ভাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাই বাংলা ভাষার একটি অতি পরিচিত সম্বোধন।

সূচিপত্র

[সম্পাদনা করুন] সাধারন সম্বোধন

[সম্পাদনা করুন] ভাইয়া

[সম্পাদনা করুন] দাদা অথবা দা

[সম্পাদনা করুন] আপন ভাই

[সম্পাদনা করুন] সত্‌ ভাই

[সম্পাদনা করুন] অন্যান্য ভাইয়ের নমুনা

কাজিন (cousin) বোঝাতেও 'ভাই' শব্দটি ব্যবহার করা হয়। বাংলাদেশের মুসলমানদের মাঝে নিম্নোক্ত সম্বোধনগুলো প্রচলিত -

[সম্পাদনা করুন] মামাতো ভাই

মায়ের ভাই অর্থাত মামার ছেলেকে মামাতো ভাই বলা হয়।

[সম্পাদনা করুন] খালাতো ভাই

মায়ের বোন অর্থাত খালার ছেলেকে খালাতো ভাই বলা হয়।

[সম্পাদনা করুন] চাচাতো ভাই

বাবার ভাই অর্থাত চাচা/কাকার ছেলেকে চাচাতো ভাই বলা হয়। 'কাকাতো ভাই' সম্বোধনটি বহুল প্রচলিত নয়।

[সম্পাদনা করুন] ফুফাতো ভাই

বাবার বোন অর্থাত ফুফুর ছেলেকে ফুফাতো ভাই বলা হয়।

এই সবগুলো শব্দেরই অন্য রূপ রয়েছে।

[সম্পাদনা করুন] খুড়তুতো ভাই

ইত্যাদি