মুম্বাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুম্বাই

মুম্বাই
রাজ্য
 - জেলা
মহারাষ্ট্র
 - মুম্বাই সিটি জেলা
 - মুম্বাই সাবার্বান জেলা
ভৌগলিক স্থানাংক 18.96° N 72.82° E
এলাকা
 - উচ্চতা
৪৩৭.৭১ km²
 - ৮ m
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (২০০১)
 - ঘনত্ব
 - নগর এলাকা (২০০৬)
১১,৯১৪,৩৯৮ (১ম)
 - ২৭,২২০/km²
 - ১৯,৯৪৪,৩৭২ (১ম)
পৌর ভারপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাক্তি জনি যোসেফ
নগরপাল দত্ত দালবি
কোড তালিকা
 - ডাক
 - টেলিফোন
 - যানবাহন
 
 - ৪০০ xxx
 - +০২২
 - MH-০১—০৩
ওয়েবসাইট: www.mcgm.gov.in

মুম্বাই বা মুম্বায় (পুর্বে বম্বে) ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। এটি ভারতের পশ্চিম তীরের সর্ববৃহৎ জলবন্দর ও প্রায় ১ কোটি ২৭ লক্ষ মানুষের বাসস্থান।

মুম্বাইকে ভারতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয় কারন ভারতের রিজার্ভ ব্যংক ও বম্বে স্টক এক্সচেন্জ ছাড়াও এখেনে রয়েছে আরো বহু প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়। ভারতের সিনেমা জগতের মুল, বলিউড, এই শহরে অবস্থিত।


ভারতের মেট্রোপলিটান শহর
বেঙ্গলূরুচেন্নাইদিল্লীকলকাতামুম্বাই


ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

আগরতলাআইজলবেঙ্গলূরুভোপালভুবনেশ্বরচন্ডীগড়চেন্নাই (মাদ্রাজ) • দমন • দেরাদুনদিল্লীদিসপুরগান্ধীনগরগ্যাংটকহায়দ্রাবাদইম্ফলইটানগরজয়পুর • কাভারত্তি • কোহিমাকলকাতালখনৌমুম্বাই (বম্বে) • পানাজি (পানজিম) • পাটনাপন্ডিচেরীপোর্ট ব্লেয়াররায়পুররাঁচীশিলংসিমলা • সিলভাসা • শ্রীনগরতিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম)

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন