তোরাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তোরাহ ইহুদিদের ধর্মীয় রীতি-বিধির মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এটি একটি হিব্রু শব্দ, যার অর্থ "শিক্ষা"। তোরাহ মূলত তাদের ধর্মগ্রন্থ তানাখের প্রথম অংশকে বোঝালেও, সার্বিকভাবে তোরাহ বলতে ইহুদিদের লিখিত ও মৌখিক শিক্ষা, যেমন - মিশনাহ, তালমুদ, মিদ্রাশ, ইত্যাদি ধর্মীয় অনুশাসনমূলক গ্রন্থকে একসাথে ইঙ্গিত করে।

তোরাহ-এর মধ্যে হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি বই পড়ে:

  • জেনেসিস
  • এক্সোডাস
  • লেভিটিসাস
  • নাম্বারস
  • ড্যুটারনমি

ইহুদিরা মনে করেন তোরাহ হলো মুসার নিকট ঈশ্বরের সরাসরি প্রদত্ত বাণী।

অন্যান্য ভাষা