উইকিপেডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ বাছাই, ও যোগ করবার প্রস্তাবনা এখানে যোগ করুন। নতুন প্রস্তাবনা সবার উপরে যোগ করুন।


সূচিপত্র

[সম্পাদনা করুন] ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব

নিবন্ধটিতে অনেক শ্রম দেওয়া হয়েছে। নিবন্ধটি যথেষ্ট বড়। এটির আরও পরিমার্জন প্রয়োজন। ব্যবহারকারীগণ যেন এটিকে নির্বাচিত নিবন্ধ করতে কাজ করেন সেজন্য এটিকে এই তালিকায় দিলাম। (প্রস্তাবকঃ--বেলায়েত ১৭:২৩, ২৯ অক্টোবর ২০০৬ (UTC))

[সম্পাদনা করুন] ঘূর্ণিঝড়

(প্রস্তাবক: Tanveer Islam ০১:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • (আপাতত বিরোধিতা) নিবন্ধে এখনও অনেক অনেক উন্নয়ন বাকি। আমি কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করছি, আরও অনেক উন্নয়ন বাকি আছে।
    • শুরুর প্যারাগ্রাফটি পুরা নিবন্ধের সারমর্ম হতে হবে। বর্তমানে সেটা নাই।
    • প্রচুর লাল লিঙ্ক। এগুলি নিবন্ধে পরিণত করতে হবে।
    • নামকরণের উপর দুইটি অনুচ্ছেদ আছে।
    • নিবন্ধের অনুচ্ছেদ গুলি balanced নয়। কোনটি বড়, আবার কোনটি একেবারেই খালি।
    • বিপুল সংখ্যক বহিঃসংযোগ দেয়া হয়েছে। শুধু যেগুলি এই নিবন্ধের বিষয়বস্তুকে enhance করবে, সেগুলিই রাখা উচিৎ।
    • ভাষা অনেক ক্ষেত্রেই "আমরা জানতে পারি" এরকম হয়ে গেছে। এটা বিশ্বকোষীয় না।
    • তথ্যসূত্র একেবারেই নাই। তথ্য উল্লেখ করলে পাশেই সূত্র উল্লেখ করতে হবে। বই হলে বইয়ের পাতা নম্বর উল্লেখ করতে হবে, লেখকের নাম ইত্যাদি তো বটেই। প্রবন্ধ হলে প্রবন্ধ সংক্রান্ত তথ্য দিতে হবে। "ইংরেজি উইকিপিডিয়া হতে" - এটা একেবারেই ব্যবহার করা যাবে না। উইকিপিডিয়া কখনোই কোন তথ্যের প্রাথমিক উৎস হতে পারে না।

দয়া করে এই সব গুলি সমস্যা দূর করুন, তার পর আমি আবার মতামত জানাবো। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১৬, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] জুলু

(প্রস্তাবক: Muhammad, তারিখ ০৮:৩১, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • (আপাতত) বিরোধিতা: এখনো কিছু জিনিষ ঠিক করতে হবে, নীচে তার আংশিক তালিকা দিচ্ছি -
    • প্রচুর লাল লিঙ্ক। একটু কষ্ট করে ঐগুলিকে নীল লিঙ্ক , অর্থাৎ নিবন্ধ/স্টাব তৈরী করুন।
    • "সর্ববৃহৎ পৌত্তলিক গোষ্ঠী হিসেবে স্বীকৃত" - এটা আসলে পৌত্তলিক হবে না, বরং জাতিগত গোষ্ঠী হবে। (ethnic আর পৌত্তলিক এক না)।
    • নিবন্ধে ছবির বড়ই অভাব। কমন্স ঘেটে কিছু ছবি যথাযথ জায়গায় যোগ করুন
    • নিবন্ধটি মোটেও balanced না। পুরা নিবন্ধই ইতিহাস দিয়ে ভর্তি। দয়া করে ইতিহাস অনুচ্ছেদটিকে আলাদা নিবন্ধ করুন, এবং ২ বা ৩ প্যারাগ্রাফে তার সারমর্ম এখানে যোগ করুন। বাকি অনুচ্ছেদ গুলি প্রায় খালি - সেগুলিকে বড় করুন।
    • তথ্যসূত্র কোথায়? মাত্র দুইটি সূত্র প্রদান করা হয়েছে ইংরেজি উইকি হতে দেখে নিন, ref ব্যবহার করে কিভাবে তথ্যসূত্র যোগ করতে হবে।
  • এসব ব্যাপার ঠিক করুন, তার পর আমি আবার নিবন্ধটি যাচাই করব। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩১, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


[সম্পাদনা করুন] বাংলাদেশ

যোদিও কিছু লিঙ্ক এখনও লাল আছে তবে অন্যান্য নিবন্ধের সাথে বাংলাউইকিপেডিয়ার প্রথম নির্বাচিত নিবন্ধ হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিযোগীতার দৌড়ে আমার মনে হয় বাংলাদেশ নিবন্ধটি অনেকাংশে এগিয়ে আছে। (প্রস্তাবকঃ বেলায়েত ১৫:৫০, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

I have made some red links blue, some more is still left. I hope to make them blue soon. Would somebody please work on date entries? I am facing difficulties with them. Thanks. Auyon ০৯:২৪, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
আমি আর অয়ন ভাই মিলে মোটামুটি নিবন্ধের লাল লিঙ্ককে নীল করার কাজ প্রায় শেষ করেছি, অল্প কিছু হয়তো ৫/৬ টা বাকী আছে। আমার মনে হয় এবার আর বাংলাদেশ নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করার বিষয়ে কোন সমস্যা নাই। আশা করি এ সপ্তাহেই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে বিবেচিত হবে।--বেলায়েত ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


তাহলে আর দেরি করার দরকার নাই, এটাকে নির্বাচিত নিবন্ধ ঘোষণা করে দেয়া যায় এখনই। --রাগিব (আলাপ | অবদান) ০২:৩২, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)
একমত। --অর্ণব (আলাপ | অবদান) ০২:৩৬, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] অ্যান্টিবায়োটিক

(প্রস্তাবক: মুনতাসির ১৮:৩৫, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • লাল লিঙ্ক প্রচুর
  • রেফারেন্স/তথ্যসূত্র নাই, বা খুবই কম।
দয়া করে এগুলি ঠিক করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] সত্যজিৎ রায়

(প্রস্তাবকঃ মুনতাসির ১৮:২২, ১৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC))