সাংস্কৃতায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাংস্কৃতায়ন বা সংস্কৃতিকরণ (Acculturation) হলো আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোন সমাজ বা সংস্কৃতি অন্য সমাজের মধ্যে পরিবর্তন সূচিত করে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকাতে এ প্রত্যয়টি বেশ জনপ্রিয়তা লাভ করে। সাধারনত উন্নত মানের সংস্কৃতি নিম্নমানের সংস্কৃতিকে তিনভাবে প্রভাবিত করেঃ ক. উন্নত সংস্কৃতির কিছু উপাদান গ্রহণ করে, খ. উন্নত সংস্কৃতির কিছু উপাদান বর্জন করে এবং গ. দেশীয় সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য কিছু সংশোধন করে গ্রহণ করে । এ প্রক্রিয়ার ফলে সাংস্কৃতিক সংঘাতও ঘটে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ক্রমবর্ধমান আর্থ-সামাজিক প্রয়োজনের ফলে দেশ ও জাতি একে অপরের সংস্পর্শে আসছে। এর ফলে একে অপরের সংস্কৃতি তথা সমাজ ও জীবন দর্শন দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। এক্ষেত্রে প্রায় লক্ষ্যনীয় হয় যে, তুলনামূলকভাবে পিছিয়ে পড়া অনুন্নত এবং উন্নয়নকামী সমাজ উন্নত সমাজ ও সংস্কৃতি থেকে সংস্কৃতির অনেক উপাদান গ্রহণ করছে। এ প্রক্রিয়ার নামই সাংস্কৃতায়ন।

অন্যান্য ভাষা