ব্যবহারকারী:Nasiruullah

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি মোহাম্মদ নাসিরুল্লাহ, কম্পিউটার্ ও ইন্টারনেট এর ব্যপারে আমি এতটাই মোহিত ছিলাম যে ইংরেজী সাহিত্য পড়া সত্যেও কোন কলেজে শুধুমাত্র শিক্ষকতার পেশায় না জড়িয়ে বরং এমন পেশা খুঁজে নিয়েছি যেখানে ইন্টারনেট ফ্রি ব্যবহার করতে পারি। আমি বিভিন্ন স্কুল ও কলেজে ইংরেজী পড়িয়েছি। আমি পড়াতে ভালোবাসি। শিক্ষকতা আমার পেশা, প্রশিক্ষন আমার নেশা, প্রযুক্তি আমার খেলানা। বর্তমানে আমি একটি আমেরিকান সেবামূলক প্রতিষ্ঠানে শিক্ষা বিভাগের প্রধান হিসাবে কাজ করছি। বাংলাদেশে ২৫টি সরকারী ও বেসরকারী স্কুলে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ল্যাব স্থাপন করে শিক্ষক প্রশিক্ষন কর্মসূচি করছি।