জিনেদিন জিদান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | 23 June 1972 | |
জন্মস্থান | Marseille, France | |
উচ্চতা | 1.85 m (6'1") | |
ডাকনাম | Zizou, ZZ, Yaz | |
অবস্থান | Attacking midfielder | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | Retired | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোলসংখ্যা) |
1988-1992 1992-1996 1996-2001 2001-2006 |
AS Cannes Girondins Bordeaux Juventus F.C. Real Madrid |
61 (6) 139 (28) 151 (24) 155 (34) |
জাতীয় দল | ||
1994-2006 | France | 108 (31)[১] |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
জিনেদিন ইয়াজিদ জিদান (জন্ম জুন ২৩, ১৯৭২) ফরাসি ফুটবল খেলোয়াড়। তাঁর জন্ম ফ্রান্সের মার্সেই শহরে। তাঁর পিতা-মাতা আলজেরীয় বংশোদ্ভূত। জিদানের ডাক নাম জিজু ।
[সম্পাদনা করুন] আন্তর্জাতিক খেলা হতে অবসর
জিদানের শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০০৬ বিশ্বকাপের ফাইনাল খেলা। এই খেলা শুরুর ৭ম মিনিটেই পেনাল্টি হতে গোল দিয়ে জিদান বিশ্বকাপের দুইটি ফাইনালে গোল দেয়া ৪র্থ খেলোয়াড়ে পরিণত হন। তিনি এর আগে ১৯৯৮ এর বিশ্বকাপ ফাইনালে গোল দিয়েছিলেন। কিন্তু জিদান খেলাটি হতে বিদায় নেন কলঙ্ক জনক ভাবে। ১১০ মিনিটের মাথায় তিনি ইতালির একজন খেলোয়াড়কে মাথা দিয়ে ঢুঁ মেরে আঘাত করেন। এর ফলশ্রুতিতে জিদান লাল কার্ড পেয়ে বহিষ্কৃত হন। ১-১ গোলে অমীমাংষিত খেলাটিতে ইতালি টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে বিশ্বকাপ জয় করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জিদান অংশ গ্রহণ করেন নাই।