এরশাদ শিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এরশাদ শিকদার (মৃত্যু মে ১০, ২০০৪) একজন বাংলাদেশী অপরাধী। খুন, অত্যাচার, ও অন্যান্য নানা অপরাধের জন্য তিনি কুখ্যাত ছিলেন। হত্যার দায়ে তাঁকে মৃত্যুদন্ড দেয়া হয়, যা ২০০৪ সালের মে মাসের ১০ তারিখে কার্যকর করা হয়। [১]

এরশাদ শিকদারের রচিত আমি তো মরেই যাবো গানটি পরবর্তীতে দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করে। [২]

[সম্পাদনা করুন] তথ্যসূত্র

  1. Ershad Shikdar to be hanged on May 10, ডেইলী স্টার, বাংলাদেশ, এপ্রিল ২১, ২০০৪।
  2. Orchestra presents Sritimoy, নিউ এইজ, বাংলাদেশ, জুন ২০, ২০০৫।