সেই সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সেই সময় বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি উপন্যাস । উপন্যাসটির মূল বিষয়বস্তু ঊনবিংশ শতাব্দী তে বাঙালির নবজাগরন । ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত এই উপন্যাসের দুটি ঐতিহাসিক চরিত্র । উপন্যাসটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকাতে ।

[সম্পাদনা করুন] বিবরণ

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আছে নবীনকুমার নামের একজন যুবক । তার জন্ম ও ছোটবেলা থেকে মৃত্যু অবধি এই উপন্যাসের পরিধি । নবীনকুমার জমিদার সন্তান । এই চরিত্রটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহের চরিত্র অবলম্বনে । ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের কলকাতা এই উপন্যাসের পটভূমিকা । সেই সময়ের সামাজিক সমস্যা,বাবু কালচার,বাল্যবিবাহ ও বিধবাদের করুন অবস্থা সবই উঠে এসেছে এই উপন্যাসে । চরিত্র পরিকল্পনা ও ঘটনা বিন্যাসে সুনীল যথাযথ এবং এটি তাঁর একটি জনপ্রিয়তম উপন্যাস ।

[সম্পাদনা করুন] টেলিভিশন

সেই সময় উপন্যাস অবলম্বনে বাংলাতে সোনেক্সের সফল ধারাবাহিক সেই সময় নির্মিত হয় । হিন্দিতেও এই উপন্যাসটি সিরিয়াল হয় যুগান্তর নামে ।