বেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বড় করুন

বেজি একটি স্তন্যপায়ী প্রাণী। লোমশ শরীর দ্রুত চলাচল করে। দিনের বেলায় খাবার সংগ্রহ করে রাতে মাটিতে নিজেদের তৈরীকৃত গর্তে বাস করে। মাছ, ছোট প্রানী, হাঁস-মুরগি, অন্য ছোট প্রানী এদের খাদ্য। সাপের শত্রু বলে বলা হয়। শহরে ঝোপ ঝাড় বিশিষ্ট এলাকায় এবং গ্রামে দেখা যায়।

অন্যান্য ভাষা