উইকিপেডিয়া:অনুরোধের খাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতাটিতে যেসব নিবন্ধ এখনও বাংলা উইকিপিডিয়াতে নাই, কিন্তু পাঠক/ব্যবহারকারীরা দেখতে ইচ্ছুক, তার তালিকার জন্য।

[সম্পাদনা করুন] তালিকা

এই লেখার নীচে আপনার প্রার্থিত নিবন্ধটির শিরোনাম যোগ করুন। এর সাথে ঐ বিষয়টি কী, তা নিয়ে দুই একটি বাক্যে বর্ণনা দিন।
  • জগন্নাথ কলেজ - পুরানো ঢাকার ঐতিহাসিক একটি কলেজ।
  • কীর্তনখোলা নদী - বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি নদী।
  • বিজয় কিবোর্ড - বাংলাদেশের সর্বাধিক প্রচলিত বাংলা লিখন সফটওয়্যার ও কিবোর্ড লেআউট।
  • মোস্তফা জব্বার - বিজয় কিবোর্ডের প্রণেতা, আইটি বিষয়ক কলামিষ্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।
মন্তব্য - বিজয় কীবোর্ড বিশ্বকোষীয় হতে পারে, কিন্তু মোস্তফা জব্বার সাহেব ব্যবসায়ী হিসাবে বিশ্বকোষে যুক্ত হওয়ার মতো এখনো অত বিখ্যাত হন নাই। আর বিজয় কীবোর্ডের "প্রণেতা" কথাটাও ভুল, এর ২০০০ সংস্করণের পুরাটাই বুয়েটের একজন ছাত্রকে দিয়ে বানানো। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৯, ১৮ অক্টোবর ২০০৬ (UTC)
I agree with ragib bhai. Auyon

*পোগোজ স্কুল - ঢাকার অন্যতম পুরাতন বিদ্যালয়। --রাগিব (আলাপ | অবদান) ২০:২৪, ৫ নভেম্বর ২০০৬ (UTC)

  • বুদ্ধদেব বসু - ঢাকায় জন্ম নেয়া বাঙালি কবি। বিংশ শতাব্দীর ২০ ও ৩০ এর দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী। --রাগিব (আলাপ | অবদান) ২০:২৩, ৬ নভেম্বর ২০০৬ (UTC)
অন্যান্য ভাষা