গোলামাদ-লাসা রেলপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোলামাদ-লাসা রেলপথ বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ। দৈর্ঘ্য ১২০০ কিলোমিটার। রেলপথটি চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তিব্বতকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশের পার্বত্য এলাকা গোলামাদের সাথে সংযোগ করেছে। তিব্বতের মাল ভূমি পার হওয়ার সময় এই রেলপথের ট্রেনগুলো সবচেয়ে উঁচু স্থানে পৌছাবে। সে সময় এর উচ্চতা হবে ৫,০৭২ মিটার বা ১৬,৮০০ ফুট। ১ জুলাই, ২০০৬ এ রেলপথটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে তিব্বত সরাসরি চীনের রাজধানী বেইজিং এর সাথে রেল যোগাযোগ স্থাপিত হয়।