শেমাস্ হীনি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেমাস্ হীনি (জন্ম এপ্রিল ১৩, ১৯৩৯- ) (Seamus Heaney) একজন প্রথিতযশা আইরিশ কবি ও অনুবাদক। ১৯৬৬ সালে ডেথ অফ এ ন্যাচারালিস্ট্ কাব্যগ্রন্থটি লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। তিনি প্রাচীন ইংরেজী কাব্য বেউলফ-এর (Beowulf) অনুবাদ করেছেন। ১৯৯৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার জয় করেন। ইয়েট্স্, জর্জ বার্নার্ড শ ও বেকেটের পর তিনি চতুর্থ আইরিশ সাহিত্যিক যিনি এই পুরষ্কার পান।