অনিল বিশ্বাস (সুরকার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনিল বিশ্বাস (১৯১৪ - ২০০৩) একজন বিখ্যাত ভারতীয় সুরকার । ইনি ১৯৩৫ থেকে ১৯৬৫ পর্যন্ত কাজ করেছেন । অনিল বিশ্বাসের জন্ম হয় বাংলাদেশের বরিশালে । ১৯৩০ দশকের প্রথমে দিকে তিনি কলকাতায় নাম করেন তারপর ১৯৩৪ সাল নাগাদ তিনি মুম্বাই যান এবং একজন স্বাধীন সুরকার হিসাবে কাজ আরম্ভ করেন ।

[সম্পাদনা করুন] সুরারোপিত চলচ্চিত্র

অনিল বিশ্বাসের সুরারোপিত কয়েকটি চলচ্চিত্র হল

  • আরাম (১৯৫১)
  • অঙ্গুলিমাল (১৯৬০)
  • আনোখা পেয়ার (১৯৪৮)
  • দো রাহা (১৯৫২)
  • গজরে (১৯৪৮)
  • হীর (১৯৫৬)
  • যাসুস (১৯৫৭)
  • জিত (১৯৪৯)
  • পহেলি নজর
  • ওয়ারিস (১৯৫৪)

তাঁর শেষ সুর করা ছবির নাম ছোটি ছোতি বাতেঁ (১৯৬৫)

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন