জোঁক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Attached Leech.jpg
রক্ত চুষছে জোঁক
রক্তচোষা জোঁক ও তাদের জাতভাইরা কেঁচোর মত অঙ্গুরীমাল পর্বের জীব। এরা অঙ্গুরীমাল পর্বের হিরুডিনিয়া উপপর্ব গঠন করে।
কেঁচোর মত এদেরও ক্লাইটেলাম আছে ও গমনাঙ্গ সিটে (setae)।
আদিকাল থেকে রক্তচোষা জোঁকেদের (যেমন হিরুডো মেডিসিনালিস) রক্ততঞ্চন (blood cloting) বন্ধ করার জন্য চিকিৎসায় ব্যবহার হয়েছে। তঞ্চন বন্ধ করার জন্য রক্তচোষা জোঁকের লালায় হিরুডিন নামক তঞ্চনরোধক(anticoagulant) পেপটাইড ক্ষরিত হয়।
[সম্পাদনা করুন] ছিনেজোঁক
ধরলে ছাড়ানো শক্ত।
[সম্পাদনা করুন] জোঁকের মুখে নুন
লবন এদের আর্দ্র শরীর থেকে জল বার করে নেয় যা এদের পক্ষে যন্ত্রণাদায়ক। তবে জোঁক ছাড়াবার জন্য নুন ব্যবহার করা ভালো কিনা তা নিয়ে বিতর্ক আছে।