ব্যাক্টেরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইলেক্ট্রন মাইক্রোস্কোপে তোলা ই কোলাই (E. Coli) ব্যাক্টেরিয়ার ছবি
বড় করুন
ইলেক্ট্রন মাইক্রোস্কোপে তোলা ই কোলাই (E. Coli) ব্যাক্টেরিয়ার ছবি

ব্যাক্টেরিয়া' হলো এক প্রকারেরএককোষী অণুজীব। এরা এবং ([আরকিয়ারা) হল প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক) অর্থাৎ এদের কোষে সংগঠিত নিউক্লিয়াস নেই, (আছে ঝিল্লিহীন(membraneless) নিউক্লিয়য়েড, যার মধ্যে রৈখিক ক্রোমোজম নেই আছে বৃত্তাকার ডি.এন.এ), ঝিল্লি(মেমব্রেন)ওয়ালা কোন অঙ্গাণু(Organelle) নেই এবং নেই কোন সাইটোকঙ্কাল

গ্রাম স্টেইন(Gram Stain) দ্বারা দুরকম ব্যাক্টেরিয়াকে সাধারণতঃ আলাদা কর যায়।

[সম্পাদনা করুন] গ্রাম পজিটীভ ব্যাক্টেরিয়া

বেশী আদিম। ঝিল্লির আবরণ একটি।

পুরু পেপ্টিডোগ্লাইক্যান আস্তরণ তার বাইরে যার সঙ্গে টিকোয়িক অ্যাসিড যুক্ত।

[সম্পাদনা করুন] গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া

ঝিল্লির আবরণ দুটি।

পাতলা পেপ্টিডোগ্লাইক্যান আস্তরণ দুটি ঝিল্লির মাঝখানে।