinking of popularizing bn wiki on En wiki

Still I think there are many bengali powerful users in the en wiki. We need to attract their attension to bn wiki. I know many bengali users from India are there in en wiki. but they are not much aware of ban wiki.

  • Do you think it is allowed to write an article in one language wikipedia about another language wikipedia? we can then write an article on en:Wikipedia:Bengali Wikipedia. I know the statistics are dynamic and what superlative adjectives we may try wil not be permanent over time. But we can put the time interals for which those statistics were true.
  • Also can you please put some small picture in the template for this userbox? {{user bn wiki}} for the english wiki users of bangla wiki?

--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:৫১, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

Hi, sorry for the late reply. Actually, it won't be ok to write about another wikipedia in En-wiki. My solution in this case is to look into the people who use User bn i.e. Bangla speaker user boxes, and post a note on their talk page about looking into Bengali wikipedia. That as worked to some extent. You might ask Dwaiypayan to come join us again. --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৩, ৫ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] বিষয়: বাংলা উইকি

নিশ্চয়, নিশ্ছয়। নিজের ভাষায় তো লিখতেই হবে! রাগিবভাই , আপনাকে অশেষ ধন্যবাদ আমার unicode-এর সঙ্গে এবং এই transliteration scheme-er সঙ্গে পরিচয় করানোর জন্য। --Antorjal ২২:০৬, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] অনুসন্ধান

রাগীব ভাই আমি চাচ্ছি এমন কোন ব্যবস্থা করতে, যা করলে কেউ কোন বইয়েন নাম অনুসন্ধান করলে তাঁর লেখকের নাম খুঁজে পাবে। যা হলে সবাই অনেক উপকৃত হবে। দয়া করে বলবেন কিভাবে তা করা যায়।--muztaba ০৬:২১, ১ অক্টোবর ২০০৬ (UTC)

লেখকের পাতায় গ্রন্থতালিকা নামে একটি অনুচ্ছেদ রাখুন। সেখানে বইয়ের তালিকা দিন। তাহলে অনুসন্ধান করার সময় বইটি খুজলে লেখকের পাতা আসবে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩৬, ১ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] user scripts

রাগিব ভাই, ইংরেজী উইকির en:Wikipedia:WikiProject User scripts/Scripts গুলো কি বাংলা উইকিতে কাজ করবে?? আমি en:User:Lupin/Anti-vandal tool কাজ করাতে পারি নাই। scripts গুলো ব্যবহার করতে পারলে সুবিধা হত। কাজ করাতে হলে কি করতে হবে?

[সম্পাদনা করুন] Bot flag

Hi, could you tell what's the page for post a bot flag request please? Thank you fr:User:Sebcaen ০৬:৪৮, ৪ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ধন্যবাদ

উইকিপিডিয়াতে আমার পক্ষে সম্পাদনা অব্যাহত রাখা সম্ভব হতো না যদি না আমি এখানে আপনাদের বিশেষ করে নিয়মিত ব্যবহারকারীদের সহযোগিতা না পেতাম। আপনাকে অশেশ ধন্যবাদ আমাকে এই পদে মনোনয়ন দেয়ার জন্য। আমি এই দায়িত্ব সঠিকভাবে পালনের যথাসাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ।--রাজিবুল ০৫:২৪, ৫ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] Contact info needed for media coverage

Hi I am Ravi Vyzasatya a beauracrat in telugu wiki responding to the request you made in telugu wiki. First of all I congratulate you on the efforts you are putting in Bangla wiki. phenomenol job!! What kind of info does this journalist needs for this story. That will be a great boost for both our wikis. Let me know any kind of assistance you need. --Vyzasatya ০৫:৫৭, ৬ অক্টোবর ২০০৬ (UTC)

I'm sending you an email in reply, with all the details. --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫৮, ৬ অক্টোবর ২০০৬ (UTC)
hmmm, you haven't set up an email, can you set up that? I want to mail you the details. --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫৯, ৬ অক্টোবর ২০০৬ (UTC)
I have confirmed my e-mail just now. you can send the details --Vyzasatya ০৬:০৪, ৬ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] আসসালামু আলাইকম

হাজির হোয় গেছি গুরু!--দেবোত্তম ১৯:১৯, ১০ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] মন্তব্য প্রয়োজন

উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#প্রধান পাতা/mockup-এ দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৫, ১২ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] কিছু প্রশ্ন

রাগিবদা আমার কিছু সাহায্য দরকার।

যেসব পাতা ইতিমধ্যেই ইংলিশ উইকিপিডিয়াতে আছে সেগুলোকে সরাসরি বাংলায় অনুবাদ করে নিলে কোন সমস্যা নেই তো। ভবিষ্যতে না হয় এগুলোকে আরো সুন্দর করা হলো কিন্তু আপাতত এরকম করা যায় কি?

আমায় কিছু গুরুত্বপুর্ন লিঙ্ক ও পোরটাল দিয়ে দিও। আমি রেলপথ পরিবহন, কম্পিউতার প্রযুক্তি, ভূগোল ও সত্যজিত রায় সম্মন্ধীয় বিষয়গুলিতে উৎসাহী। এগুলি সম্মন্ধীয় কিছু সুবিধাজনক লিঙ্ক দিও।

অভ্র কিবোর্ড ব্যবহার করে অবাক হয়ে গেলাম। অসাধারণ সফটঅয়্যার। মাহদি হাসান খান দুর্দান্ত কাজ করেছেন। শুভেচ্ছা রইলো। --দেবোত্তম ১০:৩৮, ১২ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] অনুরোধ

রাগিব ভাই, আপনাকে একটি মেইল করেছি। অনুগ্রহ করে উত্তর দিন।--রাজিবুল ১২:২১, ১৫ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] উইকিপেডিয়া:নির্বাচিত নিবন্ধ

In the page উইকিপেডিয়া:নির্বাচিত নিবন্ধ, it is stated : বর্তমানে বাংলা উইকিপিডিয়ার মোট 11935টি নিবন্ধের মধ্যে ০টি নির্বাচিত নিবন্ধ আছে... would you please change the number? Number of নির্বাচিত নিবন্ধ is not 0 I think? Thanks and best regards. Auyon ১৪:২৭, ১৬ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] Thijs!bot

Hello, You asked me to apply for a bot flag on your user-page, so here I am. Can you enable the bot flag for me or should I request elsewhere? Thijs!bot ২২:২৭, ৩১ অক্টোবর ২০০৬ (UTC) (nl:User:Thijs!)

[সম্পাদনা করুন] Pure Mathematics

Pure mathematics এর বাংলা কি দেবো? খাটি গণিত ? নামটা হাস্যকর হয়ে যায় না? আর Applied mathematics এর বাংলা যদি ব্যবহারিক গণিত হয় তবে Practical mathematics এর বাংলা কি হবে? --অয়ন ০৫:৩৪, ২ নভেম্বর ২০০৬ (UTC)

বিশুদ্ধ গণিত? ব্যবহারিক গণিত না হয়ে applied mathematics এর বাংলা হয়তো ফলিত গণিতও হতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৬, ২ নভেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ই-মেল

আমার নজরতালিকায় যা যা আছে, সেই বিষয়গুলির পরিবর্তনের খবর আমার ই-মেল বক্সে উইকিপিডিয়া নিয়মিত পাঠাতে পারবে?

--Bhadra ১৮:৩১, ৭ নভেম্বর ২০০৬ (UTC)

না, ফিচারটা সব ভাষার উইকিপিডিয়াতেই disabled। এখানে পড়ুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩৭, ৭ নভেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] রিপোর্ট

আমি তো ছিলাম না। জানা হয় নি, আমাদের রিপোর্টটা কি গিয়েছে ? --Amr ০৩:৫৯, ৯ নভেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] মাপকাঠি

একটা নিবন্ধ সম্পূর্ণ হওয়ার মাপকাঠি কি? > Actually, there is no hard and fast rule about when an article can be called complete. The rule of thumb is that, if you have close to a screenful of text, and no section in the article is empty, then you can remove the incomplete tag. Thanks. --রাগিব

আমার মনে হয় 'নিবন্ধ অসম্পূর্ণ' ট্যাগ সরাবার অধিকার শুধুমাত্র উইকিপেডিয়ার প্রশাসকদের থাকা উচিৎ। --Bhadra ০৪:৩৩, ১৫ নভেম্বর ২০০৬ (UTC)