শবে বরাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মধ্য-শাবান হচ্ছে আরবী শা'বান মাসের ১৫ তারিখ। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলিমগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। তবে ইসলামে শবে বরাতের গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মাঝে মতপার্থক্য আছে। অনেকেই এই দিনটিকে বিশেষ ভাবে পালনকে বিদ্‌আত মনে করেন।

এই রাতের ব্যাপারে কুরআনে তেমন কিছু বলা নাই। এই রাতের কথা ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায়। ঐ হাদিস মতে, এক রাতে বিবি আয়েশা (রাঃ) ঘুম থেকে উঠে পড়লেন কিন্তু মহানবী (সা:) কে বিছানায় দেখতে পেলেন না। তিনি মহানবীকে (সঃ) খুজতে বের হলেন এবং তাকে জান্নাতুল বাকি কবরস্তানে দেখতে পেলেন। মহানবী (সঃ) বললেন, ১৫ শাবানের রাতে আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং কালব্‌ উপজাতির ছাগলের গায়ের পশমের থেকে বেশি লোককে কৃতকর্মের জন্য ক্ষমা করেন। এই হাদিসের নিচে ইমাম তিরমিযী উল্লেখ করেন, "হয়রত আবু বকরও (রাঃ) এরুপ হাদিস বর্ণনা করেছেন বলে জানা যায়। আমি (ইমাম তিরমিয়ী) শুনেছি ইমাম বুখারী (রঃ) কে বলতে এই হাদিসের বর্ননাকারিদের মাঝে একজন জায়েফ (কম গ্রহণযোগ্য) ছিলেন।" এর ভিত্তিতে বলা হয়, এই হাদিসটি সম্পুর্ন ভাবে গ্রহণযোগ্য না হলেও মিথ্যা নয়। এটি সত্য হবার সম্ভবনা আছে। ফিকাহ্‌ বিশারদদের মতে জায়েফ‌ হাদিস যদি কুর'আন পরিপন্থী না হয় তবে তা মানা যায়। [1]

[সম্পাদনা করুন] অন্যান্য নাম

  • ইরানে নিম শা'বান।
  • আরবী ভাষাভাষীর বলে নিসফ্ শা'বান।
  • ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত।

[সম্পাদনা করুন] বহিঃ সংযোগ

  1. www.islamicvoice.com
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা