টেলিভিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। টেলিভিশন শব্দটি গ্রীক শব্দ Tele (যার অর্থ দূর) এবং ইংরেজী শব্দ Vision (যার অর্থ দেখা) মিলিয়ে তৈরি হয়েছে। তাই টেলিভিশন কে বাংলায় কখনো 'দূরদর্শন যন্ত্র' বলা হয়।

[সম্পাদনা করুন] আবিস্কার

ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৩ সালে প্রথম টেলিভিশন ছবি দূরে পাঠাতে সক্ষম হন। টেলিভিশন বিনিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে।

[সম্পাদনা করুন] সম্প্রচার কৌশল