হানিফা-কায়রাপরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাবিরিদ খানের অন্যতম রচনা হানিফা-কায়রাপরী জঙ্গনামাজাতীয় যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনীর জন্য তা রোমান্টিক প্রণয়োপাখ্যানের পর্যায়ভুক্ত। কবির কাব্যটি খন্ডিত আকারে পাওয়া গেছে বলে কাব্যের নাম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। ডঃ আহমদ শরীফ কাব্যের নামকরণ করেছেন 'হানিফার দিগ্বিজয়, ডঃ মুহম্মদ এনামুল হক 'হানিফা ও কায়ারাপরী' নাম ব্যবহার করেছেন। হযরত আলী (রঃ) পুত্র মুহম্মদ হানিফা কাহিনীর নায়ক।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন