নোবেল পুরস্কার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই নোবেল পুরস্কারের প্রচলন করেন। ১৯০১ সাল থেকে বিভিন্ন ব্যাক্তিকে এবং প্রতিষ্ঠানকে তার সফল গবেষণা, উদ্ভাবন ও সামাজিক কর্মকান্ডের জন্য এই পুরষ্কার দেওয়া হয়।
[সম্পাদনা করুন] পুরস্কারের ক্ষেত্রসমূহ
পদক | বিষয় | বৈশিষ্ট্যসমূহ |
---|---|---|
চিত্র:Nobel in Physics and Chemistry.jpg | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার | রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক নির্ধারিত। "পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উদ্ভাবন করবেন তাকে এই পুরস্কার দেয়া হবে।" |
চিত্র:Nobel in Physics and Chemistry.jpg | রসায়নে নোবেল পুরস্কার | রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক নির্ধারিত। "যিনি রসায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উন্নয়ন করবেন তাকে এই পুরস্কার দেয়া হবে।" |
চিত্র:Nobel in Medicine.jpg | চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার | ক্যারোলিনস্কা ইনস্টিটিউটকর্তৃক নির্ধারিত। "যিনি চিকিৎসা অথবা জীব বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করবেন তাকে এই পুরস্কার দেয়া হবে।". |
![]() |
সাহিত্যে নোবেল পুরস্কার | সুইডিশ একাডেমি কর্তৃক নির্ধারিত। "যিনি সাহিত্যের জগতে সবচেয়ে বিশিষ্ট রচনাটি সৃষ্টি করবেন যা অবশ্যই কোন আদর্শের জন্ম বা লালন করবে তাকে এই পুরস্কার দেয়া " |
চিত্র:Nobel in Peace.jpg | শান্তিতে নোবেল পুরস্কার | নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক নির্ধারিত। "যিনি জাতিসমূহের বন্ধুত্ব রক্ষা এবং বৃদ্ধি, যুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত সেনাবাহিনীর অপসারণ বা হ্রাস এবং শান্তি প্রক্রিয়া ত্বরান্বিতকরণে সবচেয়ে বেশী ভূমিকা রাখবেন তাকে এই পুরস্কার দেয়া " |
চিত্র:Nobel in Economics.jpg | অর্থনীতিতে নোবেল পুরস্কার | এই পুরস্কারটিকে মূলত The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel নামে ডাকা হয়। এটি প্রদান করার ব্যাপারে আলফ্রেড নোবেল তার উইলে কিছু বলে যাননি বরং সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর প্রচলন করে। রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক নির্ধারিত। |
[সম্পাদনা করুন] পুরস্কারপ্রাপ্তদের তালিকা
- নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদদের পূর্ণ তালিকা
- নোবেল পুরস্কার বিজয়ী জীব বিজ্ঞানীদের পূর্ণ তালিকা
- নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদদের পূর্ণ তালিকা
- নোবেল পুরস্কার বিজয়ী রসায়নবিদদের পূর্ণ তালিকা
- নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিকদের পূর্ণ তালিকা
- নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা
[সম্পাদনা করুন] পুরস্কার বিতরনী
আলফ্রেড নোবলের মৃত্যুবার্ষিকী ১০ ই ডিসেম্বর, আনুষ্ঠানিকভাবে নোবল পুরস্কার বিতরনী অনুষ্ঠান করা হয়।
সর্বোচ্চ তিনজন যৌথভাবে নোবল পুরস্কার পেতে পারেন, প্রত্যেকে একটি সোনার মেডেল, একটি ডিপ্লোমা, সুইডিশ নাগরিকত্ব এবং নির্দিষ্ট পরিমান অর্থ এই পেয়ে থাকেন। বর্তমানে অর্থের পরিমান ১০ লক্ষ সুইডিশ ক্রোনার ( যা ১০ লক্ষ ইউরোর ও বেশি বা ১৪ লক্ষ ইউ এস ডলার এর সমান)। একাধিক ব্যাক্তি বা প্রতিষ্টানের ক্ষেত্রে পুরস্কারের অর্থ সমান ভাগে ভাগ করে দেয়া হয়, এটি কখন ও কখন ও নোবল কমিটি ঠিক করে থাকেন।