জন্ডিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন্ডিস রুগীর হলুদ চোখ
বড় করুন
জন্ডিস রুগীর হলুদ চোখ

জন্ডিস (Jaundice) কোনো রোগ নয়, রোগের উপসর্গ। এতে চামড়া ও চোখ হলুদ দেখায় কারণ শরীরে বিলিরুবিন নামে হলুদ রঙ্গক পদার্থের পরিমান বেড়ে যায়। বিলিরুবিনের স্বভাবিক পরিমাণ < ১.0-১.৫ মিলিগ্রাম/ডেসিলিটার। এর দ্বিগুণ হলে বাইরে থেকে বোঝা যায়। কিছু ক্ষেত্রে পেচ্ছাপ গাঢ় হলুদ হয়ে যায়। চামড়া পাণ্ডুর বা ফ্যাকাশে দেখায় বলে একে আগে পাণ্ডুরোগ বলা হত। ভারতীয় উপমহাদেশে জন্ডিসের একটি প্রধান কারণ হল ভাইরাস ঘটিত হেপাটাইটিস

সূচিপত্র

[সম্পাদনা করুন] জন্ডিসের প্রকারভেদ

[সম্পাদনা করুন] প্রাক-যকৃত(prehepatic)

[সম্পাদনা করুন] যকৃত-ঘটিত(hepatic)

[সম্পাদনা করুন] হেপাটাইটিস

[সম্পাদনা করুন] যকৃতে বিষক্রিয়া

[সম্পাদনা করুন] ওষুধের প্রতিক্রয়া

[সম্পাদনা করুন] যক্ষ্মার ওষুধ

[সম্পাদনা করুন] যকৃতোত্তর(posthepatic)

[সম্পাদনা করুন] অবরুদ্ধ পিত্তনালী

এক্ষেত্রে বাড়তি উপসর্গ: পিত্তলবণ রক্তের মাধ্যমে চামড়ায় প্রবেশকরলে ভয়ঙ্কর চুলকানি হয়।

[সম্পাদনা করুন] সদ্যজাত শিশুর স্বভাবিক জন্ডিস

অধিকাংশ মাতৃদুগ্ধপয়ী সদ্যজাত মানব শিশুর শরীরে জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিন এক জন্ডিস হয়। একে সদ্যজাত শিশুর স্বভাবিক জন্ডিস(physiologic jaundice of the newborn) বলে। কিন্তু কিছুক্ষেত্রে বিলিরুবিনের ঘনত্ব খুব বেশী হলে এটি তাড়াতাড়ি শুরু হয় বা বেশীদিন চলে (স্বভাবিক, সাধাণতঃ ৭-১০দিন) সেটি অস্বভাবিক।