সুকেন্দ্রিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একটি উদ্ভিদ কোষ
বড় করুন
একটি উদ্ভিদ কোষ

সুকেন্দ্রিক কোষে অঙ্গাণু (নিউক্লিয়াস (Nucleus), গলজি বস্তু (Golgi body), মাইটোকোন্ড্রিয়া ([1]), ক্লোরোপ্লাস্ট(chloroplast), এন্ডোপ্লাজমিক রেটিকুলাম(Endoplasmic reticulum)সমূহ দ্বি-স্তরী ঝিল্লির (membrane)দ্বারা আবৃত থাকে।

সকল ছত্রাক(Fungi), শৈবাল(algae), উদ্ভিদ, প্রানীর কোষ সুকেন্দ্রিক।

সূচিপত্র

[সম্পাদনা করুন] আবির্ভাব

[সম্পাদনা করুন] জীব জগতে অবস্থান

[সম্পাদনা করুন] কোষীয় গঠন

[সম্পাদনা করুন] কোষ বিভাজন

  • মাইটোসিস
  • মিয়োসিস

[সম্পাদনা করুন] মাইটোসিস কাকে বলে?

যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোম ও সমপরিমাণ সাইটোপ্লাসমসহ দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃস্টি হয় তাকে মাইটোসিস বলে।

[সম্পাদনা করুন] মাইটোসিস কোথায় হয় ?

প্রাণীর বর্ধনশীল দেহকোষে মাইটোসিস হয়। ক্ষতস্থানের আশে পাশে , জননাঙ্গে , অস্থিমজ্জায় , আবরণী কলায় ও নীচুতর প্রাণীর ছিন্ন দেহাংশে মাইটোসিস হয়।

[সম্পাদনা করুন] মাইটোসিস বিভাজনের ধাপসমূহ

মাইটোসিসকে পাঁচ পর্যায়ে ভাগ করা যায় :

  • প্রোফেজ
  • প্রো-মেটাফেজ
  • মেটাফেজ
  • এনাফেজ
  • টেলোফেজ

[সম্পাদনা করুন] মাইটোসিসের গুরুত্ব