পাইরেথ্রিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাইরেথ্রিন সূর্যমুখী (Pyrethrum) জাতীয় ফুলের বীজত্বক থেকে আবিষ্কৃত মশা মারা কীটনাশক।
- "অল আউট", "গুড নাইট" ইত্যাদি বাজারজাত মশা মারা তরলে প্রালেথ্রিন থাকে যা তৃতীয় প্রজন্মের কৃত্রিম পাইরেথ্রয়েড (পাইরেথ্রিন জাতীয় যৌগ) (3rd generation pyrethroid)।
- কচ্ছপ ধূপ ইত্যাদিতে অ্যালেথ্রিন (প্রথম প্রজন্মের পাইরেথ্রয়েড) থাকে।
- পারমেথ্রিন ক্ষেত, মশারী ও জামাকাপড়ে ব্যবহার হয়।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] কার্যপদ্ধতি
এই নিউরোটক্সিন বা স্নায়বিষ সোডিয়াম চ্যানেলগুলিকে খোলা রেখে দেয়। ফলে মশা পক্ষাঘাতগ্রস্থ হয়।
[সম্পাদনা করুন] সুবিধা
- মানুষ ও পাখীর পক্ষে খুব কম বিষকর (কেবল মাছ ও পতঙ্গ ঘাতক)।
- মারণমাত্রার অনেক কমেই বিকর্ষক (repellant) হিসাবে মশা তাড়তে ব্যবহার করা যায়।
- স্ল্পস্থায়ী ও প্রাকৃতিকভাবে বিনাশযোগ্য যৌগ।
[সম্পাদনা করুন] অসুবিধা
ইস্টোজেন জাতীয় ধর্ম থাকায় ব্যাপক ব্যবহারে জলের জন্তুদের মৃদু বিষক্রিয়া ও প্রজননে অসুবিধা দেখা দিতে পারে।